Sojasapta2 - সোজাসাপ্টা২
19 subscribers
5 photos
1 video
38 links
Dharma, History and Hindu Culture Site
Join our telegram Channel. And Update Hindu News.
Download Telegram
রাধাকে বৃষভানু নন্দিনীও বলা হয়।এই বৃষভানু কে ?
বৃষ অর্থ বিষাদকে বুঝানো হয়েছে আর ভানু অর্থ ভঙ্গকে বুঝানো হয়েছে।বৃষভানু অর্থ ,,যার মন থেকে বিষাদ ভঙ্গ হয়েছে। মানুষের মনের মধ্যে বিষাদ ভঙ্গ হওয়ার পরেই তো মনে আনন্দের সৃষ্টি হয়,আর সেই আনন্দটাকে মনে ধারন করাটাই হচ্ছে রাধা।অর্থাৎ ,বিষাদ ভঙ্গ হওয়ার পরে সে বিষাদের জায়গায় মনে যে আনন্দের আগমন হয় ,সে আনন্দটাকে ধারন করাটাই হচ্ছে রাধা।

সম্পূর্ন তথ্যঃ✍️✍️
https://sojasapta2.xyz/article-story/what-is-radha-krishnas-relationship/
কিছুদিন আগে (স্থানঃ বোরহানগঞ্জ,বোহানউদ্দিন, ভোলা) মালতী রাণী নামের একজন দুর্দশাগ্রস্থ মায়ের সন্ধান পেলাম, যার স্বামী ১৫ বছর আগেই মৃত্যুবরণ করেছেন। এরপর আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সেই স্বামী তার খোজ নেয় না। তারপর থেকে খুবই অশান্তি আর আর্থিক অস্বচ্ছলতায় ১মেয়ে ও দুই ছেলেকে নিয়ে দিনাতিপাত করতে ছিলেন। এই ক্রান্তিলগ্নে ছোটো ছেলেই সংসারের (অন্যের দোকানে স্বর্ণকার ছিলেন) হাল ধরেছিলো কিন্তু সেই সুখ আর বেশি দিন টিকতে পারলো না। হঠাৎই ২০১৬ সালে ছোটো ছেলের ঝুলন্ত লাশ তাঁরই মালিকের দোকানে উদ্ধার করা হলো। খুবই রহস্যজনক মৃত্যু হয়েছিলো তখন মালিকের নামে মার্ডার কেস ফাইল করা হয়েছিলো কিন্তু ধনী ব্যবসায়ী বলে কথা মাত্র তিনমাসের মধ্যেই জেল থেকে জামিন পেয়ে যান মালিক।

মালতীদেবীর যেখানে সংসার চালানোই কষ্টসাধ্য, সেখানে মামলা চালানো প্রায় অসম্ভব বিষয়, ছেলের মৃত্যুর আর ন্যায় বিচার পেলেন না মালতী দেবী।

বড়ো ছেলে মানসিকভাবে অসুস্থ, এখন অবশ্য ধার-দেনা করে সে ই একটা নরসুন্দরের (নাপিত) দোকান দিয়েছে, যা দিয়ে কোনো মতে তাদের পেট চলে যাচ্ছে। মালতীদেবীর ছোটো মেয়েকে একটা সংস্থার মাধ্যমে বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি।


২১ শতকের বিদ্যুৎ সংযোগ নেই এমন কোনো বাড়িই হয় তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কিন্তু দেখুন ওনার সাথে যখন কথা বলছিলাম তখন কেরোসিন তেলের বাতির আলোতে ভাঙা ভাঙা কণ্ঠে কাঁদছিলেন এবং জানাচ্ছিলেন নিজের সংকট, দুঃখের কথা। আমাদের হাতে তখন স্মার্টফোন, নিজেদের সেদিন মানুষ বলতে লজ্জা লাগছিলো। কেননা মালতী রাণীর দুঃখ আশেপাশের মানুষ জন টের পায় না। ভাবুন তো? মানুষ হিসেবে আমরা কতো নির্লজ্জ আর ভোগবাদী, স্বার্থপর।

গত দুই বছর ধরে মালতী দেবীর পিত্তে পাথর ধরা পড়েছে যন্ত্রণায় কাতরাচ্ছে। ওষুধ কেনার মতো টাকা পাবে কোথায়? যেখানে খাদ্য বস্ত্রেরই খোঁজ নেই সেখানে চিকিৎসা করা ওনার জন্যে একপ্রকার বিলাসিতাই।

তাই এই দরিদ্র মায়ের চিকিৎসা করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনারা যারা সামর্থ্যবান এবং সেবাপরায়ণতায় বিশ্বাসী মানুষ দয়া করে আমাদেরকে সহযোগিতা করুন,আমরা এলাকার সবাই শিক্ষার্থী। মাঝেমধ্যেই মানবিক সংকটে সহযোগিতা করার চেষ্টা করি।

আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি একজন মানুষ হিসেবে সহযোগিতা করুন।

