দখলকৃত আশদোদ শহরে বোমা বর্ষণ করেছে আল কাসাম ব্রিগেডের মিসাইল ফোর্স। ফিলিস্তিনীদের উপর জায়োনিস্ট বাহিনীর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে তারা নিজেদের সব টুকু দিয়ে লড়ে যাচ্ছেন।
ইসরাইলী কর্তৃপক্ষ অন্তত ১০ টি রকের আক্রমণের কথা নিশ্চিত করেছে। যদিও তারা ৫ টি ধ্বংস করার কথা বলেছে৷ তবে অন্তত ৪টি জায়গায় ইম্পেক্টের খবর পাওয়া গিয়েছে বিভিন্ন সূত্রমতে।
উক্ত অঞ্চলের ইসরাইলী আ্যম্বুলেন্স জরুরী অবস্থায় রয়েছে। অন্তত একটি ডাইরেক্ট হিটের খবর পাওয়া গেছে।
এটি গাজা থেকে আসা রিসেন্ট হামলা গুলির মধ্যে অন্যতম বা অনেক বড় আক্রমণ বলে বিবেচিত।
ইসরাইলী কর্তৃপক্ষ অন্তত ১০ টি রকের আক্রমণের কথা নিশ্চিত করেছে। যদিও তারা ৫ টি ধ্বংস করার কথা বলেছে৷ তবে অন্তত ৪টি জায়গায় ইম্পেক্টের খবর পাওয়া গিয়েছে বিভিন্ন সূত্রমতে।
উক্ত অঞ্চলের ইসরাইলী আ্যম্বুলেন্স জরুরী অবস্থায় রয়েছে। অন্তত একটি ডাইরেক্ট হিটের খবর পাওয়া গেছে।
এটি গাজা থেকে আসা রিসেন্ট হামলা গুলির মধ্যে অন্যতম বা অনেক বড় আক্রমণ বলে বিবেচিত।
ভূয়া তদন্ত প্রকাশ করে হামাস কে অর্থ দিয়ে যুদ্ধে নামার জন্য দোষী সাব্যস্থ করা হচ্ছে। আচ্ছা হামাস নেতারা এই টাকার বদলে তারা নিজেদের প্রাণ দিয়য়েছেন?
মহান প্রতিরোধ ও তার যোদ্ধাদের নায়কোচিত হামলার একমাত্র কারণ আল্লাহর সার্বভৌমত্ব ও তার বান্দাদের প্রতিশোধ।
আমরা তাদের অভিযুক্ত করে অপরাধ করছি/করব তাতে সন্দেহ থাকার কথা নয়।
মহান প্রতিরোধ ও তার যোদ্ধাদের নায়কোচিত হামলার একমাত্র কারণ আল্লাহর সার্বভৌমত্ব ও তার বান্দাদের প্রতিশোধ।
আমরা তাদের অভিযুক্ত করে অপরাধ করছি/করব তাতে সন্দেহ থাকার কথা নয়।
শরিয়াহ আইন অনুযায়ী চার হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পর আন্তর্জাতিক অঙ্গনে এটিকে মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। এরই প্রেক্ষিতে তালেবানের শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, 'গত ২০ বছর আমরা জিহাদ করেছি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য-পশ্চিমাদের দাবি বাস্তবায়নের জন্য নয়।'
সূত্র: কেএফ
সূত্র: কেএফ
গাজা সরকারের মিডিয়া অফিসের বিবৃতি:
– "আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল বোমাবর্ষণ নিয়ে দখলদার বাহিনীর বর্ণনা মিথ্যা ও মনগড়া। এই হাস্যকর দাবি একটি প্রমাণিত ও স্পষ্ট অপরাধ ঢাকতে একটি প্রচেষ্টা মাত্র। আন্তর্জাতিক আইনে সুরক্ষিত একটি বেসামরিক চিকিৎসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার ঘটনাটি আড়াল করতে দখলদার বাহিনী মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।"
– "আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল একটি সম্পূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান এবং এটি কখনোই কোনো পক্ষ কর্তৃক সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। দখলদার বাহিনীর এই দাবি জনমতকে বিভ্রান্ত করার অপচেষ্টা, যার মাধ্যমে তারা তাদের জঘন্য অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।"
– "নিরীহ বেসামরিক নাগরিক এবং বিশেষ করে বেসামরিক ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিবার গণহত্যা চালানোর পর দখলদার বাহিনী মিথ্যা বলে।"
