আওয়ামী লিগ নেতৃত্বের বক্তব্য, সজীব অর্থাৎ জয়ের আমেরিকার নাগরিকত্ব নেওয়ার অর্থ এতদিন তিনি মার্কিন নাগরিক ছিলেন না।
অথচ এতদিন জয়ের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে যে, তিনি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। জয়, বাংলাদেশের সবুজ বা সাধারণ পাসপোর্ট নিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতেন। যুক্তরাষ্ট্রে তিনি থাকতেন রেসিডেন্সি পারমিট বা গ্রিন কার্ড নিয়ে। সজীব ওয়াজেদ জয় এতদিন বাংলাদেশেরই নাগরিক ছিলেন।
কেন তাহলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা পাসপোর্ট নিলেন?
বলা হচ্ছে, যেহেতু সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট ইউনুসসরকসডঘ বাতিল করেছে, তাই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিতে বাধ্য হয়েছেন। কারণ, গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করা যায় না। যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করা বা তাঁর মা’র সঙ্গে দিল্লিতে দেখা করতে যাওয়ার জন্য তাঁর একটি পাসপোর্ট দরকার ছিল। বর্তমান বাস্তবতায় তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিতে হয়েছে।
https://www.thewall.in/bangladesh/hasinas-son-joy-gets-us-citizenship-as-because-yunus-government-cancelled-his-passport-/tid/160356
অথচ এতদিন জয়ের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে যে, তিনি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। জয়, বাংলাদেশের সবুজ বা সাধারণ পাসপোর্ট নিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতেন। যুক্তরাষ্ট্রে তিনি থাকতেন রেসিডেন্সি পারমিট বা গ্রিন কার্ড নিয়ে। সজীব ওয়াজেদ জয় এতদিন বাংলাদেশেরই নাগরিক ছিলেন।
কেন তাহলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা পাসপোর্ট নিলেন?
বলা হচ্ছে, যেহেতু সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট ইউনুসসরকসডঘ বাতিল করেছে, তাই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিতে বাধ্য হয়েছেন। কারণ, গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করা যায় না। যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করা বা তাঁর মা’র সঙ্গে দিল্লিতে দেখা করতে যাওয়ার জন্য তাঁর একটি পাসপোর্ট দরকার ছিল। বর্তমান বাস্তবতায় তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিতে হয়েছে।
https://www.thewall.in/bangladesh/hasinas-son-joy-gets-us-citizenship-as-because-yunus-government-cancelled-his-passport-/tid/160356
ThewWall
কেন আমেরিকার নাগরিকত্ব নিতে হল হাসিনা পুত্রকে? - Hasina's son Joy gets US citizenship, as because Yunus government cancelled his…
আওয়ামী লিগ নেতৃত্বের বক্তব্য, সজীব অর্থাৎ জয়ের আমেরিকার নাগরিকত্ব নেওয়ার অর্থ এতদিন তিনি মার্কিন নাগরিক ছিলেন না।
আওয়ামী লীগ নিষিদ্ধ: এরপর কি?
জামাত ও জঙ্গীদের গুরু ইউনূস গং কি মবতন্ত্রের অরাজকতা, স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, বেহাল অর্থনীতি, প্রতিবেশী দেশ নিয়ে ভুল কূটনীতি, পশ্চিমা প্রভুদের করিডোর-বন্দর-সামরিক সুবিধা দেয়া, নির্বাচন দিতে টালবাহানা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর চলমান নিপীড়ন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এসব অপকর্ম থেকে দৃষ্টি সরাতেই কি দখলদার সরকার এখন আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করা নিয়ে নাটক করছে?
এসব ইস্যুতে বিডি ডাইজেস্ট-জয়যাত্রার বিশ্লেষণমূলক মুক্ত আলোচনা দেখুন মঙ্গলবার রাত ১০ টায়৷
জামাত ও জঙ্গীদের গুরু ইউনূস গং কি মবতন্ত্রের অরাজকতা, স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, বেহাল অর্থনীতি, প্রতিবেশী দেশ নিয়ে ভুল কূটনীতি, পশ্চিমা প্রভুদের করিডোর-বন্দর-সামরিক সুবিধা দেয়া, নির্বাচন দিতে টালবাহানা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর চলমান নিপীড়ন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। এসব অপকর্ম থেকে দৃষ্টি সরাতেই কি দখলদার সরকার এখন আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করা নিয়ে নাটক করছে?
