সায়েরেট গোলানি ইউনিট (Sayeret Golani) হলো ইসরায়েলি সেনাবাহিনীর একটি এলিট কমান্ডো ইউনিট, যা গোলানি ব্রিগেডের অংশ। এই ইউনিট দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ভূখণ্ডে বিভিন্ন কঠোর অভিযান পরিচালনার জন্য bertho bertho পরিচিত।
দুই মাস আগে রাফাহ্ শহরে পরিচালিত এক অভিযানে এই ইউনিটের সদস্যরা অন্তত ১৫ জনকে হত্যা করে—এদের মধ্যে ছিলেন প্যারামেডিক, জাতিসংঘের কর্মী ও স্থানীয় উদ্ধারকর্মীরা। আন্তর্জাতিকভাবে এই ঘটনাটি তীব্র নিন্দা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জন্ম দেয়।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই একই সায়েরেট গোলানি ইউনিট বর্তমানে মরক্কোর আগাদির শহরে অবস্থান করছে। সেখানে তাদেরকে মরক্কোর সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো একটি প্রশিক্ষণ বা সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় মরক্কো সরকারের ওপর প্রশ্ন উঠছে যে তারা কীভাবে একটি অভিযুক্ত সামরিক ইউনিটকে নিজেদের দেশে স্বাগত জানালো, বিশেষ করে যখন এই ইউনিট আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত।
দুই মাস আগে রাফাহ্ শহরে পরিচালিত এক অভিযানে এই ইউনিটের সদস্যরা অন্তত ১৫ জনকে হত্যা করে—এদের মধ্যে ছিলেন প্যারামেডিক, জাতিসংঘের কর্মী ও স্থানীয় উদ্ধারকর্মীরা। আন্তর্জাতিকভাবে এই ঘটনাটি তীব্র নিন্দা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জন্ম দেয়।
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই একই সায়েরেট গোলানি ইউনিট বর্তমানে মরক্কোর আগাদির শহরে অবস্থান করছে। সেখানে তাদেরকে মরক্কোর সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো একটি প্রশিক্ষণ বা সহযোগিতা কার্যক্রমের অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় মরক্কো সরকারের ওপর প্রশ্ন উঠছে যে তারা কীভাবে একটি অভিযুক্ত সামরিক ইউনিটকে নিজেদের দেশে স্বাগত জানালো, বিশেষ করে যখন এই ইউনিট আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত।
ইসরায়েলের সেনাবাহিনীর একটি ইউনিট মরক্কোর আগাদিরে অনুষ্ঠিত "আফ্রিকান লায়ন ২০২৩" আন্তর্জাতিক যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।
এই মহড়ায় যুক্তরাষ্ট্র, মরক্কো, ঘানা সহ ১৮টি দেশের প্রায় ৮,০০০ সেনা অংশগ্রহণ করেন। এটি ছিল ইসরায়েলি বাহিনীর প্রথমবারের মতো এই ধরনের মহড়ায় অংশগ্রহণ।
(সূত্র- জেরুজালেম পোস্ট।)
উল্লেখ্য, এই ইউনিটের বিরুদ্ধে গাজার রাফাহ শহরে ১৫ জন প্যারামেডিক, জাতিসংঘ কর্মী এবং উদ্ধারকর্মী হত্যার অভিযোগ এনেছে বেশ কয়েকটি মিডিয়া।
[mh]
এই মহড়ায় যুক্তরাষ্ট্র, মরক্কো, ঘানা সহ ১৮টি দেশের প্রায় ৮,০০০ সেনা অংশগ্রহণ করেন। এটি ছিল ইসরায়েলি বাহিনীর প্রথমবারের মতো এই ধরনের মহড়ায় অংশগ্রহণ।
(সূত্র- জেরুজালেম পোস্ট।)
উল্লেখ্য, এই ইউনিটের বিরুদ্ধে গাজার রাফাহ শহরে ১৫ জন প্যারামেডিক, জাতিসংঘ কর্মী এবং উদ্ধারকর্মী হত্যার অভিযোগ এনেছে বেশ কয়েকটি মিডিয়া।
[mh]
Media is too big
VIEW IN TELEGRAM
//ট্রমায় ভোগা ইসরায়েলি সেনার নিজ পরিবারে গুলি//
ইসরায়েলের রিজার্ভ সার্জেন্ট ইয়োনি শোয়াইটজার তার অধীনে থাকা এক রিজার্ভ সেনার একটি ঘটনা বলেন।
তিনি জানান, ঘটনাটি ঘটে সেনা সদস্যটির ভাইয়ের বাড়িতে, যেখানে পরিবারের সদস্য ও অতিথিরা একত্রিত ছিলেন। হঠাৎ করে সে একটি ঘর থেকে পিস্তল হাতে বের হয়ে চিৎকার করতে থাকে যে “সন্ত্রাসীরা রয়েছে"।
এরপর সে গুলি চালাতে শুরু করে। এতে সে নিজের ভাইয়ের স্ত্রী, ভাইপো, এবং তাদের এক শৈশবের বন্ধুকে গুলি করে।
মূলত, সেনা'টি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (PTSD) আক্রান্ত হয়ে বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো।
