Bangladesh Awami League
92.7K subscribers
9.66K photos
2.79K videos
18 files
10.4K links
Official Telegram Channel of Bangladesh Awami League.
Stay Connceted on Web 👉 www.albd.org
Follow us on -
🔴 Insta 👉 https://instagram.com/albd1949
🟣 Tw 👉 https://twitter.com/albd1971
🔵 FB 👉https://www.facebook.com/awamileague.1949
Download Telegram
২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অগ্নীসংযোগকারী ও দখলদার ইউনূস সরকারের এর পেটোয়া বাহিনীর নির্দেশনা ও পরিচালনায় শিক্ষক ও জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ।
📷⁩ ⁨দখলদার অসাংবিধানিক ইউনুস সরকারের রাষ্ট্রীয় রোষানলের স্বীকার রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নেত্রকোণা জেলা শাখার প্রতিবাদলিপি
——————————————————————————
দখলদার আসাংবিধানিক ইউনুস সরকার মিথ্যা মামলা দায়ের ও ক্যাঙ্গারু কোর্টে ফরমায়েশি বিচারকার্য পরিচালনার মাধ্যমে জামিনের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করে দীর্ঘাদিন জেলহাজতে
আটক রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচবারের সফল সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযাদ্ধা আহমদ হােসেন এমপি,
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও
মানবসম্পদ সম্পাদক গাজী মোজাম্মল হােসেন টুকু, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস
দীলিপ,জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আলী রেজা কাঞ্চন ও জেলা ছাত্রলীগের সাবেক
সভাপতি রবিউল আওয়াল শাওন সহ হাজারাে নিরপরাধ নেতাকর্মীদের ।অসংখ্য মিথ্যা মামলা,
বর্বরােচিত হামলা, বিনা বিচারে গ্রেফতার ও পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গণতান্ত্রিক সংগ্রামকে দমিয়ে রাখা যাবে না।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,নেত্রকোণা জেলা শাখা অবিলম্বে সকল রাজবন্দীদের মুক্তি
ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

বার্তা প্রেরক:-
আরেফিন কায়সার শুভ
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, নেত্রকোণা জেলা শাখা⁩
চলছে লুটপাটের মহাযজ্ঞ, প্রাচীন ভীম রাজাও সংখ্যালঘুর কাতারে!

প্রত্মতাত্মিক নিদর্শনকে নিজ জমি দাবি করে #লুটপাট টিলার মাটি। নেই কোন প্রতিরোধ, প্রশাসন চিঠি আদান প্রদানের অপেক্ষায়।

#Bangladesh #BangladeshCrisis
গরীবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে
- বঙ্গবন্ধু

#Bangabandhu #Bangladesh
আন্দলোনের আদর্শ বিক্রি করে ছাত্রনেতারা এখন ট্রান্সপোর্ট ক্ষেত্রে টাইকুন বনে গিয়েছে!

নিরাপদ সড়ক আন্দোলন সহ সরকার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা চেয়েছে ২৪০টি বাসের পারমিট
---

কখনো ‘নিরাপদ সড়ক’, কখনো ‘হাফ ভাড়া’, কখনো বা ‘বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলন’- এর নেতৃস্থানীয় ছাত্রনেতারা রাতারাতি হয়ে উঠলো পরিবহন উদ্যোক্তা। প্রশ্ন উঠছে কিভাবে এত টাকার মালিক বনে গেলো তারা এবং কোন শক্তিই তাদের অর্থের যোগানদাতা?

ঢাকায় নতুন পরিবহন কোম্পানি চিত্রা পরিবহন লিমিটেড সম্প্রতি ২৪০টি বাসের রুট পারমিট চেয়ে আবেদন করেছে। ২০২৩ সালের ২রা সেপ্টেম্বর ট্রেড লাইসেন্স পাওয়া এ কোম্পানির নেতৃত্বে রয়েছেন কয়েকজন তরুণ, যাদের অনেকেই এখনো শিক্ষার্থী। তাদের একজন মহিদুল ইসলাম দাউদ, যিনি পরিচিত ২০১৮ সালের নিরাপদ সড়কসহ ছাত্রদের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি বামপন্থী ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’-এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক।

চিত্রা পরিবহনের সাত পরিচালকের মধ্যে তিনজনের বয়স ২৫ বছরের নিচে এবং দুজন এখনো শিক্ষার্থী। অথচ তারা মালিক-পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন একটি শত কোটি টাকার ব্যবসায়। নথিতে প্রমাণ মিলেছে, চিত্রা কম্পানিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মহিদুল ইসলাম দাউদের স্বাক্ষর রয়েছে। মহিদুল বিষয়টি অস্বীকার করে গেলেও কম্পানির মূল উদ্যোক্তা সেলিম সরদার বলেন, বর্তমানে অন্য কম্পানির অধীনে থাকা ৯টি বাস চিত্রা পরিবহনের নামে চালানো হবে, আর বাকিগুলো নতুন করে কেনা হবে। শিক্ষার্থীদের মালিকানার বিষয়ে তিনি জানান, "ব্যবসা করবে, নতুন গাড়ি কিনবে—এমন কথা বলেই যুক্ত হয়েছে।"

২৪০টি বাস কেনার জন্য শতকোটি টাকা বিনিয়গের সক্ষমতা ছাত্রদের কিভাবে হলো, এটি সত্যিই অবিশ্বাস্য।
নিরপরাধ আইনজীবীকে টার্গেট করে #বিএনপি, কোথায় নিরাপত্তা !

নেত্রকোণায় অ্যাডভোকেট সঞ্জিত কুমার পণ্ডিতকে #বিএনপি #সন্ত্রাসীদের মারধর
-----

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়নের বাঘমারা গ্রামের বাসিন্দা এবং জেলা শহরের আরামবাগের সাহসী সন্তান, আওয়ামী লীগের বিভিন্ন #মামলার আসামীদের আইনি সহায়তায় অগ্রণী ভূমিকা পালনকারী অ্যাডভোকেট সঞ্জিত কুমার পণ্ডিত-কে গতরাত ৮:৩০ মিনিটে নিজ বাসা থেকে ডেকে নিয়ে যায় #বিএনপির একটি #সন্ত্রাসী গ্রুপ।

পুলিশি রেকর্ডে কোনো অভিযোগ না থাকলেও, তাকে #নির্মমভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একজন আইনজীবী, যিনি ন্যায়বিচারের প্রতীক—তাকে এভাবে অপমান ও লাঞ্ছিত করা গণতন্ত্র ও ন্যায়ের চরম লঙ্ঘন।

এই #বর্বর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা জোরালোভাবে প্রশ্ন রাখি—যেখানে আইনজীবীও নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?

#Bangladesh #BangladeshCrisis
🚨 Extortion, Assault & Fake Political Tagging in Bogura!

https://x.com/albd1971/status/1919721786331078714
ইউনুসের নীরব চক্রান্তে ধ্বংসের পথে পোশাক শিল্প: রপ্তানিতে বিপর্যয়, শ্রমিক বেকার, অর্থনীতি হুমকিতে!
----
দেশ যখন বৈদেশিক মুদ্রা সংকটে, তখন গ্যাস নেই, বিদ্যুৎ নেই, উৎপাদন বন্ধ—আর ইউনুস সাহেব নির্বিকার! দেশের সর্ববৃহৎ রপ্তানি খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে তিনি যেন দেখছেন এক নির্বিকার নাটক।

গত দুই সপ্তাহ ধরে টেক্সটাইল ও পোশাক খাতে ভয়াবহ গ্যাস সংকট চলছে। শত শত মিল বন্ধ, শ্রমিকেরা বসে, মালিকেরা দেউলিয়া হওয়ার পথে। অথচ এই খাতটি দেশের রপ্তানির ৮৫% যোগান দেয়। এই অবস্থায় জ্বালানি উপদেষ্টা ইউনুস ও তার অধীন দপ্তরগুলো নিঃশব্দ দর্শকের ভূমিকায়!

এটা ব্যর্থতা নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা। শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা চলছে।জ্বালানির নামে কয়েকগুণ মূল্য বাড়ানো হলেও মিল-কারখানায় নেই নিরবচ্ছিন্ন গ্যাস। আর ইউনুস সাহেব এখনো ‘প্রসেস চলছে’ বলেই দায় এড়িয়ে চলেছেন।

ইউনুস কি গ্যাস খাতের সিন্ডিকেটের পক্ষে কাজ করছেন? রপ্তানি ধ্বংস করে কী তিনি অন্য কারো স্বার্থ রক্ষা করছেন?

#Bangladesh #BangladeshCrisis
How #fascism is spreading its ugly roots in #Bangladesh under the watch of a Nobel Peace Laureate: Globally renowned sculptor Rasha harassed and abused in public with the culprit live-streaming his crime.

https://x.com/bdwatch2024/status/1919704646962315564?s=46&t=B2RlW_Ay7qTEEMRM2pP7vA
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রুবেল মিয়াকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ অবিলম্বে খুনিদের ফাঁসী চাই দিতে হবে
—-

গাজীপুর জেলা, কাপাসিয়া উপজেলা বারিষাব ইউনিয়নস্থ বারাব আদর্শ গ্রাম ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়াকে গত ২১ এপ্রিল ২০২৫ তারিখ স্থানীয় বিএনপি জামাতের ১৪/১৫ জন সন্ত্রাসী তার স্ত্রী ও শিশু সন্তানের সামনে নির্মমভাবে পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়! স্থানীয় লোকজন উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ৪ দিন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৫ এপ্রিল ২০২৫ তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রুবেল মিয়ার নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে খুনিদের ফাঁসীর দাবি করছে।

বার্তা প্রেরক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

তারিখঃ ৩ মে ২০২৫
প্রতিবাদ লিপি

#Bangladesh #BangladeshCrisis #WeWantJustice
নারী পুলিশ সদস্য মারধরের শিকার!
জনগণের নিরাপত্তা যে দেবে সেই ভিক্টিম!
যে দেশে নারী পুলিশ ও একজন এসআইকে #হামলা করার পরও আইনগত ব্যবস্থা না নিতে পেরে কেঁদেকুটে মিডিয়াতে বিচার দেয় সেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তাহলে কি অবস্থা?

আইনী প্রতিকার দেয়া প্রতিষ্ঠান পুলিশই যেখানে মাইর খেয়ে কাঁদে সেখানে জনগণ কোথায় যাবে?

#Bangladesh #BangladeshCrisis
"এই মুহূর্তে ১ কোটি টাকা দিলে থানায় তুলে নিয়ে যাওয়া হবে না, আপনাকে এখানেই রেখে যাব"

শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আব্দুল ওয়াদুদকে কলাবাগান থানার ওসি ও এক এসআই হুমকি দিয়ে #চাঁদাবাজি করতে বাসায় #হামলা করে। গত ২রা মে, এই ঘটনার লিখিত অভিযোগ ডিএমপি কমিশনারের কাছে জমা দিলে সাময়িক বরখাস্ত করা হয়৷

#Bangladesh #BangladeshCrisis