GAZA LIVE
3.24K subscribers
15.1K photos
10.8K videos
46 files
395 links
All Time Gaza Update News
Download Telegram
#BREAKING

ট্রাম্প:

আহমেদ আল-শারার সঙ্গে আমার বৈঠক দারুণ হয়েছে।
#BREAKING

ট্রাম্প

মার্কিন প্রশাসনের সহায়তা ছাড়া হামাসের ডেরা থেকে কেউই জিম্মি অবস্থা থেকে মুক্ত হতো না।
ট্রাম্প:

পুতিন চায়, আমি তুরস্কে সম্ভাব্য শান্তি আলোচনায় থাকি, এবং সেটা এখনও সম্ভব।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
"ছোট ছোট বাচ্চারা... কোথায় ন্যায়বিচার?"

এক ফিলিস্তিনি তার নাতনিকে বিদায় জানাচ্ছেন, যে ইসরায়েলের গাজা অভিযানে শহীদ হয়েছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাজায় রক্তাক্ত সকাল...

উত্তর গাজায় ঘরবাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় শহীদদের বিদায় ও জানাজা।
সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়ার পর সিরিয়ার সরকারের কাছে ট্রাম্পের ৫ টা দাবি।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রতি ট্রাম্পের চাওয়াগুলো ছিল:

১. ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডে সই করতে হবে

২. সিরিয়া থেকে সব বিদেশি সন্ত্রাসীদের বের করে দিতে হবে

৩. ফিলিস্তিনি সন্ত্রাসীদের বহিষ্কার করতে হবে

৪. আইএস পুনরুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে হবে

৫. উত্তর-পূর্ব সিরিয়ায় অবস্থিত আইএস বন্দিশিবিরগুলোর দায়িত্ব নিতে হবে
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আগামী কাল তুরস্কের ইস্তানবুলে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডিসিলভা।
TRUMP: আমি এরদোয়ানের সাথে কথা বলার পর সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি।

AP: সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয়ার জন্য ট্রাম্পকে বার বার অনুরোধ করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
Media is too big
VIEW IN TELEGRAM
গত ২৪ ঘন্টায় হুথিরা ইসরাইলে তিনটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে

সবগুলোই প্রতিহত করার দাবী করেছে ইসরাইল। এদিকে হুথিরা বিমান পরিবহন সংস্থাগুলোকে বেন গুরিয়ন বিমান বন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

কিন্তু ট্রাম্প সৌদি আরবে থাকাকালীন তার মাথার উপর দিয়ে ব্যালিস্টিক মিসাইল পাঠানো ইসরাইলিদের জন্য একটি বড় মেসেজই ছিল বলা চলে। (hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ট্রাম্প সৌদি আরব সফর শেষ করে কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিদায় বেলায়...
- I will miss you!
-- I'll miss you too, honey
ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সৌদি সরকারের অবস্থান স্পষ্ট করেছেন:

১/ আমেরিকা-ইরান পারমাণবিক আলোচনা প্রসঙ্গে:
"রিয়াদ আমেরিকা ও ইরানের মধ্যকার পারমাণবিক আলোচনার পূর্ণ সমর্থন জানায় এবং ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করে।"

২/ গাজা যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা:
"আমাদের যত দ্রুত সম্ভব গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে হবে, কারণ যুদ্ধবিরতি ছাড়া গাজায় ত্রাণ পৌঁছানো কঠিন হবে।"

৩/ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অবস্থান:
"আমরা গাজায় যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হয়েছি।"

৪/ যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ:
"আমরা গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে অগ্রগতির আশাবাদী।"
[mh]
দোহা আলোচনায় পরোক্ষভাবে অংশ নিচ্ছে ট্রাম্প-হামাস

গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত দোহা আলোচনায় ট্রাম্প এবং হামাস সরাসরি অংশ নিচ্ছে না, তবে তারা পরোক্ষভাবে এতে যুক্ত রয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি-আমেরিকান ব্যবসায়ীর মাধ্যমে হামাস গোপনভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, যা পরবর্তীতে মার্কিন জিম্মি ইদান আলেকজান্ডারের মুক্তির পথ তৈরি করে। ফলে যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে একটি সহনশীল অবস্থা ও একটি যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও অ্যাডাম বোহেলার দোহায় আলোচনায় অংশ নিচ্ছেন। আলোচনার সময় ট্রাম্পও দোহায় উপস্থিত থাকবেন। তবে সরাসরি যোগ দিবেন না। মধ্যস্থতাকারীরা হামাসের সঙ্গে পরোক্ষ যোগাযোগ রেখে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সূত্র -CNN
[mh]
আল শারার সাথে দেখা করে বেচারা ট্রাম্প পড়েছে মহা সমস্যায়ঃ

