Bangladesh Awami League
92.7K subscribers
9.54K photos
2.79K videos
18 files
10.4K links
Official Telegram Channel of Bangladesh Awami League.
Stay Connceted on Web 👉 www.albd.org
Follow us on -
🔴 Insta 👉 https://instagram.com/albd1949
🟣 Tw 👉 https://twitter.com/albd1971
🔵 FB 👉https://www.facebook.com/awamileague.1949
Download Telegram
বাংলাদেশে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের বেশিরভাগ আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে
----------

সংসদের প্রতিটি স্ট্যান্ডিং কমিটিতে আগে সভাপতি হতো সেই মন্ত্রণালয়ের মন্ত্রী। আওয়ামী লীগ সরকারে এসে প্রথম সেটি পরিবর্তন করে মন্ত্রীদের সাধারণ সদস্য এবং সরকারি দল থেকেই অন্য একজন সংসদ সদস্যকে সভাপতি করার বিধান করেছিল। এর ফলে মন্ত্রীর জবাবদিহিতা কিছুটা বেড়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ আরো এক ধাপ এগিয়ে সংসদের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটিতে বিরোধী দলের সংসদ সদস্যদের সভাপতি করেছিল এবং মন্ত্রীদের জবাবদিহিতা আরো জোরদার করেছিল। এগুলো ইতিহাস। আজকে যারা সংস্কারের কথা বলে, এদের অনেকের চিন্তাতেও এগুলো আসেনি তখন।

তবে মূল সমস্যা অন্যখানে; দুনিয়ার সকল সংস্কার করে ফেললেও এদেশের মৌলিক কিছু সমস্যার সমাধান করা যাবে না। কারণ, এদেশে যতদিন ৭১-এর গণহত্যাকারীরা, অর্থাৎ বাংলাদেশের জন্মের বিরোধিতাকারীরা রাজনীতি করবে, ততদিন এদেশে গণতন্ত্রায়ন সম্ভব হবে না।

যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা মূলত বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল। যে চিন্তা-চেতনা থেকে সেই লোকগুলো ৭১ সালে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতা করেছিল, সেই একই চিন্তা-চেতনা এখনো যারা ধারণ করে এবং প্রকাশ করে, তারা এদেশকে ভালোবাসে না, তারা এদেশকে কখনোই শক্ত ভিত্তির উপর দাঁড়াতে দেবে না। এই গোষ্ঠী সবসময় হত্যা ও প্রতিশোধের রাজনীতিই করবে। কাজেই, এই গোষ্ঠীকে রাজনীতির ময়দানে রেখে এদেশে কখনোই গণতান্ত্রিক কাঠামো তৈরি করা যাবে না।

মনে রাখতে হবে, রাজাকার কোনো ‘ব্যক্তি’ নয়, রাজাকার হলো একটি ‘আদর্শ’ বা ‘ধারণা’ বা 'Idea'। ১৯৭১ সালে যে ‘আদর্শ’কে ধারণ করে, যে লোকগুলো রাজাকারি করেছিল, সেই একই ‘আদর্শ’ যতদিন প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন প্রজন্মের মাথায় ঢুকিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে, ততদিন এদেশে রাজাকার জন্ম হবে এবং এদেশের রাজনীতি নষ্টই থাকবে। দিন শেষে, এইসব কাগুজে সংস্কার কোনো কাজে আসবে না।

-মোহাম্মদ আলী আরাফাত
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।⁩
দেশের সার্বভৌমত্ব বেচে ক্ষমতায় থাকতে চাইছে সুদি মহাজন ইউনুস।
নিজের লাভের জন্যে দেশ বেচতেও পিছপা হচ্ছেনা বাংলাদেশবিরোধী দালাল ইউনুস।

আমাদের সীমান্তে প্রকাশ্যে উৎসব করে গেলেও সেনাবাহিনী বা বিজিবি অবৈধ সরকারের নির্দেশে নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।

দেশবাসীকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এইসব চক্রান্ত রুখে দিয়ে এই অপশক্তিকে এইদেশের মাটি থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবেই করবে।

#Bangladesh #BangladeshCrisis
রোমান ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভানপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ এক শোক বিবৃতিতে রোমান ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার ও ধর্মপ্রাণ খ্রিষ্টানদের প্রতি তার আন্তরিক সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি পোপ ফ্রান্সিসের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। তিনি আরও বলেন, পোপ ফ্রান্সিস উদারনৈতিক দর্শনের একজন ব্যক্তিত্ব ছিলেন এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে মানবসভ্যতা একজন মানবদরদী ও জনহিতৈষী ব্যক্তিত্বকে হারাল। তিনি খ্রিস্টান ধর্ম্বালম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গতকাল সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর এবং তাঁর মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২২ এপ্রিল ২০২৫
#ডাকাতি-#ছিনতাইয়ে দেশ আচ্ছন্ন, জনসাধারণ জিম্মি।
দোহারে ব্যবসায়ীর বাড়িতে #ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণালংকারসহ টাকা #লুট

