৭৫ হাজার ডলার থেকে ১.২ বিলিয়ন: হারানো Ethereum-এর অবিশ্বাস্য গল্প!
২০১৪ সালে Ethereum প্রথমবারের মতো ICO (Initial Coin Offering) আয়োজন করে। তখন খুব কম মানুষই জানতো Ethereum ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ হবে। সেই সময় Rain Lõhmus মোট ২৫০,০০০ ETH কিনেছিলেন মাত্র $75,000 (প্রায় ৪.২ মিলিয়ন টাকা) দিয়ে।
Ethereum কেনার পর তিনি তার ওয়ালেটের private key হারিয়ে ফেলেন। আর এটাই হলো সবচেয়ে বড় বিপদ। কারণ ক্রিপ্টোতে private key হারালে সেই ওয়ালেটে আর কখনো প্রবেশ করা যায় না। কোনো “reset password” বাটন নেই, কারো কাছে ফোন করে সাহায্য চাওয়ার সুযোগও নেই।
২০২৫ সালে এসে Ethereum এর দাম অনেক বেড়েছে। বর্তমানে Rain Lõhmus এর হারানো ETH-এর মূল্য প্রায় $1.2 বিলিয়ন (৬৮,০০০ কোটি টাকা)।
#crypto #ethereum #bitcoin
২০১৪ সালে Ethereum প্রথমবারের মতো ICO (Initial Coin Offering) আয়োজন করে। তখন খুব কম মানুষই জানতো Ethereum ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ হবে। সেই সময় Rain Lõhmus মোট ২৫০,০০০ ETH কিনেছিলেন মাত্র $75,000 (প্রায় ৪.২ মিলিয়ন টাকা) দিয়ে।
Ethereum কেনার পর তিনি তার ওয়ালেটের private key হারিয়ে ফেলেন। আর এটাই হলো সবচেয়ে বড় বিপদ। কারণ ক্রিপ্টোতে private key হারালে সেই ওয়ালেটে আর কখনো প্রবেশ করা যায় না। কোনো “reset password” বাটন নেই, কারো কাছে ফোন করে সাহায্য চাওয়ার সুযোগও নেই।
২০২৫ সালে এসে Ethereum এর দাম অনেক বেড়েছে। বর্তমানে Rain Lõhmus এর হারানো ETH-এর মূল্য প্রায় $1.2 বিলিয়ন (৬৮,০০০ কোটি টাকা)।
#crypto #ethereum #bitcoin