– "আমরা জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সকল আন্তর্জাতিক ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানাই যেন তারা স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটি প্রেরণ করে আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল বোমাবর্ষণের পেছনের সত্য উদঘাটন করে এবং দখলদার বাহিনীর মিথ্যা বর্ণনার মাধ্যমে পরিচালিত প্রচারণা ও গণমাধ্যম প্রতারণার অবসান ঘটায়।"
– "আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল বোমাবর্ষণ নিয়ে দখলদার বাহিনীর বর্ণনা মিথ্যা ও মনগড়া। এই হাস্যকর দাবি একটি প্রমাণিত ও স্পষ্ট অপরাধ ঢাকতে একটি প্রচেষ্টা মাত্র। আন্তর্জাতিক আইনে সুরক্ষিত একটি বেসামরিক চিকিৎসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার ঘটনাটি আড়াল করতে দখলদার বাহিনী মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে।"
– "আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে, আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল একটি সম্পূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান এবং এটি কখনোই কোনো পক্ষ কর্তৃক সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। দখলদার বাহিনীর এই দাবি জনমতকে বিভ্রান্ত করার অপচেষ্টা, যার মাধ্যমে তারা তাদের জঘন্য অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।"
– "নিরীহ বেসামরিক নাগরিক এবং বিশেষ করে বেসামরিক ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিবার গণহত্যা চালানোর পর দখলদার বাহিনী মিথ্যা বলে।"
– "আমরা জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সকল আন্তর্জাতিক ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানাই যেন তারা স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটি প্রেরণ করে আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল বোমাবর্ষণের পেছনের সত্য উদঘাটন করে এবং দখলদার বাহিনীর মিথ্যা বর্ণনার মাধ্যমে পরিচালিত প্রচারণা ও গণমাধ্যম প্রতারণার অবসান ঘটায়।"
ইসরায়েলি চ্যানেল ১৩: সামরিক মেডিকেল ইউনিট থেকে ২০০ সক্রিয় রিজার্ভ সৈন্য জিম্মিদের ফিরে আসার এবং যুদ্ধের অবসানের দাবি জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান: ০৭ অক্টোবর ২০২৩ থেকে আমরা আমাদের স্বাধীনতা, নাগরিক এবং সৈন্যদের জন্য অনেক রক্ত দিয়েছি।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
উত্তর গা*জা উপত্যকায় ১.২ কিলোমিটার দীর্ঘ একটি টানেল IDF ধ্বংস করেছে।
ই'স'রা'ই'লে'র ২৫২তম ডিভিশনের অধীনস্থ ইয়াহালোম ইউনিটের সেনারা উত্তর গা*জা উপত্যকায় অভিযানের অংশ হিসেবে এই ভূগর্ভস্থ পথটি চিহ্নিত করে এবং পরে তা ধ্বংস করেছে। এই টানেলটি প্রায় ১.২ কিলোমিটার লম্বা ও ২০ মিটার গভীর ছিল।
IDF এর দেয়া তথ্য অনুযায়ী ইয়াহালোম ইউনিটের সেনারা টানেলের কাছে একটি অস্ত্রের গুদাম খুঁজে পায়, যেখানে প্রায় ২০টি বিস্ফোরক ডিভাইস, একটি Anti Tank Guided Missile (ATGM) এবং অন্যান্য অস্ত্র মজুত ছিল।
IDF জানিয়েছে উত্তর গাজা উপত্যকায় অভিযানের সময় একটি IDF ড্রোন ই'স'রা'ই'লি সেনাদের কাছে বিস্ফোরক বসাতে থাকা কয়েকজন যোদ্ধাকে শনাক্ত করে। পরবর্তীতে একটি Israeli Air Force (IAF) সুনির্দিষ্টভাবে তাদের ওপর হামলা চালায় এবং যোদ্ধাদের হত্যা করে।
ই'স'রা'ই'লে'র ২৫২তম ডিভিশনের অধীনস্থ ইয়াহালোম ইউনিটের সেনারা উত্তর গা*জা উপত্যকায় অভিযানের অংশ হিসেবে এই ভূগর্ভস্থ পথটি চিহ্নিত করে এবং পরে তা ধ্বংস করেছে। এই টানেলটি প্রায় ১.২ কিলোমিটার লম্বা ও ২০ মিটার গভীর ছিল।