[mh]
ইসরায়েলের রিজার্ভ সার্জেন্ট ইয়োনি শোয়াইটজার তার অধীনে থাকা এক রিজার্ভ সেনার একটি ঘটনা বলেন।
তিনি জানান, ঘটনাটি ঘটে সেনা সদস্যটির ভাইয়ের বাড়িতে, যেখানে পরিবারের সদস্য ও অতিথিরা একত্রিত ছিলেন। হঠাৎ করে সে একটি ঘর থেকে পিস্তল হাতে বের হয়ে চিৎকার করতে থাকে যে “সন্ত্রাসীরা রয়েছে"।
এরপর সে গুলি চালাতে শুরু করে। এতে সে নিজের ভাইয়ের স্ত্রী, ভাইপো, এবং তাদের এক শৈশবের বন্ধুকে গুলি করে।
মূলত, সেনা'টি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (PTSD) আক্রান্ত হয়ে বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো।
[mh]
ইসরায়েলে চীনা নাগরিকদের জন্য সতর্কতা জারি, কিছু অঞ্চল ‘চরম ঝুঁকিপূর্ণ’ ঘোষণা।
ইসরায়েলের কয়েকটি অঞ্চলকে লাল (চরম ঝুঁকি) এবং অন্যান্য অংশকে কমলা (উচ্চ ঝুঁকি) অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে চীনা দূতাবাস।
লাল অঞ্চলের মধ্যে রয়েছে নাহারিভা ও সাফেদের উত্তরাংশ, গালিল সাগরের উত্তর ও পূর্ব, আশকেলনের দক্ষিণ ও নেতিভটের পশ্চিমাংশ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের এসব ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে এবং সেখানে অবস্থানরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।
জরুরি প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষ ও ইসরায়েলে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।(na)
সূত্র: গ্লোবাল টাইমস
ইসরায়েলের কয়েকটি অঞ্চলকে লাল (চরম ঝুঁকি) এবং অন্যান্য অংশকে কমলা (উচ্চ ঝুঁকি) অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে চীনা দূতাবাস।
লাল অঞ্চলের মধ্যে রয়েছে নাহারিভা ও সাফেদের উত্তরাংশ, গালিল সাগরের উত্তর ও পূর্ব, আশকেলনের দক্ষিণ ও নেতিভটের পশ্চিমাংশ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের এসব ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে এবং সেখানে অবস্থানরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।
জরুরি প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষ ও ইসরায়েলে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।(na)
সূত্র: গ্লোবাল টাইমস
ইউরোপীয় ইউনিয়ন (EU) "SAFE" নামে ১৫০ বিলিয়ন ইউরোর একটি নতুন তহবিলের অনুমোদন দিয়েছে।
👉 এই তহবিলের উদ্দেশ্য হচ্ছে ইউরোপের সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা।
👉 এই তহবিলটি যৌথভাবে ঋণ নিয়ে সংগ্রহ করা হবে।
👉 এই অর্থগুলো ইউরোপের দেশগুলোর পাশাপাশি ইউক্রেনের মতো মিত্রদেরও দেয়া হবে, যাতে তারা আরও বেশি অস্ত্র তৈরি করতে পারে, প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে পারে এবং সামরিক শিল্পকে উন্নত করতে পারে।
সূত্র: রয়টার্স
[mh]
👉 এই তহবিলের উদ্দেশ্য হচ্ছে ইউরোপের সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা।
👉 এই তহবিলটি যৌথভাবে ঋণ নিয়ে সংগ্রহ করা হবে।
👉 এই অর্থগুলো ইউরোপের দেশগুলোর পাশাপাশি ইউক্রেনের মতো মিত্রদেরও দেয়া হবে, যাতে তারা আরও বেশি অস্ত্র তৈরি করতে পারে, প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে পারে এবং সামরিক শিল্পকে উন্নত করতে পারে।
সূত্র: রয়টার্স
[mh]
লোহিত সাগর ছেড়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউ এস এস ট্রুম্যান।
এদিকে ইসরাইলের হাইফা বন্দরে অবরোধ ঘোষণা করেছে হুথিরা। উত্তর ইসরাইলের এই সমুদ্র বন্দরও এখন তাদের নিয়মিত লক্ষ্যবস্তু হবে।
এদিকে কানাডা, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের 'ইসরাইল নিন্দা' হামাসের জন্য বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছে নেতানিয়াহু।
সোর্স - বিজনেস ইনসাইডার (hn)
