রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মহাকরনে এক সাংবাদিক সন্মেলনে মন্ত্রীসভার সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান বন দপ্তরের অধীনে ১০৪ টি ফরেস্টার পদে, অর্থ দপ্তরের অধীন ১৪০টি অডিটর পদে, সমবায় দপ্তরের অধীনে ৩০ অডিটর ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিকাল ইনভাস্ট্রিগেটর গ্রুপ সি- নন গ্যাজেটেড পদে, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দপ্তরের অধীন ৩৪ টি সুপারভাইজার পদে, পর্যটন দপ্তরে প্রমোশনের ভিত্তিতে দুটি আপার ডিভিশন ক্লার্ক এবং তিনজন সরাসরি গ্রুপ ডি পদে, স্বাস্থ্য দপ্তরের অধীনে বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারের দুটি পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা #sushantachowdhury