BlueSky Tech Point
4.6K subscribers
404 photos
8 videos
111 files
223 links
BlueSky Tech Point is one of the most active & informative technology based knowledge sharing communities.

🌍 Our Site: https://BSTechBD.com
🔵 Our Fb Page: www.facebook.com/BlueSkyTechPoint
🛰️ Our Fb Group: www.facebook.com/groups/blueskytechcommunity
Download Telegram
সালমান এফ রহমান বিহীন একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স বেড়েছে ১৮১ পয়েন্টস!

বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। ম্যাক্সিমাম স্টক উর্ধ্বমুখী।
$93.76 billion laundered over the past 16 years, equating to 11 trillion BDT.

(৯৩,৭৬০,৩৪৮,০০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ১১,০০২,১৫৮,০১৯,৫০৩.২০ টাকা পাচার হয়েছে গত ১৬ বছরে।)

Source : Banglavision/Sozoo Today
ছবিটা ভালো করে দেখেন, শুধু কি কোটা বৈষম্য? আরও কত বৈষম্য হয়েছে বুঝতে পারবেন!
রাষ্ট্রপতি কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত হলেন ড. মুহাম্মদ ইউনূস।
এ বছর যারাই বাপ নিয়ে বেশি লাফাতে গেছিল, তারাই কট খেয়েছে।
ভারতীয় মিডিয়া এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন:

১.ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে তারাও সেভেন সিস্টার্স নিয়েও শান্তিতে থাকতে পারবে না।

২.শেখ মুজিবের ছবি এবং মুর্তি পাবলিক কেনো নামাচ্ছে, এটা তার মেয়েকে জিজ্ঞেস করেন। উনি কী কী করেছেন, সেটা তিনিই ভালো জানেন।

৩.দেশে যে হানাহানি হচ্ছে, এটা দীর্ঘদিনের জুলুম নির্যাতনের প্রতিক্রিয়াজনিত। শীঘ্রই থেমে যাবে।

See the full interview: https://youtu.be/SUzKvArON-0?si=OLM9_T4jAbifS7k6
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোন নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।

সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুনঃ


বরিশাল বিভাগ

১। বরিশাল

০১৭৬৯০৭২৫৫৬

০১৭৬৯০৭২৪৫৬


২। পটুয়াখালী

০১৭৬৯০৭৩১২০

০১৭৬৯০৭৩১২২


৩। ঝালকাঠি

০১৭৬৯০৭২১০৮

০১৭৬৯০৭২১২২


৪। পিরোজপুর

০১৭৬৯০৭৮২৯৮

০১৭৬৯০৭৮৩০৮


চট্টগ্রাম বিভাগ

১। নোয়াখালী

০১৬৪৪-৪৬৬০৫১

০১৭২৫-০৩৮৬৭৭


২। চাঁদপুর

০১৮১৫-৪৪০৫৪৩

০১৫৬৮-৭৩৪৯৭৬


৩। ফেনী

০১৭৬৯-৩৩৫৪৬১

০১৭৬৯-৩৩৫৪৩৪


৪। লক্ষীপুর

০১৭২১-৮২১০৯৬

০১৭০৮৭৬২১১০


৫। কুমিল্লা

০১৩৩৪-৬১৬১৫৯

০১৩৩৪-৬১৬১৬০


৬। ব্রাক্ষণবাড়ীয়া

০১৭৬৯-৩২২৪৯১

০১৭৬৯-৩৩২৬০৯


৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা

০১৭৬৯১০৭২৩১

০১৭৬৯১০৭২৩২


৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত)

