১. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।
২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
৩. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও মারাত্মক।
৪. সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম, ৪% অনুপ্রেরণা আর ১% ভাগ্যের যোগফল।
৫. পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয়। অন্যদিকে, বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়।
৬. "End" মানে সবকিছু শেষ নয়, "End" শব্দের অর্থ হচ্ছে "Efforts never die" অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।
৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ।
৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনই কোনো কিছু ঘটাতে পারে না।
৯. যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না।
১০. "NO" শব্দের অর্থ "না" নয়। "NO" মানে হলো "Next Opportunity" বা পরবর্তী সুযোগ।
১১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর।
১২. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়।
১৩. সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়।
১৪. মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে।
১৫. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয়।
২. সাফল্য মাপার মানদন্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।
৩. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও মারাত্মক।
৪. সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম, ৪% অনুপ্রেরণা আর ১% ভাগ্যের যোগফল।
৫. পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয়। অন্যদিকে, বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয়।
৬. "End" মানে সবকিছু শেষ নয়, "End" শব্দের অর্থ হচ্ছে "Efforts never die" অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।
৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ।
৮. পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনই কোনো কিছু ঘটাতে পারে না।
৯. যে সবকিছু তৈরি অবস্থায় পেতে চায়, সে জীবনে কিছু করতে পারে না।
১০. "NO" শব্দের অর্থ "না" নয়। "NO" মানে হলো "Next Opportunity" বা পরবর্তী সুযোগ।
১১. আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর।
১২. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায়।
১৩. সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়।
১৪. মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে।
১৫. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয়।
আমার আপনার বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয়
১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।
2. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ – আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।
3. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে – সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন।
4. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ – এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।
5. বাড়ির মতো আপন কোনো জায়গা নেই – দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।
6. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ – বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে।
7. বই-ই সত্যিকার বন্ধু – বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।
8. শারীরিক ব্যায়াম চাপ কমায় – শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।
9. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় – যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।
10. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না – মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
12. শৈশবই জীবনের সেরা সময় – দায়িত্বহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।
ধন্যবাদ🙂
১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।
2. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ – আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।
3. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে – সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন।
4. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ – এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।
5. বাড়ির মতো আপন কোনো জায়গা নেই – দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।
6. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ – বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে।
7. বই-ই সত্যিকার বন্ধু – বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।
8. শারীরিক ব্যায়াম চাপ কমায় – শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।
9. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় – যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।
10. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না – মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
12. শৈশবই জীবনের সেরা সময় – দায়িত্বহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।
ধন্যবাদ🙂
নিজ জেলা বা উপজেলায় সরকারি চাকরি করার স্বপ্ন যাদের, তাদের জন্য এটি দারুণ একটি সুযোগ! সমাজসেবা অধিদপ্তরের অধীনে 'ইউনিয়ন সমাজকর্মী' পদে ১৬তম গ্রেডে মোট ২০৯টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া আসন্ন। যারা এই পদটিকে লক্ষ্য করে এগোতে চান, এখনই সঠিক সময় প্রস্তুতি শুরু করার। কারণ সময় হাতে খুব বেশি নেই। পরিকল্পিত ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে এই সুযোগ কাজে লাগান — সরকারি চাকরির স্বপ্নকে বাস্তবে রূপ দিন।
#উপানুষ্ঠানিক_শিক্ষা
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’তে
১। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২৬৫
২। অফিস সহায়ক- ৪৪২
পদের নিয়োগ পরিক্ষা আগামী মে’২০২৫-সে অনুষ্ঠিত হবে। সবাই প্রস্তুতি নিন।
খুব আরামের চাকুরি, তাদের কার্যক্রম খুবই কম, তাই আরামে জব করতে পরবেন।
ভূমির সাথে ক্রস ওভার ও হতে পারে
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’তে
১। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২৬৫
২। অফিস সহায়ক- ৪৪২
পদের নিয়োগ পরিক্ষা আগামী মে’২০২৫-সে অনুষ্ঠিত হবে। সবাই প্রস্তুতি নিন।
খুব আরামের চাকুরি, তাদের কার্যক্রম খুবই কম, তাই আরামে জব করতে পরবেন।
ভূমির সাথে ক্রস ওভার ও হতে পারে
লিখিত ও mcq জব সলিউশন এর উপর পরীক্ষা নিলে কি আপনারা দিতে ইচছুক? জব সলিউশন বই যাদের থাকবে কিনবা না থাকলে তাদের pdf দিবো। পড়ার রুটিন দিয়ে দিবো। সপ্তাহে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এইভাবে ৩/৪ মাসে টোটাল জব সলিউশন শেষ করতে পারবেন। ঘরে বসে থেকে। আপনারা এটি করতে চান? চাইলে লাভ দিলে বুঝতে পারবো চান। ধন্যবাদ
🔥সর্বশেষ আপডেট 🔥
প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৫ এর নতুন নিয়োগ সার্কুলার আগামী (জুন/জুলাই) এর মধ্যে দেওয়ার সমূহ সম্ভাবনা।
এবার মেধা ৯৩% + কোটা ৭% অনুযায়ী নিয়োগ হবে । নিয়োগ পরীক্ষা - এমসিকিউ+মৌখিক পরীক্ষা হবে ।
প্রাথমিক সহকারী শিক্ষক ২০২৫ এর নতুন নিয়োগ সার্কুলার আগামী (জুন/জুলাই) এর মধ্যে দেওয়ার সমূহ সম্ভাবনা।
এবার মেধা ৯৩% + কোটা ৭% অনুযায়ী নিয়োগ হবে । নিয়োগ পরীক্ষা - এমসিকিউ+মৌখিক পরীক্ষা হবে ।
🔥NTRCA প্রার্থীদের জন্য সুখবর!
