GAZA LIVE
2.95K subscribers
13.7K photos
9.94K videos
44 files
385 links
All Time Gaza Update News
Download Telegram
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
পাহেলগাম হামলার জবাবে ভারতের কড়া পদক্ষেপ: পাকিস্তানের বিরুদ্ধে ৫ ঐতিহাসিক সিদ্ধান্ত

জম্মু-কাশ্মীরের পাহেলগামে ভারতীয় সেনাদের ওপর জঙ্গি হামলার পর মোদি সরকার পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক স্তরে পাঁচটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—

১. সিন্ধু পানি চুক্তি স্থগিত:
১৯৬০ সালে ভারতের সঙ্গে পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয় সিন্ধু পানি চুক্তি, যা বিশ্বে অন্যতম সফল দ্বিপাক্ষিক পানি চুক্তি হিসেবে পরিচিত। এই চুক্তির আওতায় ভারত সিন্ধু, ঝেলম ও চেনাব নদীর পানি পাকিস্তানকে নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করে আসছিল।
এই তিনটি নদীর পানি পাকিস্তানের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ৯০% সেচব্যবস্থা এই পানির উপর নির্ভরশীল।
ভারতের সিদ্ধান্ত অনুযায়ী, এই চুক্তি আপাতত ‘অব্যাহত নয়’ হিসেবে বিবেচিত হবে, যার ফলে পাকিস্তানের কৃষিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

২. আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ
ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত ইন্টিগ্রেটেড চেকপোস্ট আটারি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে।
এই সীমান্তপথটি সীমিত বাণিজ্য ও যাত্রী চলাচলের জন্য খোলা ছিল। ভারতের সিদ্ধান্ত অনুযায়ী, যারা ইতিমধ্যে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে, তারা ১ মে’র মধ্যে একই পথ দিয়ে ফিরে যেতে পারবে। এরপর এই রুট সম্পূর্ণ বন্ধ থাকবে।

৩.সার্ক ভিসা বাতিল:
১৯৯২ সাল থেকে চালু থাকা সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম—যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রাজনীতিক, সাংবাদিক ও বিশেষ শ্রেণির ব্যক্তিরা সহজে যাতায়াত করতে পারতেন—সেই সুবিধা পাকিস্তানের জন্য বাতিল করা হয়েছে।
এখন থেকে পাকিস্তানের নাগরিকরা এই স্কিমের আওতায় ভারতে ভ্রমণ করতে পারবে না।

৪. পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার: নয়দিল্লিতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর উপদেষ্টাদের Persona non grata (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে ভারত থেকে বের করে দেওয়া হয়েছে।
এটি একটি অত্যন্ত কড়া কূটনৈতিক বার্তা, যা সাধারণত তখনই দেওয়া হয় যখন দুই দেশের মধ্যে সম্পর্ক গুরুতরভাবে অবনতি ঘটে।

৫.দুই দেশের কূটনীতিক সংখ্যা কমানো:
বর্তমানে দুই দেশের হাইকমিশনে প্রায় ৫৫ জন করে কর্মকর্তা রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সংখ্যা কমিয়ে ৩০-এ আনা হবে।
এতে উভয় দেশের অনেক কূটনীতিককে দেশে ফিরে যেতে হবে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঠান্ডা হওয়ার ইঙ্গিত দেয়।(na)
পাহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, দুই দেশে জরুরি বৈঠক

কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহতের পর নতুন করে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। গতকাল রাতেই জরুরী বৈঠক করেছে মোদি সরকার। হাতে নিয়েছে বেশ কিছু কঠোর কর্মসূচী।

এই পরিস্থিতে করণিয় নির্ধারণে আজ সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেন।

এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। (hn)
১৯ সালে পাক-ভারত আকাশ যুদ্ধের সময় ভারতীয় বিমানবাহিনীর প্রধান বলেছিলেন, "নরেন্দ্র মোদি নির্দেশ দিলেই আমরা পাকিস্তানে হা'মলা করবো।"

জবাবে পাকিস্তান বিমান প্রধান বলেছিলেন "মাতৃভূমি রক্ষার জন্য আমাদের কারো অনুমতির প্রয়োজন হয় না"।

সেদিন বিবিসি হেডলাইন করেছিল - Pakistan shutdown two Indian aircraft over kashmir
#BREAKING

>>>এইমাত্র পাওয়া<<<
অবৈধ অনুপ্রবেশের দায়ে পি. কে সিং নামের এক ভারতীয় সৈন্যকে আটক করেছে পাকিস্তান সেনাবাহিনী।
#BREAKING #PAKISTAN

