Sakib War Update
25.8K subscribers
6.1K photos
5.11K videos
3 files
349 links
News from around the World! 🌐

Currently Focusing on Palestinian Steadfast Resistance Against Israeli Entity... 🇵🇸

Pro Axis of Resistance
Anti Islamic-Sectarianism

🇧🇩🇵🇸🇵🇰🇮🇷🇮🇶🇶🇦🇹🇷🇸🇦🍁🇷🇺🇱🇧
Download Telegram
এটা কোনো ধরণের পর্যটকদের উপর আক্রমণ ছিলো না, কিংবা হিন্দু হওয়াতেও কাওকে মারা হয়নি

এটা স্ব-পরিবারে আসা ভারতীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, নেভি, এয়ার ফোর্স সহ কভার্ট অপারেশনে যুক্ত ব্যক্তিদেরকে বেছে বেছে টার্গেট করেছে। দেখেন কোনো পরিবারের মেয়ে বা শিশুদেরকে টাচও করা হয়নাই।

সুতরাং ভারতীয় মিডিয়া বা আন্দাজি আবেগী লেখকদের কথা বিভ্রান্ত হবেন না।
গতকাল নিহত ভারতীয় এয়ার ফোর্সের ইন্টেলিজেন্স ইউনিট কর্পোরাল Tage Hailyang
Glory to the Martyrs

তারা জমজ বোন

জন্মেছে একই সময়ে, জান্নাতের ফুলও হল একই সময়ে
Pahlagam এট্যাক নিয়ে রেসিস্ট্যান্সের বিবৃতিঃ-

আক্রান্তরা কোনো সাধারণ ট্যুরিস্ট নয় বরং ভারতীয় আন্ডারকাভার এজেন্সি। এতে অন্তর্ভুক্ত ছিলো ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, র ও অন্যান্য সরকারি ব্যক্তিরা।

কাশ্মীরে নন-লোকালদের বৃহৎ বাসস্থান গড়ে তোলা, স্থানীয়দের চাকরিচ্যুত, সরকারি ও প্রাইভেট কন্ট্রাক্ট এ নন-লোকালদের নিয়োগ, ভূমি অধিগ্রহণ, শিল্পোন্নয়নের নামে নন-লোকালদের ভূমি প্রদান সহ বিভিন্ন বিষয়ে তদারকিই ছিলো উক্ত টীমের মূল উদ্দেশ্য।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔻 গতকাল রাতে হাইফার ১টি গুরুত্বপূর্ণ টার্গেটে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক চালিয়েছে ইয়েমেন আনসারআল্লাহ মিসাইল ফোর্স।

এয়ার ডিফেন্স সিস্টেম এটিকে থামাতে ব্যর্থ হয় ও এটি টার্গেটে আঘাত হানে।

এছাড়া, Yaffa এরিয়ায় ১টি গুরুত্বপূর্ণ টার্গেটে ১টি ক্যামিকাযি ড্রোন স্ট্রাইক চালানো হয়।

➤ স্পক্স ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহয়া সা'রি
আজ এক বক্তব্যে ফিলিস্তিনের তথাকথিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার রেসিস্ট্যান্সকে 'কুকুরের বাচ্চা' আখ্যা দিয়ে যুদ্ধবন্দীদের মুক্তি দিতে বলেছে অতিদ্রুত, যাতে এই অবস্থা কাটিয়ে উঠতে পারে।
Sakib War Update
বিভিন্ন সময় জর্দানে "রকেট ও ড্রোন হামলা" পরিকল্পনার অভিযোগ দিয়ে আটক করা ১৬ জনকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছে হামাস। তারা জর্দানের কোনো বিশৃঙ্খলা নয় বরং গাজার সমর্থনে জাতীয় দায়িত্ব পালন করতেই পরিকল্পনায় ছিলো বলে জানিয়েছে হামাস।
আটককৃতরা মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট দাবি করে জর্দানের মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছে জর্দান।
একইসাথে, তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।।
পাকিস্তান জিন্দাবাদ

WE ARE READY
Pahalgam এরিয়ায় রেসিস্ট্যান্সের হাতে ইন্টেলিজেন্স অফিসারদের ধোলাই খাওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ সিদ্ধান্ত নিয়েছে ভারতঃ-

- পাকিস্তানের সাথে Indus পানি চুক্তি স্থগিত

- Wagha Attari বর্ডার বন্ধ ঘোষণা

- পাকিস্তান হাই কমিশনে থাকা সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণদের ১ সপ্তাহের ভেতর ভারত ত্যাগের নির্দেশ

- পাকিস্তানি নাগরিকদের জন্য সকল ভিসা বন্ধ। ২ দিনের ভেতর ভারতে থাকা পাকিস্তানিদের ভারত ত্যাগের নির্দেশ

- ৫৫ জন থেকে উভয় সাইডে কর্মকর্তা সংখ্যা কমিয়ে ৩০ করার সিদ্ধান্ত
Indus এর পানি যদি প্রবাহিত না হয় তবে এই উপমহাদেশে ভিন্ন কিছু প্রবাহিত হবে
Media is too big
VIEW IN TELEGRAM
because of you, we are all here!  you are pushing this country to collapse
৩ মাসের Grace Period সময় অতিক্রান্ত হওয়ার পর,
ইয়েমেনের সকল ধরণের আমেরিকান পণ্য বয়কটের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট।

ইজ্রাইলি পণ্যের পাশাপাশি আমেরিকান কোনো পণ্য এখন থেকে ইয়েমেনে ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।
🔻👉 জম্মু-কাশ্মীরের Udhampur এরিয়ায়,
স্বাধীনতাকামী যোদ্ধাদের এম্বুশে ১ ভারতীয় সেনা নিহত হয়েছে।

লড়াই চলমান....
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
জাবালিয়া পুলিশ স্টেশনে ইজ্রাইলি সন্ত্রাসীদের টার্গেটেড বোম্বিংয়ে ১০ ফিলিস্তিনি শাহাদাৎ বরণ করেছেন
পাঞ্জাব Kasur বর্ডার পোস্ট পার হয়ে অবৈধভাবে পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের সময় ১ BSF জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স।