Bangla Today বাংলা টুডে
701 subscribers
8 photos
25 files
80 links
Karmasangsthan, Karmasandhan, Karmakshetra, Bangla Today News, Achievers, Safalya Magazine, Peshaprobesh
Download Telegram
WBCS প্রিলির English এর বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান।।

১। claustrophobia হল বদ্ধ জায়গায় থাকার ভয়।
ভীড় থেকে ভয়কে বলে agoraphobia।
অন্ধকারের ভয়কে বলে nyctophobia। রাত্রি বা অন্ধকার সংক্রান্ত শব্দে সাধারণত 'ন' এবং 'ক' থাকে। যেমন nocturnal.
জল থেকে ভয়কে বলে aquaphobia বা hydrophobia। জল ঘাটার অভ্যাসকে বলে hydromania।

২। She alighted from the bus...
Stepped ব্যবহার করেও ওঠানামা বোঝানো যায়। সেক্ষত্রে stepped into মানে বাসে ওঠা এবং stepped off the bus বললে বাস থেকে নামা বোঝাত।

৩। under the weather মানে অসুস্থ বোধ করা। feel unwell।

৪। vicissitude মানে ups and downs। অর্থাৎ change।
Stagnation মানে স্থিতাবস্থা।

৫। supercilious এর মানে হল গর্ববোধ করা। এর সিনোনিম haughty।
(এখানে শব্দগুলোর মানে না জানলেও একটু স্মার্টনেস ব্যবহার করে করা যেতে পারে উত্তর। superficial এবং delicious প্রদত্ত শব্দের সাথে কাছাকাছি উচ্চারণবিশিষ্ট শব্দ। সুতরাং প্রশ্নকর্তা এগুলো প্যাঁচে ফেলার জন্য দিয়েছেন। তাছাড়া officious এবং superficial এর যথাক্রমে অর্থ এবং বিপরীত শব্দ অন্য প্রশ্নেও জানতে চাওয়া হয়েছে। সুতরাং পড়ে রইল haughty।
সতর্কতা: তবে এই স্মার্টনেস স্মার্টলি প্রয়োগ করতে হবে। নতুবা সেমসাইড গোল বা ব্যাকফায়ার হবার সমূহ সম্ভাবনা। )

৬। officious মানে হল আগ বাড়িয়ে কিছু করা। self important এর মানে এটা না হলেও অন্য অপশনগুলোর মধ্যে এটা সবথেকে কাছাকাছি।

৭। He presided over the meeting.
কোনো মিটিং বা সভার সভাপতিত্ব করা বোঝাতে presided over ব্যবহার করা হয়।

৮। The ship, with its crew, was lost.
with, as well as থাকলে তার আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ship যেহেতু একবচন, তাই was বসবে।
Was being হবে না কারণ ওটার মানে হবে জাহাজটাকে হারিয়ে ফেলা হচ্ছে কারোর দ্বারা। অর্থাৎ প্যাসিভ ভয়েস। এর মানে দাঁড়াচ্ছে না।

৯। apiary হল যেখানে মৌমাছি রাখা হয়।
Aviary হল পাখি রাখার জায়গা।
Grain রাখলে তা granary, আর পশু জবাই করার জায়গা হল abbattoir বা slaughterhouse।

১০। accommodation হল সঠিক বানান।

১১। incapable হল capable এর বিপরীত শব্দ।

১২। holier than thou হল দলবদলের সময় টিভি ডিবেটে বহুল ব্যবহৃত শব্দ। thou হল প্রাচীন ইংরিজি। এর মানে হল you বা তুমি। holier than thou মানে হল তোমার থেকে আমি ভাল। অর্থাৎ sanctimonious।

১৩। make both ends meet মানে কোনোরকমে চালিয়ে নেওয়া। অপশনে সবগুলো phrasal verb ছিল। get done মানে কোনো কাজ কমপ্লিট করা। get over মানে সেরে ওঠা। get well মানেও তাই। সুতরাং, get by হল উত্তর। এর মানে ওই make both ends meet এর সাথে সম্পূর্ণ এক না হলেও কাছাকাছি। কষ্টেসৃষ্টে কোনোকিছু পাওয়া।

