#LIVE- কেমন আছে বাংলাদেশ? পর্ব – ১৮
উপস্থাপনায়- এম সালাউদ্দিন
আমরা বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের কাছে জানবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।
🎦 https://www.youtube.com/live/5MYlPypYzhA?si=gcOJSurZsZLqKyGr
উপস্থাপনায়- এম সালাউদ্দিন
আমরা বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের কাছে জানবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।
🎦 https://www.youtube.com/live/5MYlPypYzhA?si=gcOJSurZsZLqKyGr
YouTube
#LIVE- কেমন আছে বাংলাদেশ? পর্ব – ১৮
#LIVE- কেমন আছে বাংলাদেশ? পর্ব – ১৮
উপস্থাপনায়- এম সালাউদ্দিন
আমরা বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের কাছে জানবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।
৩০ এপ্রিল, রাত ৯ টায়
আপনার মতামত জানাতে কমেন্ট করুন।
#Bangladesh #BangladeshCrisis #SaveBangladesh
উপস্থাপনায়- এম সালাউদ্দিন
আমরা বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষের কাছে জানবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।
৩০ এপ্রিল, রাত ৯ টায়
আপনার মতামত জানাতে কমেন্ট করুন।
#Bangladesh #BangladeshCrisis #SaveBangladesh
News Headlines of a Captured State: How Bangladesh Lost Its Way
https://x.com/albd1971/status/1917571388522782956
https://x.com/albd1971/status/1917571388522782956
X (formerly Twitter)
Bangladesh Awami League (@albd1971) on X
#August5, 2024, marks a dark turning point in #Bangladesh’s history. With the help of foreign powers and domestic #extremist factions, a democratically elected government was ousted and replaced by a donor-driven, NGO-aligned, self-serving regime, fronted…
একটি শিরোনাম বলছে, “সংকুচিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি।” এই সংকোচন কেবল অর্থনৈতিক চক্রের স্বাভাবিক ওঠানামা নয়, বরং এটি স্পষ্টভাবে রাজনৈতিক উত্থান-পতনের ফল। ক্ষমতা দখলের পর থেকে সরকার যে হারে ব্যয়বহুল ও ত্রুটিপূর্ণ মেগা প্রকল্প চালু করেছে এবং উৎপাদন ও কৃষি খাতকে অবহেলা করেছে, তাতে প্রবৃদ্ধির জায়গায় এখন স্থবিরতা এসে দাঁড়িয়েছে। দেশের রপ্তানি কমছে, আমদানি খরচ বেড়ে গেছে, আর মুদ্রাস্ফীতি লাগামছাড়া।
আরেকটি হেডলাইন—“শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে : কারখানায় উৎপাদনে ধ্বস।” শিল্প খাত, বিশেষত তৈরি পোশাক, চামড়া, সিরামিক ও ওষুধ শিল্প যেগুলো দেশের অর্থনীতির মেরুদণ্ড, সেগুলোর গ্যাস সংযোগ কেটে তা বিদ্যুৎকেন্দ্রে সরিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন হয়তো সাময়িকভাবে বাড়ছে, কিন্তু সেই বিদ্যুৎ গ্রাহকদের কাছে পৌঁছচ্ছে না, আর শিল্প কারখানাগুলো কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে, ছাঁটাই বাড়ছে। এটি কেবল অব্যবস্থাপনা নয়—অনেকেই মনে করছেন, এটি এক পরিকল্পিত নীতিগত হামলা, যাতে দেশের উৎপাদন বন্ধ হয়ে আমদানিনির্ভরতা তৈরি হয়।
https://albd.org/bn/articles/news/41542/
আরেকটি হেডলাইন—“শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে : কারখানায় উৎপাদনে ধ্বস।” শিল্প খাত, বিশেষত তৈরি পোশাক, চামড়া, সিরামিক ও ওষুধ শিল্প যেগুলো দেশের অর্থনীতির মেরুদণ্ড, সেগুলোর গ্যাস সংযোগ কেটে তা বিদ্যুৎকেন্দ্রে সরিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন হয়তো সাময়িকভাবে বাড়ছে, কিন্তু সেই বিদ্যুৎ গ্রাহকদের কাছে পৌঁছচ্ছে না, আর শিল্প কারখানাগুলো কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে, ছাঁটাই বাড়ছে। এটি কেবল অব্যবস্থাপনা নয়—অনেকেই মনে করছেন, এটি এক পরিকল্পিত নীতিগত হামলা, যাতে দেশের উৎপাদন বন্ধ হয়ে আমদানিনির্ভরতা তৈরি হয়।
https://albd.org/bn/articles/news/41542/
albd.org
সংবাদপত্রের শিরোনামে রাষ্ট্র : যেভাবে বাংলাদেশ হারালো নিজের পথ
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ মোড় নেওয়া দিন। বিদেশি শক্তি ও দেশীয় জেহাদি গোষ্ঠীর সহায়তায় একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে একটি এনজিওপন্থী, সুদনির্ভর প্রশাসন জোর করে গঠন করা হয়। তার পর থেকে দেশের অর্থনীতি একটি দুর্বল…
সংবাদপত্রের শিরোনামে রাষ্ট্র : যেভাবে বাংলাদেশ হারালো নিজের পথ
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ মোড় নেওয়া দিন। বিদেশি শক্তি ও দেশীয় জেহাদি গোষ্ঠীর সহায়তায় একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে একটি এনজিওপন্থী, সুদনির্ভর প্রশাসন জোর করে গঠন করা হয়। তার পর থেকে দেশের অর্থনীতি একটি দুর্বল, ভঙ্গুর কাঠামোয় রূপ নিতে শুরু করে। সেই পতনের সবচেয়ে দৃশ্যমান লক্ষণগুলোই এখন দেশের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে।
