Geotutorial e-learning platform - for Geographical Studies
2.92K subscribers
92 photos
2 videos
38 files
55 links
✅️Our App:🌐https://play.google.com/store/apps/details?id=co.learnol.lrtdy

Link for our paid Classroom 👇
https://geotutorial.teachmint.in/

Link for YouTube:
https://youtube.com/@geotutorial

📞 8250941515
📩 geotutorialhelpline@gmail.com
Download Telegram
Which current is responsible for the desert conditions along the coast of Namibia?
Anonymous Quiz
9%
Kuroshio Current
23%
Agulhas Current
60%
Benguela Current
9%
East Australian Current
রেস্টোরেশান ইকোলজি' শব্দটি প্রথম ব্যবহার করেন ?
Anonymous Quiz
17%
আর্নেস্ট হেকেল
74%
জন আবের এবং উইলিয়াম জর্ডান
5%
লিন্ডেম্যান
5%
ওডাম
কাম্য জনসংখ্যা শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন?
Anonymous Quiz
28%
A. D. J Bongue
39%
B.K. Wickeell
19%
C. H. Dalton
13%
D. None of those
কাম্য জনসংখ্যা তত্ত্বের জনক কাকে বলা হয়?
Anonymous Quiz
7%
A. D. J Bongue
22%
B. K. Wickeel
69%
C. Cannon & Saunder
1%
D. Johan
Migration এর area of origin & destination এর ধারণা কে দেন ?
Anonymous Quiz
31%
A. Lee
16%
B. Norris
51%
C. Ravenstein
3%
D. Grigg
নিচের কোন মাটির Bulk Density সর্বাধিক?
Anonymous Quiz
34%
A Sandy Soil
20%
B. Loam Soil
16%
C. Silt Loam Soil
30%
D. Clay Soil
বন্দনা 🙏

আজকের দিনটা সবার ভীষণ ভালো হোক | সকলের ইচ্ছে পূরণের দিন হোক আজ | নিজের সর্বোচ্চ চেষ্টা আর জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটুক পরীক্ষার হলে | হে পরম ঈশ্বর সকলের মঙ্গল কোরো 🙏 Geotutorial Classroom-এর অক্লান্ত পরিশ্রম , চরম শৃঙ্খলা আর নিষ্ঠার সহিত অধ্যায়নের ফল যেন আত্মতৃপ্তির হয় ।

সকলে ভয় সংবরণ করে পরীক্ষার হলের সমস্ত স্ট্যাটিজি মনে রেখে সফল ভাবে পরীক্ষা দিয়ে এসো । সকলের জন্য শুভকামনা 🙏
Graded Profile প্রকৃতিগত ভাবে ___
Anonymous Quiz
15%
Static Slope
14%
Ustatic Slope
64%
Equilibrium Slope
7%
Dividend Slope
এলেন চার্চিল স্যাম্পেল কোন বিশিষ্ট ভূগোলবিদের অনুগামী ছিলেন?
Anonymous Quiz
23%
Humboldt
11%
Plato
19%
Ritter
48%
Ratzel
'All History must be treated geographically & all Geography must be treated historically মন্তব্যটি কোন নিয়ন্ত্রণবাদী দার্শনিক করেছিলেন ?
Anonymous Quiz
13%
অ্যারিস্টটল
77%
হেরোডোটাস
9%
হিপোক্রেটাস
1%
টলেমি
প্রার্থনা 🙏

আশা করি সবার প্রস্তুতি সম্পন্ন হয়েছে । আমরা কেউ জানিনা প্রশ্নের মান অতি সহজ, সহজ, মাঝারি মানের নাকি স্ট্যান্ডার্ড হবে ....!!

ক্লাসরুমের পক্ষ থেকে প্রার্থনা করি প্রশ্ন যেন অতি সহজ না হয়ে মাঝারি মানের হয় 🙏

প্রশ্ন যেমনি আসুক নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে অধিকাংশ সঠিক করে আসাটাই প্রত্যেকের চ্যালেঞ্জ হোক।

সবাই মনোবল বাড়িয়ে , সময়কে সঠিক ও যথপযুক্ত ভাবে ব্যবহার করে সফল ভাবে আজকের পরীক্ষা সম্পন্ন করবে এটাই সকলের প্রতি ক্লাসরুমের প্রার্থনা ।
🙏🏻 All the Best 🙏🏻
সুবিচার.... পরিকল্পিত অন্যায়ের রূপ পেতে চলেছে !!

অপ্রত্যাশিত ফলাফল হতে চলেছে যাকে আমি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সমরূপ হিসেবেই চিহ্নিত করবো । এত বছর পর যে Fresher Candidates-রা পরীক্ষায় বসতে পারলো তাদের সাথে বিকল্প ভাবে অর্থাৎ ঘুর পথে আইনি ভাবে বঞ্চনা হতে চলেছে, যার সুবিচার পাওয়ার কোনো রাস্তাই খোলা থাকবে না। নবম-দশম স্তরে ফ্রেশার ক্যান্ডিডেটরা উল্লেখযোগ্য ভাবে সফলতার তালিকায় থাকলেও একাদশ- দ্বাদশ স্তরে তা 'না' এর বরাবর হতে চলেছে । অর্থাৎ রেজাল্ট মোটেই প্রত্যাশিত হবে না । In-Service সমীকরণের কাছে হেরে যাবে হাজার হাজার প্রকৃত মেধার দল । এত বছর পর পরীক্ষায় বসার সুযোগ পাওয়াটা ঘুর পথে অভিশাপ হতে চলেছে ফ্রেশার ক্যান্ডিডেটদের কাছে যেটা মোটেই প্রত্যাশিত ছিল না ।

