The Outpost
3.51K subscribers
3.12K photos
1.76K videos
3 files
19 links
The Outpost is a military affairs group. Where military, diplomatic, military history, activities of intelligence forces of different countries are discussed.

X: x.com/outpostosint
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
উত্তর গা*জা উপত্যকায় ১.২ কিলোমিটার দীর্ঘ একটি টানেল IDF ধ্বংস করেছে।

ই'স'রা'ই'লে'র ২৫২তম ডিভিশনের অধীনস্থ ইয়াহালোম ইউনিটের সেনারা উত্তর গা*জা উপত্যকায় অভিযানের অংশ হিসেবে এই ভূগর্ভস্থ পথটি চিহ্নিত করে এবং পরে তা ধ্বংস করেছে। এই টানেলটি প্রায় ১.২ কিলোমিটার লম্বা ও ২০ মিটার গভীর ছিল।

IDF এর দেয়া তথ্য অনুযায়ী ইয়াহালোম ইউনিটের সেনারা টানেলের কাছে একটি অস্ত্রের গুদাম খুঁজে পায়, যেখানে প্রায় ২০টি বিস্ফোরক ডিভাইস, একটি Anti Tank Guided Missile (ATGM) এবং অন্যান্য অস্ত্র মজুত ছিল।

IDF জানিয়েছে উত্তর গাজা উপত্যকায় অভিযানের সময় একটি IDF ড্রোন ই'স'রা'ই'লি সেনাদের কাছে বিস্ফোরক বসাতে থাকা কয়েকজন যোদ্ধাকে শনাক্ত করে। পরবর্তীতে একটি Israeli Air Force (IAF) সুনির্দিষ্টভাবে তাদের ওপর হামলা চালায় এবং যোদ্ধাদের হত্যা করে।
টিএসসি, বাংলাদেশ।
Media is too big
VIEW IN TELEGRAM
ফিলিস্তিন জয়েন্ট অপারেশন:
(তুফানুল আল আকসা)

গাজা শহরের পূর্বে অবস্থিত শুজাইয়া পাড়ার আল-মুনতার পাহাড়ের চূড়া থেকে বেসামরিক ফিলিস্তিনীদের উপর গুলি চালাচ্ছে এক ইসরাইলী স্নাইপার।

সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণের পর তাকে লক্ষ্য করে গুলি করেন কুদস ব্রিগেডের আরেক অভিজ্ঞ স্নাইপার।

Save Your Head😅
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গতকাল, ১৪ ই এপ্রিল ২০২৫ IAF গাজা উপত্যকাজুড়ে ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

IDF জানিয়েছে হামলা চালানো স্থানগুলোর মধ্যে অন্যতম ছিলো মধ্য গা*জা উপত্যকায় ওয়েপন ম্যানুফ্যাকচারিং সাইট এবং একটি প্রস্তুত অবস্থায় থাকা রকেট লঞ্চার সাইট।

IDF জানিয়েছে গাজা ডিভিশনের সেনারা একটি পরিত্যক্ত স্কুলে লুকিয়ে রাখা H@M@$ এর অস্ত্রভাণ্ডার খুঁজে পেয়েছে।

এছাড়াও IDF এর দেয়া তথ্য অনুযায়ী রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী মোরাগ (Morag) করিডোর এলাকায়, ৩৬তম ডিভিশনের সেনারা আরও একটি অস্ত্রভাণ্ডার এবং বেশ কয়েকটি সুড়ঙ্গের মুখ খুঁজে পেয়েছে।
ইসরাইলী বিমান বাহিনীর বোমা হামলায় নিহত ইসরাইলী বন্দিদের কফিন পাঠিয়েছে হামাস।
ই'স'রা'ই'লে'র চিফ অফ দ্য জেনারেল স্টাফ LTG Eyal Zamir গতকাল (মঙ্গলবার) গা*জা উপত্যকার শুজাইয়ায় যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সৈন্যদের সাথে দেখা করেছেন। এই সময় তার সাথে ছিলো সাউদার্ন কমান্ডের কমান্ডিং অফিসার মেজর জেনারেল ইয়ানিভ আসোর, ২৫২তম ডিভিশনের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল ইয়েহুদা ফক্স এবং অন্যান্য কমান্ডারবৃন্দ।

চিফ অফ দ্য জেনারেল স্টাফ LTG Eyal Zamir শুজাইয়া অঞ্চলে দায়িত্ব পালনরত ১৬তম ব্রিগেডের রিজার্ভ সেনাদের সঙ্গে কথা বলেন এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা ই'স'রা'ই'লে'র প্রতিটি মিশনে অংশ নিচ্ছেন এবং যেকোনো ডাকে সাড়া দিচ্ছেন।

চিফ অফ দ্য জেনারেল স্টাফ LTG Eyal Zamir বলেন, "IDF ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে এবং এর ভিতরে বিভেদ ঢুকতে দেবে না। রিজার্ভ সেনাদের অধিকার আছে, তারা যখন ডিউটিতে নেই তখন তারা যে কোনো বিষয়ে নাগরিক হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে মত প্রকাশ করতে পারে। IDF তার রিজার্ভ সদস্যদের সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। IDF গঠিত হয়েছে নানা পটভূমি ও মতাদর্শের মানুষের সমন্বয়ে, যারা একসঙ্গে কাজ করে, মিশন সফল করে এবং নিরাপত্তা নিশ্চিত করে।”

