Nurul Quran Academy
12.4K subscribers
171 photos
12 videos
7 files
229 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
প্রতিদিন কতোটুকু সময় দিলে একজন মানুষ কুরআনের অর্থ বুঝার জন্য আরবীভাষা শিখতে পারবে? আমাদের একাডেমির মেথডে প্রতিদিন সর্বনিম্ন আধা ঘন্টা দিলেই যথেষ্ট। আর যদি ১ ঘন্টা করে কেউ দিতে পারে প্রতিদিন, সেটা সবচে ভালো। এমন ব্যক্তি হেসেখেলে আরবী শিখতে পারবে ইনশাআল্লাহ। শর্ত হলো প্রতিদিনই এই সময়টুকু দিতে হবে।

প্রচুর এমন মানুষ আছে, যারা কুরআনের অর্থ বুঝার জন্য আরবীভাষা শিখতে চায়। কিন্তু ব্যস্ততার কারণে সময় বের করকে পারে না। ফলে স্বপ্নটা অধরাই রয়ে গেছে। আপনি যদি মনে করেন ধরাবাঁধা সময়ের বাইরে গিয়ে আপনি নিজের মতো ফ্রি টাইমে প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দিতে পারবেন, তবে আপনার কুরআনের অর্থ বুঝতে পারার যোগ্যতা অর্জনের দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন।

আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সের নেক্সট ব্যাচে ভর্তি হন। স্বপ্ন আপনার পূরণ হবেই ইনশাআল্লাহ। প্রতিদিন কতোটুকু সময় দিলে একজন মানুষ কুরআনের অর্থ বুঝার জন্য আরবীভাষা শিখতে পারবে? আমাদের একাডেমির মেথডে প্রতিদিন সর্বনিম্ন আধা ঘন্টা দিলেই যথেষ্ট। আর যদি ১ ঘন্টা করে কেউ দিতে পারে প্রতিদিন, সেটা সবচে ভালো। এমন ব্যক্তি হেসেখেলে আরবী শিখতে পারবে ইনশাআল্লাহ। শর্ত হলো প্রতিদিনই এই সময়টুকু দিতে হবে।

প্রচুর এমন মানুষ আছে, যারা কুরআনের অর্থ বুঝার জন্য আরবীভাষা শিখতে চায়। কিন্তু ব্যস্ততার কারণে সময় বের করকে পারে না। ফলে স্বপ্নটা অধরাই রয়ে গেছে। আপনি যদি মনে করেন ধরাবাঁধা সময়ের বাইরে গিয়ে আপনি নিজের মতো ফ্রি টাইমে প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় দিতে পারবেন, তবে আপনার কুরআনের অর্থ বুঝতে পারার যোগ্যতা অর্জনের দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন।

আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সের নেক্সট ব্যাচে ভর্তি হন। স্বপ্ন আপনার পূরণ হবেই ইনশাআল্লাহ। বিস্তারিত কমেন্টে দেখুন।এই কোর্সটি বিশেষভাবে জেনারেল শিক্ষিত ব্যস্ত মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে এবং আরবী থেকে কুরআন বুঝাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন এই লিংক থেকে-
https://nlquran.net/courses/arabic-language-learning/
26👍2
এই ভিডিওতে আপনি জানবেন কীভাবে সহজ উপায়ে আরবি ভাষায় কথা বলা শুরু করবেন। নতুন শিক্ষার্থী কিংবা যারা আরবীতে সাবলীল হতে চান—সবার জন্যই এই ৩টি টিপস অত্যন্ত কার্যকর।

লিংক- https://youtu.be/ef3E7vnUJbI
19👍7
কোর্সের বিস্তারিত জানতে চাইলে এই লিংক দেখে দেখতে পারেন-
https://nlquran.net/courses/arabic-language-learning/