IDF এর দেয়া তথ্য অনুযায়ী ইয়াহালোম ইউনিটের সেনারা টানেলের কাছে একটি অস্ত্রের গুদাম খুঁজে পায়, যেখানে প্রায় ২০টি বিস্ফোরক ডিভাইস, একটি Anti Tank Guided Missile (ATGM) এবং অন্যান্য অস্ত্র মজুত ছিল।
IDF জানিয়েছে উত্তর গাজা উপত্যকায় অভিযানের সময় একটি IDF ড্রোন ই'স'রা'ই'লি সেনাদের কাছে বিস্ফোরক বসাতে থাকা কয়েকজন যোদ্ধাকে শনাক্ত করে। পরবর্তীতে একটি Israeli Air Force (IAF) সুনির্দিষ্টভাবে তাদের ওপর হামলা চালায় এবং যোদ্ধাদের হত্যা করে।
The Outpost
উত্তর গা*জা উপত্যকায় ১.২ কিলোমিটার দীর্ঘ একটি টানেল IDF ধ্বংস করেছে। ই'স'রা'ই'লে'র ২৫২তম ডিভিশনের অধীনস্থ ইয়াহালোম ইউনিটের সেনারা উত্তর গা*জা উপত্যকায় অভিযানের অংশ হিসেবে এই ভূগর্ভস্থ পথটি চিহ্নিত করে এবং পরে তা ধ্বংস করেছে। এই টানেলটি প্রায় ১.২ কিলোমিটার…
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
টানেলের ভিতরের দৃশ্য।
Media is too big
VIEW IN TELEGRAM
ফিলিস্তিন জয়েন্ট অপারেশন:
(তুফানুল আল আকসা)
গাজা শহরের পূর্বে অবস্থিত শুজাইয়া পাড়ার আল-মুনতার পাহাড়ের চূড়া থেকে বেসামরিক ফিলিস্তিনীদের উপর গুলি চালাচ্ছে এক ইসরাইলী স্নাইপার।
সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণের পর তাকে লক্ষ্য করে গুলি করেন কুদস ব্রিগেডের আরেক অভিজ্ঞ স্নাইপার।
Save Your Head😅
(তুফানুল আল আকসা)
গাজা শহরের পূর্বে অবস্থিত শুজাইয়া পাড়ার আল-মুনতার পাহাড়ের চূড়া থেকে বেসামরিক ফিলিস্তিনীদের উপর গুলি চালাচ্ছে এক ইসরাইলী স্নাইপার।
সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণের পর তাকে লক্ষ্য করে গুলি করেন কুদস ব্রিগেডের আরেক অভিজ্ঞ স্নাইপার।
Save Your Head😅
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গতকাল, ১৪ ই এপ্রিল ২০২৫ IAF গাজা উপত্যকাজুড়ে ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
IDF জানিয়েছে হামলা চালানো স্থানগুলোর মধ্যে অন্যতম ছিলো মধ্য গা*জা উপত্যকায় ওয়েপন ম্যানুফ্যাকচারিং সাইট এবং একটি প্রস্তুত অবস্থায় থাকা রকেট লঞ্চার সাইট।
IDF জানিয়েছে গাজা ডিভিশনের সেনারা একটি পরিত্যক্ত স্কুলে লুকিয়ে রাখা H@M@$ এর অস্ত্রভাণ্ডার খুঁজে পেয়েছে।
এছাড়াও IDF এর দেয়া তথ্য অনুযায়ী রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী মোরাগ (Morag) করিডোর এলাকায়, ৩৬তম ডিভিশনের সেনারা আরও একটি অস্ত্রভাণ্ডার এবং বেশ কয়েকটি সুড়ঙ্গের মুখ খুঁজে পেয়েছে।
IDF জানিয়েছে হামলা চালানো স্থানগুলোর মধ্যে অন্যতম ছিলো মধ্য গা*জা উপত্যকায় ওয়েপন ম্যানুফ্যাকচারিং সাইট এবং একটি প্রস্তুত অবস্থায় থাকা রকেট লঞ্চার সাইট।
IDF জানিয়েছে গাজা ডিভিশনের সেনারা একটি পরিত্যক্ত স্কুলে লুকিয়ে রাখা H@M@$ এর অস্ত্রভাণ্ডার খুঁজে পেয়েছে।
এছাড়াও IDF এর দেয়া তথ্য অনুযায়ী রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী মোরাগ (Morag) করিডোর এলাকায়, ৩৬তম ডিভিশনের সেনারা আরও একটি অস্ত্রভাণ্ডার এবং বেশ কয়েকটি সুড়ঙ্গের মুখ খুঁজে পেয়েছে।
ই'স'রা'ই'লে'র চিফ অফ দ্য জেনারেল স্টাফ LTG Eyal Zamir গতকাল (মঙ্গলবার) গা*জা উপত্যকার শুজাইয়ায় যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সৈন্যদের সাথে দেখা করেছেন। এই সময় তার সাথে ছিলো সাউদার্ন কমান্ডের কমান্ডিং অফিসার মেজর জেনারেল ইয়ানিভ আসোর, ২৫২তম ডিভিশনের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল ইয়েহুদা ফক্স এবং অন্যান্য কমান্ডারবৃন্দ।
