P2A Official Channel
40.2K subscribers
1.35K photos
62 videos
326 files
1.89K links
Download Telegram
ভালো একটা চাকরি পাওয়ার জন্য বয়স ত্রিশের একদিন আগ পর্যন্ত লড়াই করতে হবে।

জি এটাই ধ্রুব সত্য।

আমাদের দেশের একজন সদ্য অনার্স পাশ করা তরুন ভালো কিছু করতে চায় তাকে সাপোর্ট দেয়ার কেউ থাকে না। এমনকি পরিবার পর্যন্ত পাশে থাকে না।

তাই নিজেকেই লড়তে হবে নিজের ভালো অবস্থান তৈরি করতে হলে। এই লড়াই করার মানসিকতাই আপনাকে এনে দিতে পারে সাফল্য, পরিস্থিতির কাছে হেরে যাওয়া নয়।

আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে একটি ভালো গাইডলাইন, যার বিকল্প নেই।

🎯ভর্তি চলছে!!!

☑️ ৪৭ বিসিএস প্রিলি+রিটেন ব্যাচ ২৯% ছাড়ে
☑️৪৭ বিসিএস প্রিলি ব্যাচ ২৬% ছাড়ে
২০২২ সাল ভিত্তিক ব্যাংক জব ক্রাশ ব্যাচে
লাইফটাইম এক্সেস সুবিধায় ফাউন্ডেশন ব্যাচে

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+8801329672056
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বাবা পাশে থাকলে যেমন উত্তাল সমুদ্রও পাড়ি দেয়া যায়
তেমনিভাবে সরকারি চাকরির প্রস্তুতির জন্য সঠিক গাইডলাইন অনুসরণ করলেও চাকরি পাওয়ার নিশ্চয়তা বেড়ে যায়।

প্রথম শ্রেনির চাকরি হবেই যদি ধৈর্য নিয়ে লেগে থাকেন।

আপনার যা করতে হবে তা হচ্ছে ছোট্ট ছেলেটির মতন ধৈর্য ধরে পড়াশোনা করে যাওয়া।

P2A আপনার সময় ও শ্রম দুটোই সাশ্রয় করবে।

আজই ভর্তি হয়ে নিজের লক্ষ্য পূরণের যাত্রা শুরু করে দিন।

🎯ভর্তি চলছে!!!

☑️ ৪৭ বিসিএস প্রিলি+রিটেন ব্যাচ ২৯% ছাড়ে
☑️৪৭ বিসিএস প্রিলি ব্যাচ ২৬% ছাড়ে
২০২২ সাল ভিত্তিক ব্যাংক জব ক্রাশ ব্যাচে
লাইফটাইম এক্সেস সুবিধায় ফাউন্ডেশন ব্যাচে

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+8801329672056
Self-motivation is crucial for sustaining a marathon race and finishing strong."

নিজের ভিতর থেকে তাগিদ না থাকলে আশপাশ থেকে মোটিভেটেড হয়ে শুরু হয়তো করবেন কিন্তু কিছুদিন পর give up করার সম্ভাবনাই বেশি।

৪৭ রেগুলার ব্যাচ-২, ফাউন্ডেশন কোর্স এবং ব্যাংক ক্রাশ ব্যাচে ভর্তি চলছে।

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+8801329672054
Every missed opportunity will come back as regret, and you will have to carry the burden for your whole life.

You may find thousands of well-wishers to share your achievements, but your regrets are your responsibility and burn you wholeheartedly.

So, grab the opportunity you have in your hand and try hard not to leave anything for regret.

৪৭ রেগুলার ব্যাচ-২, ফাউন্ডেশন কোর্স এবং ব্যাংক ক্রাশ ব্যাচে ভর্তি চলছে।

প্রতিটি কোর্সে প্রথম কিস্তি ২০০০ দিয়ে ভর্তি হতে পারবেন।

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+8801329672054
এক্সামের আগের রাতে আমাদের অনেকেরই অবস্থা এমন হয়। প্রতিদিন অল্প অল্প করে ধারাবাহিকতা বজায় রেখে পড়াশোনা করলে আর এমন অবস্থায় পরতে হবেনা। it's about studying smarter, not harder!

