মুসলিম বাংলা - Muslim Bangla
23.9K subscribers
1.13K photos
374 videos
2 files
282 links
মুসলিম বাংলা- বাংলাভাষীদের জন্য সবচেয়ে সমৃদ্ধ ইসলামিক অ্যাপ। https://muslimbangla.com/
Download Telegram
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
দেশীয় সকল সরকারী, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শুধু আমাদের দেশের জনগণের নিয়োগ কামনা করি, চাই তা দেশের মাটিতে অথবা প্রবাসে। আমাদের অনেক যোগ্য গ্রাজুয়েট রয়েছে যারা শুধু সুযোগের অভাবে দক্ষতা কাজে লাগাতে পারছে না।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মুসলিম বাংলা - Muslim Bangla
Photo
ইসরায়েল সরকারের সাথে ক্লাউড কম্পিউটিং চুক্তির বিরোধিতা করায় ইতোমধ্যে মোট ৫০ জন গুগল কর্মী চাকরিচ্যুত হয়েছেন। নো টেক ফর দ্য অ্যাপার্থাইড শীর্ষক এই গোষ্ঠীর প্রতিবাদকারীরা গত মঙ্গলবার গুগল কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করার ফলে তাদের চাকরিচ্যুত করা হয়।
.
.
“নো টেক ফর দ্য অ্যাপার্থাইডের” পক্ষ থেকে দাবি করা হয়, যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের অনেকেই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন নি, বরং পাশে দাঁড়িয়ে সমাবেশ দেখেছেন। বিবৃতিতে আরও বলা হয়, কর্মীদের এভাবে চাকরিচ্যুত করার মধ্য দিয়ে গুগলের মত টেক জায়ান্ট আগ্রাসী ও প্রতিশোধমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
.
.
অন্যদিকে গুগলের মুখপাত্র জানান, গুগল কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের কারণে কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে যারা প্রত্যক্ষভাবে এই প্রতিবাদে অংশ নিয়েছেন তাদের ছাঁটাই করা হয়েছে তবে মোট কতজনকে ছাঁটাই করা হয়েছে এটা তিনি স্পষ্ট করেননি।
.
.
উল্লেখ্য যে 'প্রজেক্ট নিম্বাস' নামে গুগল ও অ্যামাজনের সাথে ইসরায়েলের ১২০ কোটি ডলারের চুক্তি রয়েছে যার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরকে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উন্নত প্রযুক্তি সরবরাহ করে গুগল ও অ্যামাজন। এই চুক্তির বিরোধিতা করার ফলে চাকরিচ্যুত করা হয়ে ৫০জন কর্মীকে।
Short Stories Community | Short Stories | Ramim
মধ্য গাজার দেইর আল বালাহে আবাসিক এলাকায় অবিস্ফোরিত ইসরাইলী বোমা।
জাতিসংঘের মতে, শুধু অবিস্ফোরিত বোমা থেকে গাযযাহকে আবার নিরাপদ করতেই ১৪ বছর সময় লাগতে পারে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পরিবারে বাচ্চাদের সাথে মিথ্যা বলা
নওমুসলিম হেনরি ক্লাসেন, প্রফেসর, হার্ভার্ড ইউনিভার্সিটি কে দ্বীনের খেদমতে আমৃত্যু কবুল করেন।

এটাই আল্লাহ র কুদরত। যাকে চান হেদায়েত দেন যদিও কিনা সারাজীবন কুফরের উপর ছিলো। আফসোস তাদের জন্য, যারা সারাজীবন দ্বীনি পরিবেশে থেকে, মুসলিম পিতামাতা পেয়েও শেষ ফলাফল জাহান্নাম হলো।

আল্লাহ্‌ আমাদের সকলকে ঈমানের উপর মউত দান করেন। কাউকে হতভাগ্য, বঞ্চিত না করেন।
“অনেক ফকির আছে ওরা অরিজিনাল ফকির না। বেশধারী ফকির। ওরাও ভিক্ষা পায়। তো যাঁরা প্রকৃত আল্লাওয়ালা তাঁরা তো পেয়েই যান সব। আর যারা আল্লাহ ওয়ালাদের বেশ ধারণকারী ওরাও পেয়ে যায়।
সব সময়ই বান্দার কাজ মাওলার গলিতে থাকা। নামাযে আছে তো আল্লাহর গলিতে আছে, তেলাওয়াতে আছে তো আল্লাহর গলিতে আছে, চোখ হেফাজতে আছে তো আল্লাহর গলিতে আছে, গীবত থেকে মুক্ত আছে তো আল্লাহর গলিতে আছে। আর যদি সে মসজিদে বসে আছে কিন্তু গীবতে লিপ্ত, তো সে আল্লাহর গলিতে নাই। কা'বা শরীফের সামনে পড়ে আছে, কিন্তু সেখানে সে গুনাহে লিপ্ত, ছবি তুলছে, মেয়েদের দিকে নজর করছে তো কা'বার সামনে থেকেও সে আল্লাহর গলিতে নেই।
আল্লাহর গলিতে তখনই থাকে বান্দা যখন সে আল্লাহর পছন্দের আমলের মধ্যে থাকে।
আল্লাহ ওয়ালাদের সাথে যারা উঠে-বসে একটা মুহূর্ত বৃথা যাবে না। যতক্ষণ বসে থাকে ফায়দাই ফায়দা। যতক্ষণ কথা শুনে ফায়দাই ফায়দা। যতক্ষণ দেখলো ফায়দাই ফায়দা। যে আল্লাহ ওয়ালাদের কাছে গেল তার এক এক কদম আখেরাতের সম্বল। এক একটা পয়সা খরচ হলো সেটা আখেরাতের বড় দামি সম্বল।
الجليس الصالح خير من الوحدة
'ক্ষমা বিনে কেউ যাবেনা তোমার জান্নাতে'
মনে হয় আল্লাহ তা'আলার এই কথা শুনতে পছন্দ লাগতেছে। ওরা বিষয়টা বুঝতে পারছে যে, ওদের আল্লামা হওয়া, বুজুর্গ হওয়া যে কাজে লাগবে না আমার ক্ষমা ছাড়া বুঝতে পারছে জালেমের দল।
'ক্ষমা বিনে কেউ যাবেনা তোমার জান্নাতে
যারা যাবে টেনে নিবে তোমার রহমতে।'
কবিতার এ দুলাইন সবাই মুখস্ত কর নেও। একটু একটু মুখস্ত করলে কিছুদিন পর দেখা যাবে অনেক হয়ে গেছে। এতে নিজেরও ফায়দা হবে এবং তার জবান থেকে যারাই শুনবে সকলের ফায়দা হবে।”
- আরেফবিল্লাহ শাইখুল হাদিস মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন ছাহেব দা. বা.
অনলাইনে অশ্লীল এড, কন্টেন্ট বন্ধ করার জন্য কাহফ গার্ড ইন্সটল করুন। গুগল প্লে স্টোরে গিয়ে Kahf Guard লিখে সার্চ দিলেই এপটি পেয়ে যাবেন। ইন্সটল করার সময় সেটিং-এ গিয়ে কানেকশন সেটিং-এর প্রাইভেট DSN সিলেক্ট করে সেখানে এপের লিংক কপি করে পেস্ট করুন। সহজেই হারাম কন্টেন্ট ব্লক করুন। প্রায় পাঁচ লক্ষাধিক অশ্লীল সাইট থেকে নিরাপদ ও গুনাহমুক্ত থাকুন। আল্লাহ এই কাজের পিছনে যারা আছেন, তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দিন। নিজে ব্যবহার করুন, অন্যকেও ব্যবহার করতে উৎসাহিত করুন।
এক মহিলা ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন-
.ফদ্বীলাতুশ শাইখ, আমি বিয়ের আগে বেশি বেশি নামাজ, রোজা আদায় করতাম, কুরআন তিলাওয়াত করে শান্তি অনুভব করতাম, নেক আমলে শান্তি পেতাম কিন্তু এখন আমি সেসব বিষয়ে ঈমানের স্বাদ খুঁজে পাই না..
.ইমাম আলবানী রহিমাহুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করেন, হে আমার মুসলিম বোন, তুমি তোমার স্বামীর হক আদায় করা এবং তাঁর কথা শোনার ব্যাপারে কতটুকু মনোযোগী?
.মহিলা একটু বিরক্তবোধ করে বলে, শাইখ আমি আপনাকে নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত আর আল্লাহর আনুগত্যের কথা জিজ্ঞেস করছি, আর আপনি আমাকে আমার স্বামীর ব্যাপারে বলছেন!
.শাইখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন, আমার বোন, অধিকাংশ মেয়ে এই কারণে ঈমানের স্বাদ, আল্লাহর আনুগত্যে ইবাদতে তৃপ্তি পায় না। কেননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা ঐ সময় অবধি ঈমানের স্বাদ বা তৃপ্তি পাবে না; যতক্ষণ পর্যন্ত নিজের স্বামীর হক্ব আদায় করবে। [কানযুল উম্মাল - ৪৪৮০০]
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আফগানিস্তান টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রযুক্তি প্রদর্শনীতে নিজেদের বানানো বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শন করে।
একদল শিক্ষার্থী উন্নতি প্রযুক্তির ড্রোন প্রদর্শন করে যার গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার এবং ৫ হাজার মিটার উঁচু থেকে নজরদারির কাজ করতে পারবে।
আরেকদল শিক্ষার্থী নিজেদের উদ্ভাবিত রাডার সিস্টেম প্রদর্শন করে। যার সফটওয়্যার এবং ক্যামেরা তৈরি করেছে উক্ত ইন্সটিটিউটের একজন অধ্যাপক। এটির ট্রাফিক লাইট অতি ক্ষুদ্র বস্তুও শণাক্ত করে নিয়ন্ত্রক কম্পিউটারী তথ্য পাঠাতে পারে।
এছাড়া শিক্ষার্থীরা মাইন নিরোধক সাঁজোয়া যান এবং উন্নত প্রযুক্তির বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া-সহ বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শন করে।
C - RTA বাংলা
মেরিকার গণতন্ত্র কলম্বিয়া ইউনিভার্সিটির ডরমেটরিতে ঢুকছে।