Nafsan Editz
804 subscribers
517 photos
472 videos
48 files
261 links
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Al-Qassam Brigades: We bombed the occupied city of Ashdod with a barrage of rockets in response to the Zionist massacres against civilians.
Media is too big
VIEW IN TELEGRAM
ক্ষমা করে দিও মা। আমি কসম করে বলছি, আমি শুধু মানুষের সাহায্য করার জন্যই এই পথ বেছে নিয়েছিলাম। হে আল্লাহ, আমার তাওবা কবুল করো।


এগুলো ছিল ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্যারামেডিক রেফাত রাদওয়ানের শেষ কথাগুলো, যিনি রাফাহ শহরে ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে সহকর্মী আরও ১৪ জন রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্স সদস্যের সঙ্গে শহীদ হন।


আজ নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত একটি রেকর্ডিং থেকে জানা গেছে, এই কথাগুলো তার ফোনে রেকর্ড করা হয়েছিল, যা ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে।


বিভিন্ন সূত্র জানিয়েছে, অনেককেই স্পষ্টভাবে চিহ্নিত এমার্জেন্সি গাড়ির ভেতরে গুলি করে হত্যা করা হয়েছে, যদিও এইসব গাড়ির অবস্থান আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আগেই সমন্বয় করা হয়েছিল।


অন্যদের গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে, হাত বেঁধে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মৃতদেহে ডজনখানেক গুলির চিহ্ন ছিল, এবং পরে তারা একটি তাড়াহুড়ো করে খুঁড়ে রাখা অগভীর গণকবরে পাওয়া যায়।

এআই দিয়ে অনুবাদকৃত
(কিছুটা ভুল থাকতে পারে)

Nafsan Editz.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আজ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহতে প্রতিটি বাড়ি এভাবেই বুনো উল্লাস করে বুলডোজার ধ্বংস করছে ইসরায়েলি কুকুরগুলো৷

(ভিডিও ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত৷)
Nafsan Editz
আল্লাহ আমাদের মুনাফেকি ও অক্ষমতাকে ক্ষমা করুন৷ (আজকের ভিডিও))
শিশু শহীদ হামজা

যার দেহ ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় এবং গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে তার পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলার ফলে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গতকাল রাতে নাসের হাসপাতালে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে হামলা৷
ইসরায়েলকে কাঁপানোর ক্ষমতা এখনো আছে আমাদের: হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র জিহাদ ত্বহা বলেছেন, হামাসের এখনো এমন সামরিক সক্ষমতা রয়েছে যা সন্ত্রাসী দখলদার ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত।

রোববার (৬ এপ্রিল) দখলদার ইসরায়েলের আশদোদ ও আশকেলনে রকেট হামলা চালানোর পর আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

জিহাদ ত্বহা বলেন, যতদিন ইসরায়েল ফিলিস্তিনি ভূমিতে অবস্থান করবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতিগুলোকে অস্ত্রসজ্জিত করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে—যেমন বেন গাভির আল-আকসা মসজিদে প্রবেশ করেছে—ততদিন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অস্তিত্ব বিলীন হতে পারে না।

উল্লেখ্য, রোববার গাজা থেকে ইসরায়েলের দিকে প্রায় ১০টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, এগুলোর অধিকাংশই প্রতিহত করা হয়েছে। আশকেলন শহরে একটি রকেট পড়ে বেশ কিছু যানবাহনের ক্ষতি হয়।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাজ্জার মুক্তিকামী দল আল কাসসাম ব্রিগেড আফগানদের ব্যাপারে একটা ভিডিও বার্তা দিয়েছে,সেখানে তারা বলে,

❝আফগানিস্তানের যুবসমাজ যতটা সম্ভব, তাদের সাধ্য অনুযায়ী সকল অর্থ গাজ্জায় আমাদের মু জাহি দ ভাইদের জন্য দিয়েছেন।❞
ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের পরিকল্পনার পুনরায় উল্লেখ করেছেন:

🗣️ নেতানিয়াহু:
গাজা একটি বন্ধ ও অবরুদ্ধ এলাকা, কিন্তু এর জন্য আমরা দায়ী নই।

গাজার মানুষ যদি যেতে চায়, আমরা সে জন্য প্রস্তুত। এমন জায়গা আছে যারা তাদের গ্রহণ করবে।

🗣️ ডোনাল্ড ট্রাম্প:
গাজা একটি রিয়েল এস্টেট বিনিয়োগের সুযোগপূর্ণ স্থান।

কিছু দেশ গাজাবাসীদের মৃত্যু ও দুঃখ-দুর্দশা থেকে বাঁচাতে তাদের গ্রহণ করতে প্রস্তুত।