অনার্সে থাকা অবস্থায় প্রতিদিন একটু একটু পড়ে বিসিএস এর প্রিলি+রিটেন এর সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারবেন বিসিএস ফাউন্ডেশন কোর্সে।

বিস্তারিত জানতে WhatsApp করুন: https://wa.me/+8801329672052
ভিডিও লিংক: https://youtu.be/9R84TnS_QIk
বাতাসে স্পেশাল বিসিএস এর গুঞ্জন।

তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। স্পেশাল বিসিএস এর সার্কুলার হলেও তার ১-২ মাসের মধ্যে জেনারেল বিসিএস এর সার্কুলার ও হবে। তাই জেনারেলদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

স্পেশাল নিয়ে আমাদের ভাবনা:

আমরা ডাক্তারদের ৪৭ বিসিএস ব্যাচে ভর্তি নিচ্ছি। স্পেশাল বিসিএস এর সিদ্ধান্ত পেলেই আমরা ডাক্তারদের স্পেশালের ব্যাচে ট্রান্সফার করে ফেলবো। আর জেনারেলদের পরবর্তী জেনারেল বিসিএস ব্যাচে।

আমাদের বর্তমান ব্যাচে রুটিন এমনভাবে করা যে স্পেশালের সাথে জেনারেল বিসিএস এর যে বিষয়গুলো মিল আছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, ম্যাথ ও মেন্টাল এবিলিটি এই বিষয়গুলো আগেই শেষ হবে। আমাদের একটা প্রস্তুতি আছে যাতে স্পেশাল হলেই আমাদের স্টুডেন্টরা ভালো করে। আবার জেনারেল এর স্টুডেন্টরাও এগিয়ে থাকতে পারে। সেজন্য আমরা এই বিষয়গুলো আগে রেখেছি। এগুলোই আপনার পাশ ফেল নির্ধারণ করে দিবে।

আর মেডিকেল সায়েন্স আমরা কেমন পড়াই আপনারা তো জানেন। আমাদের ৪২ তে আরেফিন স্যার এমনভাবে পড়িয়েছেন, ৪২ এর স্টুডেন্টরা এখনো বলে যে ভাইয়া প্লিজ পার্ট-১ ব্যাচ চালু করুন, পোস্ট গ্র‍্যাড চালু করুন। সো এটা নিয়ে টেনশন নিতে হবেনা।

তাই, স্পেশাল হোক বা জেনারেল, আমাদের প্রস্তুতি সবখানেই আছে ইন শা আল্লাহ।

বিস্তারিত জানতে WhatsApp করুন: https://wa.me/+8801329672052
৪৭ বিসিএস রেগুলার ব্যাচ-২ তে ভর্তি চলছে।

মাত্র কয়েকটি ক্লাস হয়েছে। ইদের বন্ধে ২/৩ দিনে রেকর্ড দেখে নিতে পারবেন।

প্রথম কিস্তি ২০০০/৩০০০ পে করে ভর্তি হতে পারবেন।

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+8801329672054
Pain is temporary but regret lasts forever.

৪৭ বিসিএস রেগুলার ব্যাচ-২, ফাউন্ডেশন কোর্স এবং ব্যাংক ক্রাশ ব্যাচে ভর্তি চলছে।

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+8801329672054
পরাজয়ের ভয় পরাজয়ের চেয়ে খারাপ।

দ্রুত সময়ে নিয়োগ ও অন্যান্য সুযোগ সুবিধাকে প্রাধান্য দিয়ে ব্যাংক জব এখন অনেকের পছন্দের শীর্ষে।

২০২২ সাল ভিত্তিক ব্যাংক এক্সামগুলোর জন্য এতোদিন যারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন নি এখন প্রস্তুতি নেওয়ার সর্বোত্তম সময়। আগামী ৩/৪ মাস ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে এগিয়ে থাকতে পারবেন।