০১৭৬৯২৪২০১২

০১৭৬৯২৪২০১৪


ঢাকা বিভাগ

১। মাদারীপুর

০১৭৬৯০৭২১০২

০১৭৬৯০৭২১০৩


২। কিশোরগঞ্জ

০১৭৬৯১৯২৩৮২

০১৭৬৯২০২৩৬৬


৩। টাঙ্গাইল

০১৭৬৯২১২৬৫১

০১৭৬৯২১০৮৭০


৪। গোপালগঞ্জ

০১৭৬৯-৫৫২৪৩৬

০১৭৬৯-৫৫২৪৪৮


৫। রাজবাড়ী

০১৭৬৯-৫৫২৫১৪

০১৭৬৯-৫৫২৫২৮


৬। গাজীপুর

০১৭৮৫৩৪৯৮৪২

০১৭৬৯০৯২১০৬


৭। মুন্সিগঞ্জ

০১৭৬৯০৮২৭৯৮

০১৭৬৯০৮২৭৮৪


৮। মানিকগঞ্জ

০১৭৬৯০৯২৫৪০

০১৭৬৯০৯২৫৪২


৯। নারায়ণগঞ্জ

০১৭৩২০৫১৮৫৮


১০। নরসিংদী

০১৭৬৯০৮২৭৬৬

০১৭৬৯০৮২৭৭৮


১১। শরিয়তপুর

০১৭৬৯০৯৭৬৬০

০১৭৬৯০৯৭৬৫৫


১২। ফরিদপুর

০১৭৬৯০৯২১০২

০১৭৪২৯৬৬১৬২


ঢাকা মহানগর

১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন

০১৭৬৯০৫১৮৩৮

০১৭৬৯০৫১৮৩৯


২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী

০১৭৬৯০১৩১০২

০১৭৬৯০৫৩১৫৪


৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর

০১৭৬৯০২৪২১০

০১৭৬৯০২৪২১১


৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা

০১৭৬৯০৯২৪২৮

০১৭৬৯০৯৫৪১৯


ময়মনসিংহ বিভাগ

১। শেরপুর

০১৭৬৯২০২৫১৬

০১৭৬৯২০২৫২৪


২। নেত্রকোণা

০১৭৬৯২০২৪৭৮

০১৭৬৯২০২৪৪৮


৩। জামালপুর

০১৭৬৯১৯২৫৪৫

০১৭৬৯১৯২৫৫০


৪। ময়মনসিংহ

০১৭৬৯২০৮১৫১

০১৭৬৯২০৮১৬৫


খুলনা বিভাগ

১। বাগেরহাট

০১৭৬৯০৭২৫১৪

০১৭৬৯০৭২৫৩৬


২। কুষ্টিয়া

০১৭৬৯-৫৫২৩৬২

০১৭৬৯-৫৫২৩৬৬


৩। চুয়াডাঙ্গা

০১৭৬৯-৫৫২৩৮০

০১৭৬৯-৫৫২৩৮২


৪। মেহেরপুর

০১৭৬৯-৫৫২৩৯৮

০২৪৭৯৯২১১৫৩


৫। নড়াইল

০১৭৬৯-৫৫২৪৫৬

০১৭৬৯-৫৫২৪৫৭


৬। মাগুরা

০১৭৬৯-৫৫৪৫০৫

০১৭৬৯-৫৫৪৫০৬


৭। ঝিনাইদহ

০১৭৬৯-৫৫২১৫৮

০১৭৬৯-৫৫২১৭২


৮। যশোর

০১৭৬৯-৫৫২৬১০

০১৭৬৯-০০৯২৪৫


৯। খুলনা

০১৭৬৯-৫৫২৬১৬

০১৭৬৯-৫৫২৬১৮


১০। সাতক্ষীরা

০১৭৬৯-৫৫২৫৩৬

০১৭৬৯-৫৫২৫৪৮


রাজশাহী বিভাগ

১। রাজশাহী

০১৭৬৯১১২৩৮৬

০১৭৬৯১১২৩৮৮


২। চাঁপাইনবাবগঞ্জ

০১৭৬৯১১২০৭০

০১৭৬৯১১২৩৭২


৩। পাবনা

০১৭৬৯১২২৪৭৮

০১৭৬৯১১২৪৮০


৪। সিরাজগঞ্জ

০১৭৬৯১২২৪৬২

০১৭৬৯১২২২৬৪


৫। নাটোর

০১৭৬৯১১২৪৪৬

০১৭৬৯১১২৪৪৮


৬। নওগাঁ

০১৭৬৯১২২১১৫

০১৭৬৯১২২১০৮


৭। জয়পুরহাট

০১৭৬৯১১২৬৩৪


৮। বগুড়া

০১৭৬৯১১২৫৯৪

০১৭৬৯১১২১৭০


রংপুর বিভাগ

১। রংপুর

০১৭৬৯৬৬২৫৫৪

০১৭৬৯৬৬২৫১৬


২। দিনাজপুর

০২৫৮৯৯২১৪০০

০২৫৮৯৬৮২৪১৪


৩। নীলফামারী

০১৭৬৯৬৮২৫০২

০১৭৬৯৬৮২৫১২


৪। লালমনিরহাট

০১৭৬৯৬৮২৩৬৬

০১৭৬৯৬৮২৩৬২


৫। কুড়িগ্রাম

০১৭৬৯৬৬২৫৩৪

০১৭৬৯৬৬২৫৩৬


৬। ঠাকুরগাঁও

০১৭৬৯৬৬৬০৬২

০১৭৬৯৬৭২৬১৬


৭। পঞ্চগড়

০১৯৭৩০০০৬৬২

০১৭৬৯৬৬২৬৬১


৮। গাইবান্ধা

০১৬১০৬৫২৫২৫

০১৭৫৪৫৮৫৪৮৬


সিলেট বিভাগ

১। সিলেট

০১৭৬৯১৭৭২৬৮

০১৯৮৭৮৩৩৩০১


২। হবিগঞ্জ

০১৭৬৯১৭২৫৯৬

০১৭৬৯১৭২৬১৬


৩। সুনামগঞ্জ

০১৭৬৯১৭২৪২০

০১৭৬৯১৭২৪৩০


৪। মৌলভীবাজার

০১৭৬৯১৭৫৬৮০

০১৭৬৯১৭২৪০০
BlueSky Tech Point
ভারতীয় মিডিয়া এনডিটিভির সাথে সাক্ষাৎকারে ড. মুহম্মদ ইউনুস বলেন: ১.ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে তারাও সেভেন সিস্টার্স নিয়েও শান্তিতে থাকতে পারবে না। ২.শেখ মুজিবের ছবি এবং মুর্তি পাবলিক কেনো নামাচ্ছে, এটা তার মেয়েকে জিজ্ঞেস…
