NGO সরকার নিজ কাজ যেহেতু করতে পারছে না, জনগণের প্রত্যাশা পূরণে যেহেতু পুরোপুরি ব্যর্থ, সেহেতু দ্বীনকামী তৌহিদী জনতাকে পশ্চিমার মুখোমুখি দাঁড় করিয়ে দিতে এতো তাড়া ?
২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন !!!
বস্তুবাদীরা ভুলে যায়, জমিনে যতই আল্লাহ্দ্রোহী আইন বানাতে ওরা চক্রান্ত করুক, ফয়সালা আসমানে হয়। আর আসমানওয়ালা সর্বদা আল্লাহ্প্রেমীদের সাথে আছেন, হোক না তাঁরা যত ভোলাভালা।
তোদের চক্রান্ত কখনই সফল হবে না ইনআশাল্লাহ।
লুত আলাইহি ওয়া সাল্লাম এর কওমের আজাবে আল্লাহ্ তোদের দুনিয়া আখিরাতে নিশ্চিহ্ন করে দেন।
২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন !!!
বস্তুবাদীরা ভুলে যায়, জমিনে যতই আল্লাহ্দ্রোহী আইন বানাতে ওরা চক্রান্ত করুক, ফয়সালা আসমানে হয়। আর আসমানওয়ালা সর্বদা আল্লাহ্প্রেমীদের সাথে আছেন, হোক না তাঁরা যত ভোলাভালা।
তোদের চক্রান্ত কখনই সফল হবে না ইনআশাল্লাহ।
লুত আলাইহি ওয়া সাল্লাম এর কওমের আজাবে আল্লাহ্ তোদের দুনিয়া আখিরাতে নিশ্চিহ্ন করে দেন।
ইসলামী *ঙ্গি খেলার মূল কারিগর প্রথম কালোর বিরুদ্ধে সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডের অকাট্য রিপোর্ট পেয়ে পদক্ষেপ কি? রিপোর্টটি দেখুন - https://www.youtube.com/watch?v=uFZ_5aQuecc
আলহামদুলিল্লাহ!
দীর্ঘ মেহনাতের পর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে "কুতুবে সিত্তাহ্" এর অন্যতম সহীহ হাদীসের কিতাব (المسند الصحيح لمسلم) "মুসলিম শরীফের" আন্তর্জাতিক নাম্বার (الرقم العالمي) মুসলিম বাংলা হাদীস বিভাগ থেকে পূর্ণ লাইভ করা হয়েছে।
সকলের নিকট দু'আর দরখাস্ত, মহান আল্লাহ তায়ালা যেন এই খেদমাত কে ভরপুর কবুল করেন এবং হাদীসের কার্যক্রম গুলো সুচারুরূপে সম্পন্ন করার তাওফীক দান করেন। আমীন
লিংক:- https://muslimbangla.com/hadith-book/2/chapters
দীর্ঘ মেহনাতের পর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে "কুতুবে সিত্তাহ্" এর অন্যতম সহীহ হাদীসের কিতাব (المسند الصحيح لمسلم) "মুসলিম শরীফের" আন্তর্জাতিক নাম্বার (الرقم العالمي) মুসলিম বাংলা হাদীস বিভাগ থেকে পূর্ণ লাইভ করা হয়েছে।
সকলের নিকট দু'আর দরখাস্ত, মহান আল্লাহ তায়ালা যেন এই খেদমাত কে ভরপুর কবুল করেন এবং হাদীসের কার্যক্রম গুলো সুচারুরূপে সম্পন্ন করার তাওফীক দান করেন। আমীন
লিংক:- https://muslimbangla.com/hadith-book/2/chapters
গতকাল বুয়েটের আহসানুল্লাহ হলে পূজা উদযাপনের সময় এভাবে "জয় শ্রী রাম" (ত্রিশূল সহ) স্লোগান ইউজ করা হয়। সাথে জয় শ্রী রাম শ্লোগানও দেওয়া হয়।
.