ভর্তি হতে চাইলে মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
22
ইনশাআল্লাহ, আগামী সপ্তাহ থেকেই বাজারে পাওয়া যাবে।
57🎉9
আরবী ভাষা ও কুরআনের ভাষা একই কি না – এই প্রশ্ন অনেকের মনে আসে। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি:
কুরআনের ভাষা আর সাধারণ আরবী ভাষার মধ্যে পার্থক্য কী?
আরবী ভাষা শেখা কুরআন বোঝার জন্য যথেষ্ট কিনা?
কুরআনের ভাষার বিশেষত্ব ইত্যাদি

শুনতে পারেন-
https://youtu.be/kNfRop79TM4
22👎1
আল্লাহর কিতাব কুরআনুল কারীমের ভাষা হলো আরবী। সেই আরবীকে সহজভাবে শেখানোর জন্যই নুরুল কুরআন একাডেমি কাজ করছে। এই ভিডিওতে আমাদের একজন শিক্ষার্থী জানাচ্ছেন— কেন তিনি আরবীভাষা শেখার জন্য নুরুল কুরআনকে বেছে নিয়েছেন।

শুনতে পারেন-
https://youtube.com/shorts/A7Ld6nVfQh4?si=BtC3KTKOZIjbsZqx
20👍1🔥1
এটি আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধনী ক্লাস। এখানে আলোচনা করা হয়েছে:

আরবি ভাষার পরিচয়
কুরআনের ভাষা হিসেবে আরবির গুরুত্ব
আরবিভাষার ধরন ও ব্যবহার
পুরো কোর্স কীভাবে চলবে এবং শিক্ষার্থীরা কীভাবে উপকৃত হবে

👉 আমাদের কোর্সের মাধ্যমে আপনি ধাপে ধাপে আরবি ভাষা শিখতে পারবেন সহজবোধ্য উপায়ে। যারা ইসলাম, কুরআন ও হাদীসের গভীর জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য এই কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্সের বিস্তারিত দেখুন এই লিংক থেকে-
https://nlquran.net/courses/arabic-language-learning/

📌 আমাদের অনলাইন একাডেমি থেকে কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন:
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569


শুনতে পারেন-
https://youtu.be/sOIVBdaUoc8
12
পবিত্র কুরআনের অর্থ বুঝার আগ্রহ থেকে যারা আরবীভাষা শিখতে চান, মূলত তাদের জন্যই এই বইটি রচিত। এতে আরবীভাষাকে সহজ ও বোধগম্য উপায়ে উপস্থাপন করা হয়েছে। নিম্নে বইটির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো-
১। সামগ্রিকভাবে পুরো আরবীভাষাকে কভার করা হয়েছে। ফলে এটি শুধু ‘কুরআনী-আরবী’ নামক সংক্ষিপ্ত কোন বিষয়ে সীমাবদ্ধ নয়।
২। আরবীভাষার গুরুত্বপূর্ণ দুইটি অংশ—নাহু ও সরফ প্রয়োজন মোতাবেক স্থান পেয়েছে।
৩। পঠিত বিষয়গুলো ব্যাপকভাবে কুরআন ও হাদীস থেকে চর্চা করানো হয়েছে।
৪। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে বোধগম্য করতে চার্ট আকারে উপস্থাপন করা হয়েছে।
৫। প্রতিটি অধ্যায়ের শেষে সেই অধ্যায়ে পঠিত আয়াত ও হাদীসগুলো একসাথে সন্নিবেশিত করা হয়েছে।
৬। প্রতিটি পরিচ্ছেদের পড়ার পরিমাণ সমান রাখা হয়েছে। যেন কোন পাঠে বেশি পড়া কোন পাঠে কম পড়া না হয়।

কিতাবের শর্ট পিডিএফ দেখতে ক্লিক করুন- https://drive.google.com/file/d/1qYpyvcvZeeyo9wU-vX4WBbFLZkHYZWlK/view?usp=drive_link