যেমন একটি শিরোনাম বলছে, “সংকুচিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি।” এই সংকোচন কেবল অর্থনৈতিক চক্রের স্বাভাবিক ওঠানামা নয়, বরং এটি স্পষ্টভাবে রাজনৈতিক উত্থান-পতনের ফল। ক্ষমতা দখলের পর থেকে সরকার যে হারে ব্যয়বহুল ও ত্রুটিপূর্ণ মেগা প্রকল্প চালু করেছে এবং উৎপাদন ও কৃষি খাতকে অবহেলা করেছে, তাতে প্রবৃদ্ধির জায়গায় এখন স্থবিরতা এসে দাঁড়িয়েছে। দেশের রপ্তানি কমছে, আমদানি খরচ বেড়ে গেছে, আর মুদ্রাস্ফীতি লাগামছাড়া।
আরেকটি হেডলাইন—“শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে : কারখানায় উৎপাদনে ধ্বস।” শিল্প খাত, বিশেষত তৈরি পোশাক, চামড়া, সিরামিক ও ওষুধ শিল্প যেগুলো দেশের অর্থনীতির মেরুদণ্ড, সেগুলোর গ্যাস সংযোগ কেটে তা বিদ্যুৎকেন্দ্রে সরিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন হয়তো সাময়িকভাবে বাড়ছে, কিন্তু সেই বিদ্যুৎ গ্রাহকদের কাছে পৌঁছচ্ছে না, আর শিল্প কারখানাগুলো কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে, ছাঁটাই বাড়ছে। এটি কেবল অব্যবস্থাপনা নয়—অনেকেই মনে করছেন, এটি এক পরিকল্পিত নীতিগত হামলা, যাতে দেশের উৎপাদন বন্ধ হয়ে আমদানিনির্ভরতা তৈরি হয়।
অন্যদিকে “দক্ষিণ এশিয়ার খাদ্য মূল্যস্ফীতি এখন বাংলাদেশেই বেশী”—এই সংবাদ এক গভীর রাষ্ট্রীয় ব্যর্থতার বহিঃপ্রকাশ। যেখানে ভারত, নেপাল, এমনকি যুদ্ধবিধ্বস্ত পাকিস্তানেও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে, সেখানে বাংলাদেশে চাল, ডাল, তেল, ডিম—সবকিছুই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর পেছনে কেবল আন্তর্জাতিক বাজার দায়ী নয়; বরং সরকারপন্থী সিন্ডিকেট, গুদামজাত মজুতদারদের প্রশ্রয় এবং বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতা এই দুর্দশার মূল কারণ। অথচ এই সরকার “ডাটাভিত্তিক প্রশাসন” নাম দিয়ে দিন কাটাচ্ছে, বাস্তব বাজারে তারা একেবারেই অনুপস্থিত।
সবচেয়ে উদ্বেগজনক হেডলাইনটি হলো—“গ্যাস সংকটে শিল্প উৎপাদনে ধ্বস।” এটি কেবল একটি খাতের ব্যর্থতা নয়, বরং দেশের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। শ্রমিকরা কাজ হারাচ্ছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দেউলিয়া হচ্ছেন, ব্যাংক খাতে ঋণ খেলাপির হার বাড়ছে। এই চিত্রের পেছনে রাজনৈতিক ব্যর্থতা অনস্বীকার্য, কারণ এক অগণতান্ত্রিক ও জবাবদিহিতাহীন সরকার জনস্বার্থ নয়, বরং বিদেশি ঋণদাতা, এনজিও এবং করপোরেট স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র চালাচ্ছে।
এই শিরোনামগুলোর মাঝে একটিই লাল সুতা—ব্যবস্থাপনার সর্বগ্রাসী ব্যর্থতা, যার শিকড় পোঁতা ৫ আগস্টের ক্যুতে। জনগণের হাতে নির্বাচনের অধিকার না থাকা, রাষ্ট্রের সম্পদ বিদেশি স্বার্থে বন্ধক রাখা, আর অভ্যন্তরীণ মৌলবাদী গোষ্ঠীর ছায়া সরকারে উপস্থিতি—এই সব মিলেই তৈরি করেছে এক বিধ্বস্ত বাংলাদেশ। সংবাদপত্রে প্রতিদিন যে খবর আসে, তা যেন দেশের বাস্তবতার কষ্টকর দলিল হয়ে উঠেছে। এবং প্রতিটি হেডলাইনই ধ্বনিত করছে—এই সরকার বাংলাদেশের নয়, এটি ক্ষমতা-আকুল, জনগণবিচ্ছিন্ন এক ‘অর্থনৈতিক দখলদারিত্বের প্রকল্প’।
এই শিরোনামগুলো কেবল সংবাদপত্রের এক দিনের ছবি নয়; এগুলো এক গভীর ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক অপরাধের দলিল। এই সংবাদগুলো বাংলাদেশের জনমানসের কষ্ট, দেশের উৎপাদন কাঠামোর পতন, এবং রাষ্ট্রের গভীরতর দুর্বলতার প্রতিফলন। প্রতিটি শিরোনামের পেছনে লুকিয়ে আছে ৫ আগস্টের সেই কালরাত্রির ছায়া—যেদিন জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছিলো।
দেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে সংকুচিত করা হয়েছে, শিল্পকে নিঃশেষ করা হয়েছে, এবং খাদ্যনিরাপত্তা ও বাজারব্যবস্থাকে তুলে দেওয়া হয়েছে সিন্ডিকেট আর আন্তর্জাতিক দাতাদের হাতে। রাষ্ট্রের সম্পদ যেমন গ্যাস ও বিদ্যুৎ এখন ‘পলিসি এক্সপেরিমেন্ট’ এর পরীক্ষাগারে আটকে আছে, যেখানে জনগণ গিনিপিগ মাত্র।
সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এই সরকার জবাবদিহিতার ঊর্ধ্বে অবস্থান করছে। নির্বাচনের কোনো মানে নেই, সংসদ কণ্ঠনিরোধে পরিণত, বিচারব্যবস্থা ব্যবস্থাপনার এক্সটেনশনে রূপান্তরিত, আর মিডিয়া ধীরে ধীরে এক আত্মরক্ষামূলক নীরবতা বেছে নিচ্ছে।
বাংলাদেশ আজ এক গভীর অস্তিত্ব সংকটে। আমরা কি এই সংকটকে চুপচাপ মেনে নেব? নাকি ইতিহাসের দায় কাঁধে তুলে, এই দখলদার ও জনবিচ্ছিন্ন ব্যবস্থার বিরুদ্ধে সত্য বলার সাহস করব?