ব্যাংক জব প্রস্তুতির ক্রাশ ব্যাচ শুরু হবে ১ জুলাই।

বিস্তারিত জানতে WhatsApp করুন: https://wa.me/+8801329672052
Forwarded from স্নিগ্ধা Manager, 6 AM Club
ইদের ছুটিকে কাজে লাগান, বানিয়ে ফেলুন ভোকাবুলারি ফ্ল্যাশকার্ড আর জিতে নিন পুরস্কার 😍

বিস্তারিত নিচের লিংকে -

https://www.facebook.com/share/p/We3TeqQ9QoWQvkHU/?mibextid=qi2Omg
একজন সফল ও ব্যর্থ ব্যক্তি উভয়ের দিনই ২৪ ঘন্টার।

আপনি কোন ক্যাটাগরির ব্যক্তি হবেন সেটা নির্ভর করবে আপনি সময়ের ব্যবহার কীভাবে করছেন সেটার উপর।

🎯P2A এর যেসকল কোর্সে ভর্তি কার্যক্রম চলছে:

৪৭ বিসিএস প্রিলি+রিটেন কম্বো প্রিমিয়াম ব্যাচ

৪৭ বিসিএস প্রিলি প্রিমিয়াম ব্যাচ

অনার্সে পড়ুয়া স্টুডেন্টদের জন্য ফাউন্ডেশন কোর্স

BBAD ও কম্বাইন্ড ব্যাংক জব(২০২২ সাল ভিত্তিক) প্রস্তুতির প্রিলি+রিটেন ক্রাশ ব্যাচ।

যে ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিতে চাচ্ছেন সেই ব্যাচের নাম লিখে মেসেজ করুন: https://wa.me/+8801329672053
সরকারি চাকরির নিয়োগের দীর্ঘসূত্রিতা এড়াতে অনেকের প্রথম পছন্দ ব্যাংক জব।

২২ সাল ভিত্তিক সার্কুলারের পরীক্ষা ৩/৪ মাসের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।

শেষ সময়ে নিজের সর্বোচ্চ নিংড়ে দিয়ে একটি পদ পাকাপোক্ত করতে ভর্তি হতে পারেন ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া আমাদের ব্যাংক ক্রাশ ব্যাচে।

এছাড়াও সদ্য অনার্স পাশ করা এবং সদ্য এমবিবিএস ফাইনাল প্রফ শেষ করা ভাইয়া/আপুরা ভর্তি হতে পারেন ৪৭ রেগুলার ব্যাচ-২ তে।

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+8801329672054
আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ব্যাংক জব প্রস্তুতির নতুন ব্যাচ। থাকছে কিস্তি সুবিধা।

বিস্তারিত: https://wa.me/+8801329672052
ঈদ শেষে বিষন্ন মেজাজে হলে ফিরছে রাকিব।

'পড়াশোনা তো শেষ করেছো, চাকরি-বাকরি কিছু করো'? এই কথাটা শুনতে শুনতে নিজের উপর বিরক্ত হয়ে পড়েছে।

এই বিরক্তির আড়ালে লুকিয়ে আছে হতাশা। একাডেমিক পড়া শেষ করার পর চাকরির প্রস্তুতি শুরু করেছে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার হতাশা কুরে কুরে খাচ্ছে তাঁকে।

সবার জীবনের গল্প হয়তো সমান নয়। তবে বেশিভাগ গল্প এমনই হয়।

অনার্সে পড়া অবস্থায় একাডেমিক পড়া অবশ্যই প্রথম প্রায়োরিটি। কিন্তু বর্তমানে স্টুডেন্টরা ঘন্টার পর ঘন্টা ফেসবুক কিংবা আড্ডায় সময় নষ্ট করছে।

একাডেমিক পড়ার পাশাপাশি প্রতিদিন অন্ততঃ এক ঘন্টা চাকরির প্রস্তুতির পিছনে ব্যয় করুন। কথা দিচ্ছি গ্রাজুয়েশন শেষ করার পর আপনার গল্পটা রাকিবের গল্পের ঠিক বিপরীত হবে।

একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি নিতে পারেন আমাদের বিসিএস ফাউন্ডেশন কোর্সের সাথে।