নির্ধারিত মূল্য ৬০০টাকা হলেও প্রি অর্ডারে থাকছে ১০% ছাড়। প্রিঅর্ডার লিংক- https://forms.gle/JVVBTZq2S7itji6H6
23👍4
Media is too big
VIEW IN TELEGRAM
অনেকের মনে প্রশ্ন নূরুল কুরআন একাডেমি কর্তৃক আয়োজিত ডিজিটাল ক্যালিগ্রাফি কোর্সে কি ধরনের কাজ শেখানো হবে? চলুন এক ঝলকে কয়েকটি নমুনা দেখি। কোর্সে রেজিস্ট্রেশন করতে নিচের ফরমটি ওপেন করুন- https://forms.gle/ZKvmcijw3MuvyrZZ7

আরও বিস্তারিত জানতে কমেন্ট করুন অথবা আমাদেরকে হোয়াটসআপে/ফেসবুক পেইজে মেসেজ করুন।
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
11🍓4🔥2👍1
যাদের কুরআন তিলাওয়াত শুদ্ধ না, তারা কোর্সটিতে ভর্তি হতে পারেন। এতে দক্ষ উস্তায-উস্তাযা লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ৩০ নং পারা পড়াবেন। সাথে থাকবে তাজবিদের মৌলিক বিষয়গুলো। বর্তমানে ২১ তম ব্যাচে ভর্তি চলছে। কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
15
ডিজিটাল ক্যালিগ্রাফি কোর্সের কথা মনে আছে তো? যারা শিখতে আগ্রহী জলদি ভর্তি হয়ে নিন৷ বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তি হবার জন্য মেসেজ করুন।
ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
12👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
কুরআন সহীহকরণ কোর্সের মাধ্যমে অনেকেই তাদের তিলাওয়াতের ভুলগুলো শুধরে নিয়েছে। তাদের মন্তব্যগুলো দেখুন এই ভিডিওতে।
কোর্সের কারিকুলাম দেখতে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
9
ডিজিটাল ক্যালিগ্রাফি কোর্সের ১ম ক্লাসটি করেই একজন তার হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করেছে৷ অন্যরাও তাদের কাজগুলো গ্রুপে পোস্ট করবে। সেগুলো দেখতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন।