১৪। once in a blue moon মানে খুব rarely।

১৫। weird মানে অদ্ভূত। সুতরাং বিপরীত হল normal।

১৬। I will meet you tomorrow. বলা হয়েছে interrogative sentence এ চেঞ্জ করতে। সঠিক উত্তর হওয়া উচিত Won't I meet you tomorrow?
Interrogative এ চেঞ্জ করলে সেন্টেন্স এর কোনো তথ্যকে বাদ দেওয়া যায় না। Frame question বললে কোনো একটা ইনফরমেশনকে বাদ দিয়ে প্রশ্ন করতে হয়। সেখানে নেগেটিভ শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই। যেমন tomorrow টাকে বাদ দিলে প্রশ্নটা হওয়া উচিত When will you meet me? যেটা অপশন D তে আছে। এর উত্তর হত tomorrow। কিন্তু প্রশ্নে frame question করতে বলা নেই। interrogative এ চেঞ্জ করতে বলা আছে। তাই এর উত্তর বিশেষজ্ঞরা এবং পিএসসি বলতে পারবেন।

১৭। He is taller than you by two inches.
কতটা বড়ো বা কতটা ছোট বোঝাতে by ব্যবহার করা হয়।

১৮। superficial মানে উপর উপর ছুঁয়ে বা বুড়িছোঁয়া করে চলে যাওয়া। সুতরাং বিপরীত হল deep।

১৯। rewind এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হল rewound।

২০। serenity মানে হওয়া উচিত শান্তি বা calmness।

২১। While I was sitting in the library, someone threw a ball through the window.
দুটো কাজ হচ্ছে। বসে থাকাটা বেশ খানিকটা সময় ধরে হচ্ছে, বল ছোড়াটা তাৎক্ষণিক কাজ। সুতরাং বসে থাকাটা পাস্ট কন্টিনিয়াস হবে এবং বল ছোড়াটা সিম্পল পাস্ট।
Had been sitting হবেনা। ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিয়াস টেন্স। যে কোনো পারফেক্ট কন্টিনিয়াস টেন্স থাকলে কাজটা কতক্ষণ ধরে হচ্ছে বলে দেওয়া থাকে। যদি সেন্টেন্সটা থাকত While I _ sitting in the library for 2 hours... বা since morning..., তাহলে পারফেক্ট কন্টিনিয়াস অর্থাৎ had been sitting হত।

২২। A one eyed person হবে।
o এর উচ্চারণ 'ওয়া'র মতো হলে o ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে a বসে।

২৩। a unique work of art.
U এর উচ্চারণ 'ইউ'র মতো হলে u ভাওয়েল হওয়া সত্ত্বেও তার আগে a বসে।

২৪। offended with me
Offended, angry এগুলো যদি মানুষের আগে থাকে তবে with হয়। বস্তুর আগে বসলে by হয়।
২৫। নিজেকে ভালবাসা হল narcissism।
Narcissus একজন গ্রিক মিথলজির চরিত্র। ভীষণ সুন্দর দেখতে এবং নিজেও নিজের সৌন্দর্য নিয়ে ভীষণ গর্বিত। কারোর প্রেমের প্রস্তাব তিনি গ্রহণ করেন না। একদিন জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে প্রেমে পড়ে যান। এবং তার উপর গ্রিক দেবীর অভিশাপ থাকায় তিনি প্রতিবিম্বের মানুষটিকে না পেয়ে ওই জলেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেখান থেকেই narcissism এসেছে।
Hedonism মানে ভোগসর্বস্বতা। Masochism যারা জিম করে তারা জানে, যে ব্যথা সহ্য করতে আনন্দ হয়। sadism মানে সবকিছুতেই খারাপ খোঁজা।
Official answer key WBCS Prili 2021👆
RRB Siliguri cut off👆