৫ই মে, ২০১৩ শাপলা চত্ত্বরে জনতার ওপর চালানো নির্মম হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ডকুমেন্টারি আজ দেশের বিভিন্ন জেলায় প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী নবজাগরণ ফ্রন্ট (IRF)।
#ঢাকা
মিরপুর:-
স্থান:- মিরপুর-১ ঈদগাহ মাঠ
সময়:- বাদ মাগরিব
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
বনশ্রী:-
স্থান:- সি ব্লক ২ নং রোড এবং ডি ব্লক ২ নং রোডের মাঝে (এভিনিউ রোড), বনশ্রী, ঢাকা
সময়:- বাদ ইশা
তারিখ:- ৫ মে, ২০২৫ (সোমবার)
#গাজীপুর
স্থান:- শিমুলতলী, গাজীপুর
সময়:- বা'দ মাগরিব
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
#নারায়ণগঞ্জ
স্থান:- ফতুল্লাহ রেল স্টেশন বাজার জামে মসজিদের সামনে, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ।
সময়:- বাদ মাগরিব
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
#ময়মনসিংহ
স্থান:- টাউন হল মোড়, ময়মনসিংহ
সময়:- বাদ আসর থেকে শুরু
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
#মাদারীপুর
স্থান:- চরমুগরিয়া (মাদারীপুর), চাউলা পট্টি (চৌরাস্তা)
সময়:- বাদ মাগরিব থেকে শুরু
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
#নোয়াখালী
স্থান- ১: জিরো পয়েন্ট, কবিরহাট, নোয়াখালী
সময়: বাদ মাগরিব
তারিখ: ৫ই মে, ২০২৫ (সোমবার)
.
স্থান- ২: জিরো পয়েন্ট, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
সময়: বাদ ঈশা
তারিখ: ৫ই মে, ২০২৫ (সোমবার)
#কুষ্টিয়া
স্থান:১- ছয় রাস্তার মোড়, থানাপাড়া, কুষ্টিয়া
সময়:- বা'দ ইশা
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
স্থান:২- মিরপুর উপজেলা পৌর পার্ক
সময়: বা'দ মাগরীব
তারিখ: ৫ই মে, ২০২৫
উক্ত প্রদর্শনীতে আপনারা সকলে আমন্ত্রিত।
#ঢাকা
মিরপুর:-
স্থান:- মিরপুর-১ ঈদগাহ মাঠ
সময়:- বাদ মাগরিব
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
বনশ্রী:-
স্থান:- সি ব্লক ২ নং রোড এবং ডি ব্লক ২ নং রোডের মাঝে (এভিনিউ রোড), বনশ্রী, ঢাকা
সময়:- বাদ ইশা
তারিখ:- ৫ মে, ২০২৫ (সোমবার)
#গাজীপুর
স্থান:- শিমুলতলী, গাজীপুর
সময়:- বা'দ মাগরিব
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
#নারায়ণগঞ্জ
স্থান:- ফতুল্লাহ রেল স্টেশন বাজার জামে মসজিদের সামনে, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ।
সময়:- বাদ মাগরিব
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
#ময়মনসিংহ
স্থান:- টাউন হল মোড়, ময়মনসিংহ
সময়:- বাদ আসর থেকে শুরু
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
#মাদারীপুর
স্থান:- চরমুগরিয়া (মাদারীপুর), চাউলা পট্টি (চৌরাস্তা)
সময়:- বাদ মাগরিব থেকে শুরু
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
#নোয়াখালী
স্থান- ১: জিরো পয়েন্ট, কবিরহাট, নোয়াখালী
সময়: বাদ মাগরিব
তারিখ: ৫ই মে, ২০২৫ (সোমবার)
.