বাতিল হচ্ছে ৩০% নারী কোটা, এখন লড়াই হবে শুধুই মেধার ভিত্তিতে।
✅তাহলে প্রস্তুতিতে দেরি কেন?
বাতিল হচ্ছে ৩০% নারী কোটা, এখন লড়াই হবে শুধুই মেধার ভিত্তিতে।
✅তাহলে প্রস্তুতিতে দেরি কেন?
🔥হট ব্রেকিং নিউজ 🔥
স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৪০ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও আলাদা (PSC) গঠনের সিদ্ধান্ত হয়েছে!!
স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৪০ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও আলাদা (PSC) গঠনের সিদ্ধান্ত হয়েছে!!
#১টি_ভুল_সিদ্ধান্ত: সারা জীবনের জন্য আফসোস😑
আপনি যদি মনে করেন আমি ফ্রেশ গ্রেজুয়েট, আপনি খুব ভাল স্টুডেন্টস তাই নরমাল বা ছোট জবের আবেদন করবেন না শুধু ৯ম,১০ম গ্রেড আর বিসিএস করবেন।তাহলে আপনি চরম ভুল করছেন। বিসিএস একটি লং-টার্ম যাত্রা আর ৯ম-১০ম গ্রেড চাকরিতে পোস্ট খুব কম। প্রথমে ১১-১৪/১৫-২০ গ্রেড চাকরি পেলে আপনার কনফিডেন্স বাড়বে। তারপর আপনি শুধু ৯ম-১০ম গ্রেড পরীক্ষা দিলেন। বিসিএস প্রস্তুতি খুব ভাল করে নিলে অন্য চাকরি প্রস্তুতি হয়ে যাবে, পাশাপাশি ১১-২০ গ্রেড প্রস্তুতি নিলে আপনার চাকরি হবেই ইন শা আল্লাহ। তাই ভুল সিদ্ধান্ত থেকে সরে আসুন। ধন্যবাদ
আপনি যদি মনে করেন আমি ফ্রেশ গ্রেজুয়েট, আপনি খুব ভাল স্টুডেন্টস তাই নরমাল বা ছোট জবের আবেদন করবেন না শুধু ৯ম,১০ম গ্রেড আর বিসিএস করবেন।তাহলে আপনি চরম ভুল করছেন। বিসিএস একটি লং-টার্ম যাত্রা আর ৯ম-১০ম গ্রেড চাকরিতে পোস্ট খুব কম। প্রথমে ১১-১৪/১৫-২০ গ্রেড চাকরি পেলে আপনার কনফিডেন্স বাড়বে। তারপর আপনি শুধু ৯ম-১০ম গ্রেড পরীক্ষা দিলেন। বিসিএস প্রস্তুতি খুব ভাল করে নিলে অন্য চাকরি প্রস্তুতি হয়ে যাবে, পাশাপাশি ১১-২০ গ্রেড প্রস্তুতি নিলে আপনার চাকরি হবেই ইন শা আল্লাহ। তাই ভুল সিদ্ধান্ত থেকে সরে আসুন। ধন্যবাদ
মহা উৎসব
25 তারিখ এক সাথে পরীক্ষা। বিষয়টা ভালো হইছে পছন্দ অনুযায়ী পরীক্ষা দিবে, একজন একটায় অংশ নিবে এতে বেশি মানুষ চাকরি পাবে। একজন একাধিক চাকরি পাবে না 🙂
25 তারিখ এক সাথে পরীক্ষা। বিষয়টা ভালো হইছে পছন্দ অনুযায়ী পরীক্ষা দিবে, একজন একটায় অংশ নিবে এতে বেশি মানুষ চাকরি পাবে। একজন একাধিক চাকরি পাবে না 🙂
পরীক্ষার মহাসমারোহে
২৫ ও ২৬ এপ্রিল ২০২৫।
কে কোনটায় পরীক্ষা দিবেন?!
DLRS,
BREB,
Forest
,PDBF,
NILG,
RPCL,
SPCBL,
BCSIR,
MOI,
MSW
২৫ ও ২৬ এপ্রিল ২০২৫।
কে কোনটায় পরীক্ষা দিবেন?!
DLRS,
BREB,
Forest
,PDBF,
NILG,
RPCL,
SPCBL,
BCSIR,
MOI,
MSW
➪➪ আপডেট তথ্য :
❝ NATO এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪-২৬ জুন ২০২৫ ❞
স্থানঃ নেদারল্যান্ডসের হেগ।
❝ NATO এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪-২৬ জুন ২০২৫ ❞
স্থানঃ নেদারল্যান্ডসের হেগ।