স্থানঃ বোরহানগঞ্জ,বোরহানউদ্দিন উপজেলা, ভোলা।

সার্বক্ষণিক তত্তাবধানে ও সহযোগিতায়: প্রান্ত দেবনাথ
01715915323 (বিকাশ,নগদ,রকেট)
মালতীদেবীর বাসার নম্বর:
01763-521002

মোঘমন্নং বিন্দতে অপ্রচেতাঃ সত্যং ব্রবীমি বধ ইত স তস্য।
নার্যমণং পুষ্যতি নো সখায়ং কেবলাঘো ভবতি কেবলাদী।।
(ঋগ্বেদ ১০.১১৭.৬)

অনুবাদ- যে ব্যক্তি দুঃস্থদের সাহায্য করেনা,অজ্ঞানী এবং অন্তঃদৃষ্টিহীন তার সকল উন্নতি ই বৃথা,সকল সম্পত্তি ই অনর্থক।যে অন্যদের সাহায্য করেনা,অভুক্ত রেখে কেবল নিজে খায় সে মূলত পাপ ই ভোজন করে।

# Copy

https://www.facebook.com/100081466457348/posts/pfbid0joHTBVkKGii9ReGAfADr5y7sxUuSi489qcqb4j3aQXktzifCkbQKLKVcPGEz2akyl/?app=fbl
একটা লক্ষ্যনীয় বিষয়, আফতাব যে পাঁচ জন নারীর সঙ্গে লিভ টুগেদার করেছে – প্রত্যেকেই কিন্তু হিন্দু। আফতাব ইসলাম ধর্মালম্বী, তবুও কোন মুসলিম মেয়ে তার সঙ্গে লিভ টুগেদার করতে আসেনি। এর কারণ কী? এতগুলো হিন্দু মেয়েই বা কেন একজন মুসলিম ছেলের সঙ্গে লিভ টুগেদার করতে গেলো?

https://sojasapta2.xyz/article-story/reasons-for-the-rise-of-sex-jihad-in-the-indian-subcontinent/
পশ্চিমবঙ্গের TMC বিধায়ক দলীয় কর্মীদের ভোটার তালিকায় উদ্বাস্তু হিন্দুদের যুক্ত না করার নির্দেশ


সম্পূর্ন নিউজঃ https://sojasapta2.xyz/news/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-tmc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b2/
মধ্যযুগীয় যুগে আমাদের পরাজয়ে প্রাণীদের ভূমিকা | Role of Animals in our Defeats in Medieval Era

ভারতীয় ঘোড়াগুলিকে তুলনামূলকভাবে দুর্বল দেখা গেছে, প্রধানত ভারতে তাপ এবং আর্দ্রতার কারণে। অন্যদিকে, ভারতীয় হাতিগুলিকে চমৎকার মানের, এমনকি তাদের আফ্রিকান হাতিদের থেকেও ভালো বলে পাওয়া গেছে। হিন্দু পুরাণ কাহিনীতে হাতির একটি বিশেষ স্থান রয়েছে। হিন্দু দেবতা গণেশের একটি হাতির মাথা রয়েছে এবং মহাকাব্য রামায়ণ এবং মহাভারত ব্যাপকভাবে হাতির যুদ্ধকে চিত্রিত করে। প্রাচীন ভারতে, সেনাবাহিনী চারটি উল্লেখযোগ্য অংশ নিয়ে গঠিত: পদাতিক, অশ্বারোহী, হাতি এবং রথ, যাকে সম্মিলিতভাবে চতুরঙ্গ বলা হয়। এইভাবে, চতুরঙ্গ খেলাটি তৈরি হয়েছিল যা পরে দাবা খেলায় বিকশিত হয়েছিল, যেখানে হাতি (রুক) একটি শক্তিশালী অংশ হিসাবে বিবেচিত হয়।

Full Article: 👇👇
https://sojasapta2.xyz/history/role-of-animals-in-our-defeats-in-medieval-era/


#history
আর্যরা বহিরাগত আক্রমণকারী, একটি ভুল ইউরোপীয় তত্ত্ব | Aryans are foreign invaders, a false European theory

আর্যরা (সনাতনী বা হিন্দুরা) ভারতীয় নয়, এরা ভারতের বাহির থেকে তথা ইউরোপ থেকে ইরান হয়ে ভারতে এসে বসতি গড়েছে, যাকে বলে 'বহিরাগত আর্য তত্ত্ব'। এই আর্য তত্ত্বটি আবিষ্কার করেছে খ্রিস্টান সম্প্রদায়ের কিছু কথিত গবেষক। আর বর্তমান সময়ে এই বহিরাগত তত্ত্বটি নিজেদের বহিরাগত তাকমা ঘুচানোর জন্য উপমহাদেশের মুসলিমরা বেশি করে প্রচার করে থাকে।