অনার্সে বিভিন্ন বর্ষের পড়ুয়া স্টুডেন্টদের বিসিএস ফাউন্ডেশন কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এবং ভর্তি হতে মেসেজ করুন: https://wa.me/+8801329672053
আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ব্যাংক জব প্রস্তুতির নতুন ব্যাচ। ২০২২ সাল ভিত্তিক সরকারি ব্যাংক জব সার্কুলারের পরীক্ষার আগে এটাই শেষ ব্যাচ।

যারা ব্যাংক জবের প্রিপারেশন নিতে ইচ্ছুক তারা দ্রুত ব্যাচে জয়েন করে ফেলুন। অবিশ্বাস্য ছাড়ে ভর্তি চলছে! আবার ইন্সটলমেন্টে ফি পরিশোধের সুযোগ থাকছে।

বিস্তারিত জানতে WhatsApp করুন: https://wa.me/+8801329672052
ঈদের বন্ধের পর ৪৭ রেগুলার ব্যাচ-২ লাইভ ক্লাস শুরু হচ্ছে আজ থেকে।

মেডিকেল ফাইনাল প্রফের কারণে এবং অনার্স ফাইনালের কারণে যারা ভর্তি হতে পারেননি আজ/কালকের মধ্যে ভর্তি হয়ে প্রস্তুতি শুরু করুন।

প্রথম কিস্তি ২০০০/৩০০০ পে করে ভর্তি হতে পারবেন।

বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন https://wa.me/+8801329672054
কিছুক্ষণ পড়ার পর মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে বা পড়তে ভালো না লাগলে, মনকে স্পষ্ট করে জানিয়ে দিন-
কেন পড়ছেন এবং কেন পড়তে হবে?

ঠিক সেই মুহূর্তে পড়ার টেবিলের মোটিভেশনাল কোনো উক্তি বা বই থাকলে সেটা একপলক দেখে নিন। পড়ার নতুন এনার্জি পাবেন।

🎯P2A এর যেসকল কোর্সে ভর্তি কার্যক্রম চলছে:

৪৭ বিসিএস প্রিলি+রিটেন কম্বো প্রিমিয়াম ব্যাচ

৪৭ বিসিএস প্রিলি প্রিমিয়াম ব্যাচ

অনার্সে পড়ুয়া স্টুডেন্টদের জন্য ফাউন্ডেশন কোর্স

BBAD ও কম্বাইন্ড ব্যাংক জব(২০২২ সাল ভিত্তিক) প্রস্তুতির প্রিলি+রিটেন ক্রাশ ব্যাচ।

যে ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিতে চাচ্ছেন সেই ব্যাচের নাম লিখে মেসেজ করুন: https://wa.me/+8801329672053
🌟 Mega Discount Offer! 🌟

Bank Job Preparation Course (Preli+Written)

🚀 Launching 1 July 🚀

💰 Special Discount Price: ৳3500
(Original Price: ৳5000)

🔔 Limited Time Offer! Ends July 1st

Enroll Now!

For Details Knock: https://wa.me/+8801329672052
আমাদের সবার জীবনে দু'টো অভ্যাস থাকে, সু-অভ্যাস আর বদভ্যাস। সু-অভ্যাস আমাদের জীবনকে সুন্দর করে আর বদভ্যাস জীবন কষ্টের দিকে নিয়ে যায়।

এখন আপনার চয়েজ আপনি নিজের মধ্যে কোন অভ্যাসটা গড়ে তুলবেন।

🎯P2A এর যেসকল কোর্সে ভর্তি কার্যক্রম চলছে:

৪৭ বিসিএস প্রিলি+রিটেন কম্বো প্রিমিয়াম ব্যাচ

৪৭ বিসিএস প্রিলি প্রিমিয়াম ব্যাচ

অনার্সে পড়ুয়া স্টুডেন্টদের জন্য ফাউন্ডেশন কোর্স

BBAD ও কম্বাইন্ড ব্যাংক জব(২০২২ সাল ভিত্তিক) প্রস্তুতির প্রিলি+রিটেন ক্রাশ ব্যাচ।

যে ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিতে চাচ্ছেন সেই ব্যাচের নাম লিখে মেসেজ করুন: https://wa.me/+8801329672053