ফেসবুক গ্রুপের লিংক- https://www.facebook.com/groups/nlquran/?ref=share&mibextid=NSMWBT
13😱3
কুরআনের তিলাওয়াতে উচ্চারণ ও তাজবিদগত অশুদ্ধ বিষয়গুলো ঠিক করার জন্য আমাদের এই কোর্সটি। ২ মাসে ৩০ নং পারা পড়ানো হয়। ইতিমধ্যে ২০টি ব্যাচ সফলভাবে শেষ হয়ে এখন ২১ নং ব্যাচের ভর্তি চলছে। বিস্তারিত তথ্য পোস্টারে বলা। অতিরিক্ত জিগ্যাসা বা ভর্তির জন্য মেসেজ করুন একাডেমিতে।
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
13
এটা শুধুই বোনদের জন্য। আপনাদের পরিচিত বোনদের দাওয়াত করতে পারেন। আপনারাও এড হতে পারেন। লিংক পাবলিকলি দিচ্ছি না এজন্য যে, এতে করে কোন কোন ভাইও জয়েন হয়ে যেতে পারে। বোনেরা যারা আগ্রহী, তারা মেসেজ করুন। আমরা ইনবক্সে লিংকটা দিয়ে দিব ইনশাআল্লাহ। পোস্টটি শেয়ার করতে পারেন।
মেসেজ করুন-
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
35👍5
যারা ঘরে বসেই সঠিক তাজবিদ ও মাখরাজসহ কুরআন তিলাওয়াত শিখতে চান — তাদের জন্য আমাদের এই অনলাইন কোর্স। অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকার তত্ত্বাবধানে ধাপে ধাপে কুরআন শেখানো হবে একদম সহজ পদ্ধতিতে। জুম লাইভে ক্লাস হবে, পরে ক্লাসের রেকর্ড প্রদান করা হবে। বিস্তারিত তথ্য পোষ্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
14
হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। তাই পুরো কুরআন মুখস্ত করতে পারলে তো সবচে ভাল; অন্যথায় যতটুকু সাধ্যে কুলায় তা মুখস্ত করে নেওয়া উচিত। অন্তত ৩০ নং পারাটা হলেও। এতে করে ব্যস্ত সময়ে মুখস্ত তিলাওয়াত করাসহ আরও নানাবিধ ফায়দা রয়েছে। যার মধ্যে অন্যতম হলো, হিফজের উসিলাতে প্রচুর পরিমাণে তিলাওয়াত করার সুযোগ হয়, যা সাধারণ সময়ে করা হয়ে উঠে না আমাদের।
কারও তত্ত্বাবধানে থেকে নিয়মতান্ত্রিকভাবে হিফজ করলে পড়াতে গতি ও উন্নতি আসে। সেই লক্ষ্যে আমরা চালু করেছিলাম আম্মাপারা হিফজ কোর্স। এতে পুরো ৩০ নং পারা মুখস্ত করিয়ে দেওয়া হবে। বর্তমানে ভর্তি চলছে ১১ নং ব্যাচের। বিস্তারিত পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
29
হিফজ করা নিয়ে আমাদের সমাজে ভুল ধারণা আছে। সেটা হল, হিফজ করা মানে পুরো কুরআন হিফজ করতে হবে বুঝে অনেকে। ফলে যারা পুরো কুরআন হিফজ করে না, তারা অন্য অংশও করে না। এই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। অন্তত ৩০ নং পারা হিফজ করে নিন। আপনার হিফজের পরিমাণ যত বেশি হবে, আল্লাহর কাছে আপনার মর্যাদা তত বৃদ্ধি পাবে। দক্ষ হাফেজ-হাফেজা উস্তাযাদের অধীনে ৩০ নং পারা হিফজ করতে পারেন আমাদের ৩০ নং পারা হিফজ কোর্সে। বিস্তারিত কমেন্টে দেখুন। ভর্তি হতে যোগাযোগ করুন:
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
15🥰5
দিন যত যাচ্ছে, কুরআন পড়তে পারে এমন মানুষের সংখ্যা শতকরা হিসেবে হ্রাস পাচ্ছে। আগে গ্রামে-গঞ্জে বা পাড়া-মহল্লার মসজিদে মসজিদে মক্তবগুলো জিন্দা ছিল। সকাল হতেই চারপাশ থেকে ছোট ছোট সোনামণিদের কিচিরমিচির আওয়াজ ভেসে আসত। এগুলো এখন আস্তে আস্তে ইতিহাস হয়ে যাচ্ছে। প্রাইভেট টিউটর রেখে কুরআন শিক্ষা করায়, এমন সচেতন অভিভাবকের সংখ্যাও কমে আসছে। অনেক মা-বাবা নিজেরাও কুরআন পড়তে পারে না, সন্তানকে আর কী শেখাবে! আপনি যদি সেরকম কেউ হয়ে থাকেন, তাহলে আমাদের কুরআন শিক্ষা কোর্সের ১৮ নং ব্যাচে ভর্তি হতে পারেন। ৪ মাস মেয়াদী এই কোর্সে ইতিমধ্যে শত শত ভাই-বাবা ও মা-বোন কুরআন পড়তে পারা শিখেছে। আলিফ বা তা সা থেকে শুরু করা হয়। তারপর কায়েদাতে এনে শেষ করা হয়। বিস্তারিত তথ্য কমেন্টে দিয়ে রাখব। ভর্তি হতে যোগাযোগ করুন:
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
😢14💯21👍1
কুরআন শিক্ষা কোর্সের ১৮ নং ব্যাচ কলা থেকেই শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আজকে শেষ দিন। সামনে রমজান আসতেছে। রমজান আসার আগেই আপনি তিলাওয়াত করতে না পারলে এই কোর্সে ভর্তি হয়ে দক্ষ উস্তায-উস্তাযার থেকে কুরআন মাজিদ তিলাওয়াত করা শিখে নিন। বিস্তারিত জানতে বা ভর্তি হতে মেসেজ করুন। ভর্তি হতে যোগাযোগ করুন:
ফেসবুক পেইজ- https://www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
8👍1