চিফ অফ দ্য জেনারেল স্টাফ LTG Eyal Zamir শুজাইয়া অঞ্চলে দায়িত্ব পালনরত ১৬তম ব্রিগেডের রিজার্ভ সেনাদের সঙ্গে কথা বলেন এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা ই'স'রা'ই'লে'র প্রতিটি মিশনে অংশ নিচ্ছেন এবং যেকোনো ডাকে সাড়া দিচ্ছেন।
চিফ অফ দ্য জেনারেল স্টাফ LTG Eyal Zamir বলেন, "IDF ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে এবং এর ভিতরে বিভেদ ঢুকতে দেবে না। রিজার্ভ সেনাদের অধিকার আছে, তারা যখন ডিউটিতে নেই তখন তারা যে কোনো বিষয়ে নাগরিক হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে মত প্রকাশ করতে পারে। IDF তার রিজার্ভ সদস্যদের সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। IDF গঠিত হয়েছে নানা পটভূমি ও মতাদর্শের মানুষের সমন্বয়ে, যারা একসঙ্গে কাজ করে, মিশন সফল করে এবং নিরাপত্তা নিশ্চিত করে।”
এই সময় তিনি আরো বলেন, "গা*জা উপত্যকায় পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য হলো ই'স'রা'য়ে'ল রাষ্ট্রের প্রতিরক্ষা, জিম্মিদের মুক্ত করা এবং হা"মা"স"কে পরাজিত করা। সমগ্র ই'স'রা'য়ে'ল জাতি আপনাদের স্যালুট জানায়। আমরা আমাদের ভবিষ্যতের জন্য একটি নির্ধারণকারী যুদ্ধে রয়েছি — এবং আমরা অবশ্যই জয়লাভ করব।”
বিঃদ্রঃ ইসরাইলের চিফ অফ দ্য জেনারেল স্টাফ এই সময় যুদ্ধের ময়দান পরিদর্শন ও রিজার্ভ সৈন্যদের সাথে মত বিনিময় করলেন যখন রিজার্ভ সৈন্যদের মাঝে বিভেদের দেখা দিয়েছে। গতকালই ২০০ রিজার্ভ সৈন্য উপত্যকার যুদ্ধ বন্ধ ও যুদ্ধ বন্দিদের ফিরিয়ে আনার জন্য একটি পিটিশনে সাইন করেছে।
চিফ অফ দ্য জেনারেল স্টাফ LTG Eyal Zamir শুজাইয়া অঞ্চলে দায়িত্ব পালনরত ১৬তম ব্রিগেডের রিজার্ভ সেনাদের সঙ্গে কথা বলেন এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা ই'স'রা'ই'লে'র প্রতিটি মিশনে অংশ নিচ্ছেন এবং যেকোনো ডাকে সাড়া দিচ্ছেন।
চিফ অফ দ্য জেনারেল স্টাফ LTG Eyal Zamir বলেন, "IDF ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে এবং এর ভিতরে বিভেদ ঢুকতে দেবে না। রিজার্ভ সেনাদের অধিকার আছে, তারা যখন ডিউটিতে নেই তখন তারা যে কোনো বিষয়ে নাগরিক হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে মত প্রকাশ করতে পারে। IDF তার রিজার্ভ সদস্যদের সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। IDF গঠিত হয়েছে নানা পটভূমি ও মতাদর্শের মানুষের সমন্বয়ে, যারা একসঙ্গে কাজ করে, মিশন সফল করে এবং নিরাপত্তা নিশ্চিত করে।”
এই সময় তিনি আরো বলেন, "গা*জা উপত্যকায় পরিচালিত এই অভিযানের মূল লক্ষ্য হলো ই'স'রা'য়ে'ল রাষ্ট্রের প্রতিরক্ষা, জিম্মিদের মুক্ত করা এবং হা"মা"স"কে পরাজিত করা। সমগ্র ই'স'রা'য়ে'ল জাতি আপনাদের স্যালুট জানায়। আমরা আমাদের ভবিষ্যতের জন্য একটি নির্ধারণকারী যুদ্ধে রয়েছি — এবং আমরা অবশ্যই জয়লাভ করব।”
বিঃদ্রঃ ইসরাইলের চিফ অফ দ্য জেনারেল স্টাফ এই সময় যুদ্ধের ময়দান পরিদর্শন ও রিজার্ভ সৈন্যদের সাথে মত বিনিময় করলেন যখন রিজার্ভ সৈন্যদের মাঝে বিভেদের দেখা দিয়েছে। গতকালই ২০০ রিজার্ভ সৈন্য উপত্যকার যুদ্ধ বন্ধ ও যুদ্ধ বন্দিদের ফিরিয়ে আনার জন্য একটি পিটিশনে সাইন করেছে।