#Bangladesh #BangladeshCrisis
রাজশাহীতে সং্খ্যালঘু টার্গেট করে মরিচের গুড়া স্প্রে করে ১০লাখ টাকা ছিনতাই।

রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে নগরের ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক নগরীর রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার হিসেবে কাজ করেন।

ইউনূসের #ছিনতাই কারী অবাধে #ছিনতাই করে যাচ্ছে আর তার সার্কাস পার্টি থেকে তুলে আনা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর থানায় থানায় মিডিয়া ভাড়া করে মোড়লগিরি ফলাচ্ছেন। কিন্তু এতে কি দেশে অপরাধ চক্রের ছিটে ফোটা দমেছে? না দমেনি, তার কারণ এই #ছিনতাইকারী, #চোর #ডাকাতদেরই ইউনূস ও তার #বৈছা #গ্যাং, #বিএনপি-#জামায়াতের ক্যাডার বাহিনী সহ থানা ভেঙে মুক্ত করে আনে। এরাই বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে #অগ্নিসন্ত্রাস চালায় এবং পুলিশ সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সং্খ্যালঘু নিরপরাদ মানুষদের #হত্যা করে সরকার পতনের পর রাজনৈতিক ঘটনা বলে চালিয়ে দেয়।

গত ৫ আগস্টের পর ইউনূসের আশ্রয়ে সমস্ত অপরাধ চক্র রিসেট বাটনে ক্লিক পড়া মাত্রই রিএকটিভেট হয়ে অপরাধ তৎপরতা চালায়। যার ফলাফল বিগত আট মাসের একটি মাসও জনগণ শান্তিতে দেশে বসবাস করতে পারেনি। দেশে শান্তি ফিরিয়ে আনার এখন একটাই উপায় দেশে #অবৈধ #ইউনূস #গ্যাং হটানো।

দেশ বাঁচাও, ইউনূস খেদাও।

#Bangladesh #BangladeshCrisis
বিডা’র সাজানো বিনিয়োগের স্বপ্নভঙ্গ: বাস্তবে মন্দা, ভুয়া প্রচারণায় ব্যস্ত ইউনুস সরকার
----

ঢাকায় সদ্যসমাপ্ত 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫' ছিল মূলত একটি ভুয়া প্রচারণার মঞ্চ—যেখানে চৌধুরী আশিক চৌধুরীর সাজানো প্রেজেন্টেশন আর প্রেস সচিব শফিকের বানোয়াট তথ্যে আড়াল করা হয়েছে দেশের ভয়াবহ বিনিয়োগ সংকট।

বাস্তবতা হলো, বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে, মূলধনি যন্ত্রপাতি আমদানিও কমেছে ২৫ শতাংশের বেশি। বিনিয়োগ পরিবেশ তৈরি না করে গ্যাসের দাম বাড়িয়ে, রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতায় বিনিয়োগকারীদের আরও ভয় ধরিয়েছে ইউনুস প্রশাসন।

ভুল বার্তা দিয়ে, মিথ্যা প্রচারণায়, সামিট আয়োজন করে বিনিয়োগ আসে না। বাস্তব কর্মসূচি ও স্থিতিশীল পরিবেশ ছাড়া বাংলাদেশ আজ বিনিয়োগের মরুভূমিতে পরিণত হওয়ার পথে।
দেয়ালে পিঠ ঠেকে গেলে, গণপ্রতিরোধ আবশ্যক

#Bangladesh
⁨মিছিল করায় #গ্রেফতার?
কোন #জঙ্গলের আইনে চলছে বাংলাদেশ?
#ইউনুস #গংয়ের হাতে আজ গণতন্ত্রও বন্দি

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩ মামলা, ১১৯ জনের নাম, #গ্রেপ্তার ৪০

বাংলাদেশের ইতিহাসের গর্ব, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ যখন খুলনার রাজপথে গণতন্ত্রের দাবিতে স্লোগান মিছিল বের করে, তখনই তার জবাব আসে #গ্রেফতার ও মামলা দিয়ে।

গত রোববার খুলনা মহানগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর এলাকায় আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে পুলিশ ৩টি মামলা দায়ের করে। মামলায় ১১৯ জনের নাম উল্লেখ করে এবং ১৩০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়।

এদিকে আওয়ামী লীগের এই মিছিল গণতান্ত্রিক অধিকার এবং সংবিধানে স্বীকৃত রাজনৈতিক কর্মকাণ্ড হওয়া সত্ত্বেও, বর্তমান প্রশাসনের হাতে সেটি রুদ্ধ হচ্ছে।

এসআই মোনায়েম হোসেন ৭৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০/৪০ জন অজ্ঞাতনামাকে আসামি করে #মামলা করেন।
➤ গ্রেপ্তার: ২২ জন

খালিশপুর থানায়:এসআই রতন কুমার বিশ্বাস ২৭ জনের নাম উল্লেখ করে ও ৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করে #মামলা করেন।
➤ গ্রেপ্তার: ৭ জন

আড়ংঘাটা থানায়:এসআই ইসতিয়াক আহমেদ ১৯ জনের নামসহ ৩০/৪০ জনকে আসামি করেন।
➤ গ্রেপ্তার: ১০ জন

এছাড়া, কেসিসির লাইসেন্স অফিসার রবিউল আলম রবি—তাকেও #গ্রেপ্তার করা হয়েছে।

#গ্রেফতারের এই ঢল স্পষ্ট করে দেয়, দেশের ভেতরে একটি অদৃশ্য দখলদার শক্তি সক্রিয়, যারা বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক রাজনৈতিক শক্তিকে দুর্বল করতে চায়।

এটি কোনো আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয় নয়, বরং এটি একটি গণতান্ত্রিক দলকে পরিকল্পিতভাবে দমন করার ষড়যন্ত্র।

#Bangladesh #BangladeshCrisis
According to Bhavesh’s family and local residents who are only now beginning to speak out after days of silence, the Hindu community leader was allegedly abducted and murdered by two men from the same village—Atiq and Ratan —over a financial dispute. Eyewitnesses say the perpetrators took him away on a motorcycle, and he never returned alive.

http://x.com/HRUpdatesbd/status/1914612958153367609
চুপ থাকার দিন শেষ
জেগে উঠেছে বাংলাদেশ।
৭১ হয়নি শেষ
রুখে দাঁড়াবেই বাংলাদেশ।

#Bangladesh
⁨অ-সরকারের প্রধান উপদেষ্টার পেছনে স্ট্যান্ড খালি কেন? বাংলাদেশের পতাকা কোথায়?
----------------
কাতারে সম্প্রতি অনুষ্ঠিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন বক্তৃতা দিচ্ছেন, তখন স্পষ্ট দেখা গেলো তার পেছনের স্ট্যান্ড খালি, সেখানে বাংলাদেশের পতাকা নেই!

এটা কি নিছক ভুল? নাকি অভ্যন্তরীণ সংকেত?
যে দেশের নেতৃত্ব দিচ্ছেন, সেই দেশের পতাকাই যদি অনুপস্থিত থাকে তা হলে কি ধরে নিতে হবে, সেই নেতৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়?
নাকি বর্তমান প্রশাসন নিজেই নিজের পরিচয়ে সংকুচিত?

একদিকে কাতারের মত আয়োজক রাষ্ট্র সকল দেশের প্রতিনিধির পেছনে পতাকা স্থাপন করে সম্মান দেখায়, আর অন্যদিকে বাংলাদেশ প্রতিনিধি দলের পিছনে পতাকা অনুপস্থিত এটা কূটনৈতিক ব্যর্থতা, নাকি ইচ্ছাকৃত অপমান?

জাতীয় পতাকা মানেই জাতির মর্যাদা।
পতাকা ছাড়া নেতৃত্ব মানে আত্মপরিচয়ের সংকট।
এই প্রশ্নের উত্তর দেশবাসী জানতে চায় এখনই।⁩
'ক্ষমতায় রাজাকার আর জেলখানায় আমরা মুক্তিযোদ্ধারা' - শাহজাহান খান

🎦 https://www.facebook.com/share/r/1BERn1MavX/?mibextid=wwXIfr
#জামাত-#বিএনপির #সন্ত্রাসী তাণ্ডব: আওয়ামী লীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে #হামলা-#লুটপাট

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে #জামাত-#বিএনপি'র #সন্ত্রাসী বাহিনী দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর টার্গেটেড #হামলা চালাচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রাকিব হাসান সোহেল জানান, তার পিতা মো: শাহাজাহান মিয়া, যিনি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান (লালমোহন ইউনিয়ন পরিষদ), তার পরিবারের ওপর পরিকল্পিত #হামলা চালানো হয়। #জামাত-#বিএনপির #সন্ত্রাসীরা ভোলা জেলার গ্রামের বাড়ি, ঢাকার বাসভবন এবং ঢাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানে একযোগে হামলা চালিয়ে ব্যাপক #ভাঙচুর ও #লুটপাট চালায়।

#বিএনপি-#জামাত গণতন্ত্রের নামে #নৈরাজ্য ও #সন্ত্রাস ছড়ানোর পথেই চলছে। তাদের মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা এবং অশান্তি সৃষ্টির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করা।⁩

#Bangladesh #BangladeshCrisis