কারণ ইতিহাসের আদালতে নিরব থাকাও এক ধরনের অপরাধ। আর জনগণের অধিকার কেড়ে নেওয়া শাসনের বৈধতা দিতে থাকলে, একদিন আর কিছুই অবশিষ্ট থাকবে না—না গণতন্ত্র, না অর্থনীতি, না বাংলাদেশ।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ মোড় নেওয়া দিন। বিদেশি শক্তি ও দেশীয় জেহাদি গোষ্ঠীর সহায়তায় একটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে একটি এনজিওপন্থী, সুদনির্ভর প্রশাসন জোর করে গঠন করা হয়। তার পর থেকে দেশের অর্থনীতি একটি দুর্বল, ভঙ্গুর কাঠামোয় রূপ নিতে শুরু করে। সেই পতনের সবচেয়ে দৃশ্যমান লক্ষণগুলোই এখন দেশের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে।
যেমন একটি শিরোনাম বলছে, “সংকুচিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি।” এই সংকোচন কেবল অর্থনৈতিক চক্রের স্বাভাবিক ওঠানামা নয়, বরং এটি স্পষ্টভাবে রাজনৈতিক উত্থান-পতনের ফল। ক্ষমতা দখলের পর থেকে সরকার যে হারে ব্যয়বহুল ও ত্রুটিপূর্ণ মেগা প্রকল্প চালু করেছে এবং উৎপাদন ও কৃষি খাতকে অবহেলা করেছে, তাতে প্রবৃদ্ধির জায়গায় এখন স্থবিরতা এসে দাঁড়িয়েছে। দেশের রপ্তানি কমছে, আমদানি খরচ বেড়ে গেছে, আর মুদ্রাস্ফীতি লাগামছাড়া।
আরেকটি হেডলাইন—“শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে : কারখানায় উৎপাদনে ধ্বস।” শিল্প খাত, বিশেষত তৈরি পোশাক, চামড়া, সিরামিক ও ওষুধ শিল্প যেগুলো দেশের অর্থনীতির মেরুদণ্ড, সেগুলোর গ্যাস সংযোগ কেটে তা বিদ্যুৎকেন্দ্রে সরিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন হয়তো সাময়িকভাবে বাড়ছে, কিন্তু সেই বিদ্যুৎ গ্রাহকদের কাছে পৌঁছচ্ছে না, আর শিল্প কারখানাগুলো কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে, ছাঁটাই বাড়ছে। এটি কেবল অব্যবস্থাপনা নয়—অনেকেই মনে করছেন, এটি এক পরিকল্পিত নীতিগত হামলা, যাতে দেশের উৎপাদন বন্ধ হয়ে আমদানিনির্ভরতা তৈরি হয়।
অন্যদিকে “দক্ষিণ এশিয়ার খাদ্য মূল্যস্ফীতি এখন বাংলাদেশেই বেশী”—এই সংবাদ এক গভীর রাষ্ট্রীয় ব্যর্থতার বহিঃপ্রকাশ। যেখানে ভারত, নেপাল, এমনকি যুদ্ধবিধ্বস্ত পাকিস্তানেও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে, সেখানে বাংলাদেশে চাল, ডাল, তেল, ডিম—সবকিছুই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর পেছনে কেবল আন্তর্জাতিক বাজার দায়ী নয়; বরং সরকারপন্থী সিন্ডিকেট, গুদামজাত মজুতদারদের প্রশ্রয় এবং বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতা এই দুর্দশার মূল কারণ। অথচ এই সরকার “ডাটাভিত্তিক প্রশাসন” নাম দিয়ে দিন কাটাচ্ছে, বাস্তব বাজারে তারা একেবারেই অনুপস্থিত।
সবচেয়ে উদ্বেগজনক হেডলাইনটি হলো—“গ্যাস সংকটে শিল্প উৎপাদনে ধ্বস।” এটি কেবল একটি খাতের ব্যর্থতা নয়, বরং দেশের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। শ্রমিকরা কাজ হারাচ্ছেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দেউলিয়া হচ্ছেন, ব্যাংক খাতে ঋণ খেলাপির হার বাড়ছে। এই চিত্রের পেছনে রাজনৈতিক ব্যর্থতা অনস্বীকার্য, কারণ এক অগণতান্ত্রিক ও জবাবদিহিতাহীন সরকার জনস্বার্থ নয়, বরং বিদেশি ঋণদাতা, এনজিও এবং করপোরেট স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র চালাচ্ছে।
এই শিরোনামগুলোর মাঝে একটিই লাল সুতা—ব্যবস্থাপনার সর্বগ্রাসী ব্যর্থতা, যার শিকড় পোঁতা ৫ আগস্টের ক্যুতে। জনগণের হাতে নির্বাচনের অধিকার না থাকা, রাষ্ট্রের সম্পদ বিদেশি স্বার্থে বন্ধক রাখা, আর অভ্যন্তরীণ মৌলবাদী গোষ্ঠীর ছায়া সরকারে উপস্থিতি—এই সব মিলেই তৈরি করেছে এক বিধ্বস্ত বাংলাদেশ। সংবাদপত্রে প্রতিদিন যে খবর আসে, তা যেন দেশের বাস্তবতার কষ্টকর দলিল হয়ে উঠেছে। এবং প্রতিটি হেডলাইনই ধ্বনিত করছে—এই সরকার বাংলাদেশের নয়, এটি ক্ষমতা-আকুল, জনগণবিচ্ছিন্ন এক ‘অর্থনৈতিক দখলদারিত্বের প্রকল্প’।
এই শিরোনামগুলো কেবল সংবাদপত্রের এক দিনের ছবি নয়; এগুলো এক গভীর ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক অপরাধের দলিল। এই সংবাদগুলো বাংলাদেশের জনমানসের কষ্ট, দেশের উৎপাদন কাঠামোর পতন, এবং রাষ্ট্রের গভীরতর দুর্বলতার প্রতিফলন। প্রতিটি শিরোনামের পেছনে লুকিয়ে আছে ৫ আগস্টের সেই কালরাত্রির ছায়া—যেদিন জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছিলো।
দেশের অর্থনীতিকে পরিকল্পিতভাবে সংকুচিত করা হয়েছে, শিল্পকে নিঃশেষ করা হয়েছে, এবং খাদ্যনিরাপত্তা ও বাজারব্যবস্থাকে তুলে দেওয়া হয়েছে সিন্ডিকেট আর আন্তর্জাতিক দাতাদের হাতে। রাষ্ট্রের সম্পদ যেমন গ্যাস ও বিদ্যুৎ এখন ‘পলিসি এক্সপেরিমেন্ট’ এর পরীক্ষাগারে আটকে আছে, যেখানে জনগণ গিনিপিগ মাত্র।
সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, এই সরকার জবাবদিহিতার ঊর্ধ্বে অবস্থান করছে। নির্বাচনের কোনো মানে নেই, সংসদ কণ্ঠনিরোধে পরিণত, বিচারব্যবস্থা ব্যবস্থাপনার এক্সটেনশনে রূপান্তরিত, আর মিডিয়া ধীরে ধীরে এক আত্মরক্ষামূলক নীরবতা বেছে নিচ্ছে।
বাংলাদেশ আজ এক গভীর অস্তিত্ব সংকটে। আমরা কি এই সংকটকে চুপচাপ মেনে নেব? নাকি ইতিহাসের দায় কাঁধে তুলে, এই দখলদার ও জনবিচ্ছিন্ন ব্যবস্থার বিরুদ্ধে সত্য বলার সাহস করব?
কারণ ইতিহাসের আদালতে নিরব থাকাও এক ধরনের অপরাধ। আর জনগণের অধিকার কেড়ে নেওয়া শাসনের বৈধতা দিতে থাকলে, একদিন আর কিছুই অবশিষ্ট থাকবে না—না গণতন্ত্র, না অর্থনীতি, না বাংলাদেশ।
বিচারপতি মো: রেজাউল হক — ন্যায়ের আসনে বসে অন্যায়ের শিখরে!
---
বিচারপতি মো: রেজাউল হক। ২০০৪ সালে #বিএনপি-#জামাত সরকারের আমলে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের সময়। আর আগস্ট ২০২৪–এর পরই তাঁকে বসানো হয়েছে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারক হিসেবে।
কিন্তু উনার কার্যক্রম দেখে মনে হয়, দায়িত্বটা উনার হাতে তুলে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট কাজের জন্য — আওয়ামী লীগের নেতাকর্মীদের হাইকোর্ট থেকে পাওয়া জামিনগুলো একে একে স্থগিত করে দেওয়া। এজাহারনামীয় হোন বা সন্দেহভাজন, কারও নিস্তার নেই যদি রাষ্ট্রপক্ষ আবেদন করে।
এমনকি মিথ্যা মামলায় আটক ৮৪ জন আইনজীবীকেও হাইকোর্ট জামিন দিলেও, তিনি তাও স্থগিত করেছেন!
এটা কি বিচার?
না, এটা বিচারকের শপথ ভঙ্গ।
এটা বিচারব্যবস্থাকে নির্বিচারে দলীয় হুকুমের যন্ত্রে পরিণত করা।
এই মানুষটা আজকের বাংলাদেশের বিচার বিভাগের কলঙ্ক।
#Bangladesh #BangladeshCrisis
---
বিচারপতি মো: রেজাউল হক। ২০০৪ সালে #বিএনপি-#জামাত সরকারের আমলে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন আওয়ামী লীগের সময়। আর আগস্ট ২০২৪–এর পরই তাঁকে বসানো হয়েছে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারক হিসেবে।
কিন্তু উনার কার্যক্রম দেখে মনে হয়, দায়িত্বটা উনার হাতে তুলে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট কাজের জন্য — আওয়ামী লীগের নেতাকর্মীদের হাইকোর্ট থেকে পাওয়া জামিনগুলো একে একে স্থগিত করে দেওয়া। এজাহারনামীয় হোন বা সন্দেহভাজন, কারও নিস্তার নেই যদি রাষ্ট্রপক্ষ আবেদন করে।
এমনকি মিথ্যা মামলায় আটক ৮৪ জন আইনজীবীকেও হাইকোর্ট জামিন দিলেও, তিনি তাও স্থগিত করেছেন!
এটা কি বিচার?
