সকলকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট একটি পোল রাখতে চাই, আসলে কথাটি হলো আমরা সকলেই হ্যারি পটারের খুব বড় ভক্ত। ছোটো বয়সে টিভি বা সিডি তে আমরা সকলেই হ্যারি পটারের সমস্ত সিনেমা খুব মজার সাথেই দেখেছি, মনে পড়ে সেই উড়ন্ত ঝাড়ু, উড়ন্ত গাড়ি, সাদা পেঁচা, বড়োই অ্যাডভেঞ্চার মূলক কাহিনী ও দৃশ্য ছিলো সেগুলি, আমি তো সত্যি বলতে আজও আবারো গ্রীষ্মের ছুটিতে সেগুলি দেখে পুরোনো স্মৃতি তাজা করে নিয়েছিলাম। তো হঠাৎ মনে হলো কেনোনা হ্যারি পটারের সমস্ত কাহিনী গুলো একে একে আপনাদের সামনে আনি, কারণ একটিই আপনারা হয়তো সবাই জানেন যে সিনেমাতে অনেক মূল কাহিনী ও দৃশ্যই আমাদের সামনে আনা হয়নি, এবং আপনারা সবাই জানেন জুলাই মানেই হ্যারি পটারের জন্মদিন আর আজ তো ১লা সেপটেম্বর, মানে সেই ছোট্ট হ্যারির আজ প্রথম হোগ্যার্টস স্কুলে যাওয়ার দিন, সেই কারণেই আজ আমি আপনাদের কাছে একটি ছোট্ট পোল রাখছি, হ্যারি পটারের সমস্ত পার্টগুলি বাংলাতে আপনাদের সামনে উপস্থাপনা করব খুব শীঘ্রই, আপনারা পাশে থাকলে আরও গল্পের ভান্ডার আনবো আপনাদের কথানুযায়ী।
আজ আমি আপনাদের কাছে একটি ছোট্ট পোল রাখছি, হ্যারি পটারের সমস্ত পার্টগুলি বাংলাতে আপনাদের সামনে উপস্থাপনা করব খুব শীঘ্রই, আপনারা পাশে থাকলে আরও গল্পের ভান্ডার আনবো আপনাদের কথানুযায়ী।
Anonymous Poll
76%
১. হ্যারি পটারের সমস্ত পার্ট এর গল্প
24%
২. অন্য ছোটো বা বড় গল্প (আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই)