Bangladesh Awami League
93.7K subscribers
9.79K photos
2.79K videos
18 files
10.5K links
Official Telegram Channel of Bangladesh Awami League.
Stay Connceted on Web 👉 www.albd.org
Follow us on -
🔴 Insta 👉 https://instagram.com/albd1949
🟣 Tw 👉 https://twitter.com/albd1971
🔵 FB 👉https://www.facebook.com/awamileague.1949
Download Telegram
নাটোর মহাসড়কে পলিথিনে মোড়ানো খন্ডিত হাত; আমার সোনার বাংলায় মানুষের জীবনের নিরাপত্তা দাও ইউনূস
--
নাটোর সদর উপজেলার দত্তপাড়া সেতু এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে আজ বুধবার রাতে মানুষের একটি খণ্ডিত হাত পাওয়া গেছে। হাতটি সবুজ রঙের একটি পলিথিনে মোড়ানো ছিল। পুলিশের ধারণা, চলন্ত কোনো গাড়ি থেকে হাতটি ফেলে দেওয়া হতে পারে।

বাংলাদেশে নরপশুরা আজ ইউনূসের আশীর্বাদে উমুক্ত । নিরাপত্তার নামে মানুষ ভোগ করছে #শোষণ, #খুন, #ভীতি, #হয়রানি আর #লাঞ্চনা। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার অনর্গল মিথ্যাচার শুনে মানুষ ভীত-ক্লান্ত। আমার দেশের মানুষ ইউনূসের হাতে জিম্মিদশা থেকে মুক্তি চায়।

#Bangladesh #BangladeshCrisis
"মুক্তির লক্ষ্যে না পৌছা পর্যন্ত আমাদের সংগ্রাম নবতর উদ্দীপনা নিয়ে অব্যাহত থাকবে।"
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

- ১৫ মার্চ ১৯৭১, দৈনিক পূর্বদেশ

#Bangabandhu #Bangladesh
সিলেটে হাজার কোটি টাকার সাদাপাথর #লুট করে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার মায়াকান্না ভন্ড রেজওয়ানাদের!
-------
৫ আগস্টের আগে পুরো ভোলাগঞ্জ-সাদাপাথর ছিলো পাথরে পরিপূর্ণ, ৫ আগস্টের পর হরিলুট হয়ে এখন পাথর শূন্য প্রায়।
প্রথম ছবিটা ৫ আগস্টের আগের, পরের ছবিগুলো আজকের। ধারণা করা যাচ্ছে, শুধু নূন্যতম ১ হাজার কোটি টাকার পাথর #লুটপাট হয়েছে বিগত ৮ মাসে।
আসুন সরকার পতনের ষড়যন্ত্রের পর পাথর #হরিলুটের কিছু ইতিহাস দেখে আসিঃ
★ পাথর #লুটের #মচ্ছব, হুমকিতে সিলেটের প্রধান পর্যটন কেন্দ্র, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, ২৩ নভেম্বর, ২০২৪
'৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সিলেটের জনপ্রিয় দুই পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট উপজেলার জাফলং ও কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর থেকে চলছে নির্বিচারে পাথর #লুট।
সরকার পতনের পর প্রথম তিন দিনে জাফলং ও সাদাপাথর থেকে #লুট হয়েছে ২০০ কোটি টাকার পাথর। এখনও চলছে #লুটপাট। '
----
★সিলেটে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা বাতিল, সময়ের আলো, ১৪ জানুয়ারি, ২০২৫
'পাথর #লুটপাট, #চাঁদাবাজি আর পাথর #লুটকালে মাটিচাপায় শ্রমিকের মৃত্যুর ঘটনার মাঝেই সিলেটসহ দেশের গেজেটভুক্ত পাথর কোয়ারির পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা বাতিলের ঘোষণা এলো। পরিবেশ, প্রতিবেশের তোয়াক্কা না করে পাথর কোয়ারি বন্ধের আদেশ বাতিল করার মধ্য দিয়ে আবারও সচল হতে যাচ্ছে পাথর কোয়ারিগুলো।'
---
★সিলেটে চার মাসে ৫শ’ কোটি টাকার বালু ও পাথর লুট, মানবজমিন, ১৩ ডিসেম্বর ২০২৪
'সিলেটে চারটি বড় কোয়ারি সহ অন্তত ১৫টি পাথর ও বালু কোয়ারিতে পাথর ও বালু #লুটপাটের মহোৎসব চলছে। প্রশাসন দেখেও দেখছে না। মাঝে- মধ্যে লোক দেখানো অভিযান চালিয়ে দায়িত্ব সেরে নিচ্ছেন। সেই সুযোগে পাথর ও বালুখেকোরা #লুটে নিচ্ছে শত শত কোটি টাকার পাথর। ৫ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের প্রথম ১৫ দিনে সিলেটের গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি ও ভোলাগঞ্জ কোয়ারি থেকে ৩শ’ কোটি টাকার পাথর লুটের তথ্য পেয়েছিল প্রশাসন। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর থেকে গোয়াইনঘাটে পরপর দু’টি মামলা হয়েছিল। #মামলায় আসামি হওয়ার পর থেকে জাফলংয়ের পাথরখেকোরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এখন দিনে ও রাতে জাফলংয়ে চলছে লুট। চার মাসে সিলেটে প্রায় ৫শ’ কোটি টাকার বালু ও পাথর #লুট করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।'
এদিকে সেন্টমার্টিন থেকে স্থানীয়দের তাড়াবার জন্যে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মানুষদের অনাহারে রেখে সেন্টমার্টিনের পর্যটন শিল্প ধ্বংস করেছে এই রক্তচোষা দখলদার বিদেশী এজেন্টে ভরপুর অবৈধ ইউনূস সরকার। উপায় না পেয়ে রান্না করার জন্যে মানুষ কেয়া গাছ কেটে পোড়াচ্ছে। এছাড়া কুকুর বেড়াল এমনকি দ্বীপটর কাকও খাবারের অভাবে মারা যাচ্ছে। ক্ষুদার্ত কুকুর খাবারের অভাবে কাছিমের ডিমে আক্রমণ করছে। এতে সেন্টমার্টিনের জীব বৈচিত্র্য ধ্বংসের কাছে।
মনে রাখতে হবে ইউনূস বা রেজওয়ানারা মানুষের সরকার নয়। ওরা উঠে এসেছে দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে। তাই ওরা দেশবিরোধী ষড়যন্ত্রই করবে, দেশটা নিজের মনে করবে না। সাদাপাথর বা সেন্টমার্টিন ধ্বংস করে স্থানীয় বাসিন্দাদের ক্ষতি ওরা উপলব্ধিও করতে পারবে না। তাছাড়া পাথর #লুট করে উপার্জিত টাকা #অবৈধ কালোবাজারি পথে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে ইউনূস সরকার। এরফলে দেশের অর্থনৈতিক খাতও ক্ষতির সম্মুখীন হলো এবং এভাবে নির্বিচারে পাথর উত্তলোনে পর্যটনের সাথে সাথে পানির স্রোতের গতিও মারাত্মক ভাবে পরিবর্তন হবে, যা পরবর্তীতে বিপর্যয় ডেকে আনতে পারে৷

#Bangladesh #BangladeshCrisis
#রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন এলাকা দখলচেষ্টা করছে আতঙ্কে স্থানীয়রা
কক্সবাজারের বিভিন্ন এলাকা #রোহিঙ্গাদের দখলচেষ্টার ঘটনায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বর্তমানে অধিকাংশ অংশই আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবির কার্যক্রম সীমিত হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