না, এটা বিচারকের শপথ ভঙ্গ।
এটা বিচারব্যবস্থাকে নির্বিচারে দলীয় হুকুমের যন্ত্রে পরিণত করা।
এই মানুষটা আজকের বাংলাদেশের বিচার বিভাগের কলঙ্ক।
#Bangladesh #BangladeshCrisis
টানা ৪দিন ভোগান্তিতে ১৫টি গ্রাম, ঝড়ের উছিলায় বিদ্যুৎ নিয়ে ছলচাতুরী!
সরকার চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে অক্ষম। এখন সরকার নানা উছিলায় বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করছে। ফলে লোডশেডিং এ পড়ে গরমে মানুষের জীবন বিপর্যস্ত। অনেক জায়গায় বিদ্যুতের অভাবে কলকারখানা গুলোও বন্ধ হয়ে গিয়েছে, এতে করে লাখো শ্রমিক উপার্জন থেকে হচ্ছেন বঞ্চিত।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছিলো গ্রামের আগে ঢাকায় লোডশেডিং হবে কিন্তু গ্রামে পুরোপুরি উল্টো চিত্রটাই দেখা যাচ্ছে। জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গত চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৫টি গ্রাম। এতে ভোগান্তিতে পড়েছেন এসব গ্রামের প্রায় ৩ হাজার মানুষ। চুরি-ডাকাতির ভয়ে রাত জেগে বাড়িঘর পাহারা দিচ্ছেন স্থানীয়রা।
#Bangladesh #BangladeshCrisis
সরকার চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে অক্ষম। এখন সরকার নানা উছিলায় বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করছে। ফলে লোডশেডিং এ পড়ে গরমে মানুষের জীবন বিপর্যস্ত। অনেক জায়গায় বিদ্যুতের অভাবে কলকারখানা গুলোও বন্ধ হয়ে গিয়েছে, এতে করে লাখো শ্রমিক উপার্জন থেকে হচ্ছেন বঞ্চিত।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছিলো গ্রামের আগে ঢাকায় লোডশেডিং হবে কিন্তু গ্রামে পুরোপুরি উল্টো চিত্রটাই দেখা যাচ্ছে। জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গত চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৫টি গ্রাম। এতে ভোগান্তিতে পড়েছেন এসব গ্রামের প্রায় ৩ হাজার মানুষ। চুরি-ডাকাতির ভয়ে রাত জেগে বাড়িঘর পাহারা দিচ্ছেন স্থানীয়রা।
#Bangladesh #BangladeshCrisis
যেভাবে বাংলাদেশ হারালো নিজের পথ
---
“দক্ষিণ এশিয়ার খাদ্য মূল্যস্ফীতি এখন বাংলাদেশেই বেশী”—এই সংবাদ এক গভীর রাষ্ট্রীয় ব্যর্থতার বহিঃপ্রকাশ।
বিস্তারিত কমেন্টে
#BangladeshCrisis #SaveBangladesh #YunusMustgo
---
“দক্ষিণ এশিয়ার খাদ্য মূল্যস্ফীতি এখন বাংলাদেশেই বেশী”—এই সংবাদ এক গভীর রাষ্ট্রীয় ব্যর্থতার বহিঃপ্রকাশ।
বিস্তারিত কমেন্টে
#BangladeshCrisis #SaveBangladesh #YunusMustgo
আজ মহান মে দিবস। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত স্মৃতিবিজড়িত গৌরবময় দিন।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ্য থেকে বিশ্বের সকল মেহনতি শ্রমিকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
—
১৮৮৬ সালের এই দিনে শ্রমের সময়সীমা ৮ ঘণ্টা করাসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করে। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে অনেক শ্রমিক হতাহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। দেশে দেশে গড়ে ওঠে মেহনতি জনতার ঐক্য। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র সরকার।
১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে স্বীকৃতি দিয়ে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বে পালিত হচ্ছে মে দিবস।
#MayDay #1May #মে_দিবস #শ্রমিক #শ্রমিক_অধিকার #জাতিয়_শ্রমিক_লীগ #আওয়ামীলীগ #মহান_মে_দিবস #Bangladesh #বাংলাদেশ
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ্য থেকে বিশ্বের সকল মেহনতি শ্রমিকের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
—
১৮৮৬ সালের এই দিনে শ্রমের সময়সীমা ৮ ঘণ্টা করাসহ বিভিন্ন দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকরা লাগাতার আন্দোলন শুরু করে। আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে অনেক শ্রমিক হতাহত হন। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। দেশে দেশে গড়ে ওঠে মেহনতি জনতার ঐক্য। অবশেষে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র সরকার।
১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে স্বীকৃতি দিয়ে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বে পালিত হচ্ছে মে দিবস।
#MayDay #1May #মে_দিবস #শ্রমিক #শ্রমিক_অধিকার #জাতিয়_শ্রমিক_লীগ #আওয়ামীলীগ #মহান_মে_দিবস #Bangladesh #বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধের দায়ে ড. ইউনূসের বিরুদ্ধে আইসিসি, জাতিসংঘ ও ইন্টারপোলে অভিযোগ
বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি, জাতিসংঘ ও ইন্টারপোলের অভিযোগ দায়ের করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
নিউইয়র্কভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান লুমেন কমিউনিট্যাটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এই পিটিশন দাখিল করা হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশিষ্ট সদস্যরা ড. ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), জাতিসংঘ ও ইন্টারপোলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। এসব অভিযোগে ড. ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, #সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতায় আঁতাত এবং সাংবিধানিক অন্তর্ঘাতের অভিযোগ আনা হয়েছে।
লুমেন কমিউনিট্যাটিস ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে গত ২১শে এপ্রিল এই পিটিশন দাখিল করা হয়। তানভীর কায়সারের নেতৃত্বে এই উদ্যোগটি গৃহীত হয়েছিল। আইনি বিষয়গুলো সমন্বয়ের তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজ হায়দার। তারা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি।
যেসব গুরুতর অপরাধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে:
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত রূপরেখা আইসিসির কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:-