ড. ইউনুস সেখানে ইন্ডিয়ার সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়াকেই থ্রেট করে কথা বললো!

ভদ্রলোক এখনও চেয়ারে বসেন নাই! ক্ষমতাও হাতে নেন নাই! তার আগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে তিনি ইন্ডিয়া কে মাতব্বরি করতে দিবেন না! NEVER EVER!

আমার ধারণা কয়েক মিনিটের এই ইন্টারভিউ পৃথিবীর বাইরের কোনো এক গ্রহে পৌঁছে গেছে! যেখানে বসে আমার ভাই আবরার ফাহাদ, হাসছে পুষ্পের হাসি! 🙂
ইদানিং Gen Z সম্পর্কে চারিদিকে অনেক কথা হচ্ছে। আমার মতো অনেকেই এটার সম্পর্কে বিস্তারিত জানা নেই। তো চলুন জেনে নিই এই প্রজন্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

Gen Z হল সেই প্রজন্ম যারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। তারা ডিজিটাল যুগে জন্মানো প্রথম প্রজন্ম, যারা আধুনিক প্রযুক্তির সাথে বেড়ে উঠেছে।

প্রজন্ম পরিচিতি: আমাদের বাবা-দাদাদের প্রজন্মের বিভিন্ন নাম রয়েছে। চলো সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

1. Baby Boomers: ১৯৪৬ থেকে ১৯৬৫ সালের মধ্যে জন্মগ্রহণকারী প্রজন্মকে বলা হয় 'Baby Boomer'। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জন্মেছেন।

2. Generation X: ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্মগ্রহণকারী প্রজন্মকে বলা হয় 'Generation X'। এরা প্রযুক্তির শুরুতে বেড়ে উঠেছে।

3. Millennials: ১৯৮০ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্মগ্রহণকারী প্রজন্মকে বলা হয় 'Millennials'। এরা ইন্টারনেট এবং মোবাইল ফোনের বিস্তার কালে বড় হয়েছে।

4. Gen Z: ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী প্রজন্মকে বলা হয় 'Gen Z'। এরা সামাজিক যোগাযোগ মাধ্যম, স্মার্টফোন এবং উন্নত প্রযুক্তির মধ্যে বেড়ে উঠেছে।

5. Generation Alpha: ২০১৩ সাল থেকে বর্তমান পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদের বলা হচ্ছে 'Generation Alpha'। এরা আরও উন্নত প্রযুক্তির যুগে জন্মেছে, যেখানে AI এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে।

এভাবে বিভিন্ন প্রজন্মের নাম ও বৈশিষ্ট্য জানলে আমাদের চারপাশের সমাজ ও সংস্কৃতিকে ভালোভাবে বোঝা সহজ হয়।
সকল সেক্টরে রিফর্ম না আসলে এই আন্দোলন দ্রুত কবরে পৌঁছে যাবে।

তাই শিক্ষক, বিচারক, ডাক্তার, ব্যাংকার, সেনাবাহিনী নিজ নিজ সেক্টরের জালিমদের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করেন, তাদের বিচার নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করুন।

অন্যথায় তিন দিনের স্বাধীনতা এক মাসের মধ্যেই গায়েব হয়ে আবারো পুরাতন সিস্টেমে ফেরত যেতে পারেন। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার তৈরি করা বিচারহীনতা, টর্চার, দূর্নীতি, মাদক ও সন্ত্রাসের যেই সিস্টেম আছে সেইটাকে শেষ করা। সেই কাজটা ছাত্ররা একা করতে পারবে না। আপনাদের সকলের সহায়তা লাগবে। তাই আর বসে না থেকে নিজেরা সোচ্চার হন। এর সুফল আপনারাই ভোগ করবেন ইনশাআল্লাহ।