স্থান- ২: জিরো পয়েন্ট, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
সময়: বাদ ঈশা
তারিখ: ৫ই মে, ২০২৫ (সোমবার)
#কুষ্টিয়া
স্থান:১- ছয় রাস্তার মোড়, থানাপাড়া, কুষ্টিয়া
সময়:- বা'দ ইশা
তারিখ:- ৫ই মে, ২০২৫ (সোমবার)
স্থান:২- মিরপুর উপজেলা পৌর পার্ক
সময়: বা'দ মাগরীব
তারিখ: ৫ই মে, ২০২৫
উক্ত প্রদর্শনীতে আপনারা সকলে আমন্ত্রিত।
শাপলা চত্বর গণহত্যা - ৫ই মে ২০১৩
বাংলাদেশের ইতিহাসে ঘটা ভয়ঙ্করতম নারকীয় গনহত্যা!
২০১৩ সালের ৫ই মে, গভীর রাতে মতিঝিল শাপলা চত্বরে হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা এবং বিজিবি-র্যাব-পুলিশের যৌথ বাহিনী নিরীহ তাওহীদি জনতা, তালিবে ইলম ও নিরস্ত্র আলেম-উলামাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিলো। নৃশংস এ গণহত্যার ১২ বছর পূর্ণ হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে যুগান্তর জানায়, ৫ই মে দুপুর থেকে পরদিন ৬ই মে ভোর পর্যন্ত ৮০ হাজার টিয়ারশেল, ৬০ হাজার রাবার বুলেট, ১৫ হাজার শর্ট গানের গুলি এবং ১৫ হাজার সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এর বাইরে পিস্তল রিভলবারের গুলি ব্যবহৃত হয়েছে সাড়ে ৩শ’ রাউন্ড। এটি ছিল সরকারি হিসেব মতে, কিন্তু এর প্রকৃত সংখ্যা আরো বেশি।
শাপলা চত্বর গণহত্যায় নিহতের সঠিক সংখ্যা কত তার হিসাব এখনো অজানা। তবে নৃশংস-নিষ্ঠুর ওই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে, শহীদের সংখ্যা ৩০০এরও বেশি। এরমধ্যে খোদ পুলিশের গোপন রিপোর্টে এ সংখ্যা ১৯১ জন বলে একাধিক সূত্রে বলা হয়েছে।
#Bangladesh #ShaplaMassacre #5May2013 #ShaplaSquareMassacre #5MayBlackNight #HefazatEIslam #KillerHasina
বাংলাদেশের ইতিহাসে ঘটা ভয়ঙ্করতম নারকীয় গনহত্যা!
২০১৩ সালের ৫ই মে, গভীর রাতে মতিঝিল শাপলা চত্বরে হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা এবং বিজিবি-র্যাব-পুলিশের যৌথ বাহিনী নিরীহ তাওহীদি জনতা, তালিবে ইলম ও নিরস্ত্র আলেম-উলামাদের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিলো। নৃশংস এ গণহত্যার ১২ বছর পূর্ণ হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে যুগান্তর জানায়, ৫ই মে দুপুর থেকে পরদিন ৬ই মে ভোর পর্যন্ত ৮০ হাজার টিয়ারশেল, ৬০ হাজার রাবার বুলেট, ১৫ হাজার শর্ট গানের গুলি এবং ১৫ হাজার সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এর বাইরে পিস্তল রিভলবারের গুলি ব্যবহৃত হয়েছে সাড়ে ৩শ’ রাউন্ড। এটি ছিল সরকারি হিসেব মতে, কিন্তু এর প্রকৃত সংখ্যা আরো বেশি।
শাপলা চত্বর গণহত্যায় নিহতের সঠিক সংখ্যা কত তার হিসাব এখনো অজানা। তবে নৃশংস-নিষ্ঠুর ওই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে, শহীদের সংখ্যা ৩০০এরও বেশি। এরমধ্যে খোদ পুলিশের গোপন রিপোর্টে এ সংখ্যা ১৯১ জন বলে একাধিক সূত্রে বলা হয়েছে।
#Bangladesh #ShaplaMassacre #5May2013 #ShaplaSquareMassacre #5MayBlackNight #HefazatEIslam #KillerHasina