ছাত্র বিক্ষোভকারী, সাংবাদিক ও নারীদের টার্গেট করে হত্যা
#গুম, #নির্বিচারে #আটক ও #নির্যাতন
গর্ভবতী পুলিশ কর্মকর্তার হত্যাসহ রাষ্ট্র সমর্থিত যৌন সহিংসতা
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং আহমদিয়া মুসলিমসহ #সংখ্যালঘুদের ওপর #নির্যাতন
বাড়িঘর, সংবাদমাধ্যম ও আদালতে অগ্নিসংযোগের ঘটনা
৭ শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত #সন্ত্রাসীকে গণহারে মুক্তি, #চরমপন্থী #জঙ্গি গোষ্ঠীগুলোকে পুনরায় সক্রিয় করে তোলা
গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের স্বাধীনতার নিয়মতান্ত্রিক দমন
আইনি আবেদনে রোম সংবিধির একাধিক অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়েছে—এর মধ্যে গণহত্যা (অনুচ্ছেদ ৬), মানবতার বিরুদ্ধে অপরাধ (অনুচ্ছেদ ৭), যুদ্ধাপরাধ (অনুচ্ছেদ ৮) এবং ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা (অনুচ্ছেদ ২৫) অন্তর্ভুক্ত। এছাড়া জাতিসংঘ সনদেরও উল্লেখ রয়েছে, যেখানে সার্বভৌমত্ব লঙ্ঘন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আবেদনটিতে আরও বলা হয়েছে, বিদেশি সহায়তার অপব্যবহার ও মতাদর্শগত অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে।
বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান
আবেদনকারীরা ইন্টারপোলের কাছে ইউনুস ও সংশ্লিষ্ট শাসকগোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে রেড নোটিশ বা ডিফিউশন অ্যালার্ট জারির অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তদন্ত ও #গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ আদালনের (আইসিসি) সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি, জাতিসংঘ ও ইন্টারপোলের অভিযোগ দায়ের করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
নিউইয়র্কভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান লুমেন কমিউনিট্যাটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এই পিটিশন দাখিল করা হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশিষ্ট সদস্যরা ড. ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), জাতিসংঘ ও ইন্টারপোলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। এসব অভিযোগে ড. ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, #সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতায় আঁতাত এবং সাংবিধানিক অন্তর্ঘাতের অভিযোগ আনা হয়েছে।
লুমেন কমিউনিট্যাটিস ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে গত ২১শে এপ্রিল এই পিটিশন দাখিল করা হয়। তানভীর কায়সারের নেতৃত্বে এই উদ্যোগটি গৃহীত হয়েছিল। আইনি বিষয়গুলো সমন্বয়ের তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজ হায়দার। তারা যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি।
যেসব গুরুতর অপরাধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে:
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত রূপরেখা আইসিসির কাছে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:-
ছাত্র বিক্ষোভকারী, সাংবাদিক ও নারীদের টার্গেট করে হত্যা
#গুম, #নির্বিচারে #আটক ও #নির্যাতন
গর্ভবতী পুলিশ কর্মকর্তার হত্যাসহ রাষ্ট্র সমর্থিত যৌন সহিংসতা
হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং আহমদিয়া মুসলিমসহ #সংখ্যালঘুদের ওপর #নির্যাতন
বাড়িঘর, সংবাদমাধ্যম ও আদালতে অগ্নিসংযোগের ঘটনা
৭ শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত #সন্ত্রাসীকে গণহারে মুক্তি, #চরমপন্থী #জঙ্গি গোষ্ঠীগুলোকে পুনরায় সক্রিয় করে তোলা
গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের স্বাধীনতার নিয়মতান্ত্রিক দমন
আইনি আবেদনে রোম সংবিধির একাধিক অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়েছে—এর মধ্যে গণহত্যা (অনুচ্ছেদ ৬), মানবতার বিরুদ্ধে অপরাধ (অনুচ্ছেদ ৭), যুদ্ধাপরাধ (অনুচ্ছেদ ৮) এবং ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা (অনুচ্ছেদ ২৫) অন্তর্ভুক্ত। এছাড়া জাতিসংঘ সনদেরও উল্লেখ রয়েছে, যেখানে সার্বভৌমত্ব লঙ্ঘন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আবেদনটিতে আরও বলা হয়েছে, বিদেশি সহায়তার অপব্যবহার ও মতাদর্শগত অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে।
বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান
আবেদনকারীরা ইন্টারপোলের কাছে ইউনুস ও সংশ্লিষ্ট শাসকগোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে রেড নোটিশ বা ডিফিউশন অ্যালার্ট জারির অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তদন্ত ও #গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ আদালনের (আইসিসি) সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে গভীর উদ্বেগ জেএমবিএফ-এর
ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতি নিয়ে ফরাসি ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার, ২৯শে এপ্রিল জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট শাহানূর ইসলাম প্যারিসে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের উপপ্রধান এবং বাংলাদেশ ডেস্কের প্রধান ম্যাডাম মার্জোরি ভারলে-র সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে “ব্যাপক ও কাঠামোগত দমন-পীড়নের” চিত্র তুলে ধরা হয়।
অ্যাডভোকেট শাহানূর ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক নিপীড়ন চালানো হচ্ছে।
তিনি এসময় রাজনৈতিক হত্যা, সংঘবদ্ধ হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া, গণগ্রেপ্তার এবং মিথ্যা মামলার অসংখ্য উদাহরণ তুলে ধরেন।
গণমাধ্যমের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে সাংবাদিক ছাঁটাই, সংবাদমাধ্যমে হামলা এবং সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনাগুলো তুলে ধরেন তিনি।