এই সময় তিনি আরো বলেন, "গা*জা উপত্যকায় পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য হলো ই'স'রা'য়ে'ল রাষ্ট্রের প্রতিরক্ষা, জিম্মিদের মুক্ত করা এবং হা"মা"স"কে পরাজিত করা। সমগ্র ই'স'রা'য়ে'ল জাতি আপনাদের স্যালুট জানায়। আমরা আমাদের ভবিষ্যতের জন্য একটি নির্ধারণকারী যুদ্ধে রয়েছি — এবং আমরা অবশ্যই জয়লাভ করব।”

বিঃদ্রঃ ইসরাইলের চিফ অফ দ্য জেনারেল স্টাফ এই সময় যুদ্ধের ময়দান পরিদর্শন ও রিজার্ভ সৈন্যদের সাথে মত বিনিময় করলেন যখন রিজার্ভ সৈন্যদের মাঝে বিভেদের দেখা দিয়েছে। গতকালই ২০০ রিজার্ভ সৈন্য উপত্যকার যুদ্ধ বন্ধ ও যুদ্ধ বন্দিদের ফিরিয়ে আনার জন্য একটি পিটিশনে সাইন করেছে।
কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর পাল্টা হামলা: ২০০ ইউক্রেনীয় সেনা নিহত, HIMARS সহ বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংস।

রাশিয়ান সশস্ত্র বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর (AFU) ইউনিট ধ্বংস করা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় AFU-এর ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে: প্রায় ২০০ সৈন্য, একটি ট্যাংক, তিনটি সাঁজোয়া যুদ্ধযান, ১৩টি মোটর গাড়ি, দুটি HIMARS MLRS লঞ্চার একটি পরিবহন-লোডিং যান এবং একটি এসকর্ট যান সহ, দুটি আর্টিলারি গান এবং একটি মর্টার।

▫️ রুশ এয়ার ডিফেন্স আজ ৪টি আমেরিকান তৈরি JDAM গাইডেড এয়ারিয়াল বোমা, ৫টি HIMARS MLRS ক্ষেপণাস্ত্র এবং ৩০৪টি UAV শুট ডাউন করেছে।
ইসরাইলের পতাকা অবমাননার কারণে ময়মনসিংহের যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এই ভারতবর্ষে থাকতে হলে হিন্দু ধর্ম অবলম্বন করে থাকতে হবে— ভারতের আইনজীবী।
ফিলিস্তিন জয়েন্ট অপারেশন রুম
(অপারেশন তুফানুল আকসা
)

গত ২৪ ঘন্টা ধরে লড়াইয়ে গাজার কাসাম যোদ্ধারা গাজা শহরের পূর্বে দিকে আল-তুফাহ পাড়ার পূর্বে অবস্তিত আল-ওয়াফা হাসপাতালের কাছে চলে আসা ইসরাইলের ৩টি মেরকাভা-৪ ট্যাঙ্ককে 'আল-ইয়াসিন ১০৫' দিয়ে হিট করেছে কাসাম যোদ্ধারা।

Hamas never ends because its fighters never die. They live forever.
RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।

- হাসনাত আব্দুল্লাহ
সমন্বয়কারী, বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলন
Media is too big
VIEW IN TELEGRAM
ইসলাম নিয়ে ইন্ডিয়ার হিন্দুদের মন্তব্য।
দখলকৃত পশ্চিম তীরে নাবলুসের দক্ষিণ-পূর্বে ওসারিন গ্রাম সংলগ্ন এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।
Media is too big
VIEW IN TELEGRAM
📌 উত্তর গাজায় জাবালিয়া শিবিরের তাল আল-জাতার এলাকায় একটি বাড়িতে IAF এর বিমান হামলায় ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

📌 খান ইউনুসের পূর্বে বানি সুওয়াইলার আবু দরাজ জংশনের কাছে বারাকা পরিবারের একটি বাড়িতে IAF এর বোমা হামলায় ১৩ জন নিহত ও আহত হয়েছে।

📌 ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক হোদেইদা, পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে হামলায় মৃতের সংখ্যা ২২ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ৫ জন প্যারামেডিক। জানা গিয়েছে ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে হামলায়১৪টি মার্কিন বিমান অংশ নিয়েছে।

📌 ই'স'রা'ই'লি বিমান বাহিনী দক্ষিণ লেবাননের আইতা আল-শাব শহরে একটি জ্বালানী স্টেশন ও একটি বাণিজ্যিক দোকানে বোমা হামলা চালিয়েছে।


ভিডিওতে ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে হামলা।
২০০১-২০০৫ সালে ইন্ডিয়ার বিরুদ্ধে হওয়া যুদ্ধগুলো ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় উদাহরণ হয়ে আছে। ইন্ডিয়ার চোখে চোখ রাখার মত একটি প্রসঙ্গ দেয়ার জন্য আমাদের শহীদ-গাজী সৈন্যদের জন্য হাজার সালাম রইল।

সেদিন ইন্ডিয়া বাংলাদেশের সার্বভৌমত্বকে খুব কম দামে কিনে নেয়ার চেষ্টা করে। যখন মূল্য পরিশোধের সময় আসলো তখন দেখা গেলো এটা খুব দামী যা মধ্যপ জাতিদের সীমার ভিতরে নেই

- মুহাম্মাদ আশরাফ
আউটপোস্ট আ্যডমিনিস্ট্রেশন
Oh My Golden Sons
- Bangladesh Mother