𝗦.𝗟 𝗧𝗨𝗧𝗢𝗥𝗜𝗔𝗟 𝗕𝗗
1.46K subscribers
1.47K photos
44 videos
18 files
497 links
এই Channel এর মাধ্যমে অনলাইন থেকে Income করতে পারবেন..👇👇

তাই দেরি না করে জয়েন করুন..🧿

** Admin Id : @SL_TUTORIAL_OWNER

** Channel Group:
@sl_tutorial_bd_group
Download Telegram
কিছু হলেই Crypto বাংলাদেশে হলুদ সাংবাদিক গুলোকে দুচে। তোরা জুয়ার খবর করবি কর। Crypto এর দোষ কেনো দেওয়া হয়?

Crypto হলো ইলিকট্রিক মানি।

এখন এই টাকা কেউ অবৈধ পথে খরচ করলে দোষ টা কি ওই টাকার? নাকি যেই অবৈধ পথে খরচ করছে তার?
আনা দরকার কি বলেন
2
আপনার মতে ভিপি হিসেবে কে নির্বাচিত হবে...?
মামু কট 🤭
😁1
বিম্পি ফাঁদে পা দিছে 😂
ঘিলু ছাড়া মাথা
সাব্বাস বেডা
😁1
ভিক্ষা নয়, কর্মই শ্রেয়, সত্যিই প্রশংসার যোগ্য।👀😭
৭৫ হাজার ডলার থেকে ১.২ বিলিয়ন: হারানো Ethereum-এর অবিশ্বাস্য গল্প!

২০১৪ সালে Ethereum প্রথমবারের মতো ICO (Initial Coin Offering) আয়োজন করে। তখন খুব কম মানুষই জানতো Ethereum ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ হবে। সেই সময় Rain Lõhmus মোট ২৫০,০০০ ETH কিনেছিলেন মাত্র $75,000 (প্রায় ৪.২ মিলিয়ন টাকা) দিয়ে।

Ethereum কেনার পর তিনি তার ওয়ালেটের private key হারিয়ে ফেলেন। আর এটাই হলো সবচেয়ে বড় বিপদ। কারণ ক্রিপ্টোতে private key হারালে সেই ওয়ালেটে আর কখনো প্রবেশ করা যায় না। কোনো “reset password” বাটন নেই, কারো কাছে ফোন করে সাহায্য চাওয়ার সুযোগও নেই।

২০২৫ সালে এসে Ethereum এর দাম অনেক বেড়েছে। বর্তমানে Rain Lõhmus এর হারানো ETH-এর মূল্য প্রায় $1.2 বিলিয়ন (৬৮,০০০ কোটি টাকা)।

#crypto #ethereum #bitcoin
তোমার মৃত্যুর কারনে বাজারঘাট বন্ধ থাকবে না.. "
দুনিয়াতে তোমার অবস্থান খুবই ন'গ'ণ্য`
সুতরাং নিজেকে চেনো
1
📣আগের মতো এখন আর অফার বা ফ্রি রেওয়ার্ড তেমন পাওয়া যাচ্ছে না। কিন্তু মনে রাখবেন — ক্রিপ্টো বা সবকিছুই কখনো একই থাকে না পরিবর্তনশীল।

এখন পোটেনশিয়াল প্রোজেক্ট থেকে তেমন পেমেন্ট আসছে না, এখন অনেক ইউজারস ঝড়ে যাবে। কিন্তু আমরা বর্তমানে বিভিন্ন এক্সচেঞ্জার অফারে কাজ করে মান্থলি মিনিমাম ১০০-২০০ ডলার চাইলেই বের করতে পারি। যারা ধৈর্য ধরে কাজ করবে, টিকে থাকবে তাঁরাই পরবর্তীতে ভালো একটা ইনকাম করতে পারবে।

ধৈর্য রাখেন, ভালো অফার আসবেই, সব অফার থেকে কমবেশি পেমেন্ট করবে, ইনকামও রেগুলার হবে ইনশাআল্লাহ।


⭐️In crypto, patience makes money. Panic loses it.👑
সেপ্টেম্বর মাসের🎁Giveaway 🎁Giveaway 0.01$-0.10$ Instant

🛒Binance থাকলে অফারটি লুফে নিন এখনি 🪙0.01$-0.10$ Instant Claim

▶️প্রথমে

QR টি ডাউনলোড করে নিন।
▶️তারপর ছবিতে দেখানো স্টেপ ফলো করে QR Code টি Upload করে Scan  করুন এবং Claim করে নিন
🎉


অথবা লিংক : https://app.binance.com/uni-qr/QFi3quJQ?utm_medium=web_share_copy

এই অফার 🛒Binance প্রতিমাসেই দিয়ে থাকে
🔶Instant 1$ Rcv Learn & Earn ☺️

কে কে পাইছেন 😆
PYTH করো Hold থাকলে সেল দিতে পারেন।
পুকি মারা সারা,
যাদের Samsung মোবাইল আছে তাদের সুবিধা কি যানেন ? ডিম ভাজতে আগুন লাগবে না মোবাইল যে চদনের গরম হয় ওইটা উপর রাখলে হয়ে যাবে 🤣
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)
🔶 0.06$ এট টোকেন 10$ ভাবা যায় ✌️ এইটাই Crypto Market 🔥