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
"এই যুদ্ধ আমাদের শতবর্ষের মতো কষ্ট দিয়েছে" — গাজার শিশুর হৃদয়বিদারক বর্ণনা
গাজার এক শিশু বলেছে, “এই যুদ্ধ আমাদের এমন কষ্ট দিয়েছে যেন আমরা একশ বছর ধরে বেঁচে আছি।”
প্রতিদিনের নৃশংসতা, ক্ষুধা ও আতঙ্কে তার ও তার ভাইয়ের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইসরায়েলি গণহত্যার ভেতর থেকে উঠে আসা এই কণ্ঠস্বর বিশ্ব বিবেককে নাড়া দেবে কি? (hn)
গাজার এক শিশু বলেছে, “এই যুদ্ধ আমাদের এমন কষ্ট দিয়েছে যেন আমরা একশ বছর ধরে বেঁচে আছি।”
প্রতিদিনের নৃশংসতা, ক্ষুধা ও আতঙ্কে তার ও তার ভাইয়ের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইসরায়েলি গণহত্যার ভেতর থেকে উঠে আসা এই কণ্ঠস্বর বিশ্ব বিবেককে নাড়া দেবে কি? (hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাজায় বোমা মেরে ভবন উড়িয়ে দিয়ে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করল বর্বর ইসরাইলি সেনারা
ভিডিওতে দেখা যায়, সেনারা ভবনটি আগে থেকেই বিস্ফোরকে ভরিয়ে রাখে, যা ফাটার পর নীল ধোঁয়া বের হয়—যা ইঙ্গিত করে যে গর্ভস্থ সন্তানটি ছেলে।
গাজায় প্রতিদিন যেখানে শত শত শিশুকে তারা হত্যা করছে, সেখানে এই ধরণের উদযাপন একমাত্র বিকৃত মস্তিষ্ক ইসরাইলিদের পক্ষেই করা সম্ভব। (hn)
ভিডিওতে দেখা যায়, সেনারা ভবনটি আগে থেকেই বিস্ফোরকে ভরিয়ে রাখে, যা ফাটার পর নীল ধোঁয়া বের হয়—যা ইঙ্গিত করে যে গর্ভস্থ সন্তানটি ছেলে।
গাজায় প্রতিদিন যেখানে শত শত শিশুকে তারা হত্যা করছে, সেখানে এই ধরণের উদযাপন একমাত্র বিকৃত মস্তিষ্ক ইসরাইলিদের পক্ষেই করা সম্ভব। (hn)
৭ মে ভারতের বিভিন্ন রাজ্যে নাগরিক সুরক্ষা মহড়া চালানোর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের কয়েকটি রাজ্যকে ৭ই মে নাগরিক সুরক্ষা (সিভিল ডিফেন্স) মহড়া চালানোর নির্দেশ দিয়েছে।
এই মহড়ার উদ্দেশ্য হলো মানুষকে বিপদে কীভাবে নিরাপদে থাকতে হয় তা শেখানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া।
এই মহড়ায় যেসব কাজ করা হবে, তার মধ্যে রয়েছে—
- বিমান হামলার সময় সতর্ক সংকেত বাজানো,
-সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সুরক্ষার প্রশিক্ষণ দেওয়া,
-হঠাৎ বিদ্যুৎ বন্ধ রাখার মতো ব্যবস্থা চালু করা,
-গুরুত্বপূর্ণ কারখানা ও স্থাপনাগুলো ঢেকে রাখা (যাতে সহজে দেখা না যায়), এবং
-বিপদের সময় মানুষকে কীভাবে সরিয়ে নেওয়া হবে, তার অনুশীলন করা।
এই পদক্ষেপের মাধ্যমে সরকার চায়, যেকোনো বড় বিপদের সময় সবাই যেন আগে থেকে প্রস্তুত থাকে এবং সঠিকভাবে কাজ করতে পারে।
[mh]
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের কয়েকটি রাজ্যকে ৭ই মে নাগরিক সুরক্ষা (সিভিল ডিফেন্স) মহড়া চালানোর নির্দেশ দিয়েছে।
এই মহড়ার উদ্দেশ্য হলো মানুষকে বিপদে কীভাবে নিরাপদে থাকতে হয় তা শেখানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া।