ইসরাইলীরা বলছে ট্রাম্প তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের শত্রুর সাথে, সন্ত্রাসের সাথে হাত মিলিয়েছে।

ভারতীয়রা বলছে ট্রাম্প "উগ্রবাদী মুসলিম সন্ত্রাসীর" সাথে হাত মিলিয়ে সন্ত্রাসকে উস্কে দিচ্ছে।

ইরানীরা বলছে ট্রাম্প শান্তির পথ বাদ দিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
ট্রাম্প: পুতিন চায় যে আমি যেন ইউক্রেন শান্তি আলোচনার সময় ইস্তানবুলে থাকি। তাহলে হয়তো সেও আসতে পারে। আমি বিষয়টি নিয়ে ইতিবাচক ভাবছি। দেখি আজ রাতের মধ্যে আমরা একটা ফলাফলে পৌছব।

অর্থাৎ, ট্রাম্প-পুতিন আগামী কাল রাতের দিকে ইস্তানবুলে দেখা করার সম্ভাবনা আছে।
গাজা আক্রমণে সেনাসংকট, ১ বিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা করলো ইসরাইল

গাজায় নতুন হামলার পরিকল্পনায় সংরক্ষিত সেনাদের মাত্র ৫০% হাজির করাতে পেরেছে ইসরাইল। এই বিপর্যয় মোকাবেলায় সংরক্ষিত বাহিনীর জন্য ৩ বিলিয়ন শেকেল, অর্থাৎ প্রায় ১ বিলিয়ন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দখলদার সরকার।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ যুদ্ধ, ব্যর্থ লক্ষ্যপূরণ ও নৈতিক বিভ্রান্তির কারণে সেনা সমাবেশে এই অভাব সৃষ্টি হয়েছে। প্রণোদনার মাধ্যমে সেনাদের মনোবল ও প্রস্তুতি বাড়ানোর চেষ্টা করছে নেতানিয়াহু সরকার। (hn)
রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে ১৭তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে, যা কার্যকর হবে রাশিয়ার 'শ্যাডো ফ্লিট' নামে পরিচিত তেল ট্যাংকার বহরের উপর এবং তৃতীয় দেশগুলিকে লক্ষ্য করে, যারা রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করছে।

প্রধান লক্ষ্যবস্তু:

১/ 'শ্যাডো ফ্লিট':
প্রায় ২০০টি রাশিয়ান তেল ট্যাংকারকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যেগুলি পুরনো, অপ্রতিষ্ঠিত মালিকানাধীন এবং প্রায়ই বিমা ছাড়া পরিচালিত হয়। এই জাহাজগুলি প্রায়শই AIS ট্রান্সপন্ডার বন্ধ করে এবং জাহাজ-থেকে-জাহাজে তেল স্থানান্তর করে তেলের উৎস গোপন করে।

২/ তৃতীয় পক্ষের দেশ:
তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ভিয়েতনাম এবং সার্বিয়ার কোম্পানিগুলিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যাদের বিরুদ্ধে রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগ রয়েছে।


অতিরিক্ত নিষেধাজ্ঞা:

১/ দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য:
রাশিয়ার সামরিক-শিল্প কমপ্লেক্সের সঙ্গে যুক্ত ৮৫টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে ড্রোন, মিসাইল এবং অন্যান্য সামরিক প্রযুক্তি সরবরাহের অভিযোগ রয়েছে।

২/ মানবাধিকার লঙ্ঘন:
রাশিয়ার বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যারা বিরোধী নেতা আলেক্সেই নাভালনি এবং কর্মী ভ্লাদিমির কারা-মুরজার মামলায় জড়িত ছিলেন।

৩/ রপ্তানি নিষেধাজ্ঞা:
মিসাইল-সম্পর্কিত রাসায়নিক উপাদান এবং অন্যান্য শিল্প সামগ্রীর রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।


ভবিষ্যৎ পরিকল্পনা:

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো আরও কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে রাশিয়ার ব্যাংকিং, আর্থিক ও জ্বালানি খাতে।

এই নিষেধাজ্ঞা প্যাকেজের মাধ্যমে ইইউ রাশিয়ার অর্থনীতির উপর চাপ বাড়াতে এবং ইউক্রেনে যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাধ্য করতে চায়।
[mh]
#UPDATE

RADA' ডিভিশনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে GNU


RADA স্পেশাল ডিটারেন্স ফোর্স ভেঙ্গে দেয়ার ঘোষণার পর তারা বিদ্রোহ করে সামরিক কার্যক্রম পরিচালনা শুরু করে।

এরই প্রেক্ষিতে জাতিসংঘ সমর্থিত লিবিয়ার জাতীয় ঐক্যের সরকার (GNU) RADA ডিভিশনের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করেছে।
[mh]
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
GAZA LIVE
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM