Mufti Habibullah Mahmud Qasemi DB
490 subscribers
79 photos
2 videos
6 files
189 links
হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী হজরতের সমস্ত জুম্মা বয়ান ও ওয়াজ মাহফিলের বয়ান এখানে পাবেন ইনশাআল্লাহ
Download Telegram
Media is too big
VIEW IN TELEGRAM
March for Gazza

PALESTINE SOLIDARITY MOVEMENT
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।

অবশেষে, পূর্বের ন্যায় মাস্তুরাতদের (মা-বোনদের) জন্যে সাপ্তাহিক বয়ান শুনবার পুনরায় সুন্দর ও সুবিন্যস্ত ইন্তেজাম করা হয়েছে।

ইনশাআল্লাহ, আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে নিয়মিত বয়ান শ্রবণের আয়োজন। মা-বোনদের সকলের জন্য উন্মুক্ত দাওয়াত রইলো। শুনবার জন্য এবার সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
নিজ মাহরাম নিয়ে আসবার আহ্বান রইলো।

আমরা অনেকেই জানি, হুজুরের (মুফতী হাবীবুল্লাহ মাহমুদ ক্বাসেমী হাফিযাহুল্লাহ) সাপ্তাহিক তাফসীরের এই মাহফিল মূলত শুরু হয়েছিল মা-বোনদের জন্য দ্বীনি খোরাক, পরিবেশ পৌঁছানোর নিয়তে। শুরুতে হুজুরের বাসা মসজিদের পাশে থাকায়, সেখান থেকেই সরাসরি সাউন্ডের মাধ্যমে নারীরা বয়ান শুনতেন, আর পুরুষরা শুনতেন মসজিদে।

মূল উদ্দেশ্য ছিল—নারী ও পুরুষ সকলের জন্য হেদায়েতি পরিবেশ নিশ্চিত করা।

কিছু সময় নানা হালতের কারণে এই ব্যবস্থা বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ, এখন আবার পূর্বের মতোই ইন্তেজাম চালু হচ্ছে।

📍 বর্তমান লোকেশন:
মসজিদের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করে ডান পাশে অবস্থিত অফিস কক্ষে।
সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ও পরিচ্ছন্ন পরিবেশে নারীদের জন্য সরাসরি বয়ান শুনবার সুব্যবস্থা করা হয়েছে।

📌 স্থান:
বাইতুস সালাম জামে মসজিদ compund, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
Masjid location:
https://maps.app.goo.gl/fZcFQYEXEVvRE6Ze8

আপনাদের সকলের প্রতি রইলো আন্তরিক আমন্ত্রণ।

@firasahh