পাকিস্তানের প্রধানমন্ত্রী জরুরিভাবে মন্ত্রীসভা বৈঠক করেছেন।
#BREAKING #PAKISTAN

পাকিস্তানের থ্রেট:
ভারতের সাথে সবধরনের বাণিজ্য বন্ধ। এবং তাই নয় ৩য় পক্ষের হয়েও যেনো কেউ ভারতের প্রোডাক্ট পাকিস্তানে বিক্রি করতে না পারে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়: সিরিয়ার সাথে একটি যৌথ অভিযানের কেন্দ্র স্থাপন নিয়ে একটি চুক্তি হয়েছে এবং তিশরিন বাঁধ সিরিয়া সরকারের কাছে হস্তান্তরের বিষয়টি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।

#SYRIA #TURKIYE
পাঞ্জাব Kasur বর্ডার পোস্ট পার হয়ে অবৈধভাবে পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের সময় ১ BSF জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স।
ব্রেকিংঃ-

ভারতের সিদ্ধান্তের পর পাল্টা জোরালো পদক্ষেপের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

~ ভারতের মালিকানাধীন ও ভারতের পরিচালিত সকল এয়ারলাইন্সের জন্য পাকিস্তানের এয়ারস্পেস বন্ধ ঘোষণা

~ ভারতের সাথে সরাসরি কিংবা ৩য় দেশের মাধ্যমে সকল ধরণের বাণিজ্যিক সম্পর্ক বাতিল

~ Indus পানি চুক্তি বাতিলের ভারতীয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। পানির অধিকার কেড়ে নেয়া যুদ্ধ ঘোষণার সামিল বলে বিবেচিত হবে।

~ ৩০ এপ্রিলের মধ্যে হাইকমিশনের সকল ভারতীয় সামরিক কর্মকর্তাকে পাকিস্তান ত্যাগের নির্দেশ

~ Wagah বর্ডার বন্ধ ঘোষণা
#UPDATE

পাকিস্তান-ভারত উত্তেজনা: ভারতের সিদ্ধান্তের বিপরীতে পাকিস্তানের কড়া পদক্ষেপ

👉 পাকিস্তান ভারতীয় নাগরিকদের জন্য সমস্ত সার্ক ভিসা স্থগিত করেছে। তবে, শিখ তীর্থযাত্রীদেরকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

👉 পাকিস্তান ভারতের সঙ্গে সমস্ত ধরণের বাণিজ্য স্থগিত করেছে—এমনকি তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাকিস্তানের ভেতর দিয়ে যাতায়াত করেও কোনো বাণিজ্যিক কার্যক্রম চালানো যাবে না।

👉 পাকিস্তানের আকাশপথ এখন থেকে কোনো ভারতীয় মালিকানাধীন বা ভারতীয় পরিচালিত এয়ারলাইনের জন্য বন্ধ।

👉 পাকিস্তান ভারতের পক্ষ থেকে ইন্দাস জল চুক্তি স্থগিতের ঘোষণাও প্রত্যাখ্যান করেছে।

👉  ইসলামাবাদে অবস্থানরত ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘অপ্রিয় ব্যক্তি’ (persona non grata) ঘোষণা করা হয়েছে। তাদের ৩০ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

👉 পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, নিম্নপ্রবাহী নদীগুলোর ওপর তাদের অধিকার লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা “যুদ্ধ ঘোষণার শামিল” বলে বিবেচিত হবে।

তবে, এসব কঠোর পদক্ষেপের মধ্যেও পাকিস্তান জানিয়েছে, তারা শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
[mh]
আরব সাগরে উত্তেজনা: বিমানবাহী রণতরী মোতায়েন করলো ভারত, ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতিতে পাকিস্তান

আরব সাগরে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী। ভারত তার বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে, অন্যদিকে একই এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

দুই পারমাণবিক শক্তিধর দেশের এমন মারমুখী অবস্থানকে ঘিরে এই অঞ্চলে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। (hn)
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
#BREAKING
পাকিস্তানের হুঁশিয়ারী তোয়াক্কা না করেই ভারত ইন্দাস নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে

ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ইন্দাস নদীর পানি পাকিস্তানে প্রবাহ বন্ধ করেছে। বাঁধ ও খালের মাধ্যমে নিয়ন্ত্রিত জলপ্রবাহের চারটি প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তান এর আগেই হুঁশিয়ারি দিয়েছিল—ইন্দাস নদীর পানি বন্ধ করা হলে তারা তা ‘যুদ্ধ ঘোষণার’ সমতুল্য বলে বিবেচনা করবে। (hn)
ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি নতুন F-35 যুদ্ধ বিমান পেয়েছে। (hn)
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
ইসরায়েলি সন্ত্রাসবাদ

দখলদার সেনারা একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তারা গাজা উপত্যকার দক্ষিণের রাফাহ শহরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে রাফাহসহ গাজার ঘরবাড়ি ধ্বংস করে আসছে — পুড়িয়ে, উড়িয়ে ও গুঁড়িয়ে দিচ্ছে।