প্রযুক্তির অভিযাত্রি
67 subscribers
28 photos
4 files
64 links
Projuktir Avijatri curates technology trending topics about Open Source, Cryptocurrency, Machine Learning, AI and everything on the web. - https://www.projuktiravijatri.com
Download Telegram
২০১৮ সালের প্রথম "প্রযুক্তি সাময়িকী" কবে প্রকাশিত হতে পারে বলে আপনার মনে হয়?

উল্লেখ্য, গত ইংরেজী বছরের একেবার শেষ প্রান্তে আমরা প্রকাশ করেছিলাম আমাদের প্রথম "প্রযুক্তি সাময়িকী"।

#ProjuktiSamoyiki
প্রযুক্তির অভিযাত্রি'র নিজস্ব ম্যাগাজিন 'প্রযুক্তি সাময়িকী'র ইদ সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে!

ম্যাগাজিনে বিভিন্ন ক্যাটাগরীতে আপনার লেখা আমাদের কাছে পাঠাতে পারেন।

📌 লেখা পাঠানোর পূর্বে যেসব বিষয় লক্ষণীয়-

▪️লেখা অবশ্যই প্রযুক্তি সম্পর্কিত হতে হবে
▪️লেখাটি অবশ্যই (.doc/docx/.odt) ফরম্যাটে দিতে হবে
▪️লেখায় ব্যবহৃত ছবি ও উপযু্ক্ত রিসোর্স সংযুক্ত করতে হবে
▪️আপনি কোন ক্যাটাগরীতে লেখা প্রকাশ করতে চাচ্ছেন তা উল্লেখ করতে হবে
▪️ইমেইলে আপনার সম্পর্কে (নাম, মোবাইল, ফেসবুক আইডি) তথ্য দিতে হবে
▪️সব শেষে লেখাটি পাঠিয়ে দিন submit@projuktiravijatri.com -এ
▪️লেখা পাঠানো যাবে ৩০ জুলাই পর্যন্ত

📢 আপনি কি ধরণের লেখা প্রযুক্তির সাময়িকী'তে পড়তে চান, তা আমাদের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে জানাতে পারেন! আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার মতামতকে গুরুত্ব দেওয়ার!

🔔 ভিন্নধর্মী আমাদের এই উদ্দ্যোগের সর্বশেষ আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে!

#ProjuktiSamoyiki #ProjuktirAvijatri
তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রকাশনা তৈরীতে টিম প্রযুক্তির অভিযাত্রি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা গতবছর আপনাদের সামনে নিয়ে এসেছিলাম 'প্রযুক্তি সাময়িকী'।

💗 পাঠকদের কাছে ব্যাপক সাড়া পাওয়ায়, ২য় সংখ্যা প্রকাশ করার প্রস্তুতি নিয়েছিলাম অনেক আগেই। কিন্তু ২য় সংখ্যা নিয়ে কাজ করার সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যার ফলে তখন ২য় সংখ্যা প্রকাশ করা সম্ভব হয়ে ওঠেনি।

অবশেষে, দীর্ঘ বিরতির পর আসন্ন ইদ'কে সামনে রেখে নতুনভাবে, নতুন সংখ্যাটি নিয়ে পুনরায় কাজ করতে শুরু করি। গত মাসের ৪ তারিখ আমরা 'লেখা আহবান' ঘোষণার সাথে সাথেই ইমেইলে ও ইনবক্সে বেশ কিছু লেখা পাই। যারা আমাদের কাছে মূল্যবান লেখা পাঠিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

আসন্ন ইদ উদযাপনের পরপরই টিম প্রযুক্তির অভিযাত্রি'র পক্ষ থেকে ইদ উপহার হিসেবে থাকছে - বিশেষ ও ব্যতিক্রমী "প্রযুক্তি সাময়িকী"!

বি.দ্র. গতবারের মতো এবারও আমাদের ম্যাগাজিন ই-সংস্করণে প্রকাশিত হতে যাচ্ছে।

এই পোষ্টটি শেয়ার করে; ক্যাপশনে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন। আপনার গঠন মূলক মন্তব্য আমাদেরকে মানোয়ন্নন করতে সাহায্য করবে।

#ProjuktiSamoyiki #ProjuktirAvijatri
বহুল কাঙ্খিত প্রযুক্তি সাময়িকী'র বিশেষ সংখ্যা অবশেষে আপনাদের সামনে উপস্থাপন করার সময় এসেছে!

খুব শীগ্রই আমাদের ওয়েবসাইট দেখতে পাবেন প্রযুক্তি সাময়িকী'র নতুন সংখ্যা।

#ProjuktiSamoyiki #ProjuktirAvijatri
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রকাশ পেলো প্রযুক্তি অভিযাত্রি'র প্রকাশনায় প্রযুক্তি বিষয়ক ই-ম্যাগাজিন 'প্রযুক্তি সাময়িকী' 🎉

এবারের বিশেষ সংখ্যায় প্রাইভেসিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি ক্যারিয়ার ও প্রোগ্রামিং নিয়েও বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রকাশনা রয়েছে।

গতবারের মত এবারের প্রকাশনাটিও ইবুকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আগামীতে প্রযুক্তির সাময়িকী আরও বেশি পাঠকের কাছে পৌঁছে দিতে আমরা প্রিন্টেড ম্যাগাজিন প্রকাশ করতে আগ্রহী।

ভুল ত্রুটি থাকা স্বাভাবিক, তবে কোনো প্রকার পরামর্শ থাকলে তা বিনীত ভাবে টিম প্রযুক্তির অভিযাত্রি কে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

#ProjuktiSamoyiki #ProjuktirAvijatri

লিঙ্ক- https://projuktiravijatri.com/magazine
বহুল কাঙ্খিত ই-ম্যাগাজিন "প্রযুক্তি সাময়িকী" খুব শীগ্রই প্রকাশ হতে যাচ্ছে। প্রযুক্তির অভিযাত্রি'র ৩য় বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের এই বিশেষ আয়োজন!

প্রযুক্তি সম্পর্কিত তথ্য বহুল কনটেন্ট আমাদের ই-ম্যাগাজিনে প্রকাশ করতে চান? তাহলে প্রস্তুতি নিতে পারেন আজ থেকেই। আপনার লেখা পাঠিয়ে দিন টিম প্রযুক্তির অভিযাত্রি'র কাছে।

✍️ লেখা জমা দিতে পারবেন ২১শে জুলাই, ২০২০ পর্যন্ত! আপনারা নিম্নোক্ত ক্যাটাগরীতে লেখা পাঠাতে পারেনঃ-

১. নেটওয়ার্কিং
২. ওপেন সোর্স
৩. প্রাইভেসী ও সিকিউরিটি
৪. ওয়েব টেকনোলজি
৫. প্রোগ্রামিং ও টিউটোরিয়াল
৬. মেশিন লার্ণিং
৭. ডাটা সায়েন্স
৮. সায়েন্স ফিকশন

এছাড়াও পাঠাতে পারেন প্রযুক্তি নিয়ে আপনার যে কোন জিজ্ঞাসা, আমাদের এক্সপার্ট প্যানেল থেকে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং তা "প্রযুক্তি সাময়িকী"তে প্রকাশিত হবে।

আমাদের কাছে লেখা পাঠানোর ই-ঠিকানা: submit@projuktiravijatri.com

#ProjuktiSamoyiki #ProjuktirAvijatri
তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রকাশনা তৈরীতে টিম প্রযুক্তির অভিযাত্রি বরাবরের মতোই নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা প্রতিবছরই আপনাদের সামনে 'প্রযুক্তি সাময়িকী' উপস্থাপন করছি।

🎉 নতুন ভাবে সাজানো এবারের '৩য় বর্ষপূর্তি' সংখ্যাটি নিয়ে অল্প সময়ের মধ্যে কাজ করতে শুরু করি। গত ২ সংখ্যার তুলনায় এবার ব্যতিক্রমী কিছু বিষয়/ বিভাগ উপস্থাপন করা হয়েছে।

📌 এবারও আমাদের ম্যাগাজিন ই-সংস্করণে প্রকাশিত হতে যাচ্ছে। তবে রিকোয়েস্টের ভিত্তিতে আমরা কিছু সংখ্যক 'প্রযুক্তি সাময়িকী'র প্রিন্ট কপি পাঠকের কাছে পৌছে দেওয়ার উদ্দ্যোগ হাতে নিয়েছি।

📝 এই পোষ্টটি শেয়ার করে; ক্যাপশনে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন। আপনার গঠন মূলক মন্তব্য সাময়িকী'র মানোয়ন্নন করতে সাহায্য করবে।

প্রযুক্তি সাময়িকী'র প্রথম ও সর্বশেষ সংখ্যা পড়তে পারবেন এই লিঙ্কে - https://projuktiravijatri.com/magazine

#ProjuktiSamoyiki #ProjuktirAvijatri
বহুল কাঙ্খিত প্রযুক্তি বিষয়ক ই-ম্যাগাজিন প্রযুক্তি সাময়িকী'র বিশেষ সংখ্যা অবশেষে আপনাদের সামনে উপস্থাপন করার সময় এসেছে!

খুব শীগ্রই আমাদের ওয়েবসাইট দেখতে পাবেন প্রযুক্তি সাময়িকী'র '৩য় বর্ষপূর্তি' সংখ্যা।

বিঃদ্রঃ এবার অর্ডারের ভিত্তিতে আমরা প্রিন্ট সংস্করণ পৌছে দিবো, আপনার ঠিকানায়।

#ProjuktiSamoyiki #ProjuktirAvijatri
🎉 দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রকাশ পেলো প্রযুক্তি বিষয়ক ই-ম্যাগাজিন 'প্রযুক্তি সাময়িকী'!

এবারের ৩য় বর্ষপূর্তি সংখ্যায় ডিজিটাল মার্কেটিং, ক্লাউড কম্পিউটিং, ফাইভ জি প্রযুক্তি সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি সায়েন্স ফিকশন ও অবাক করা কিছু ইনফো - 'তথ্য কণিকা'য় সংযোজন করা হয়েছে যা এবারের বিশেষ আকর্ষণ।

-> প্রযুক্তি সাময়িকী'র ই-সংস্করণ বিনামূল্য পড়তে ভিজিট করুন - https://www.projuktiravijatri.com/magazine

📌 PDF ডাউনলোড করতে এবং প্রিন্ট ভার্শন অর্ডার করতে পারবেন এখান থেকে - https://store.projuktiravijatri.com/

ভুল ত্রুটি থাকা স্বাভাবিক, তবে কোনো প্রকার পরামর্শ থাকলে তা বিনীত ভাবে টিম প্রযুক্তির অভিযাত্রি কে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

#ProjuktiSamoyiki #ProjuktirAvijatri