আবারো ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহার করলো নরওয়ে
বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিল, ইসরায়েলের ‘Paz Retail and Energy’ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে।
নরওয়ের এই তহবিলটি ১.৮ ট্রিলিয়ন ডলারের মূল্যমানের।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তারা ইসরায়েলি টেলিকম কোম্পানি ‘Bezeq’ থেকেও বিনিয়োগ তুলে নেয়।
এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন নরওয়ের শ্রমিক ইউনিয়নগুলোর বৃহত্তম সংগঠন (LO) সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও বিনিয়োগের ওপর একটি সম্পূর্ণ বয়কট অনুমোদন করেছে।
-----
উল্লেখ্য, “সার্বভৌম সম্পদ তহবিল” (Sovereign Wealth Fund) বলতে বোঝায়— সরকারি সঞ্চয় তহবিল, যেটা ভবিষ্যতের জন্য গড়ে তোলা হয় এবং বিদেশে বিনিয়োগের কাজে ব্যবহার হয়। নরওয়ের এই তহবিলটি বিশ্বের সবচেয়ে বড় সরকারি সঞ্চয় তহবিল।
[mh]
বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিল, ইসরায়েলের ‘Paz Retail and Energy’ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে।
নরওয়ের এই তহবিলটি ১.৮ ট্রিলিয়ন ডলারের মূল্যমানের।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তারা ইসরায়েলি টেলিকম কোম্পানি ‘Bezeq’ থেকেও বিনিয়োগ তুলে নেয়।
এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন নরওয়ের শ্রমিক ইউনিয়নগুলোর বৃহত্তম সংগঠন (LO) সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও বিনিয়োগের ওপর একটি সম্পূর্ণ বয়কট অনুমোদন করেছে।
-----
উল্লেখ্য, “সার্বভৌম সম্পদ তহবিল” (Sovereign Wealth Fund) বলতে বোঝায়— সরকারি সঞ্চয় তহবিল, যেটা ভবিষ্যতের জন্য গড়ে তোলা হয় এবং বিদেশে বিনিয়োগের কাজে ব্যবহার হয়। নরওয়ের এই তহবিলটি বিশ্বের সবচেয়ে বড় সরকারি সঞ্চয় তহবিল।
[mh]
ভারত-পাকিস্তান সেনা কর্মকর্তাদের আলোচনা: যুদ্ধবিরতি কার্যকর, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা।
ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।
প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষের পর সীমান্তে শান্তি ফিরেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের কিছু ঘটনার পর রাতে কোনো বিস্ফোরণ বা গোলাগুলির খবর পাওয়া যায়নি।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রোববার রাত ছিল সাম্প্রতিক সময়ে সীমান্তে প্রথম শান্তিপূর্ণ রাত, যদিও কিছু স্কুল এখনও বন্ধ রয়েছে। (na)
সূত্র: রয়টার্স
ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশন প্রধানরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।
প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘর্ষের পর সীমান্তে শান্তি ফিরেছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের কিছু ঘটনার পর রাতে কোনো বিস্ফোরণ বা গোলাগুলির খবর পাওয়া যায়নি।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রোববার রাত ছিল সাম্প্রতিক সময়ে সীমান্তে প্রথম শান্তিপূর্ণ রাত, যদিও কিছু স্কুল এখনও বন্ধ রয়েছে। (na)
সূত্র: রয়টার্স
ব্রেকিং:
অস্ত্র ছেড়ে দিয়ে নিজেদের বিলুপ্ত ঘোষণা করলো সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে
পিকেকে-সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অস্ত্র সমর্পণ করে নিজেদের বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তুরস্কে ৪০ বছর ধরে চালিয়ে যাওয়া সশস্ত্র আন্দোলনে ইতি টানলো সংগঠনটি। (na)
অস্ত্র ছেড়ে দিয়ে নিজেদের বিলুপ্ত ঘোষণা করলো সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে
পিকেকে-সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) অস্ত্র সমর্পণ করে নিজেদের বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তুরস্কে ৪০ বছর ধরে চালিয়ে যাওয়া সশস্ত্র আন্দোলনে ইতি টানলো সংগঠনটি। (na)
ব্রেকিং: পিকেকে’র ১২তম কংগ্রেসে সংগঠন বিলুপ্তির ঘোষণা।
সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র ১২তম কংগ্রেসে চূড়ান্ত ঘোষণায় সংগঠনের কাঠামো ভেঙে দেওয়ার এবং সশস্ত্র সংগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। এর ফলে পিকেকে নামে সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে।(na)
সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র ১২তম কংগ্রেসে চূড়ান্ত ঘোষণায় সংগঠনের কাঠামো ভেঙে দেওয়ার এবং সশস্ত্র সংগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। এর ফলে পিকেকে নামে সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে।(na)
ব্রেকিং:
গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি ঘোষণা, ইদান আলেকজান্ডারের মুক্তি।
ইসরায়েলি চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীকে আমেরিকান জিম্মি ইদান আলেকজান্ডারের মুক্তির জন্য স্থানীয় সময় দুপুর ১২টা (০৯০০ জিএমটি) থেকে যুদ্ধবিরতি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।(na)
গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিরতি ঘোষণা, ইদান আলেকজান্ডারের মুক্তি।
ইসরায়েলি চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীকে আমেরিকান জিম্মি ইদান আলেকজান্ডারের মুক্তির জন্য স্থানীয় সময় দুপুর ১২টা (০৯০০ জিএমটি) থেকে যুদ্ধবিরতি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।(na)
চীনের আয়োজনে লাতিন আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্মেলন।
চীন এবার বেইজিং-এ মঙ্গলবার চীন-সেলাক ফোরামের মন্ত্রণালয় সম্মেলন আয়োজন করছে। যেখানে লাতিন আমেরিকার প্রধান বাণিজ্য সঙ্গীদের অংশগ্রহণ থাকবে।
ব্রাজিল, কোলম্বিয়া ও চিলির রাষ্ট্রপতিসহ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের কর্মকর্তারা অংশ নেবে। এর মাধ্যমে চীন এলাকায় প্রভাব ও সহযোগিতা বাড়াতে চায়, যখন বেইজিং ও ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ কমানোর চেষ্টা চালাচ্ছে। (na)
সূত্র: রয়টার্স
চীন এবার বেইজিং-এ মঙ্গলবার চীন-সেলাক ফোরামের মন্ত্রণালয় সম্মেলন আয়োজন করছে। যেখানে লাতিন আমেরিকার প্রধান বাণিজ্য সঙ্গীদের অংশগ্রহণ থাকবে।
ব্রাজিল, কোলম্বিয়া ও চিলির রাষ্ট্রপতিসহ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের কর্মকর্তারা অংশ নেবে। এর মাধ্যমে চীন এলাকায় প্রভাব ও সহযোগিতা বাড়াতে চায়, যখন বেইজিং ও ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ কমানোর চেষ্টা চালাচ্ছে। (na)
সূত্র: রয়টার্স
🔴 পিকেকে তাদের ১২তম কংগ্রেসে সংগঠনটির বিলুপ্তির ঘোষণা দিয়েছে, যা দশকের পর দশক ধরে চলা সশস্ত্র সংগ্রামের অবসান ঘটায়।
তবে বিবৃতির ভাষা এমনভাবে রয়েছে যে, উত্তরাধিকারী সংগঠনগুলোর জন্য কিছু জায়গা রয়ে গেছে, যেখানে ৩০টিরও বেশি উপ-গোষ্ঠী তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।
এদিকে, পিকেকে’র সিরিয়া শাখা ওয়াইপিজি (YPG)-এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কারণ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, সংগঠনের সদস্যরা সিরিয়ায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন।
#PKK #SYRIA
তবে বিবৃতির ভাষা এমনভাবে রয়েছে যে, উত্তরাধিকারী সংগঠনগুলোর জন্য কিছু জায়গা রয়ে গেছে, যেখানে ৩০টিরও বেশি উপ-গোষ্ঠী তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।
এদিকে, পিকেকে’র সিরিয়া শাখা ওয়াইপিজি (YPG)-এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কারণ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, সংগঠনের সদস্যরা সিরিয়ায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন।
#PKK #SYRIA
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং বন্দী এডান আলেকজান্ডারকে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। তার মুক্তির প্রক্রিয়ার সময় দখলদার ইসরায়েলের হামলা স্থগিত রাখা হয়েছে।
এছাড়া, জাতিসংঘ তিনটি ট্রাক ভর্তি চিকিৎসা সরঞ্জাম গাজার উত্তরাঞ্চলে পাঠিয়েছে।
#Gaza #PALESTINE #UN #Israel
এছাড়া, জাতিসংঘ তিনটি ট্রাক ভর্তি চিকিৎসা সরঞ্জাম গাজার উত্তরাঞ্চলে পাঠিয়েছে।
#Gaza #PALESTINE #UN #Israel
🟢 আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে যে, তারা আজ সোমবার, ১২-০৫-২০২৫ তারিখে মার্কিন নাগরিক ও দখলদার ইসরায়েলি সেনা এডান আলেকজান্ডারকে মুক্তি দেবে।
#Al_Qassam_Brigades #PALESTINE #Hamas #USA #Israel
#Al_Qassam_Brigades #PALESTINE #Hamas #USA #Israel
হামাসের হাতে বন্দী আমেরিকা ইজরায়েলের যৌথ নাগরিক "ইদান আলেকজান্ডার" এর মুক্তি বিষয়ে আজ রাতেই ঘোষণা আসবে। এমনটাই জানিয়েছে হামাস।
আল জাজিরা
সম্ভবত তীব্র খাদ্য সংকটের কারণে হামাস তার মুক্তির বিনিময়ে অস্থায়ী একটা চুক্তিতে যেতে বাধ্য হচ্ছে।
আল জাজিরা
সম্ভবত তীব্র খাদ্য সংকটের কারণে হামাস তার মুক্তির বিনিময়ে অস্থায়ী একটা চুক্তিতে যেতে বাধ্য হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প অতি শীগ্রই খুব গুরুত্বপূর্ণ বিষয় জানাবেন। জানি না নতুন করে এই খবিশ কোন আপদ নিয়ে আসে।
তবে ইদানীং নেতানিয়াহুর সাথে সম্পর্ক একটু খারাপ যাচ্ছে।
তবে ইদানীং নেতানিয়াহুর সাথে সম্পর্ক একটু খারাপ যাচ্ছে।
ইদান আলেকজান্ডারের মুক্তি বিষয়ে এই প্রথম হামাসের সাথে সরাসরি চুক্তিতে আসছে আমেরিকা। হামাসের জন্য এটা বড় একটা প্রাপ্তি।