বিশেষত উখিয়া, টেকনাফ ও পার্বত্য এলাকার সীমান্তবর্তী অঞ্চলে আরাকান বিদ্রোহীদের তৎপরতা বাড়ছে। এ সুযোগে কিছু রোহিঙ্গা দলে দলে সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গাদের মধ্যে অস্ত্রধারী একটি চক্র সক্রিয় রয়েছে যারা দখল ও #চাঁদাবাজির সঙ্গে জড়িত।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নিজ নিজ জায়গা-জমি নিয়ে দুশ্চিন্তায় ভুগছে। অনেকেই বলছেন, প্রশাসনের দৃষ্টি এড়িয়ে #রোহিঙ্গারা বনে-জঙ্গলে গোপন ঘাঁটি তৈরি করছে। এর ফলে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি এবং সংঘাতের আশঙ্কা বাড়ছে।
বিশ্লেষকরা বলছেন, সীমান্তে বিজিবি’র কার্যক্রম আরও জোরদার করা না হলে ভবিষ্যতে এটি একটি বড় জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হতে পারে। সরকারের প্রতি জোর দাবি উঠেছে, দ্রুত কঠোর পদক্ষেপ নিয়ে সীমান্ত নিরাপত্তা ও স্থানীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করার।

#Bangladesh #BnagladeshCrisis
ইউনূসের নিয়োগ কর্তা ও বৈছা মুখপাত্রের প্রাণ-আরএফএল গ্রুপের কাছে #চাঁদা আবদার, অনাদায়ে কোম্পানি বন্ধের হুমকি
----
এ পর্যন্ত নানা উপায়ে ১১৩ টি কলকারখানা বন্ধ করেছে #বিএনপি-#জামায়াত ও ইউনূসের #মব #সন্ত্রাসীরা। এবার ১১৪ নাম্বার কোম্পানি হিসেবে প্রাণ-আরএফএল'কে টার্গেট করছে বৈছা #সন্ত্রাসীরা #সন্ত্রাসী। #চাঁদা দাবি করে কোম্পানিটির জিএম বরাবর অভিনব একটি দরখাস্তও করেছে #বৈছা গ্যাং এর হবিগঞ্জ জেলা শাখার মুখপাত্র রাশেদা বেগম। শুধু তাই নয়, অনাদায়ে কোম্পানিটি বন্ধ করার হুমকিও দেয় এই মবসন্ত্রাসের অগ্রদূত।
ইউনূসের ছত্রছায়ায় এভাবে #চাঁদাবাজি নিজেদের পকেট ফুলিয়ে গাড়ি নিয়ে শোডাউন করছে এনসিপি আর #বৈছা #সন্ত্রাসীরা। বিভিন্ন অপকর্ম, #সন্ত্রাস-#চাঁদাবাজি ও দুর্নীতি করে যখন এরা ধরে পড়ে তখন নির্লজ্জ ভাবেই অস্বীকার করে এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের দুর্নীতি, অনিয়ম আর #চাঁদাবাজির উপর সরকারের পক্ষ থেকে কোন তদন্তের উদ্যোগ নেয়া হয় না।
এভাবেই লাখো শ্রমিকের বেকার হওয়ার পিছনে বৈছা ষড়যন্ত্র কারীরা দেশের কোম্পানি বন্ধ করে দিয়ে অর্থনীতিকে ধ্বংসের পথে এনে দিয়েছে। আর খোদ ইউনূস পশ্চিমা শক্তির তাবেদারি করে দেশ বিক্রির ছক কষছে।
আজকে না হলে আর কবে, #ইউনূস #গ্যাংকে রুখতে হবে।⁩

#Bangladesh #BangladeshCrisis
সেনাসদস্য #হত্যার ঘটনায় কোন নিউজ, কোন বিবৃতি নেই কোন?
---

রাঙামাটিতে #স'ন্ত্রাসীদের #গুলিতে সেনাসদস্য #নিহত হওয়ার ঘটনাটি সত্য। কিন্তু এই ঘটনায় কোন নিউজ হয়নি। সেনাদপ্তর থেকে কোন বিবৃতি আসেনি। যারা এই সেনাবাহিনীর উপর ভর করে ক্ষমতায় টিকে আছে তারা এক সমন্বয়ক উপদেষ্টাও এই বিষয়ে নুন্যতম প্রতিবাদ করেনি।

আপনারা গত ২ দিনে ভারত-#পাকিস্তান নিয়ে অনেক আলোচনা-সমালোচনা করেছেন। কিন্তু নিজ দেশের একজন সেনাসদস্যের অস্বাভাবিক মৃত্যুতে নুন্যতম প্রতিবাদ করলেন না। এই আপনাদের দেশপ্রেম?

