FastStep Admission ( study material )
476 subscribers
83 photos
54 videos
48 files
87 links
Helping students ace private university admission tests in Bangladesh!
Download Telegram
Forwarded from Shahriar Ferdous Rupok
আজকে সন্ধ্যা সাতটায় ভাইবার প্রস্তুতির উপর ছোট একটা ক্লাস নিব। উক্ত সময় সবাইকে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। গ্রুপের সিনিয়র যারা রয়েছেন, তারাও অংশগ্রহণ করলে খুশি হব।
Class link. Taratari join koren sobai
Class link. Plz taratari join koren. Beshi somoy nibo na apnader
Forwarded from Fahim Abrar
Assalamualaikum everyone.



Tomorrow at 10:30AM (morning) we well have our English class as your BracU admission test is just around the corner!

Remember,For bracU its very essential that You guys are Up to the mark with the ESSAY!
No matter how well you do in the MCQ section, English will carry the marks for getting your desired subject!

At first we will solve some questions and then will move to the essay section. Ask any question that you have in the class.

See you in tomorrow
Class er link. Akhn e join korben sobai
Forwarded from Shahriar Ferdous Rupok
সবাই দয়া করে ক্লাসে জয়েন করবেন। আলিমা আপনাদেরকে ভর্তি প্রসঙ্গে সম্পূর্ণ তথ্য দিবে। আর যারা চান্স পেয়েছেন তারা কমেন্টে একবার জানিয়ে দিবেন। কোন প্রশ্ন থাকলে বলবেন আলিমা সরাসরি আপনাদেরকে উত্তর করবে।
Forwarded from Shahriar Ferdous Rupok
আপনাদের জন্য একটা 😊সংবাদ:
আপনারা যারা পরবর্তী intake এ পরীক্ষা দিবেন ভালো সাবজেক্ট পাওয়ার জন্য, তারা👉 Top Notch Basic Batch 2.0 (live!!) তে এনরোল করতে পারেন। ব্যাচ ফি মাত্র ১৫০০ টাকা । সামনের দুই থেকে তিন মাস, প্রতিদিন লাইভ ক্লাস নিবো আমরা ইনশাআল্লাহ। এইখানে যা যা পাবেন:
১. প্রতিদিন লাইভ ক্লাস
২. প্রতিটা ক্লাসের উপর পরীক্ষা
৩. আমাদের ebook
৪. ভার্সিটি ভিত্তিক মক টেস্ট
৫. লাইফ টাইম এক্সেস
প্রি বুকিং:- ১৫০০৳
ব্যাচ ফি:- ২০০০৳
কোন প্রি বুকার যদি সব ক্লাসে উপস্থিত থাকে, তাহলে তিন মাস শেষে আমরা আরো ৫০০ টাকা ক্যাশব্যাক করব ইনশাল্লাহ।
🌟প্রি বুকিং এর সময়কাল ২০/১২/২৫ পর্যন্ত।
Forwarded from Shahriar Ferdous Rupok
আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমাদের পথ চলা। মোটামুটি কম বেশি সবাইকেই আমরা চিনি। যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ফ্রি অথবা পেইড উভয় ভাবেই সাহায্য করার। ভালো একটা কমিউনিটি তৈরি এবং রাখার চেষ্টা করেছি সব সময়। ‌ কখনো আমাদের সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়নি। তাই আমরা একটি অনুষ্ঠান করতে চাচ্ছি, যেখানে আমরা সবাই একসাথে থাকব কিছু সময়ের জন্য। অনুষ্ঠানে‌ আপনাদের জন্য দুপুরের খাবার, কিছু মজাদার কার্যক্রম যেমন মিউজিকাল চেয়ার, লটারি, কিছু গেম এবং সবশেষ FastStep এর পক্ষ থেকে ছোট একটি গিফট থাকবেন ইনশাল্লাহ। তাই নিবেদন আপনাদের কাছে, আপনারা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ‌।
সময়: ৯ জানুয়ারি
স্থান: বার্গার ল্যাব , ধানমন্ডি
প্রবেশ মূল্য: ২০০৳
আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখিত, প্রবেশ মূল্য রাখার জন্য। কেননা আমরা নিশ্চিত ভাবে বলতে পারছিনা কতজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাই নিশ্চিত হবার জন্য আমরা নূন্যতম একটি মূল্য রেখেছে যাতে বুঝতে পারি কতজন উক্ত সময় উপস্থিত থাকবে। এবং আমরা এই হিসাবেই গিফট এবং খাবারে ব্যবস্থা করব।
সিনিয়র যারা আছেন, তাদের থাকা খুবই দরকার। আমি আশা করব আপনারা কেউ আমাকে নিরাশ করবেন না। ধন্যবাদ সবাইকে।
Forwarded from Shahriar Ferdous Rupok
আপনারা জানেন ৯ জানুয়ারি, শুক্রবার দুপুর ২:৩০ থেকে আমাদের FastStep members day অনুষ্ঠানটি হতে চলেছে। সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে আমরা সব কার্যক্রম শেষ করব ।
১. প্রথমে দুপুরের খাবার
২. এরপর pillow passing game
৩. এরপর instant acting competition
৪. সবশেষে রেফেল ড্র
যারা গেমে জিতবেন, সবার জন্য পুরস্কার আছে।
ইনশাল্লাহ কাউকেই খালি হাতে যেতে দিব না। সান্তনা পুরস্কার থাকবে।
অনুষ্ঠানে সমসংখ্যক ছেলে মেয়ে হলে ভালো হয়। তাই ছেলেদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও অংশগ্রহণ করলে খুশি হবো।
আমরা সবাই এখানে মেম্বার। আমাদের জন্যই এই অনুষ্ঠান। তাই বিনীত আবেদন, আমরা এখানে যারা আছি, সবাই যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এতদিনের পরিচয় থেকে এই অনুরোধটা আপনাদের সামনে রাখলাম। এছাড়া সময়টা আপনাদের খারাপ যাবে না। কথা দিলাম।

যারা যাবেন, তারা আমাকে মেসেজ করবেন।
1