এই মহড়ায় যেসব কাজ করা হবে, তার মধ্যে রয়েছে—
- বিমান হামলার সময় সতর্ক সংকেত বাজানো,
-সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সুরক্ষার প্রশিক্ষণ দেওয়া,
-হঠাৎ বিদ্যুৎ বন্ধ রাখার মতো ব্যবস্থা চালু করা,
-গুরুত্বপূর্ণ কারখানা ও স্থাপনাগুলো ঢেকে রাখা (যাতে সহজে দেখা না যায়), এবং
-বিপদের সময় মানুষকে কীভাবে সরিয়ে নেওয়া হবে, তার অনুশীলন করা।
এই পদক্ষেপের মাধ্যমে সরকার চায়, যেকোনো বড় বিপদের সময় সবাই যেন আগে থেকে প্রস্তুত থাকে এবং সঠিকভাবে কাজ করতে পারে।
[mh]
Fact-finding_Hefazate-Islam_English.pdf
1.7 MB
মাফিয়া হাসিনার খুনী বাহিনী কর্তৃক ২০১৩ সালের ৫ই মে মধ্যরাতে শাপলা চত্ত্বরের গণহত্যা নিয়ে করা যে রিপোর্টের কারণে অধিকারের সম্পাদক ও পরিচালক কে দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো সেই রিপোর্টের পিডিএফ ফাইল।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাজাবাসীরা প্রতিদিন অপেক্ষা করে মানবিক উদ্যোগ ও দান-সহায়তার জন্য, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসে।
যখনই কোনো নতুন "তাকিয়া" (দাতব্য রান্নাঘর) চালু হয় মানুষের জন্য খাবার সরবরাহ করতে, তখনই দখলদার ইসরায়েলি বাহিনী সেটি বোমা মেরে ধ্বংস করে দেয়, ভেঙে দেয় দরিদ্রদের অবশিষ্ট আশা ও খাদ্যের উৎস।
গাজায় এখন তাকিয়াগুলো যেন জীবন-মরণ লড়াইয়ের মতো, যেকোনো অন্য ঘটনার চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই হলো অনাহার ও অবরোধের মুখে জীবনধারার প্রধান উৎস।
তবুও মানুষ অনাহারে থাকে, কারণ দখলদার বাহিনী একটি তাকিয়াও টিকতে দেয়নি—তারা প্রতিটি মানবিক প্রচেষ্টা ধ্বংস করেছে, যা গাজাবাসীর ক্ষুধা ও দুঃখ লাঘব করতে পারত।
যখনই কোনো নতুন "তাকিয়া" (দাতব্য রান্নাঘর) চালু হয় মানুষের জন্য খাবার সরবরাহ করতে, তখনই দখলদার ইসরায়েলি বাহিনী সেটি বোমা মেরে ধ্বংস করে দেয়, ভেঙে দেয় দরিদ্রদের অবশিষ্ট আশা ও খাদ্যের উৎস।
গাজায় এখন তাকিয়াগুলো যেন জীবন-মরণ লড়াইয়ের মতো, যেকোনো অন্য ঘটনার চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই হলো অনাহার ও অবরোধের মুখে জীবনধারার প্রধান উৎস।
তবুও মানুষ অনাহারে থাকে, কারণ দখলদার বাহিনী একটি তাকিয়াও টিকতে দেয়নি—তারা প্রতিটি মানবিক প্রচেষ্টা ধ্বংস করেছে, যা গাজাবাসীর ক্ষুধা ও দুঃখ লাঘব করতে পারত।
দয়া করে ছবিটার দিকে একবার তাকান। একটা টিনেজার ছেলে গুলতি মারছিলো পুলিশের দিকে। ডেইলি স্টার এই ছবি দিয়ে শাপলা গণহত্যাকে বৈধতা দিচ্ছে।
তারা র্যাব পুলিশ বিজিবি বা অন্যান্য সশস্ত্র বাহিনির নৃশংসতার কোনো আলামত বা সিন খুঁজে পায়নি। অথচ
৫ মে’র সেই অভিযানে প্রায় ১ লাখ ৫৫ হাজার রাউন্ড গোলাবারুদ ব্যবহৃত হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ব্যবহৃত সরঞ্জামের মধ্যে ছিল ৮০ হাজার টিয়ার শেল, ৬০ হাজার রাবার বুলেট, ১৫ হাজার শটগানের গুলি এবং ১২ হাজার সাউন্ড গ্রেনেড।
এছাড়া পিস্তল ও রিভলবার ধরনের ছোট আগ্নেয়াস্ত্র থেকে প্রায় ৩৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। সরকারের এই অভিযানে সরাসরি অংশ নেয় র্যাবের ১,৩০০ সদস্য, পুলিশের ৫,৭১২ জন এবং বিজিবির ৫৭৬ জন সদস্য।
এর পাশাপাশি বিজিবির আরও ১০টি প্লাটুন এবং র্যাব-পুলিশের বিপুল সংখ্যক সদস্য 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে প্রস্তুত রাখা হয়।
এসব কিছুই না। ডেইলি স্টারের কাছে এই সবকিছুর চেয়ে কিশোর ছেলের এই গুলতিটাই অনেক বেশি মারাত্মক মারনাস্ত্র।
এবার আপনি এদের ব্যাপারে চিন্তা করুন এদেরকে কি আপনি মানুষের কাতারে ফেলবেন না শুকরের কাতারে। সে সিদ্ধান্ত একান্তই আপনার।
- আহমেদ রফিক
তারা র্যাব পুলিশ বিজিবি বা অন্যান্য সশস্ত্র বাহিনির নৃশংসতার কোনো আলামত বা সিন খুঁজে পায়নি। অথচ
৫ মে’র সেই অভিযানে প্রায় ১ লাখ ৫৫ হাজার রাউন্ড গোলাবারুদ ব্যবহৃত হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ব্যবহৃত সরঞ্জামের মধ্যে ছিল ৮০ হাজার টিয়ার শেল, ৬০ হাজার রাবার বুলেট, ১৫ হাজার শটগানের গুলি এবং ১২ হাজার সাউন্ড গ্রেনেড।
এছাড়া পিস্তল ও রিভলবার ধরনের ছোট আগ্নেয়াস্ত্র থেকে প্রায় ৩৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। সরকারের এই অভিযানে সরাসরি অংশ নেয় র্যাবের ১,৩০০ সদস্য, পুলিশের ৫,৭১২ জন এবং বিজিবির ৫৭৬ জন সদস্য।
এর পাশাপাশি বিজিবির আরও ১০টি প্লাটুন এবং র্যাব-পুলিশের বিপুল সংখ্যক সদস্য 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে প্রস্তুত রাখা হয়।
এসব কিছুই না। ডেইলি স্টারের কাছে এই সবকিছুর চেয়ে কিশোর ছেলের এই গুলতিটাই অনেক বেশি মারাত্মক মারনাস্ত্র।
এবার আপনি এদের ব্যাপারে চিন্তা করুন এদেরকে কি আপনি মানুষের কাতারে ফেলবেন না শুকরের কাতারে। সে সিদ্ধান্ত একান্তই আপনার।
- আহমেদ রফিক
ভারতের প্রতিরক্ষা সাইটের ওপর পাকিস্তানি হ্যাকারদের সাইবার হামলা
পাকিস্তান-সমর্থিত হ্যাকার গোষ্ঠীগুলি সমন্বিত সাইবার হামলা চালিয়েছে ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলোর ওয়েবসাইটে।
এই হামলায় তারা MP-IDSA (মানোহর পর্রীকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস) এবং মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস-এর মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাক করে।
হ্যাকাররা ওয়েবসাইটগুলোর চেহারা বদলে ফেলে।
এই ঘটনার পর ভারত সরকার নিরাপত্তার স্বার্থে আক্রান্ত ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয় এবং সাইবার নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নেয়।
[mh]
পাকিস্তান-সমর্থিত হ্যাকার গোষ্ঠীগুলি সমন্বিত সাইবার হামলা চালিয়েছে ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলোর ওয়েবসাইটে।
এই হামলায় তারা MP-IDSA (মানোহর পর্রীকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস) এবং মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস-এর মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হ্যাক করে।