আর এই সেনাসদস্য #হ'ত্যাকান্ড নিয়ে কেউ মুখ খুলছে না কেন? সেনাসদর বিবৃতি দেয়নি কেন? কারা মেরেছে? কিভাবে মেরেছে? বাংলাদেশের মানুষ জানতে চায়।

- Nucleus 71⁩
সেনাবাহিনীর দায়িত্ব পালনকে #ষড়যন্ত্র আখ্যা #জামায়াতের!

#জামায়াতের #সন্ত্রাসীদের প্রতিহত করার আইন এদেশে নেই?

সাতকানিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ বলেন, ‘সম্প্রতি কাঞ্চনা ইউনিয়নে অপহরণসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে, সেখানে তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। পাশাপাশি বিভিন্ন #অবৈধ #অস্ত্রের যোগানদাতা হিসেবেও তার নাম আমরা পেয়েছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি।’

#Bangladesh #BangladeshCrisis
#জঙ্গি সংগঠন ও #জঙ্গিনেতাদের সামনে এনে
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দিতে চায় #ইউনুস।

এই দেশ থেকে গণতন্ত্র চিরতরে মুছে দিতে ইউনুসের ষড়যন্ত্রে পা দেবেনা #বাংলাদেশ।

Yunus wants to announce a ban on the Awami League in front of militant groups and extremist leaders.

Bangladesh will not fall into Yunus’s conspiracy to erase democracy from this country forever.

#Bangladesh #BangladeshCrisis #YunusMustGo
আর কত প্রাণ দিলে দেশে #ধর্ষণ বন্ধ হবে? ক্রমাগত বাড়তে থাকা #ধর্ষণ থামাতে কি পদক্ষেপ নিয়েছে সরকার!

ফরিদপুরের সালথায় #ধর্ষণের শিকার এক সপ্তম শ্রেণির ছাত্রী।অপমানে-অভিমানে পৃথিবী ছেড়েছে শিশুটি।

#BangladeshCrisis #StopRape
ইউনূসের দেয়া স্বাধীনতা দুই নাম্বারই!

খোদ পুলিশ কর্মকর্তার #গুলি সহ #পিস্তল চুরি; এদেশে অপরাধচক্রের হাতে জিম্মি নয় কারা!
----
এসআই রাকিব উদ্দিন জানান, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাব এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি #পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬টি #গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে #দুর্বৃত্তরা।

#Bangladesh #BangladeshCrisis
সেনাসদস্য #হত্যার ঘটনায় কোন নিউজ, কোন বিবৃতি নেই কোন?
---

রাঙামাটিতে #স'ন্ত্রাসীদের #গুলিতে সেনাসদস্য #নিহত হওয়ার ঘটনাটি সত্য। কিন্তু এই ঘটনায় কোন নিউজ হয়নি। সেনাদপ্তর থেকে কোন বিবৃতি আসেনি। যারা এই সেনাবাহিনীর উপর ভর করে ক্ষমতায় টিকে আছে তারা এক সমন্বয়ক উপদেষ্টাও এই বিষয়ে নুন্যতম প্রতিবাদ করেনি।

আপনারা গত ২ দিনে ভারত-#পাকিস্তান নিয়ে অনেক আলোচনা-সমালোচনা করেছেন। কিন্তু নিজ দেশের একজন সেনাসদস্যের অস্বাভাবিক মৃত্যুতে নুন্যতম প্রতিবাদ করলেন না। এই আপনাদের দেশপ্রেম?

আর এই সেনাসদস্য #হ'ত্যাকান্ড নিয়ে কেউ মুখ খুলছে না কেন? সেনাসদর বিবৃতি দেয়নি কেন? কারা মেরেছে? কিভাবে মেরেছে? বাংলাদেশের মানুষ জানতে চায়।

- Nucleus 71⁩