চাকরির খবর আপডেট
4.21K subscribers
120 photos
6 files
168 links
এখানে বাংলাদেশের সকল সরকারি চাকরির খবর আপডেট তথ্য দেওয়া হয়। ধন্যবাদ
Download Telegram
তিনটি বিষয়ে মোটামুটি ফ্রেশারদের একটু পবলেম থাকে যেগুলো আমাকেও জিজ্ঞেস করেছেন অনেকে।

👉১. ভাই রিটেন পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সাধারণ জ্ঞান, preposition, article এইসব কি শুধু উত্তর লিখব নাকি প্রশ্নসহ লিখে উত্তর লিখব??

♦️উত্তরঃ আপনারা শুধু ক,খ,গ, এই রকম লিখে উত্তরগুলো লিখবেন। প্রশ্ন লেখার কোনো দরকার নেই। এতে সময়ক্ষেপণ হবে। নতুনরা অনেকেই এই কারণে সব প্রশ্নের উত্তর করতে পারে না। টাইম নষ্ট করে।

👉২. ভাই আবেদন করার সময় বাবার নাম ভুল হইছে, জিপিএ লিখতে ভুল হইছে, ভাই পাশের সন ভুল হইছে, ভাই আমার আইডির সাথে মা বাবার আইডির নামের একটু অমিল আছে। এইসব কি ভাইবাতে কোন প্রভাব ফেলে?? এইসবের জন্য কি ভাইবা থেকে আমাকে বাদ দিবে?? ভাই, সত্যায়িত করি নাই। কিছু হবে??

♦️উত্তরঃ না, এইসবের জন্য কিছুই হবে না। ভাইবা থেকে আজীবনও বাদ দিবে না। যদি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তো আপনাকে হালকা জবাবদিহি করতে পারে। আপনি উপযুক্ত কারণ দেখাবেন। তবে ৯০% এইসব বিষয়ে জিজ্ঞেস করে না। আর সত্যায়িতের ব্যাপারটা করে নিয়ে যাওয়াই ভালো। যেহেতু আপনি ভাইবা দিবেন এখনই যদি Sincere না হন তাহলে আপনাকে নিয়ে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হওয়ারই কথা। তবে সত্যায়িত না করলে যে আপনাকে ভাইবা থেকে বাদ দিবে বিষয়টা এমন না। হয়তো জবাবদিহি করতে পারে। আপনি কোনো কারণে কোন ডকুমেন্টস রেখে গেলেও আপনাকে বাদ দিবে না। যদি চাকরি পান পরবর্তীতে আপনাকে ডকুমেন্টসটা আনতে বলবে। সর্বোপরি এইসব জাস্ট ফরমালিটিস। ছোট খাটো এইসব বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।

👉৩. ভাই পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে কিছু বলেন??

♦️উত্তরঃ পুলিশ ভেরিফিকেশন খুব একটা কঠিন বিষয় না। আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা ঠিক থাকলে এবং আপনার নামে কোন মামলা না থাকলে কোনো সমস্যা নেই আর। তবে বাংলাদেশে যেহেতু রাজনৈতিক প্রতিহিংসা চলে সেহেতু আপনি রাজনৈতিক ভাবে সরকারের মতাদর্শের বিরোধী দল হলে সেক্ষেত্রে হালকা সমস্যা ফেস করা লাগতে পারে। আবার অনেকের নামে মামলা আছে কিন্তু আপনি সাজাপ্রাপ্ত নন এবং মামলা প্রত্যাহার হয়েছে সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু পুলিশকে সন্তুষ্ট করার জন্য ওনাকে কনভিন্স করতে যা করা দরকার আপনাকে তাই ই করতে হবে।

আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সবার জন্য শুভকামনা।
NSI প্রার্থীরা রেডি হোন!
২৩ বা ৩০ মে MCQ পরীক্ষা হতে পারে।
🔥🔥ব্রেকিং নিউজ :
১,৭৯১ পদের খাদ্য অধিদপ্তরের নিয়োগে রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে!

ইতিহাসের সকল সরকারি চাকরির আবেদন রেকর্ড ভেঙে দিয়েছে খাদ্য অধিদপ্তর! গতকাল আবেদন শেষ সময় ছিল!!
এতে মোট ২০ লাখের বেশি আবেদন জমা পড়েছে।
(২ মিলিয়ন+ 😱😱)
প্রতি একটি পদের বিপরীতে প্রায় ১,১১৬ জন প্রার্থী লড়বেন।
🔥বনের আপডেট 🔥
বন অধিদপ্তরের (বন প্রহরী) পদের লিখিত পরীক্ষা চলতি মাসের ২৪/০৫/২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
খাদ্য অধিদপ্তরের এত আবেদন দেখে ভয় লাগছে ⁉️
১,৭৯১টি শূন্য পদের বিপরীতে ২০ লক্ষের বেশি আবেদন — সত্যিই কি প্রতিযোগিতা এতটাই ভয়াবহ?

