একটি ছদ্মবেশধারী শরণার্থী বাহন, যা একটি বিশেষ ইসরায়েলি বাহিনী ব্যবহার করেছিল, তারা সেটি রেখে গেছে খান ইউনুসের মধ্যাঞ্চলের আল-কাতিবাহ পাড়ায় গতরাতে অভিযান চালানোর পর। তারা বেসামরিক পোশাকে প্রবেশ করে এক ফিলিস্তিনিকে হত্যা করে এবং তার স্ত্রী ও ছেলেকে আটক করে।
#BREAKING
IMF পাকিস্তানের ঋণের শর্ত আরও কঠোর করেছে এবং ট্রাম্পের শুল্কনীতি ও ভারত-পাকিস্তান উত্তেজনা থেকে অর্থনৈতিক ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানকে জুনের মধ্যে পরবর্তী অর্থবছরের বাজেট পার্লামেন্টে অনুমোদন করাতে হবে, সারাদেশে কৃষি আয়কর সংস্কার চালু করতে হবে এবং বছরের শেষ নাগাদ শিল্প খাতে প্রণোদনা তুলে নেওয়ার পরিকল্পনা তৈরি করতে হবে।
IMF পাকিস্তানের ঋণের শর্ত আরও কঠোর করেছে এবং ট্রাম্পের শুল্কনীতি ও ভারত-পাকিস্তান উত্তেজনা থেকে অর্থনৈতিক ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানকে জুনের মধ্যে পরবর্তী অর্থবছরের বাজেট পার্লামেন্টে অনুমোদন করাতে হবে, সারাদেশে কৃষি আয়কর সংস্কার চালু করতে হবে এবং বছরের শেষ নাগাদ শিল্প খাতে প্রণোদনা তুলে নেওয়ার পরিকল্পনা তৈরি করতে হবে।
ইসরাইলবিরোধী তদন্তে নিষেধাজ্ঞার মুখে আইসিসি: প্রধান প্রসিকিউটরের ইমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ৯০০ কর্মীর ওপর
২০২৫ সালের ফেব্রুয়ারিতে গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে উদ্যোগ নেওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)–এর প্রধান প্রসিকিউটর করিম খান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হন।
ট্রাম্প প্রশাসনের জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় তাঁর অফিসিয়াল মাইক্রোসফট ইমেইল বন্ধ করে দেওয়া হয়েছে, যুক্তরাজ্যে থাকা ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। শুধু তাই নয়, আইসিসির ৯০০ কর্মীর ওপরও যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে—তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরাইলের বিরুদ্ধে "অবৈধ তদন্ত" চালাচ্ছে।
ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়েছে, করিম খানকে অর্থনৈতিক, প্রযুক্তিগত বা যে কোনো ধরনের সহায়তা দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এরইমধ্যে দুইটি মার্কিন মানবাধিকার সংস্থা আইসিসির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে। এক কর্মকর্তার ভাষ্য, সরকারি প্রতিশোধের আশঙ্কায় অনেকে এখন আইসিসির সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন। (hn)
২০২৫ সালের ফেব্রুয়ারিতে গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে উদ্যোগ নেওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)–এর প্রধান প্রসিকিউটর করিম খান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হন।
ট্রাম্প প্রশাসনের জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় তাঁর অফিসিয়াল মাইক্রোসফট ইমেইল বন্ধ করে দেওয়া হয়েছে, যুক্তরাজ্যে থাকা ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। শুধু তাই নয়, আইসিসির ৯০০ কর্মীর ওপরও যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে—তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরাইলের বিরুদ্ধে "অবৈধ তদন্ত" চালাচ্ছে।
ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়েছে, করিম খানকে অর্থনৈতিক, প্রযুক্তিগত বা যে কোনো ধরনের সহায়তা দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এরইমধ্যে দুইটি মার্কিন মানবাধিকার সংস্থা আইসিসির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে। এক কর্মকর্তার ভাষ্য, সরকারি প্রতিশোধের আশঙ্কায় অনেকে এখন আইসিসির সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন। (hn)
বিশ্বের শীর্ষ ১৫ ভাষা: কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে?
বিশ্বে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা ৭,০০০–এর বেশি, তবে জনসংখ্যার অর্ধেকের বেশি মাত্র ২৩টি ভাষায় কথা বলে। নিচে রয়েছে সবচেয়ে বেশি মানুষ যে ভাষাগুলো ব্যবহার করে সেই শীর্ষ ১৫ ভাষার তালিকা
—
১. ইংরেজি – ১,৪৫৬ মিলিয়ন
২. ম্যানডারিন চীনা – ১,১৩৮ মিলিয়ন
৩. হিন্দি – ৬১০ মিলিয়ন
৪. স্প্যানিশ – ৫৫৯ মিলিয়ন
৫. ফরাসি – ৩১০ মিলিয়ন
৬. আধুনিক আরবি (Standard) – ২৭৪ মিলিয়ন
৭. বাংলা – ২৭৩ মিলিয়ন
৮. পর্তুগিজ – ২৬৪ মিলিয়ন
৯. রুশ – ২৫৫ মিলিয়ন
১০. উর্দু – ২৩২ মিলিয়ন
১১. ইন্দোনেশিয়ান – ১৯৯ মিলিয়ন
১২. জার্মান – ১৩৩ মিলিয়ন
১৩. জাপানি – ১২৩ মিলিয়ন
১৪. নাইজেরিয়ান পিজিন – ১২১ মিলিয়ন
১৫. মিশরীয় আরবি – ১০২ মিলিয়ন
এদের মধ্যে বাংলা ৭ম বৃহত্তম ভাষা।
সোর্স - Berlitz Index (hn)
বিশ্বে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা ৭,০০০–এর বেশি, তবে জনসংখ্যার অর্ধেকের বেশি মাত্র ২৩টি ভাষায় কথা বলে। নিচে রয়েছে সবচেয়ে বেশি মানুষ যে ভাষাগুলো ব্যবহার করে সেই শীর্ষ ১৫ ভাষার তালিকা
—
১. ইংরেজি – ১,৪৫৬ মিলিয়ন
২. ম্যানডারিন চীনা – ১,১৩৮ মিলিয়ন
৩. হিন্দি – ৬১০ মিলিয়ন
৪. স্প্যানিশ – ৫৫৯ মিলিয়ন
৫. ফরাসি – ৩১০ মিলিয়ন
৬. আধুনিক আরবি (Standard) – ২৭৪ মিলিয়ন
৭. বাংলা – ২৭৩ মিলিয়ন
৮. পর্তুগিজ – ২৬৪ মিলিয়ন
৯. রুশ – ২৫৫ মিলিয়ন
১০. উর্দু – ২৩২ মিলিয়ন
১১. ইন্দোনেশিয়ান – ১৯৯ মিলিয়ন
১২. জার্মান – ১৩৩ মিলিয়ন
১৩. জাপানি – ১২৩ মিলিয়ন
১৪. নাইজেরিয়ান পিজিন – ১২১ মিলিয়ন
১৫. মিশরীয় আরবি – ১০২ মিলিয়ন
এদের মধ্যে বাংলা ৭ম বৃহত্তম ভাষা।
সোর্স - Berlitz Index (hn)