এসব ইস্যুতে বিডি ডাইজেস্ট-জয়যাত্রার বিশ্লেষণমূলক মুক্ত আলোচনা দেখুন মঙ্গলবার রাত ১০ টায়৷
🛑#Live #Albd
YouTube 🎦https://www.youtube.com/live/EAGt2_sSMOs
Facebook ➡️ https://www.facebook.com/share/v/15FuzzwsZB/
YouTube 🎦https://www.youtube.com/live/EAGt2_sSMOs
Facebook ➡️ https://www.facebook.com/share/v/15FuzzwsZB/
YouTube
আওয়ামী লীগ নিষিদ্ধ: এরপর কি?
জামাত ও জঙ্গীদের গুরু ইউনূস গং কি মবতন্ত্রের অরাজকতা, স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, বেহাল অর্থনীতি, প্রতিবেশী দেশ নিয়ে ভুল কূটনীতি, পশ্চিমা প্রভুদের করিডোর-বন্দর-সামরিক সুবিধা দেয়া, নির্বাচন দিতে টালবাহানা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর চলমান নিপীড়ন নিয়ে ব্যাপক…
বিদেশীরা কি আন্তর্জাতিক খেলোয়াড় কে ভুলে গেলো?
তারা কি জানেনা তার অনেক ক্ষমতা!
এখনই গ্রামীণ ব্যাংকে তাদের ইনভেস্ট করা উচিত।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
তারা কি জানেনা তার অনেক ক্ষমতা!
এখনই গ্রামীণ ব্যাংকে তাদের ইনভেস্ট করা উচিত।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
Was it better under the previous government or is it better now?
---
👉 https://x.com/bdperspectives/status/1922346100825964705?s=46&t=B2RlW_Ay7qTEEMRM2pP7vA
---
👉 https://x.com/bdperspectives/status/1922346100825964705?s=46&t=B2RlW_Ay7qTEEMRM2pP7vA
X (formerly Twitter)
Bangladesh Perspectives (@bdperspectives) on X
Was it better under the previous government or is it better now?
---
We were better off during the previous government — I mean during the Awami League’s rule. Now, things are not good. Even after driving a vehicle all day, I can’t go home with even 500…
---
We were better off during the previous government — I mean during the Awami League’s rule. Now, things are not good. Even after driving a vehicle all day, I can’t go home with even 500…
ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে ইউনূস দেশকে এক পাকিস্তানের প্রেতাত্মাদের হাতে জিম্মি করার পায়তারা করছে যার ফলাফল জাতীয় সঙ্গীত অবমাননা করার দুঃসাহস
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অবমাননার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
#Bnagladesh
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অবমাননার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
#Bnagladesh
"নির্বাচন দিতে কেন দেড়ি করছে তা আমি বলতে চাইনা"- ইউনূসের অপশাসনে মুক্ত বাকস্বাধীনতার নমুনা
মানুষ নির্বাচন চায়, কিন্তু ইউনূস এনসিপি সহ জামায়াত শিবিরকে দিয়ে জনগণকে এমনভাবে জিম্মি করেছে যাতে জনগণ দেশে কি চলছে সব বুঝলেও মুখ ফুটে বলতে না পারে। হ্যা ইউনূস নির্বাচন দিবে একদিন, যখন জামায়াত আর এনসিপি সন্ত্রাসীরা মিলে পুরো দেশের প্রতিটি কোণায় ত্রাসের রাজত্ব কায়েম করতে সক্ষম হবে, মানুষের ভোটাধিকার বলে কিছুই থাকবে না তখন নির্বাচন হবে। এটা ইউনূস গং এর ষড়যন্ত্র।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
মানুষ নির্বাচন চায়, কিন্তু ইউনূস এনসিপি সহ জামায়াত শিবিরকে দিয়ে জনগণকে এমনভাবে জিম্মি করেছে যাতে জনগণ দেশে কি চলছে সব বুঝলেও মুখ ফুটে বলতে না পারে। হ্যা ইউনূস নির্বাচন দিবে একদিন, যখন জামায়াত আর এনসিপি সন্ত্রাসীরা মিলে পুরো দেশের প্রতিটি কোণায় ত্রাসের রাজত্ব কায়েম করতে সক্ষম হবে, মানুষের ভোটাধিকার বলে কিছুই থাকবে না তখন নির্বাচন হবে। এটা ইউনূস গং এর ষড়যন্ত্র।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
ইউনূসকে চাপ দিলেই চ্যাপ্টা হয়ে যায়!
এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার পুলিশ নিয়োগের নামে কথিত মামা বাড়ির আবদার!
----
"এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার নতুন পুলিশ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন"- ইনকিলাব মঞ্চের হাদী। পয়সা ছাড়া নিয়োগের নামে দ্রুত তদবির বাণিজ্য করে নিজেদের মনোনিত লোকজনকে পুলিশে #অবৈধ ভাবে নিয়োগ করতে ইউনূসের #অবৈধ সরকারের নতুন নাটক রচনা৷ জামায়াত সহ #এনসিপি #সন্ত্রাসীদের এক ঘন্টার আলটিমেটামে গণতন্ত্র ধ্বংস করে বাংলাদেশের জন্ম যে রাজনৈতিক দলের হাতে হয়েছে তাদেরই কার্যক্রম নিষিদ্ধ করার মত ঘৃণিত কাজ করে চালবাজ ইউনূস৷ এরপরেই গণমাধ্যম উঠে আসে এই সীদ্ধান্তটি জামায়াত এবং এনসিপির চাপ সৃষ্টির ফলাফল হিসেবে ইউনূসের নাটক। এখন এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার পুলিশ নিয়োগের দাবি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ জনগণ সহ ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদি কন্ঠস্বর সকল রাজনৈতিক দলগুলোর কন্ঠরোধ করতে চায় ইউনূস সরকার, যাতে করে ইউনূসের জীবদ্দশা ক্ষমতায় থেকেই #জামায়াত, #এনসিপি সহ হাদী-হাসনাত-সারজিস দের মত কিছু দালালদের সুবিধা দিয়েই কাটে।
এখন দেখার বিষয়, ইউনূস গং কবে এই #অবৈধভাবে ৫০ হাজার পুলিশ নিয়োগের মত মামা বাড়ির আবদার পূরণের চাপে চ্যাপ্টা হয়ে নিয়োগ কার্য সম্পাদন করে।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার পুলিশ নিয়োগের নামে কথিত মামা বাড়ির আবদার!
----
"এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার নতুন পুলিশ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন"- ইনকিলাব মঞ্চের হাদী। পয়সা ছাড়া নিয়োগের নামে দ্রুত তদবির বাণিজ্য করে নিজেদের মনোনিত লোকজনকে পুলিশে #অবৈধ ভাবে নিয়োগ করতে ইউনূসের #অবৈধ সরকারের নতুন নাটক রচনা৷ জামায়াত সহ #এনসিপি #সন্ত্রাসীদের এক ঘন্টার আলটিমেটামে গণতন্ত্র ধ্বংস করে বাংলাদেশের জন্ম যে রাজনৈতিক দলের হাতে হয়েছে তাদেরই কার্যক্রম নিষিদ্ধ করার মত ঘৃণিত কাজ করে চালবাজ ইউনূস৷ এরপরেই গণমাধ্যম উঠে আসে এই সীদ্ধান্তটি জামায়াত এবং এনসিপির চাপ সৃষ্টির ফলাফল হিসেবে ইউনূসের নাটক। এখন এক সপ্তাহের মধ্যে ৫০ হাজার পুলিশ নিয়োগের দাবি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ জনগণ সহ ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদি কন্ঠস্বর সকল রাজনৈতিক দলগুলোর কন্ঠরোধ করতে চায় ইউনূস সরকার, যাতে করে ইউনূসের জীবদ্দশা ক্ষমতায় থেকেই #জামায়াত, #এনসিপি সহ হাদী-হাসনাত-সারজিস দের মত কিছু দালালদের সুবিধা দিয়েই কাটে।
এখন দেখার বিষয়, ইউনূস গং কবে এই #অবৈধভাবে ৫০ হাজার পুলিশ নিয়োগের মত মামা বাড়ির আবদার পূরণের চাপে চ্যাপ্টা হয়ে নিয়োগ কার্য সম্পাদন করে।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশঃ 'সংস্কার' ছলে ইউনূসের দেশ ধ্বংসের পরিকল্পনা!
---
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার গোপনে এবং তাড়াহুড়ো করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে, যা সংবিধান পরিপন্থী এবং দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন। শেয়ারবাজার থেকে বিগত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা লুটপাটের পর ইউনূস গং এর পরবর্তী লক্ষ্য রাজস্ব খাত!
