GAZA LIVE
3.23K subscribers
15.1K photos
10.8K videos
46 files
395 links
All Time Gaza Update News
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
জাবালিয়ার পূর্বে আশ্রিতদের তাঁবুতে ইজ্রাইলি সন্ত্রাসীদের অনবরত শেলিং ও Incendiary পদার্থের শেলিং এর ফলে আগুন ধরে যায়।
দাঁত কেলিয়ে হেসে হেসে গাজার জন্য আরব লীগ সামিটের বৈঠক অনুষ্ঠিত।

বৈঠকে কয়েকটা হিন্দি চুল ছিঁড়ে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
গাজা’র স্বাস্থ্য মন্ত্রণালয়:

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ১৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান:

কৃষ্ণ সাগরে ৭৫ বিলিয়ন ঘন মিটার নতুন প্রাকৃতিক গ্যাসের মজুত আবিষ্কৃত হয়েছে।

৩০ বিলিয়ন ডলার মূল্যমানের এই গ্যাস মজুত তুরস্কের বাসাবাড়ির গ্যাস চাহিদা ৩.৫ বছর পূরণ করতে পারবে।
#BREAKING #SIRYA

ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের পর, সিরিয়ার সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর জন্য SWIFT কোড ইস্যু করা হয়েছে, যাতে তারা বৈশ্বিক SWIFT ব্যবস্থায় যুক্ত হতে পারে।
সেনাদের মধ্যে বিশৃঙ্খলা বরখাস্ত ৩ জন
দুর্ভিক্ষে গাজার শিশুদের মৃত্যু হচ্ছে, আর বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে।
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা:

সিরিয়ার মুক্ত জনগণকে জানানো যাচ্ছে, সিরিয়া মুক্ত হওয়ার পরপরই আমরা সামরিক ইউনিটগুলোকে একটি ঐক্যবদ্ধ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার কাজ শুরু করি। আজ আমরা আমাদের সম্মানিত জনগণকে জানাচ্ছি, সব সামরিক ইউনিট এখন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একীভূত হয়েছে
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা:

বাকি থাকা ছোট সামরিক দলগুলোর প্রতি আমরা জোর দিয়ে বলছি, তারা যেন সর্বোচ্চ ১০ দিনের মধ্যে মন্ত্রণালয়ে যোগ দেয়।

মন্ত্রণালয়ে যোগদানে বিলম্ব হলে, আইনি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
⚡️৩৪তম আরব শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইরাকের বাগদাদে। এতে পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী আসআদ আল-শিবানি অংশ নিয়েছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
মাইক্রোসফট স্বীকার করেছে, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে তাদের ক্লাউড ও AI প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। তদন্তে জানা গেছে, দখলদার সেনাবাহিনীর মধ্যে Azure ও GPT-4 ব্যবহার বেড়েছে ১৫৫%, বিশেষ করে রাফাহ অভিযানের আগে।

প্রতিষ্ঠানটি বলেছে, এসব টুল যুদ্ধের জন্য বানানো নয়, তবে তারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাইবার নিরাপত্তা রক্ষা করে আসছে। তবে মূল কথা হলো, গণহত্যা পরিচালনায় ইসরাইলি বাহিনী মাইক্রোসফট ও ওপেন এআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বাত্মক প্রয়োগ ঘটিয়েছে।

পূর্বে এ নিয়ে মাইক্রোসফটের কর্মীদের একাংশ প্রতিবাদ করলে তাদের বরখাস্ত করেছে কোম্পানিটি। (hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে পরবর্তী ধাপ হতে পারত "এন ওয়ার্ড।" তিনি ব্যাখ্যা করে বলেন, এখানে "এন ওয়ার্ড" মানে পারমাণবিক (nuclear)।

তার এই মন্তব্য ইঙ্গিত করে যে, ভারত-পাকিস্তান সম্পর্ক একসময় এতটাই উত্তপ্ত ছিল যে, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দেখা দিয়েছিল।
[mh]
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
//ফিঙ্গার ট্র্যাপ//

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকে একটি আকর্ষণীয় ঘটনা ঘটেছে।

বৈঠকের সময় ম্যাক্রোঁ এরদোয়ানের হাতের ওপর নিজের হাত রাখেন।
এটি সাধারণত প্রভাব দেখানো বা শক্তি প্রদর্শন করার একটি কৌশল।

তবে এরদোয়ান সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে ম্যাক্রোঁর আঙুল শক্তভাবে ধরে ফেলেন। এর ফলে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ এরদোয়ানের হাতে চলে আসে।

এই ঘটনাকে অনেকেই "ফিঙ্গার ট্র্যাপ" নামে উল্লেখ করছেন, যা কূটনৈতিকভাবে এরদোয়ানের দৃঢ়তা এবং প্রতিপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতার প্রতিফলন বলে ধরা হচ্ছে।
[mh]
গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসন করার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন।

এ ব্যাপারে হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম জানিয়ে দিয়েছেন, তারা এমন কোনো আলোচনা সম্পর্কে অবগত নন। বরং ফিলিস্তিনিরা তাদের জন্মভূমি আঁকড়ে ধরে রাখবে। এই ভূমি, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত রয়েছে।
#BREAKING

ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস রকেট

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) পাঠানোর জন্য ইসরোর রকেট রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি।
গত রাতে পুড়িয়ে শহীদ করা হয় গাজার মাওয়াসির এই শিশুকে।
🔴⬅️দইর আল-বালাহ শহরের কেন্দ্রস্থলে আবু সাইফ পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক বাবা ও তার মেয়ে শহীদ হয়েছেন।