قولُ: "لا أدري" لا ينْقُص بِه قدْرُ الإنسان في العِلْم، بَلْ يزْدَادُ لأَنَّ النّاس إِذا رَأَوْا هَذا الرّجُلَ محتَرِزًا يقُولُ فِيما يعْلَمُ ويتَوقَّفُ عمَّا لا يَعْلَمُ وثِقُوا بِه، وعرَفُوا أنَّه لا يتكلَّمُ إلا بما عَلِم
কোনো বিষয়ে "আমি জানি না" বলাটা একজন ব্যক্তির জ্ঞানগত মর্যাদাকে কমিয়ে দেয় না। বরং তা মর্যাদাকে বাড়িয়ে দেয়। কেননা লোকেরা যখন দেখে- এই ব্যক্তি তো সে যা জানে তা বলার ব্যাপারে এবং সে যা জানে না সেই বিষয়ে কথা বলতে গিয়ে থেমে যাওয়ার ব্যাপারে খুবই সচেতন - তখন তারা উক্ত ব্যক্তির ব্যাপারে আশ্বস্ত থাকে এবং তারা চিনতে পারে যে- উক্ত ব্যক্তি অজানা বিষয়ে আগ বাড়িয়ে কথা বলেন না।
[শাইখ মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন, সূরা রোম এর তাফসির, পৃষ্ঠা ১১-১২]
#Knowledge
কোনো বিষয়ে "আমি জানি না" বলাটা একজন ব্যক্তির জ্ঞানগত মর্যাদাকে কমিয়ে দেয় না। বরং তা মর্যাদাকে বাড়িয়ে দেয়। কেননা লোকেরা যখন দেখে- এই ব্যক্তি তো সে যা জানে তা বলার ব্যাপারে এবং সে যা জানে না সেই বিষয়ে কথা বলতে গিয়ে থেমে যাওয়ার ব্যাপারে খুবই সচেতন - তখন তারা উক্ত ব্যক্তির ব্যাপারে আশ্বস্ত থাকে এবং তারা চিনতে পারে যে- উক্ত ব্যক্তি অজানা বিষয়ে আগ বাড়িয়ে কথা বলেন না।
[শাইখ মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন, সূরা রোম এর তাফসির, পৃষ্ঠা ১১-১২]
#Knowledge
❤13