গাজা মূলত ইসরায়েলেরই ছিল। আমি বুঝি না, ওরা কীভাবে সেখানে থেকে সরে গেল।
যদি মার্কিন শান্তিরক্ষীরা গাজা নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা ভালো বিষয় হবে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় জীবন্ত পুড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর গত রাতে শহীদ ফিলিস্তিনি ফটোসাংবাদিক আহমেদ মনসুরের হৃদয়বিদারক বিদায়ের দৃশ্য💔

#Gaza #PALESTINE #GazaGenocide #
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
১৯৯৪ সালের গাজা।

যারা বলেন ৭ অক্টোবর হামাস হামলা না করলে গাজাবাসী সুখে থাকতো তারা দেখুন।
একটা কমন কথা সবসময় শুনে থাকবেন, ‘আলেমরা জি হা দের ডাক দিক। সবার সামনের কাতারে আমরাই থাকবো’।
.
ইন্টারন্যাশনাল মুফতি সাহেবরা জি হা দের ফতোয়া দিলো, কোই কারো কোনো সারাশব্দ দেখেছেন? দেখবেনও না। এক্ষেত্রে সাইদ আহমদ পালনপুরী রহিমাহুল্লাহের কথাটা মনে রাখবেন, ‘যারা করতে চায়, তারা ফতোয়ার আশায় বসে থাকে না, আর যারা করবো না, তারাই সারদিন জিজ্ঞাসা করে, জি হা দ ফরজ হয়েছে কি না’। (সারমর্ম কথা এটাই)
.
বরং ফতোয়ার পর উলটো চিত্র দেখা গেছে, মিশরের আলেম এই ফতোয়ার খণ্ডনে লিপ্ত হয়ে গেছে! জি, এটাই বাস্তব। এমনটাই হবে। আলেমদের জি হা দের ফতোয়ার আশায় বসে থাকবেন, আর যখন আসবে, তখন হয় বেকার বসে থাকবেন, আর নাহয় ফতোয়া ভুল বলে সেই আলেমদের বিরোধিয় লিপ্ত হবে, অত জযবা বলে উড়িয়ে দিবেন!
.
জি হা দ শুধু ডাক দেওয়ার বিষয় না। এটা একটা দীর্ঘ প্রস্তুতির বিষয়, এজন্যই আল্লাহ বলেছেন, যদি বাস্তবিকই তাদের জি হা দে বের হওয়ার ইচ্ছা থাকতো, তাহলে অবশ্যই তারা কিছু না কিছু প্রস্তুতি নিয়ে রাখতো। এই আয়াত পড়লে নিজেকে মুনাফিক ছাড়া কিছুই মনে হয় না। আল্লাহ আমাকে ক্ষমা করুক।

- আব্দুল্লাহ বিন বশীর (হাফি.)
Forwarded from Sirah
Media is too big
VIEW IN TELEGRAM
কেউ খুঁজতে চাইলেও আমায় খুঁজে পাবে না।
বাই দ্য ওয়ে! 'আসিফ আদনানপন্থী, আসিফ আদনান মানসিকতা' এই ধরণের ইন্ট্রোডাকটরি ওয়ার্ড প্রবলেমেইটিক।

যারা কোনো রাখঢাক না রেখে সেক্যুলারিজমকে সরাসরি অস্বীকার করে শরিয়াহর কথা বলছে, তারা আসিফ আদনান-পন্থী না।

তারা নিছক ব্যক্তি আসিফ আদনানকে অনুসরণ করছে না। আসিফ আদনানের নিজস্ব অথবা নতুন উদ্ভাবিত কোনো কথা বা মত-পথ তারা অনুসরণ করছে না।

এই পথ, এই মত আমাদের সর্বদা অনুসরণীয় এবং অনুকরণীয় পূণ্যবান মহান সালাফদের। এই পথ শাহজালালের। এই পথ শাহ মাখদুমের। এই পথ তিতুমীরের। এই পথ শরিয়তুল্লাহর। এই পথ সাইয়্যেদ কুতুবের। এই পথ শায়খুল হিন্দের। এই পথ সাইয়্যেদ আহমদ শহীদের। এই পথ শাহ ইসমাইল শহীদের। রহিমাহুমুল্লহ।

এই পথ আমাদের মহান দেওবন্দ আন্দোলনের। এই পথ আমাদের মহান সাদিকপুরী আন্দোলনের। এই পথ বালাকোটের। এই পথ তাওহীদের।

এই পথ ছাড়া আসিফ আদনান আমাদের কাছে বাড়তি কোনো গুরুত্ব রাখেন না। যদি আজকে তিনি এই কথা থেকে, এই পথ-মত সরে যান, তিনি আমাদের কাছে বিশেষ কেউ না।

তাই, আসিফ আদনানপন্থীও আমাদের বিশেষ কোনো পরিচয় নয়।

- আব্দুল্লাহ আল রায়হান৷
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
"The dogs bark, but the caravan moves on."

Hafizahullah.
সবাইকে কভার ফটো পরিবর্তন করতে আহবান জানাচ্ছি৷

শেয়ার করে অন্যদের জানিয়ে দিন৷