❤️ Technical Bro BD ❤️
2.45K subscribers
1 photo
6 videos
3 files
18 links
In this channel you will get regular tech update links. Through which you can increase your tech knowledge.
Download Telegram
বাইনান্সে ৫৪ ডলার পাইলাম, টেলিগ্রাম DOG থেকে। আপনাদের কে বলেছিলাম এর আগে ডক থেকে টাকা দিবে। আসলেই দিয়ে দিল।
10❤‍🔥6🥰3👍2🔥1
যারা Blum এ জয়েন হন নাই জয়েন হন। Dog এর মত টাকা দিবে।
রাস্তার পাশে কার্টনের চারদিকে টি-শার্ট নিয়ে একজন যুবক বিক্রি করছে।

আরেকজন যুবক তার কাছ থেকে দুটো টি-শার্ট কিনলেন ৫০০ টাকা দিয়ে।

পরিচিত হয়ে কয়েকটা প্রশ্ন করলেন সেই যুবককে।

যুবক বললো, প্রতিদিন তার এখানে গড়ে ১০০ টি-শার্ট বিক্রি হয়। প্রতি টি-শার্টে লাভ হয় ৫০ টাকা।

প্রাইভেট ভার্সিটিতে পড়া অন্য যুবক হিসাব করলো- তারমানে দিনে লাভ ৫,০০০ টাকা, মাসে গড়ে দেড় লক্ষ টাকা?

সেদিনের ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

সারা মাস টিউশনি করে তিনি যা উপার্জন করেন, ঐ টি-শার্ট বিক্রেতা বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক ঘণ্টায় সেটা উপার্জন করেন!

তিনি সোর্স খুঁজে টি-শার্ট বের করেন।

তিতুমীর কলেজের একজন ছেলেকে হায়ার করলেন। প্রতিদিন তাকে ৩০০ টাকা দেয়া হবে।

ঐ ছেলে যেভাবে রাস্তার পাশে কার্টনে টি-শার্ট বিক্রি করতো, সেই যুবকও সেভাবে শুরু করেন। তবে, নিজে না করে আরেকজন কর্মীকে দিয়ে।

সেই থেকেই তার ব্যবসার জার্নি শুরু।

বর্তমানে তিনি বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী। ১৪০০+ কর্মী তার প্রতিষ্ঠানে কর্মরত।

অথচ তার মূলধন ছিলো মাত্র ১৪,০০০ টাকা।

সেই ব্লু-ড্রিমকে অনেকেই চিনেন।

.

ব্যবসা শুরু করতে অনেক মূলধন লাগে, এটা প্রচলিত ভুল ধারণা।

ব্যবসা শুরু করতে লাগে আইডিয়া, সেটার এক্সিকিউশন প্ল্যান।

পৃথিবীর বড় বড় যতো ব্যবসা প্রতিষ্ঠান আজ আমরা দেখি, সেসবের ৯০% শুরু হয় bootstrapping দিয়ে। অর্থাৎ, নিজের টাকা দিয়ে।
👍2113🕊2
ফটো এডিট করার জন্য চমৎকার একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাবলিশ করলাম। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো বিভিন্ন ক্যাটাগরির ফ্রেম ও লোগো দিয়ে পিকচার তৈরি করা যাবে। ডাউনলোড করে দেখুন অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই প্লে স্টোর একটি রিভিউ দিবেন।

https://play.google.com/store/apps/details?id=com.technicalbrobd.profilepictureframe
👍42
── Mojnu➝😈🩵🪽😈💛🪽😈💚🪽😈🩵🪽😈💛🪽😈💚🪽😈🩵🪽😈💛🪽😈💚🪽━──2️⃣0️⃣2️⃣5️⃣


MOJNU▁▁▁▁▁▁╱😈😛😈😘󱢏


Mojnu➝ 😘😈🩵🪽

➠MOJNU➝󰂆󰟯󰟵󰟱 󱢏

⤾➝Mojnu↬⤹😘😇👿

一 Fm͡z Mojnu➝💔😅🙂🪽

Mojnu▁▁▁▁▁▁╱╱😘😈🙂🩶🪽💚
10👻8👏3🥰2
তাড়াতাড়ি নিয়ে নিন!
18th July 1gb free internet data on Mobile SIM operator :
GP & BI *121*1807#
Robi & Airtel *4*1807#
Teletalk *111*1807#
4👍2