GAZA LIVE
3.23K subscribers
15.1K photos
10.8K videos
46 files
395 links
All Time Gaza Update News
Download Telegram
গত রাতে পুড়িয়ে শহীদ করা হয় গাজার মাওয়াসির এই শিশুকে।
🔴⬅️দইর আল-বালাহ শহরের কেন্দ্রস্থলে আবু সাইফ পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক বাবা ও তার মেয়ে শহীদ হয়েছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
গার্ডিয়ান: ট্রাম্পের পররাষ্ট্রনীতি এখন টাকার বিনিময়ে প্রবেশযোগ্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পর গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার পররাষ্ট্রনীতি এখন যেন বিক্রির পণ্যে পরিণত হয়েছে।

সাবেক হোয়াইট হাউসের আইনজীবী ও বিশেষজ্ঞদের বরাত দিয়ে তারা বলেছে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি কার্যত “মূল্য দিয়ে প্রবেশের” নীতিতে পরিণত হয়েছে।(na)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
১১ দিন পর সানা বিমানবন্দরে প্রথম ফ্লাইট, আম্মান থেকে ফিরলেন ১৩৬ যাত্রী।

ইসরায়েলি হামলার ১১ দিন পর ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট অবতরণ করেছে। জর্ডানের রাজধানী আম্মান থেকে আগত এই ফ্লাইটে মোট ১৩৬ জন যাত্রী দেশে ফিরেছেন।(na)
আলেপ্পোতে আইএসের আস্তানায় অভিযান, নিহত ১ জঙ্গি, আটক কয়েকজন।

সিরিয়ার নিরাপত্তা বাহিনী শনিবার আলেপ্পোতে আইএস জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। এতে অন্তত একজন জঙ্গি নিহত হয় এবং কয়েকজনকে আটক করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে একজন নিরাপত্তা সদস্যও প্রাণ হারান।(na)
#BREAKING #GAZA

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়:

রবিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৯৬ জন নিহত ও ১৪০ জনের বেশি আহত হয়েছে।
#BREAKING #GAZA

ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তর ও দক্ষিণে সর্ববৃহৎ স্থল অভিযানের ঘোষণা করেছে।
#BREAKING #GAZA

ইসরায়েলি সেনাবাহিনী:

গাজকয় স্থল অভিযান শুরুর আগে তারা প্রাথমিক আঘাত হিসেবে ৬৭০টি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করেছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গো'পন বৈঠক শেষে সেনাবা:হিনীর অফিসারগণ বের হওয়ার পথে ধ'স্তা'ধ'স্তি সাবেক সেনাকর্ম'কর্তার পরিবারপর সদস্যদের সাথে
#BREAKING #GAZA #huthis

ইয়েমেনী হুথি:

গাজায় উত্তেজনা বেড়ে যাওয়ায় আমরা আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইজরায়েলী বেন গুরিয়ন বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরে সামরিক অভিযান চালাব।
#BREAKING #iran

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি:

চুক্তি হোক বা না হোক, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে।
#BREAKING #GAZA #HAMAS

সিনিয়র হামাস কর্মকর্তা CNN-কে বলেন:

আমরা ৬০ দিনের যুদ্ধবিরতি ও ৩০০ ফিলিস্তিনি বন্দিমুক্তির বিনিময়ে ৯ জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছি।
🔴ভয়ংকর ছবি... গাজা শহরের উত্তরের সাফতাওয়ি এলাকায়, যেখানে ইসরায়েলি দখলদার বাহিনী একদল স্বেচ্ছাসেবকের ওপর নৃশংস গণহত্যা চালায়। তারা বাস্তুচ্যুতদের জন্য পানির কুয়ো তৈরির কাজ করছিল।
সিরিয়ায় একটি নতুন সেনাবাহিনী গঠিত হয়েছে, যেটিকে "সিরিয়ান আর্মি" বলা হচ্ছে। এই বাহিনীতে এখন পর্যন্ত সব গোষ্ঠী যুক্ত হয়নি—এই কথা কিছুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল।

এরপর "তুর্কিস্তান ইসলামি পার্টি" (যেটি মূলত চীন থেকে আসা উইঘুর মুসলিম যোদ্ধাদের গোষ্ঠী) ঘোষণা দিয়েছে যে, তারা এই নতুন বাহিনীতে যুক্ত হচ্ছে। এখন তারা "৮৪তম ডিভিশন" নামে সিরিয়ান আর্মির অংশ হবে।

মানে, তারা আলাদা কোনো গোষ্ঠী না হয়ে, সরকার ঘোষিত সামরিক কাঠামোর মধ্যে কাজ করবে।
#BREAKING #GAZA #Israel

নেতানিয়াহু:

আমরা হামাসের বিরুদ্ধে শক্তিশালী অভিযান শুরু করেছি। আমাদের বাহিনী জোরপূর্বক গাজা উপত্যকায় প্রবেশ করছে।
#BREAKING #Israel #Huthis

নেতানিয়াহু হুতিদেরকে বলেন:

বিষয়টি এখনও শেষ হয়নি, পাল্টা হামলা চলতেই থাকবে। তারা আমাদের শক্তির স্বাদ আরও অনুভব করবে। আমরা জানি, তাদের পেছনে কে আছে—এটা ইরান। ওখানেও আমাদের নজর রয়েছে।