সুবিচার পরিকল্পিত অন্যায়ের রূপ পেতে চলেছে । এর থেকে নতুনরা পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হয়ে কেবলমাত্র 2016 সালের নিয়োগের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতেই কেবলমাত্র 2016 সালের ক্যান্ডিডেটদের নিয়ে পুনর্নিয়োগ এবং মূল্যায়ন সম্পন্ন হয়ে, নতুন ভ্যাকান্সিতে নতুনদের সুযোগ করলে অনেক মেধা প্রতিষ্ঠা পেত । (এখানেও পাবে, তবে সেক্ষেত্রে বঞ্চিত মেধার তালিকাটা অনেক লম্বা হতে চলেছে )

Geotutorial Classroom রাজ্যে উল্লেখযোগ্য ভাবে নজর কারা সফলতা অর্জন করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই । কিন্তু In-Service সমীকরণে তালিকাটা বেশ খানিকটা প্রভাবিত হবে ।
একটা অন্যায়ের বিচার করতে গিয়ে, আইনিভাবে আরো বড় অন্যায় হতে চলেছে যার সুবিচার পাওয়ার আশাটা 'না' এর বরাবর ।

বাস্তবে মাটিতে দাঁড়িয়ে করা আমার এই পূর্ব সম্ভাবনা আপনার বিশ্বাস নাও হতে পারে । এক্ষেত্রে মনে প্রানে আমি চাই আমার ধারণা মিথ্যে প্রমাণ হোক !! আমার উদ্দেশ্য কাউকে ডি-মোটিভেটেড করা নয় বরং সবাইকে বাস্তবের মাটিতে রাখার চেষ্টাটা করছি মাত্র।

Geotutorial e-learning platform এর পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে শুভকামনা 💐 ধন্যবাদ 🙏
Channel name was changed to «Geotutorial e-learning platform - for Geographical Studies»
অভিজ্ঞতার 10 নাম্বার মূল্যায়নের প্রথম পর্বে যুক্ত হওয়ায় প্রচুর যোগ্য ফ্রেশার ক্যান্ডিডেট বঞ্চিত হবেন । যে কারণে অভিজ্ঞতার নাম্বার দ্বিতীয় ধাপে যুক্ত করা নৈতিক ভাবে উচিত বলে আমি মনে করি ।

উক্ত বিষয় নিয়ে আন্দোলনের নৈতিক সমর্থন করছি । যাদের সম্ভব এই আন্দোলনে যুক্ত হওয়ার, তাদেরকে উৎসাহিত করছি ।
শারদ শুভেচ্ছা 💐

জানি সবার মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা চরমে রয়েছে । দীর্ঘ প্রতীক্ষার ফলটা কি হবে? এটা নিয়ে আমরা সবাই চিন্তিত। তবুও কালের আবহে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কখনো কখনো মানিয়ে নিতে হয়। অর্থাৎ সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকেও চাপা কষ্ট নিয়ে খুশি রাখতে হয় । শুরু হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব । জানি ছোটো বেলার আবেগ গুলো কোথায় যেন একটু একটু করে হারিয়ে গেছে সবার মন থেকে , তবুও এই দিনগুলো একটু হলেও আলাদা... । চিরাচরিত প্রথাগত দিনগুলিকে কোথায় যেনো একটু অন্য রকম ভাবে কাটানোর মুহূর্ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আবেগগুলো একটু একটু করে শৃঙ্খলিত হয়ে যায় । পাগলামিটা খেয়ালি জীবন থেকে হারিয়ে যায় । তবুও কখনো কখনো নিজেকে পাগল রাখতে ভালো লাগে ....। রাখতে হবেও.... নিজের জীবনকে ধরে রাখার জন্য ।

প্রত্যেকের জীবন-ই একটা সময় কোথাও না কোথাও প্রতিষ্ঠা পাবে , সেটা ঠিক কোথায় আমাদের প্রত্যেকেরই অজানা । কর্ম আর প্রচেষ্টা পরিনামকে সুনিশ্চিত করে ।

শুধু এটাই মনে রাখতে হবে যা হবে, সেটাই হওয়ার ছিলো । আর এই জায়গাতেই আমরা প্রত্যেকেই অনিশ্চিত জীবনের সঞ্চালক ।

তাই নিজের জীবনকে নিয়ে ভীষণ উদ্বেগ্ন আর উৎকণ্ঠা মধ্যে দিয়ে জীবন কাটানো মানেই নিজেকে খারাপ করে রাখা । এটা মোটেই কাঙ্খিত নয় । জীবনটা অনেক বড় আর তার মধ্যেই টুকরো টুকরো প্রত্যাশা লুকিয়ে থাকে । টুকরো বিষয়গুলোকে কখনোই সমগ্র করা যাবে না । কারন আজ যে ব্যর্থ কাল সে সফল... । আজ যে গরিব ? কাল হয়তো সে ধনী হবে । আবার উল্টো ভাবে আজ যে প্রচুর টাকার মালিক , কাল সে গরিব হতে পারে।

তাই নিজেকে, জীবনের যে পরিস্থিতিই হোক না কেনো.... ভালো রাখার চেষ্টাটা করতেই হবে। সকল কষ্টের মাঝেও হেসে বলতে শিখতে হবে 'ভালো আছি..' !!!

নিজেকে ভালো রাখার এই চ্যালেঞ্জে সবাইকে স্বাগত । আশা রাখি শারদীয়ার দিনগুলি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নিজেকে নিজের মতো করে ভালো রাখবে । Classroom এর পক্ষ থেকে সব্বাইকে শারদ শুভেচ্ছা ও অভিনন্দন।🙏🏻

- Director, Geotutorial e-learning platform