এসময় তিনি সাংবাদিক ফারজানা রূপা এবং সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ-কে উদ্দেশ্য করে নানাবিধ হয়রানির কথা তুলে ধরেন।
বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও জেএমবিএফ উদ্বেগ প্রকাশ করে।
শাহানূর ইসলাম বলেন, সরকারবিরোধী সংশ্লিষ্টতা দেখিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে।
তিনি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া-র বক্তব্য উদ্ধৃত করে বলেন, বিচার বিভাগ বর্তমানে “চরম সংকটময় ও রাজনৈতিক প্রভাবাধীন” অবস্থায় রয়েছে।
এছাড়া, ইসলামী উগ্রবাদের পুনরুত্থান নিয়েও সতর্ক করেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম।
তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ৩০০-র বেশি বন্দি জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হয়েছে। ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইএস-এর পতাকা উড়িয়ে প্রকাশ্য মিছিল ও খিলাফত প্রতিষ্ঠার আহ্বান গভীর উদ্বেগের বিষয়।
ধর্মীয় সংখ্যালঘু হিন্দু ও আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান নিপীড়ন এবং সরকারের নীরবতা ও অস্বীকার করার প্রবণতা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বাংলাদেশের যৌন ও লিঙ্গ সংখ্যালঘু জনগোষ্ঠীর অবস্থার অবনতি নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। দিনাজপুর ও শেরপুরে হিজড়া পল্লীতে হামলার ফলে অন্তত ১২০ জন বাস্তুচ্যুত হওয়ার ঘটনা এবং সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একজন সমকামী সদস্যকে বহিষ্কারের ঘটনাও তুলে ধরা হয়।
প্রতিবেদনে প্রমাণস্বরূপ, অ্যাডভোকেট শাহানূর ইসলাম ফরাসি প্রতিনিধির কাছে দুটি বিস্তারিত রিপোর্ট হস্তান্তর করেন— একটি অন্তর্বর্তী সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে এবং অন্যটি বাংলাদেশে যৌন সংখ্যালঘুদের অধিকার পরিস্থিতি নিয়ে।
জেএমবিএফ ফরাসি সরকারের প্রতি আহ্বান জানায়, তারা যেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কার্যকর ভূমিকা রাখে।
“এই বৈঠক আমাদের বিচার, স্বচ্ছতা এবং মৌলিক অধিকারের পক্ষে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন,” বলেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম। “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যেন পরিস্থিতি আরও অবনতির আগে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।”
ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতি নিয়ে ফরাসি ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার, ২৯শে এপ্রিল জেএমবিএফ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট শাহানূর ইসলাম প্যারিসে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের উপপ্রধান এবং বাংলাদেশ ডেস্কের প্রধান ম্যাডাম মার্জোরি ভারলে-র সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে “ব্যাপক ও কাঠামোগত দমন-পীড়নের” চিত্র তুলে ধরা হয়।
অ্যাডভোকেট শাহানূর ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক নিপীড়ন চালানো হচ্ছে।
তিনি এসময় রাজনৈতিক হত্যা, সংঘবদ্ধ হামলা, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া, গণগ্রেপ্তার এবং মিথ্যা মামলার অসংখ্য উদাহরণ তুলে ধরেন।
গণমাধ্যমের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে সাংবাদিক ছাঁটাই, সংবাদমাধ্যমে হামলা এবং সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনাগুলো তুলে ধরেন তিনি।
এসময় তিনি সাংবাদিক ফারজানা রূপা এবং সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ-কে উদ্দেশ্য করে নানাবিধ হয়রানির কথা তুলে ধরেন।
বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও জেএমবিএফ উদ্বেগ প্রকাশ করে।
শাহানূর ইসলাম বলেন, সরকারবিরোধী সংশ্লিষ্টতা দেখিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে।
তিনি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া-র বক্তব্য উদ্ধৃত করে বলেন, বিচার বিভাগ বর্তমানে “চরম সংকটময় ও রাজনৈতিক প্রভাবাধীন” অবস্থায় রয়েছে।
এছাড়া, ইসলামী উগ্রবাদের পুনরুত্থান নিয়েও সতর্ক করেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম।
তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ৩০০-র বেশি বন্দি জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হয়েছে। ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইএস-এর পতাকা উড়িয়ে প্রকাশ্য মিছিল ও খিলাফত প্রতিষ্ঠার আহ্বান গভীর উদ্বেগের বিষয়।
ধর্মীয় সংখ্যালঘু হিন্দু ও আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান নিপীড়ন এবং সরকারের নীরবতা ও অস্বীকার করার প্রবণতা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বাংলাদেশের যৌন ও লিঙ্গ সংখ্যালঘু জনগোষ্ঠীর অবস্থার অবনতি নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। দিনাজপুর ও শেরপুরে হিজড়া পল্লীতে হামলার ফলে অন্তত ১২০ জন বাস্তুচ্যুত হওয়ার ঘটনা এবং সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একজন সমকামী সদস্যকে বহিষ্কারের ঘটনাও তুলে ধরা হয়।
প্রতিবেদনে প্রমাণস্বরূপ, অ্যাডভোকেট শাহানূর ইসলাম ফরাসি প্রতিনিধির কাছে দুটি বিস্তারিত রিপোর্ট হস্তান্তর করেন— একটি অন্তর্বর্তী সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে এবং অন্যটি বাংলাদেশে যৌন সংখ্যালঘুদের অধিকার পরিস্থিতি নিয়ে।
জেএমবিএফ ফরাসি সরকারের প্রতি আহ্বান জানায়, তারা যেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কার্যকর ভূমিকা রাখে।
“এই বৈঠক আমাদের বিচার, স্বচ্ছতা এবং মৌলিক অধিকারের পক্ষে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন,” বলেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম। “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যেন পরিস্থিতি আরও অবনতির আগে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।”
এই লোকটা শুধুই নাকি দেশের কথা ভাবে!