"জয় শ্রীরাম" একটা রাজনৈতিক স্লোগান। ব্যাপারটা এমন না যে একটা "পুরনো ধর্মীয় স্লোক" হঠাত করে "বেহাত হয়ে গেছে"। এই ওয়ার্ডিং এ এটা কোনো টেক্সটে পাওয়া যায় না। এটা মেইড, নট ফাউন্ড। এটার উৎপত্তি ১৯৮০ সালের শেষ দিকে। অযোধ্যার বাবরী মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর দাবিতে ১৯৯০ সালে বিজেপি প্রেসিডেন্ট কে এল আদভানির "রাম রথযাত্রায়" এটা প্রথমবারের মতো ওয়াইডলি ইউজ হয়। "জয় সিয়া রাম" অর্থাৎ "সীতা-রামের জয়" সম্ভাষণকে চেইঞ্জ করে এটা তৈরী করা হয় একটা বিশেষ রাজনৈতিক পারপাসে।
এজন্যই এটা এখন বিজেপি, আরেসেস, ইসকনসহ ভাড়তজুড়ে আরও অনেক উগ্রবাদী দলের স্লোগান।
.
বুয়েটে ইসকনের কার্যক্রম আছে এটা জানা কথা। বুয়েট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি - এখানে ইসকনের ইনভলভমেন্টে এটা করা হইছে কি না - সেটা তদন্ত করে দেখতে। কালিমার পতাকার মাধ্যমে কোনো উগ্রবাদী গোষ্ঠীর অনুপ্রবেশ নিয়ে যেমন ভিজিলেন্ট ছিলেন, এই "জয় শ্রীরাম" নিয়েও সেরকম ভিজিলেন্ট থাকবেন আশা করি।
.
আরেকটা জিনিস। এতোজন পূজাপালনকারী শিক্ষার্থীর সামনে এই জিনিসটা বানানো হইলো, কেউ প্রতিবাদ করলো না? কেউ বললো না যে এটা প্রব্লেমেটিক? নাকি সম্প্রীতি রক্ষার দায়িত্ব শুধু এক পক্ষের?
- প্রকৌশলী সাইফুল্লাহ বিন ইউসুফ
.
"জয় শ্রীরাম" একটা রাজনৈতিক স্লোগান। ব্যাপারটা এমন না যে একটা "পুরনো ধর্মীয় স্লোক" হঠাত করে "বেহাত হয়ে গেছে"। এই ওয়ার্ডিং এ এটা কোনো টেক্সটে পাওয়া যায় না। এটা মেইড, নট ফাউন্ড। এটার উৎপত্তি ১৯৮০ সালের শেষ দিকে। অযোধ্যার বাবরী মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর দাবিতে ১৯৯০ সালে বিজেপি প্রেসিডেন্ট কে এল আদভানির "রাম রথযাত্রায়" এটা প্রথমবারের মতো ওয়াইডলি ইউজ হয়। "জয় সিয়া রাম" অর্থাৎ "সীতা-রামের জয়" সম্ভাষণকে চেইঞ্জ করে এটা তৈরী করা হয় একটা বিশেষ রাজনৈতিক পারপাসে।
এজন্যই এটা এখন বিজেপি, আরেসেস, ইসকনসহ ভাড়তজুড়ে আরও অনেক উগ্রবাদী দলের স্লোগান।
.
বুয়েটে ইসকনের কার্যক্রম আছে এটা জানা কথা। বুয়েট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি - এখানে ইসকনের ইনভলভমেন্টে এটা করা হইছে কি না - সেটা তদন্ত করে দেখতে। কালিমার পতাকার মাধ্যমে কোনো উগ্রবাদী গোষ্ঠীর অনুপ্রবেশ নিয়ে যেমন ভিজিলেন্ট ছিলেন, এই "জয় শ্রীরাম" নিয়েও সেরকম ভিজিলেন্ট থাকবেন আশা করি।
.
আরেকটা জিনিস। এতোজন পূজাপালনকারী শিক্ষার্থীর সামনে এই জিনিসটা বানানো হইলো, কেউ প্রতিবাদ করলো না? কেউ বললো না যে এটা প্রব্লেমেটিক? নাকি সম্প্রীতি রক্ষার দায়িত্ব শুধু এক পক্ষের?
- প্রকৌশলী সাইফুল্লাহ বিন ইউসুফ