প্রথমে শুনলে এই বিশাল সংখ্যাটি আতঙ্কিত করে তুলতে পারে। তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায়, প্রকৃত প্রতিযোগিতা এতটা কঠিন নয়।

দেশে বেকারের সংখ্যা ও প্রতিযোগিতামূলক চাকরির আকর্ষণ থাকলেও, এই ২০ লাখ+ আবেদনকারীর মধ্যে একটি বড় অংশ পরীক্ষায় অংশ নেবেন না বা প্রস্তুতিহীনভাবে অংশ নেবেন ।

👉👉যেসব কারণে প্রকৃত প্রতিযোগী কম হবে....

♦️♦️পূর্ণাঙ্গ প্রস্তুতির অভাব— বিশাল একটি অংশ শুধুমাত্র ‘ভাগ্য যাচাই’ করতে আবেদন করেন, নিয়মিত প্রস্তুতি নেই । সবচেয়ে বড় দিক এটাই..........

♦️♦️পরীক্ষায় অংশগ্রহণ না করা— পরীক্ষার দিন উপস্থিতির হার ৬০-৭০/৭৫% এর আশেপাশে থাকে । অনেকেই কেন্দ্রে যান না, প্রস্তুতি নেই, পারিবারিক সমস্যা , ব্যক্তিগত, যাতায়াত সমস্যার কারণ অন্যতম।

♦️♦️ প্রবেশপত্র ডাউনলোড না করাই— পূর্বের নিয়োগের অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায়, অনেক আবেদনকারী প্রবেশপত্র ডাউনলোডই করেন না।

♦️♦️দুই-তিন জায়গায় একসাথে আবেদন— অনেকেই একাধিক চাকরিতে আবেদন করেন, ফলে এক কেন্দ্রে পরীক্ষা পড়লে অনেকে অংশ নেন না।

♦️♦️অনুপযুক্ত যোগ্যতা— অনেকেই শুধু আবেদন করে রাখেন, কিন্তু বয়স/যোগ্যতা/নিয়মের ঘাটতির কারণে তারা চূড়ান্ত তালিকায় আসেন না।

🔰ফলে প্রকৃত প্রতিযোগীর সংখ্যা আনুমানিক— খুব বেশি হলে ৮০,০০০ থেকে ৯০,০০০ এর মধ্যে সীমাবদ্ধ।

🔰এজন্য যারা নিয়মিত পড়াশোনা করছেন, সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি সুযোগ।

❤️❤️ভয় নয়, বিশ্বাস রাখুন নিজের প্রস্তুতিতে। প্রতিযোগিতা অনেকটাই মনস্তাত্ত্বিক — পরিকল্পিত হলে সফলতা সম্ভব। ✌️
💥পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (PDBF)-এর ১৬৬৫ পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ। কে কে টিকলেন?
আলহামদুলিল্লাহ আমার সাজেশন পড়ে ভাইটি পুলিশের চাকরি পেয়েছেন। বিনা টাকায় সরকারি চাকরি।
আমাদের ফেসবুক পেজ নতুন করে খোলা হয়েছে সবাই ফলো করবেন। ধন্যবাদ
https://www.facebook.com/allnewsonlinebdinfo
ভাষার মূল উপকরণ কি?
ক। শব্দ
খ। ব্যাকরণ
গ। বাক্য
ঘ। ধ্বনি
আগামী ২৩ মে ২০২৫ তারিখে সকাল বিকাল মিলিয়ে যেসব চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো এক নজর দেখে নেয়া যাকঃ

1.NSI -- Assistant Director (AD)
2.NSI -- Field Officer (FO)
3.বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড --- AGM
4.বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক
5.বিস্ফোরক অধিদপ্তর
6.পরিবীক্ষণ ও নিরীক্ষা অধিদপ্তর
7.ডিসি অফিস,নাটোর
8.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
9.বাংলাদেশ সুপ্রীম কোর্টের আওতাধীন হাইকোর্ট বিভাগ
10.বাংলাদেশ চা বোর্ড
11.ডিপিডিসি
12. জাতীয় রাজস্ব বোর্ড (NBR)
13. জনতা ব্যাংক RC ভাইভা।
14. যমুনা ওয়েল লিমিটেড
15. বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
16. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
17. ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
18. অর্থ মন্ত্রণালয় ব্যবহারিক (সম্ভবত)

আরো থাকতে পারে অজানা। জানলে কমেন্ট বক্সে লিখে যাবেন। সবার জন্য শুভকামনা 🫤
T-20 তে ২য় বাংলাদেশি ও ১ম দ্রুততম সেঞ্চুরি করেন- পারভেজ হোসেন ইমন(৫৩ বল)
বিপক্ষ- আরব আমিরাত
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (dlrs) এর নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি