DAILY GK GYAN
4 subscribers
3 photos
6 links
Daily GK , Technical And Government jobs update
Download Telegram
Channel created
👀
5012 শূন্যপদে রাজ্যজুড়ে কৃষি বিভাগে মাধ্যমিক পাশে গ্রুপ-সি কর্মী নিয়োগ, বেতন 40000 টাকা | Govt Job Recruitment 2022
📃 *বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর :- সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী*📑

1. কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়?
Answer : ১৯৩০
2. মহাবীর কার কাছে সন্যাস ধর্ম গ্রহণ করেন?
Answer : গোসাল
3. ধাতুর যে পাতলা ত্বক মিষ্টি সাজাতে সাধারণত ব্যবহৃত হয় সেটি হলো?
Answer : রুপা
4. কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো
Answer : সোডিয়াম
5. দুখু মিঞা নামে আমরা কোন কবি কে চিনি?
Answer : কবি কাজী নজরুল ইসলাম
6. পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরো নাম কি?
Answer : জ্যোতিরিন্দ্র বসু
7. বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
Answer : ভিটামিন বি-১২
8. মুর্শিদাবাদের হাজার দুয়ারী নির্মান করেন কে?
Answer : নবাব নাজিম হুমায়ুন জাহ
9. তানপুরা বাদ্য যন্ত্রে কটি তার থাকে?
Answer : ৪ ( 4 ) টি
10. মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালক কে?
Answer : মেহেবুব খান
11. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কার লেখা?
Answer : দুর্গেশ নন্দিনী , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
12. শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে?
Answer : ৪ঠা ফেব্রুয়ারী ( 4th February )
13. “Forge your Future” বইটি কার লেখা?
Answer : এ. পি. জে. আব্দুল কালাম
14. শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?
Answer : ভলিবল
15. ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম “বুসেফালাস” যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন?
Answer : আলেক্সজান্ডার
16. আসফ খানের কন্যা অনজুমান বানু বেগম ইতিহাসে কি নাম বিখ্যাত?
Answer : মুমতাজ
17. স্বাধীন ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন?
Answer : থমাস আর্মহাস্ট ( প্রথম ভারতীয় – সুব্রত মুখার্জী )


18. আগেকার দিনে রানীরা বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত থাকতেন | এই দুর্দশার কথা ভেবে মহারাজা সাওয়াই প্রতাপ সিং বিখ্যাত স্থপতিকার লাল চাঁদ ওস্তাদ কে দিয়ে কোন বিখ্যাত সৌধ বানান?
Answer : হাওয়া মহল
19. ১৫৮৩ সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের কোন শহরের নামের অর্থ “ঈশ্বরের শহর” (“City of God”)?
Answer : এলাহাবাদ
20. “Dalhousie…Through My Eyes” – বইটির লেখক কে?
Answer : তথাগত রায়
21. ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
Answer : মোরারজি দেশাই
22. কোন দেশ সব থেকে বেশি নোবেল পেয়েছে এখনো পর্যন্ত?
Answer : আমেরিকা
23. কোন দিনে “Ask a question” দিবস পালন করা হয়?
Answer : ১৪ ই মার্চ ( 14th March )
24. একটি তাসের প্যাকেটের কোন তাসের King এর কোনো মুছ (Moustache) নেই?
Answer : Hearts
25. আকবর-নামার রচয়িতা কে?
Answer : আবুল ফজল
26. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?
Answer : ফ্যাদোমিটার (fathometer)
27. ভারতের কোন দুটি রাজ্য শুধুমাত্র অপর একটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
Answer : সিকিম ( পচিমবঙ্গের সাথে ), মেঘালয় ( আসামের সাথে )
28. ২০১৮ সালের অস্ট্রেলিয়াই কমনওয়েলথ গেমসে ভারতের পক্ষ থেকে পতাকা বহন কে করবে?
Answer : পি. ভি. সিন্ধু
29. মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে?
Answer : ২৩ জোড়া
30. ভারতের কোন শহরে প্রথম ইনসেক্ট মিউজিয়াম ( Insect Museum ) চালু হলো?
Answer : কোয়েম্বাটুরে

31. ভারতের ইতিহাসের জনক
( Father of Indian History) কাকে বলা হয়?
উত্তরঃ মেগাস্থিনিস
32. দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন?
উত্তরঃ নাসিরুদ্দিন খসরু খাঁ
33. কোন দেশে সব থেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে?
উত্তরঃ ফিনল্যাণ্ড
34. সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে?
উত্তরঃ গোয়া
35. সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছেন?
উত্তরঃ ক্যাথারিন হেপবার্ন
36. দ্রুততম সামুদ্রিক প্রাণী কোনটি?
উত্তরঃ ব্ল্যাক মার্টিন
37. পৃথিবীতে বসবাসকারি সব থেকে বড় প্রাণী কোনটি?
উত্তরঃ নীল তিমি
38. ১ টঙ্কা = কত জিতল ?
উত্তরঃ ৪৮ ( 48)
39. মানবদেহের সব থেকে বড় অঙ্গ ( Organ ) কোনটি?
উত্তরঃ ত্বক ( Skin )
40. সব থেকে কম সংখ্যক পৌরসভা ভারতের কোন জেলাতে রয়েছে?
উত্তরঃ কলকাতা
41. লিচু ফলের উৎপত্তি কোন দেশে?
উত্তরঃ চীন
42. তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি?
উত্তরঃ সিংহ
43. STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি?
উত্তরঃ নিউ দিল্লী ( STD কোড ০১১)
44. কোন শহরের ডাকনাম “The Big Apple” ?
উত্তরঃ নিউ ইয়র্ক


45. ক্লোরোফিলে কোন ধাতু থাকে?
উত্তরঃ ম্যাগনেসিয়াম
46. পঞ্চমবেদ কাকে বলা হয়?
উত্তরঃ মহাভারত
47. “আরাম হারাম হ্যায়” – এই উক্তিটি কার?
উত্তরঃ পণ্ডিত জহরলাল নেহেরু
📒📓📔📕📕📖📗📘📘📙📚📑📃🔖🈯🎟️
প্রাইমারি টেট এই বছরের নেওয়ার সম্ভাবনা প্রবল! তবে আগামী বৈঠকে কি হয় তা দেখতে হবে! সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পর্ষদ বৈঠকে বসবে বলে জানা গেছে (এই নিয়ে গুগল গিয়ে wbedu লিখলে আরও বিস্তারিত আপডেট পাবেন)!
এবার আসি নতুন টেটের ভেনু নিয়ে যে সমস্ত নোটিশ ভাইরাল হচ্ছে সেই নিয়ে- এই সমস্ত ভাইরাল হওয়া নোটিশ গুলো ফেক কি ফেক না এই নিয়ে এখনও কোনও আপডেট সামনে আসে নি!! প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে ফেক!! কারণ কোনও সেন্ট্রাল নোটিশ ছাড়া একই ভাবে বিভিন্ন ডিএসসি কিভাবে একই রকম নোটিশ জারি করেছে!! যদিও আবারও বলছি এটা প্রাথমিক অনুমান! নোটিশ নিয়ে আরও খবর পেলে বিস্তারিত ভাবে এই গ্রুপে পোস্ট করবো!! আপনারা দৈর্য্য রাখুন!!!
🔴গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর👇
'My experiment with silence' বইটির লেখক কে ?
Ans. সমীর সোনি
কত ডিগ্রি সেন্টিগেড উয়তায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার?
Ans. 4° C
'A Suitable Boy' – গ্রন্থের লেখক কে ?
Ans. বিক্রম শেঠ
খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলিত হয় একে কি বলে?
Ans. অণুরণন

6. সুরাজকুন্দের মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
Ans. হরিয়ানা
নবদ্বীপের ইসকন মন্দিরটি কোন নদীর তীরে অবস্থিত?
Ans. জলঙ্গি
Cache memory নিচের কোন দুটির মধ্যে কাজ করে ?
Ans. CPU এবং RAM
ওনাম উৎসব টি কোন রাজ্যে পালন করা হয়না?
Ans. কেরালা
উদ্ভিদ প্রোটিন সংশ্লেষণ করে কি থেকে?
Ans. অ্যামাইনো অ্যাসিড
টোকিও অলিম্পিকে কুস্তিতে কোন ভারতীয় আম্পায়ারিং করেছেন?
Ans. অশোক কুমার

কামাক্ষা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত?
Ans. আসাম
আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে?
Ans. সঙ্কট কোণের চেয়ে বড়
চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ?
Ans. সেলুকাস
'ওয়ার অ্যান্ড পীস' - এর রচয়িতা কে ?
Ans. লিও টলস্টয়
1942 এর আগস্ট আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন
Ans. লিনলিথগো
টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?
Ans. লর্ড ওয়েলেসলি

কলকাতা এবং লণ্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে
Ans. কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে
ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দ্যেশ ছিল-
Ans. গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি
প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয় ?
Ans. প্রথমে
আদালত কর্তৃক কার্যকর নয় (non-justiciable) ভারতীয় সংবিধানের কোন অংশটি ?
Ans. প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার _ প্রকার
Ans. তিনস্তর
কোনটি একটি External Storage devices নয় ?
Ans. RAM
সংগীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয়?
Ans. 1953

লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অধীনে আছে?
Ans. কেরালা হাইকোর্ট
ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন:-
Ans. ভারতের রাষ্ট্রপতি
জায়গাগুলির মধ্যে কোথায় কুম্ভমেলা আয়োজিত হয়না?
Ans. বারাণসী
SONAR এর পুরোকথা কী?
Ans. Sound Navigation and Ranging

শেষের কবিতার দুই কেন্দ্রীয় চরিত্রের স্বাক্ষাত কোথায় হয়েছিল?
Ans. শিলং
🟢🟢🟢◼️🟢🟢🟢
╭───────────────────╮
      ♻️দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 04-09-2022✔️✔️✔️✔️✔️
╰───────────────────╯

1.মুখ্যমন্ত্রী উদীয়মান খিলাড়ি উন্নয়ন যোজনা লঞ্চ করলো উত্তরাখন্ড

2.চীন , আমেরিকাকে অতিক্রম করে World's 10th Largest Life Insurer হলো ভারত

3.বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপত্য হিসাবে ইসকন মন্দির তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়

4.সুইজারল্যান্ডের অলিম্পিক মিউজিয়ামে রাখার জন্য অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিনটি উপহার দিলেন নিরাজ চোপড়া

5.Bloomberg Billionaires Index 2022 - এ তৃতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি , প্রথম স্থানে এলোন মাস্ক এবং দ্বিতীয় স্থানে জেফ বেজস

6. “ JK Ecop ” নামে অনলাইন মোবাইল অ্যাপ লঞ্চ করলো জম্মু - কাশ্মীর পুলিশ

7.সম্প্রতি সার্বিয়ার প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হলেন Ana Brnabic

৪.সম্প্রতি আন্তর্জাতিক দেশীয় ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় স্পিনার রাহুল শর্মা

9.'India's Economy From Nehru To Modi - A Brief History ' শিরোনামে বই লিখলেন পুলাপ্রে বালাকৃষ্ণন

10.T20I ক্রিকেটে সর্বোচ্চ রান স্কোরার হলেন রোহিত শর্মা
🔴গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর👇
ভগৎ জওহরমল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
Ans. কুকা আন্দোলন
ভালকাইনাইজেশন পদ্ধতিতে নিম্নলিখিত কোন দুটি ব্যবহৃত হয়?
Ans. রাবার ও সালফার
ভারতীয় মুদ্রার জন্য প্রতীক চিহ্ন কবে নেওয়া হয়েছে?
Ans. 2010

1864 সালের মাদ্রাজে বেদ সমাজ প্রতিষ্ঠা করেন কে?
Ans. কেশব চন্দ্র সেন
প্রথম “পদ্মবিভূষণ” পুরস্কারের প্রাপক কে ছিলেন ?
Ans. সত্যেন্দ্রনাথ বোস
ভারতের প্রথম মাদাম তুসো মিউজিয়াম কোন শহরে উদ্বোধন হয় ?
Ans. নিউ দিল্লী

স্কচ গোল্ড অ্যাওয়ার্ড কোন মন্ত্রকের অধীনে?
Ans. মিনিস্ট্রি অফ ট্রাইবাল আফেয়ারস
ধরিত্রী দিবস পালিত হয়-
Ans. 22 শে এপ্রিল
উগান্ডার রাজধানীর নাম কী ?
Ans. কাম্পালা
ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় আছে?
Ans. রোম
পায়রার বায়ুথলির সংখ্যা হল-
Ans. 9 টি
দুটি ভিন্ন প্রজাতির থেকে সৃষ্ট পলিপ্লয়েডকে বলে-
Ans. এ লো পলিপ্লয়েড

একটি ফাইল এর  Direct access কি নামে পরিচিত ?
Ans. Random access
কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 2 ঘন্টা। প্রাথমিক আয়তনের 6 ঘন্টা পরে ওই তেজস্ক্রিয় মৌলের কত অংশ অবশিষ্ট থাকবে?
Ans. 1/8
2023 সালে হকি বিশ্বকাপ (পুরুষ) কোথায় অনুষ্ঠিত হবে?
Ans. ভুবনেশ্বর, রাউলকেল্লা, ভারত
রবাট উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
Ans. চতুর্থ

কলকাতাকে “আলিনগর” নামকরণ কে করেছিলেন ?
Ans. সিরাজ উদ্ দৌল্লা
জাপানের টোকিও কোন নদীর তীরে অবস্থিত ?
Ans. সুমিদা
লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে কি বলে ?
Ans. হ্যালোফাইটস
স্বাধীন ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতিরাজ প্রবর্তিত হয়?
Ans. রাজস্থানে
কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
Ans. রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি

নিচের কোনটি BRICS ব্যাংক হিসাবে পরিচিত?
Ans. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
CD কি ধরনের data storage ?
Ans. Optical
কোশপর্দা কোথায় দেখতে পাওয়া যায়?
Ans. উদ্ভিদ এবং প্রানী কোশ
টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় মহিলা জুডো হলেন কে?
Ans. সুশীলা লিকমাবাম

ঠাকুর সন্ধাওয়ালিয়া নিচের কোন সংস্কার সমিতির সঙ্গে যুক্ত ছিলেন?
Ans. সিংহ সভা
দার উলুম 1866 সালে প্রতিষ্ঠা করেন কে?
Ans. মহ: কাশিম ননৌতবি
“স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” কার রচনা?
Ans. রঙ্গলাল বন্দোপাধ্যায়

জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
Ans. C-14
I am playing on Yono Arcade India's #1 skilled gaming app.
Join me on Yono Arcade & start winning Real Cash Prizes today!
1️⃣ Get a Joining bonus of ₹11 free
2️⃣ Get a 7days login bonus of ₹80 free
3️⃣ 100% cashback on first deposit
Enjoying Rummy,LUDO,Poker and 30+games with me. Click the link to download: https://www.yonoarcadeapp.com?code=F55WSXJX5HF&t=1713489598