এই অধ্যাদেশের মাধ্যমে এনবিআরের পরিবর্তে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন গঠনের প্রক্রিয়া চলছে।
এনবিআর বিলুপ্তিকরণের এই উদ্যোগে ক্ষুদ্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খসড়া অধ্যাদেশটি গেজেট আকারে জারি হতে পারে, এমন গুঞ্জনে সোমবার সকাল থেকে রাজস্ব বোর্ডে জড়ো হতে থাকেন কাস্টমস-ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। এসময় তারা বলেন, অংশীজনদের সঙ্গে কোনো ধরণের আলোচনা ছাড়াই এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে সরকার। এ অবস্থায় বৃহৎ কর্মসূচী দেয়ার ইঙ্গিতও দেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রেভিনিউ ডিভিশন গঠন করা হলে রাজস্ব ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই অধ্যাদেশ কার্যকর হলে কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কমে যাবে এবং রাজস্ব ব্যবস্থাপনার জ্ঞান নেই এমন অন্য ক্যাডারের কর্মকর্তারা শীর্ষ পদে নিয়োগ পেতে পারেন, যা রাজস্ব আদায়ে মারাত্মক প্রভাব ফেলবে।
প্রস্তাবিত অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ এবং Rules of Business-এর বিধি 4(ix)-এর সঙ্গে সাংঘর্ষিক। Rules of Business অনুযায়ী, কোনো মন্ত্রণালয় বা ডিভিশন আইন প্রয়োগ বা এনফোর্সমেন্টের কাজ করতে পারে না; তারা শুধু নীতি প্রণয়ন ও আইন প্রণয়নের কাজ করতে পারে।
অথচ, প্রস্তাবিত অধ্যাদেশে অর্থ মন্ত্রণালয়ের ডিভিশনের মাধ্যমে রাজস্ব আইন প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে, যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া, সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, অধ্যাদেশের মাধ্যমে মন্ত্রণালয় বা ডিভিশন সৃষ্টি করা নির্বাহী বিভাগের এখতিয়ারের উপর আইনসভার হস্তক্ষেপ, যা সংবিধান সমর্থন করে না। এনবিআর বাংলাদেশে ১৯৭২ সাল থেকে একটি সংবিধিবদ্ধ (statutory) সংস্থা হিসেবে এই দায়িত্ব পালন করে আসছে।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
---
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার গোপনে এবং তাড়াহুড়ো করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে, যা সংবিধান পরিপন্থী এবং দেশের রাজস্ব ব্যবস্থায় বিপর্যয় ডেকে আনতে পারে বলে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন। শেয়ারবাজার থেকে বিগত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা লুটপাটের পর ইউনূস গং এর পরবর্তী লক্ষ্য রাজস্ব খাত!
এই অধ্যাদেশের মাধ্যমে এনবিআরের পরিবর্তে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন গঠনের প্রক্রিয়া চলছে।
এনবিআর বিলুপ্তিকরণের এই উদ্যোগে ক্ষুদ্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খসড়া অধ্যাদেশটি গেজেট আকারে জারি হতে পারে, এমন গুঞ্জনে সোমবার সকাল থেকে রাজস্ব বোর্ডে জড়ো হতে থাকেন কাস্টমস-ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। এসময় তারা বলেন, অংশীজনদের সঙ্গে কোনো ধরণের আলোচনা ছাড়াই এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে সরকার। এ অবস্থায় বৃহৎ কর্মসূচী দেয়ার ইঙ্গিতও দেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রেভিনিউ ডিভিশন গঠন করা হলে রাজস্ব ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই অধ্যাদেশ কার্যকর হলে কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কমে যাবে এবং রাজস্ব ব্যবস্থাপনার জ্ঞান নেই এমন অন্য ক্যাডারের কর্মকর্তারা শীর্ষ পদে নিয়োগ পেতে পারেন, যা রাজস্ব আদায়ে মারাত্মক প্রভাব ফেলবে।
প্রস্তাবিত অধ্যাদেশ বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ এবং Rules of Business-এর বিধি 4(ix)-এর সঙ্গে সাংঘর্ষিক। Rules of Business অনুযায়ী, কোনো মন্ত্রণালয় বা ডিভিশন আইন প্রয়োগ বা এনফোর্সমেন্টের কাজ করতে পারে না; তারা শুধু নীতি প্রণয়ন ও আইন প্রণয়নের কাজ করতে পারে।
অথচ, প্রস্তাবিত অধ্যাদেশে অর্থ মন্ত্রণালয়ের ডিভিশনের মাধ্যমে রাজস্ব আইন প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে, যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া, সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, অধ্যাদেশের মাধ্যমে মন্ত্রণালয় বা ডিভিশন সৃষ্টি করা নির্বাহী বিভাগের এখতিয়ারের উপর আইনসভার হস্তক্ষেপ, যা সংবিধান সমর্থন করে না। এনবিআর বাংলাদেশে ১৯৭২ সাল থেকে একটি সংবিধিবদ্ধ (statutory) সংস্থা হিসেবে এই দায়িত্ব পালন করে আসছে।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
দেশের বিনিয়োগের মাঠে এখন চলছে এক নতুন জাদুর খেলা—নাম "আশিক ম্যাজিক!"