এদিকে ইসরাইলের হাইফা বন্দরে অবরোধ ঘোষণা করেছে হুথিরা। উত্তর ইসরাইলের এই সমুদ্র বন্দরও এখন তাদের নিয়মিত লক্ষ্যবস্তু হবে।
এদিকে কানাডা, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের 'ইসরাইল নিন্দা' হামাসের জন্য বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছে নেতানিয়াহু।
সোর্স - বিজনেস ইনসাইডার (hn)
রুশ তেলের দাম আরও কমাতে চায় ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমুদ্রপথে রাশিয়া থেকে আসা তেলের বর্তমান সর্বোচ্চ মূল্যসীমা ৬০ ডলার থেকে কমিয়ে ৫০ ডলার করার প্রস্তাব দিতে যাচ্ছে জি-৭ দেশগুলোকে।
এটি মানা হলে, রুশ তেল রপ্তানিতে আরও চাপ বাড়বে—অর্থাৎ এটি রাশিয়ার জন্য আগের চেয়ে খারাপ খবর।
২০২২ শের ডিসেম্বর থেকে চলে আসা পশ্চিমা নিষেধাজ্ঞায় এখন কোনো দেশ এই সীমার বেশি দামে রুশ তেল কিনতে পারে না। এর জবাবে পুতিন জানিয়েছিলেন, যারা দামের শর্ত মানে, তাদের কাছে রাশিয়া তেল দেবে না।
সূত্র - রয়টার্স (hn)
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমুদ্রপথে রাশিয়া থেকে আসা তেলের বর্তমান সর্বোচ্চ মূল্যসীমা ৬০ ডলার থেকে কমিয়ে ৫০ ডলার করার প্রস্তাব দিতে যাচ্ছে জি-৭ দেশগুলোকে।
এটি মানা হলে, রুশ তেল রপ্তানিতে আরও চাপ বাড়বে—অর্থাৎ এটি রাশিয়ার জন্য আগের চেয়ে খারাপ খবর।
২০২২ শের ডিসেম্বর থেকে চলে আসা পশ্চিমা নিষেধাজ্ঞায় এখন কোনো দেশ এই সীমার বেশি দামে রুশ তেল কিনতে পারে না। এর জবাবে পুতিন জানিয়েছিলেন, যারা দামের শর্ত মানে, তাদের কাছে রাশিয়া তেল দেবে না।
সূত্র - রয়টার্স (hn)
রাশিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিষিদ্ধ
রাশিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংগঠন’ ঘোষণা করেছে। মস্কোর দাবি, এ সংগঠনটি পশ্চিমা অর্থায়নে রুশবিরোধী প্রচারে লিপ্ত এবং মানবাধিকার আড়ালে রাশিয়ার ভাবমূর্তি নষ্ট করছে।
অভিযোগে বলা হয়েছে, তারা লন্ডন থেকে রুশবিরোধী প্রশিক্ষণ, চরমপন্থীদের অর্থায়ন এবং বিদেশি এজেন্টদের সহায়তা করে আসছে।
সূত্র - স্পুতনিক (hn)
রাশিয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংগঠন’ ঘোষণা করেছে। মস্কোর দাবি, এ সংগঠনটি পশ্চিমা অর্থায়নে রুশবিরোধী প্রচারে লিপ্ত এবং মানবাধিকার আড়ালে রাশিয়ার ভাবমূর্তি নষ্ট করছে।
অভিযোগে বলা হয়েছে, তারা লন্ডন থেকে রুশবিরোধী প্রশিক্ষণ, চরমপন্থীদের অর্থায়ন এবং বিদেশি এজেন্টদের সহায়তা করে আসছে।
সূত্র - স্পুতনিক (hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মার্কিন মিসৌরিতে টর্নেডো: ছিন্নভিন্ন বাড়িঘর, অন্তত ২৫ জন নিহত
নর্থ সেন্ট লুইস, মিসৌরির একটি মহল্লার ড্রোন ফুটেজে দেখা গেছে বাড়িগুলোর ছাদের বড় অংশ উড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলে ভয়াবহ টর্নেডোতে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। (hn)
নর্থ সেন্ট লুইস, মিসৌরির একটি মহল্লার ড্রোন ফুটেজে দেখা গেছে বাড়িগুলোর ছাদের বড় অংশ উড়ে গেছে, গাছ উপড়ে পড়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলে ভয়াবহ টর্নেডোতে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। (hn)
গাজা শহরের Al-Daraj এরিয়ার Musa bin Nusair স্কুলে,
আশ্রিতদের অবস্থানে ইজ্রাইলি সন্ত্রাসীদের টার্গেটেড স্ট্রাইকে অন্তত ১৩ ঘুমন্ত ফিলিস্তিনি শাহাদাৎ বরণ করেছেন
আশ্রিতদের অবস্থানে ইজ্রাইলি সন্ত্রাসীদের টার্গেটেড স্ট্রাইকে অন্তত ১৩ ঘুমন্ত ফিলিস্তিনি শাহাদাৎ বরণ করেছেন
চলতি বছরের আগস্টে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সফরে বৈধপথে কর্মী নিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আলোচনা হতে পারে।
#BANGLADESH #ITALY
#BANGLADESH #ITALY