✍️ সংগৃহীত
বাংলাদেশ নিয়া যেসব প্রতিবেশীরা দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তা কমানোর জন্য বলতেসি আমাদের দেশের প্রধান একজন নোবেল বিজয়ী। তিনি কোন চায়ের দোকানদার না।

- Shuvra Goswami
ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাবিত।
অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিবেন যারা—

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম
এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

*কোন রিচার্জ লাগবে না
*শুধুমাত্র ৯-১০ আগস্ট ২০২৪ এর জন্য প্রযোজ্য

একাউন্টের মেয়াদ না থাকলে রিচার্জ করুন।
একাউন্টে ব্যালেন্স থাকলেও কাটেনা। তারপরেও বাড়তি সতর্কতার জন্য ব্যালেন্স না রাখতে পারেন।
শেষ সময়ে হাসিনা ভারতীয় সেনা পাঠাইতে বলছিলো। দেখেন এই ডাইনী কোন লেভেলে যাইতে পারে।
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন “লুৎফুজ্জামান বাবর” তৎকালীন বিএনপির এমপি ও হোম মিনিস্টার।

ভারতের সেভেন সিস্টারস বা সাত কন্যা নামে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ। যেমন- অরুনাচল, আসাম, মনিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা আর নাগাল্যান্ড।

এই রাজ্যগুলো তে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ইন্ডিয়া অস্থিতিশীল করে দিয়েছিলেন এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন উল্ফা কে অস্ত্র সাপ্লাই দিতেন।

চায়না,পাকিস্তান মিলে তত ক্ষতি ইন্ডিয়ার করতে পারেনাই যতটা উনি করেছিলেন। লাস্টে ১০ ট্রাক অস্ত্র পাচারের সময় ধরা খেয়ে যায়। কে জানে ১০ ট্রাক অস্ত্র পাচার সফল হলে ইন্ডিয়ার অবস্থা কি হইতো।

- He threatened India at that time when no one dared to threat them from Bangladesh.

সেভেন সিস্টার কে স্টেপ সিস্টার বানানোর ক্ষমতা রাখা একমাত্র খলনায়ক!

এছাড়াও, সেসময় বর্ডারে বিএসএফ ভয়ে তটস্থ থাকতো কারণ তিনি BDR দের অর্ডার দিয়ে রেখেছিলেন বিএসএফের ক্ষেত্রে এক চুল ছাড় দেওয়া যাতে না হয়।

অর্থাৎ ৫ টা বছর পুরা ইন্ডিয়ার নিরাপত্তা মন্ত্রনালয়ের ঘুম হারাম করে দিয়েছিলেন।

✍️ Khadimul Islam
Lutfozzaman Babar বিএনপির একজন এমপি ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে প্রোথিত।বাংলাদেশে RAB এর জন্ম দেন তিনি। RAB কিভাবে কাজ করবে তার পুরো গাইডলাইন দেন তিনি। এবং তখনকার সন্ত্রাসীদের রাজত্ব তিনি ধ্বংস করে দেন। এমনি তার নিজের দল বিএনপি এর অনেক সন্ত্রাসী কে তিনি ক্রসফায়ারে দেন। এখনকার বিএনপি দুর্বল হয়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ এটি। এবং সেই সময়ে RAB তুমুল জনপ্রিয় এলিট ফোর্সে পরিণত হয়।

তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা।

তার সবচেয়ে আলোচিত ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্র পাচারের ঘটনা, যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন।

১০ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত ৪৬৩টি বাক্সে ছিল এমটিটি, এসএমজি, টমিগান ৭৯০টি, ২৭ হাজার গ্রেনেড, ১৫০টি রকেট লঞ্চার, ৬২০টি ম্যাগাজিন এবং ১১ লাখ ৪৩ হাজার ৫২০টি গুলি। এসবের আনুমানিক মূল্য ছিল ২৭ হাজার কোটি টাকা।

তার সেই বিখ্যাত ডায়লগ, "উই আর লুকিং ফর শত্রুজ!"—আজও অনেকে ভুলতে পারেনি।

✍️ Bangladesh Black Hat Hackers
Free for Students. May be useful for someone.

https://freeforstudents.org/row
তথ্য-প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ

https://bcs.org.bd/page/notice/asset_project

Note: Training is available only in Dhaka.