আর্যরা বহিরাগত নয়: আর্য - দ্রাবিড় এক জনজাতি, ‘আর্যরা বহিরাগত’ এই তত্ত্বের উদ্ভাবনের কারণ কি? আসুন জেনে নেয়া যাক।



https://sojasapta2.blogspot.com/2022/11/aryans-are-foreign-invaders-false.html
মুক্তিযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র “বীরকন্যা প্রীতিলতা” আজ বাংলাদেশের তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শিক্ষার্থীরা ঢাকার ব্লকবাস্টার সিনেমাস এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে টিকিটের অর্ধেক মূল্যে ছবিটি দেখতে পারবে।

https://sojasapta2.blogspot.com/2022/11/Movie-Release.html
আর্যরা বহিরাগত আক্রমণকারী, একটি ভুল ইউরোপীয় তত্ত্ব | Aryans are foreign invaders, a false European theory

‘আর্যরা বহিরাগত’ এই তত্ত্বের উদ্ভাবনের কারণঃ
‘আর্যরা বহিরাগত’ এই তত্ত্ব সম্পূর্ণ ভাবে ইউরোপীয় মস্তিষ্ক প্রসূত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইউরোপীয়রা এসেই আগে ভারতীয় ভাষা শিখে নেয়। তারপর সব পুঁথি, মহাকাব্য পড়ে ও এত বিস্তৃত, এত সভ্য সমাজের খোঁজ পেয়ে ওরা বিস্মিত হয়ে যায়। প্রাচীন ভারতীয় সভ্যতার দর্শন, বিজ্ঞান, আয়ুর্বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, স্থাপত্য বিজ্ঞান এতটাই উন্নত ছিল যে অষ্টাদশ শতাব্দীতেও ইউরোপীয় পণ্ডিতদের ভাবনার বাইরে ছিল। কিন্তু আত্ম অহংকারী শ্বেতাঙ্গরা মেনে নিতে পারেনি যে কৃষ্ণাঙ্গরা তাদের থেকে উন্নত। তাই শুরু হলো ক্ষমতা ও বুদ্ধির অদ্ভুত নোংরা রাজনীতির খেলা।

সম্পূর্নটা পড়ুন এখানেঃ 👇👇
https://sojasapta2.xyz/article-story/aryans-are-foreign-invaders-a-false-european-theory/


ইতিহাস প্রচারে অবদান রাখুন Share করে। নিজ নিজ টাইমলাইনে Copy/Paste/Share করুন।

#history #Arya #TruthHistory #sojasapta2
বাঙালি হিন্দু সম্প্রদায় ১২০৪ খ্রিস্টাব্দ থেকে পরাধীনতার নাগপাশে বন্ধ হয়ে আজ ভীরু, ক্লীব, কাপুরুত্ব ও দাসসুলভ চরিত্রের অধিকারী হয়েছে। বিভিন্ন সময়ে বার যায় এদেশের হিন্দুরা নিপীড়ন, অত্যাচার, ধর্ষণ, লুণ্ঠন ও বিতাড়নের স্বীকার হচ্ছে। বিশ্বের যেকোন প্রান্তে অন্য ধর্মাবলম্বীদের কেউ বা কিছু কোন ভাবে আক্রান্ত হলে তার প্রভাব বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত গিয়ে পড়ে। একথা আমাদের ভুলে গেলে চলবে না। ১৯৯২ সালে অযোধ্যার বিতর্কিত বাবরি মসজিদ ভাঙার পর বাংলাদেশে প্রায় ৩,৬০০ হিন্দু মন্দির ভাঙা হয়েছে। প্রায় ৪০,০০০ হিন্দু বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, প্রায় ৫,০০০ হিন্দু নারী ধর্ষিতা হয়, ৯০০ হিন্দু যুবতী নিখোঁজ হয়।

ইংরেজ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ত্যাগ অপরিসীম। কিন্তু এ অপরিসীম দেশপ্রেম এবং ত্যাগের বিনিময়েও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় কী রাষ্ট্রযন্ত্রের কাছে তাদের যৌক্তিক ন্যায্য অধিকার পেয়েছে?

https://sojasapta2.xyz/article-story/are-minorities-bonsai-trees/
👍1
২০২২ সালের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের রিপোর্ট প্রকাশ – জাতীয় হিন্দু মহাজোট

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ০৬/০১/২০২৩ ঢাকা রিপোটার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তন সাংবাদ সম্মেলনে গত ২০২২ এ ঘটে যাওয়া হিন্দু নির্যাতনের রিপোর্ট তুলে ধরে।

২০২২ সালে ১৩১৯টি আলাদা ঘটনা ঘটেছে। উক্ত ঘটনা সমূহে একাধিক ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান, মন্দির ক্ষতিগ্রস্থ হয়েছে; যার সংখ্যা কমপক্ষে ১,৯৫,৯৯১টি এবং ৮৯৯০ একর ৬৩ শতাংশ ভূমি হতে বেদখল করা হয়েছে। এছাড়াও ২০২২ সালের দুর্গাপুজায় ৩৫টি হামলায় ৯১টি প্রতিমা ভাংচুর করা হয়।

বাংলাদেশের হিন্দু নির্যাতনের ২০২২ এর রিপোর্ট পড়ুন👇👇
https://sojasapta2.xyz/bangladeshi-hindu-news/2022-bangladesh-minority-hindu-torture-report-released/