১.পিএসপি লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান
যেখানে রবি, বাংলালিংক মতো একাধিক প্রতিষ্ঠানের পিএসপি লাইসেন্স পাওয়ার আবেদন দীর্ঘদিন ফাইলবন্দি হয়ে আছে।
https://bangla.thedailystar.net/economy/news-646866
২. গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স
অন্তবর্তী সরকারের সময়ে দেওয়া একমাত্র লাইসেন্স
https://www.kalbela.com/ajkerpatrika/firstpage/173300
৩. গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য হিসেবে আছেন মুহাম্মদ ইউনূসের ছোটো ভাই মুহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও রয়েছেন।
https://www.kalerkantho.com/print-edition/news/2025/03/19/1494196
৪. ইউনূসের ঘনিষ্ঠজনেরা পেয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ পদ
সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা করা হয়েছে গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক নূরজাহান বেগমকে।
https://www.prothomalo.com/bangladesh/v5ryndssed
ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন ইউনূস।
https://www.prothomalo.com/bangladesh/dw0ljhdokt
নিজের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে গত বছরের ১৩ আগস্ট উপপ্রেস সচিব পদে নিয়োগ দেন মুহাম্মদ ইউনূস। গণমাধ্যম সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাহীন।
https://www.kalbela.com/national/111678
৫. গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫% থেকে কমে ১০% আসলো
https://bangla.bdnews24.com/economy/99a7ce94ba9c
৬. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা মওকুফ
https://www.jugantor.com/tp-lastpage/860646
এই মানুষটা কখনোই নিজের কথা ভাবেনা, ধ্যানে জ্ঞানে শুধুই দেশ। ঠিক না??
১.পিএসপি লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান
যেখানে রবি, বাংলালিংক মতো একাধিক প্রতিষ্ঠানের পিএসপি লাইসেন্স পাওয়ার আবেদন দীর্ঘদিন ফাইলবন্দি হয়ে আছে।
https://bangla.thedailystar.net/economy/news-646866
২. গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স
অন্তবর্তী সরকারের সময়ে দেওয়া একমাত্র লাইসেন্স
https://www.kalbela.com/ajkerpatrika/firstpage/173300
৩. গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য হিসেবে আছেন মুহাম্মদ ইউনূসের ছোটো ভাই মুহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও রয়েছেন।
https://www.kalerkantho.com/print-edition/news/2025/03/19/1494196
৪. ইউনূসের ঘনিষ্ঠজনেরা পেয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ পদ
সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা করা হয়েছে গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক নূরজাহান বেগমকে।
https://www.prothomalo.com/bangladesh/v5ryndssed
ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন ইউনূস।
https://www.prothomalo.com/bangladesh/dw0ljhdokt
নিজের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে গত বছরের ১৩ আগস্ট উপপ্রেস সচিব পদে নিয়োগ দেন মুহাম্মদ ইউনূস। গণমাধ্যম সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাহীন।
https://www.kalbela.com/national/111678
৫. গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫% থেকে কমে ১০% আসলো
https://bangla.bdnews24.com/economy/99a7ce94ba9c
৬. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা মওকুফ
https://www.jugantor.com/tp-lastpage/860646
এই মানুষটা কখনোই নিজের কথা ভাবেনা, ধ্যানে জ্ঞানে শুধুই দেশ। ঠিক না??
The Daily Star Bangla
আসছে গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট
প্রতিষ্ঠানটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেরি করে।
আশুলিয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-৯০টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ, রপ্তানি আদেশ বাস্তবায়ন নিয়ে শঙ্কা, বিপাকে ১লাখ শ্রমিক
ডিইপিজেড সূত্র জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ তিতাস কর্তৃপক্ষ হঠাৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়। পূর্ব কোনো নোটিশ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে ডিইপিজেড কর্তৃপক্ষ। ২৮ এপ্রিল দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় প্রায় ৯০টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দেওয়া হয়েছে আকস্মিক ছুটি।
‘এভাবে পূর্ব নোটিশ ছাড়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা অনাকাঙ্ক্ষিত। এতে শুধু শ্রমিকরাই নয়, বিদেশি বিনিয়োগকারীরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগামীকাল (মঙ্গলবার) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও তীব্র হবে।’- কালবেলাকে ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম
#Bangladesh #BangladeshCrisis
ডিইপিজেড সূত্র জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ তিতাস কর্তৃপক্ষ হঠাৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়। পূর্ব কোনো নোটিশ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে ডিইপিজেড কর্তৃপক্ষ। ২৮ এপ্রিল দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় প্রায় ৯০টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দেওয়া হয়েছে আকস্মিক ছুটি।
‘এভাবে পূর্ব নোটিশ ছাড়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা অনাকাঙ্ক্ষিত। এতে শুধু শ্রমিকরাই নয়, বিদেশি বিনিয়োগকারীরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগামীকাল (মঙ্গলবার) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও তীব্র হবে।’- কালবেলাকে ডিইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম
#Bangladesh #BangladeshCrisis