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অন্তর্বর্তী সরকারের পক্ষে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে একের পর এক বর্ণিল প্রেজেন্টেশন, ইনভেস্টমেন্ট সামিট, স্টারলিংকের লাইসেন্স, এমনকি নাসার সঙ্গে কল্পলোকের চুক্তি! 🎤🚀📊
ফেসবুক এবং ইউটিউব জুড়ে ভাইরাল সেই "প্রেজেন্টেশন সেনসেশন" — হাত নেড়ে চোখ ধাঁধানো স্লাইড, বিদেশিদের মুগ্ধ করা বক্তৃতা, আর জনগণের সামনে নতুন দিনের স্বপ্ন।
কিন্তু বাস্তবে?
📉 FDI কমেছে ২৬%
📉 মূলধনি যন্ত্র আমদানি কমেছে ২৮.৬৮%
📉 বিডার নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাব নিম্নমুখী
‘আশিক ম্যাজিক’-এর শেষ ট্রিক ছিল ‘এফডিআই হিটম্যাপ’। ঘোষণা হলো, পরিকল্পনা হলো, আর হল প্রেস ব্রিফিং। তাতে কাজের কাজ কিছুই হয়নি। বরং বিদেশি রাষ্ট্রদূতরাও এখন বলছেন—তারা অপেক্ষায় রাজনৈতিক সরকারের। 🤐
একজন রাষ্ট্রদূতের ভাষায়,
“লোকাল ইনভেস্টররাই যখন আগ্রহী না, তখন বিদেশিরা কেন আসবে?”
অন্যদিকে বিশ্লেষকদের মতে,
✖️ সুদহার ১৫% এর ওপরে
✖️ বিদ্যুৎ ও পরিবহন ব্যয় আকাশচুম্বী
✖️ আমলাতান্ত্রিক জটিলতা চিরাচরিত
✖️ রাজনৈতিক অনিশ্চয়তা ও অবিশ্বাস
অর্থাৎ “ম্যাজিক” তো হচ্ছে, কিন্তু সেটা ইলিউশন মাত্র! 🎩🐇
দেশবাসীকে "বিদেশি বিনিয়োগের মুলা" ঝুলিয়ে ধরা হচ্ছে, কিন্তু পেছনে নেই কোনো বাস্তব ভিত্তি।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অন্তর্বর্তী সরকারের পক্ষে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে একের পর এক বর্ণিল প্রেজেন্টেশন, ইনভেস্টমেন্ট সামিট, স্টারলিংকের লাইসেন্স, এমনকি নাসার সঙ্গে কল্পলোকের চুক্তি! 🎤🚀📊
ফেসবুক এবং ইউটিউব জুড়ে ভাইরাল সেই "প্রেজেন্টেশন সেনসেশন" — হাত নেড়ে চোখ ধাঁধানো স্লাইড, বিদেশিদের মুগ্ধ করা বক্তৃতা, আর জনগণের সামনে নতুন দিনের স্বপ্ন।
কিন্তু বাস্তবে?
📉 FDI কমেছে ২৬%
📉 মূলধনি যন্ত্র আমদানি কমেছে ২৮.৬৮%
📉 বিডার নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাব নিম্নমুখী
‘আশিক ম্যাজিক’-এর শেষ ট্রিক ছিল ‘এফডিআই হিটম্যাপ’। ঘোষণা হলো, পরিকল্পনা হলো, আর হল প্রেস ব্রিফিং। তাতে কাজের কাজ কিছুই হয়নি। বরং বিদেশি রাষ্ট্রদূতরাও এখন বলছেন—তারা অপেক্ষায় রাজনৈতিক সরকারের। 🤐
একজন রাষ্ট্রদূতের ভাষায়,
“লোকাল ইনভেস্টররাই যখন আগ্রহী না, তখন বিদেশিরা কেন আসবে?”
অন্যদিকে বিশ্লেষকদের মতে,
✖️ সুদহার ১৫% এর ওপরে
✖️ বিদ্যুৎ ও পরিবহন ব্যয় আকাশচুম্বী
✖️ আমলাতান্ত্রিক জটিলতা চিরাচরিত
✖️ রাজনৈতিক অনিশ্চয়তা ও অবিশ্বাস
অর্থাৎ “ম্যাজিক” তো হচ্ছে, কিন্তু সেটা ইলিউশন মাত্র! 🎩🐇
দেশবাসীকে "বিদেশি বিনিয়োগের মুলা" ঝুলিয়ে ধরা হচ্ছে, কিন্তু পেছনে নেই কোনো বাস্তব ভিত্তি।
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
🛑 যোগ্যতা নয়, লুটেরা পরিচয়েই চাকুরি!
🇧🇩 দেশে চলছে এক নির্মম বাস্তবতা—
চাকুরি পাচ্ছে NCP গং,
আর সাধারণ জনগণ বেকার!
👔 যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষাগত মেধা—সব অপ্রাসঙ্গিক হয়ে গেছে।
🔥 শত শত গার্মেন্টস ও অফিস #ভাঙচুর হয়েছে।
🚫 বন্ধ করা হয়েছে শতাধিক কোম্পানি।
👥 #মব অ্যাটাক করে ধ্বংস করা হয়েছে উদ্যোক্তাদের স্বপ্ন।
📉 এর ফলে—
🔹 লাখ লাখ যুবক বেকার
🔹 দেশের অর্থনীতি হুমকির মুখে
🔹 বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কে!
👉 অথচ যারা এসব #সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল,
তাদেরই দেওয়া হচ্ছে মোটা অঙ্কের চাকুরি!
⚙️ যোগ্য লোকদের বানিয়ে রাখা হয়েছে গোলাম, ভয় দেখিয়ে, চাপে রেখে।
❓ এই কি উন্নয়নের রাজনীতি?
এই কি ন্যায়ের সমাজ?
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
🇧🇩 দেশে চলছে এক নির্মম বাস্তবতা—
চাকুরি পাচ্ছে NCP গং,
আর সাধারণ জনগণ বেকার!
👔 যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষাগত মেধা—সব অপ্রাসঙ্গিক হয়ে গেছে।
🔥 শত শত গার্মেন্টস ও অফিস #ভাঙচুর হয়েছে।
🚫 বন্ধ করা হয়েছে শতাধিক কোম্পানি।
👥 #মব অ্যাটাক করে ধ্বংস করা হয়েছে উদ্যোক্তাদের স্বপ্ন।
📉 এর ফলে—
🔹 লাখ লাখ যুবক বেকার
🔹 দেশের অর্থনীতি হুমকির মুখে
🔹 বিদেশি বিনিয়োগকারীরা আতঙ্কে!
👉 অথচ যারা এসব #সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল,
তাদেরই দেওয়া হচ্ছে মোটা অঙ্কের চাকুরি!
⚙️ যোগ্য লোকদের বানিয়ে রাখা হয়েছে গোলাম, ভয় দেখিয়ে, চাপে রেখে।
❓ এই কি উন্নয়নের রাজনীতি?
এই কি ন্যায়ের সমাজ?
#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
যাদের নিজেদের নাই কোন বৈধতা -
তারা আওয়ামী লীগকে অবৈধ বললে বাংলাদেশ মেনে নেবে?
#Bangladesh #AwamiLeague #YunusMustGo
তারা আওয়ামী লীগকে অবৈধ বললে বাংলাদেশ মেনে নেবে?
#Bangladesh #AwamiLeague #YunusMustGo
Dr. Yunus, When a Minority Is Killed—Investigate Whether It's Suicide or Murder!
https://x.com/HRUpdatesbd/status/1922758344240156770
https://x.com/HRUpdatesbd/status/1922758344240156770