GAZA LIVE
3.23K subscribers
15.2K photos
10.9K videos
46 files
396 links
All Time Gaza Update News
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Civil defense crews risked their lives amidst the flames to rescue displaced people from Fahmi Al-Jerjawi School in the Al-Daraj neighborhood in Gaza City.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সেই শিশুটি বাঁচলেও হারিয়েছে পরিবারের অন্যান্য ভাই-বোনদেরকে....
A scene from Israeli Security Minister Ben-Gvir's storming of the Al-Aqsa Mosque under heavy protection from the occupation forces.
ইজরায়েলের "ওয়ালা" মিডিয়া:
গাজায় বিভিন্ন সংগঠনের ৪০ হাজার যোদ্ধা রয়েছে।
বায়ে বোরকা পরিহিত নারীর নাম "আলা নাজ্জার"। খান ইউনুসের বাসিন্দা। পেশায় একজন চিকিৎসক।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অসংখ্য আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়ে আসছেন।

সন্ত্রাসী ইজরায়েলের বিমান হামলায় তার ৯ সন্তান শহিদ হয়েছে। গাজার খান ইউনুসে অবস্থিত তার বাড়িকে টার্গেট করে সন্ত্রাসী ইজরায়েল বিমান হামলা চালিয়ে তার ৯ সন্তানকে হত্যা করে।
ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আরও কিছুদিন সুযোগ দেয়া উচিত ছিল। মাত্র দু একটা কথায় তাকে সরিয়ে দেয়া উচিত হয়নি। উনি থাকলে সন্ত্রাসী আর চাঁদাবাজদের অবস্থা সম্ভবত খারাপ হয়ে যেত।
২০২৯ সালের মধ্যেই পূর্ণ যুদ্ধসজ্জায় জার্মান সেনাবাহিনী—আদেশ জার্মান প্রতিরক্ষা প্রধানের

২০২৯ সালের মধ্যে জার্মান সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা প্রধান কারস্টেন ব্রয়ার।

ন্যাটোর একাধিক কর্মকর্তার মতে, রাশিয়া ওই সময়ের মধ্যেই ন্যাটোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিতে পারে—এই আশঙ্কার প্রেক্ষিতেই জার্মান সেনাবাহিনীকে দ্রুত প্রস্তুত করার নির্দেশ এলো।

রয়টার্স জানিয়েছে, সামরিক পরিকল্পনায় এখন নতুন করে সময়সীমা নির্ধারণ করা হয়েছে—লক্ষ্য, ইউরোপে সম্ভাব্য যুদ্ধে জার্মানির পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা। (hn)
গাজায় যুদ্ধবিরতির ঘোষণা আসছে, শিগগিরই ঘোষণা দেবেন ট্রাম্প—স্কাই নিউজ

গাজায় যুদ্ধবিরতির একটি চুক্তি প্রস্তুত, এবং কয়েক দিনের মধ্যেই এর ঘোষণা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প—এমনটাই জানিয়েছে স্কাই নিউজ আরাবিয়া।

চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিও থাকছে।

যুদ্ধবিরতির সময়সীমা, হামাসের অবস্থান কিংবা ইসরায়েলের শর্ত—এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে ট্রাম্পের মধ্যস্থতায় এই চুক্তি এগোচ্ছে বলে ধারণা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। (hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ভিয়েতনামে বিমান থেকে নামতেই স্ত্রীর চড় খেলেন ম্যাক্রোঁ? ভিডিও ঘিরে তোলপাড়

ভিয়েতনামে নামার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ চড় মারেন—এমন একটি ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে বিমান থেকে নামার সময়, যেখানে অভিযোগ রয়েছে—ক্যামেরার জন্য নির্ধারিত সময়ের আগেই দরজা খুলে দেওয়া হয়। (hn)
ব্রেকিং:যুক্তরাষ্ট্রের দূত উইটকফের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে হামাস।

সোর্স: আনাদোলু এজেন্সি
//ট্রাম্প হার্ভার্ডের অনুদান বন্ধ করে ট্রেড স্কুলে দেওয়ার চিন্তা করছে//

ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিন বিলিয়ন ডলারের সরকারি অনুদান কেড়ে নিতে চান।

তিনি হার্ভার্ডকে অনেক বেশিই ইহুদিবিদ্বেষী বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প বলেন, তিনি এই অর্থ আমেরিকার বিভিন্ন ট্রেড স্কুলে দেওয়ার কথা ভাবছেন, যেন সারা দেশের মানুষ পেশাগত শিক্ষা পায়।
[mh]
বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী ০১ জুন ২০২৫ তারিখে দিনব্যাপী "চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন" (China-Bangladesh Conference on Investment and Trade) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রায় ১০০টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন, যার মধ্যে Fortune 500 এর অন্তর্ভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের র্শীর্ষ কর্মকর্তাগনও অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের ০৪টি চেম্বার অব কমার্সের র্শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।

বাংলাদেশে এই প্রথম এক দেশ থেকে একসাথে এত বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন। চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও হচ্ছেন এই ডেলিগেশনের লিডার।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
'আফ্রিকান লায়ন' সামরিক মহড়ায় টানেল ভাঙা নিয়ে মরক্কোর সেনাবাহিনীর সাথে যৌথ অনুশীলন করছে ইসরাইলি গোলানি ব্রিগেড।

এটি সেই কুখ্যাত গোলানি ইউনিট, যারা দুই মাস আগে গাজার রাফায় ১৫ জন প্যারামেডিক, জাতিসংঘ কর্মী এবং উদ্ধারকর্মীদের হত্যার জন্য দায়ী।
গাযা সিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলে যুদ্ধবিমান থেকে বোমা ফেলে অন্তত ৩০ জন ফিলিস্তিনিকে জীবন্ত পুড়িয়ে মেরেছে ইসরাইল।