হ্যাকাররা ওয়েবসাইটগুলোর চেহারা বদলে ফেলে।
এই ঘটনার পর ভারত সরকার নিরাপত্তার স্বার্থে আক্রান্ত ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয় এবং সাইবার নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নেয়।
[mh]
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পোল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর দিকে ধোঁয়ার বোমা নিক্ষেপ
নেদারল্যান্ডসের নাৎসি দখলমুক্তির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফের দিকে একটি ধোঁয়ার বোমা নিক্ষেপ করা হয়।
ঘটনাটি অনুষ্ঠানের সময়ই ঘটে, এরপর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদার এবং নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কারণ হয়।
এখন পর্যন্ত এই ঘটনার পেছনের উদ্দেশ্য জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
[mh]
নেদারল্যান্ডসের নাৎসি দখলমুক্তির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফের দিকে একটি ধোঁয়ার বোমা নিক্ষেপ করা হয়।
ঘটনাটি অনুষ্ঠানের সময়ই ঘটে, এরপর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদার এবং নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কারণ হয়।
এখন পর্যন্ত এই ঘটনার পেছনের উদ্দেশ্য জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
[mh]
ট্রাম্পের নীতি নিয়ে নেতানিয়াহুর অস্বস্তি, ব্যক্তিগতভাবে প্রকাশ করলেন হতাশা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত কথাবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
নেতানিয়াহুর মতে, ট্রাম্প ইরান ও সিরিয়া নিয়ে যেসব কথা বলতেন, তা শুনতে ভালো লাগলেও কাজে তার সঙ্গে মিল ছিল না।
তিনি বিশেষভাবে চিন্তিত ছিলেন ট্রাম্পের তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থনের ব্যাপারে। নেতানিয়াহু মনে করেন, এর ফলে এরদোয়ান সিরিয়ার কিছু অংশে আরও শক্ত অবস্থান নিতে পেরেছেন।
যদিও ট্রাম্প ইসরায়েলকে সিরিয়ায় অনেকটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন, তবুও ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা ও ছাড় দেওয়ার চিন্তায় নেতানিয়াহু খুশি ছিলেন না।
এছাড়া, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টিম ওয়ালজকে পদ থেকে সরিয়ে দেওয়াতেও হতাশা প্রকাশ করেছেন, কারণ ওয়ালজ ইরান নিয়ে কঠোর অবস্থানে ছিলেন, যেটা নেতানিয়াহুর পছন্দ ছিল।
[mh]
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগত কথাবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
নেতানিয়াহুর মতে, ট্রাম্প ইরান ও সিরিয়া নিয়ে যেসব কথা বলতেন, তা শুনতে ভালো লাগলেও কাজে তার সঙ্গে মিল ছিল না।
তিনি বিশেষভাবে চিন্তিত ছিলেন ট্রাম্পের তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থনের ব্যাপারে। নেতানিয়াহু মনে করেন, এর ফলে এরদোয়ান সিরিয়ার কিছু অংশে আরও শক্ত অবস্থান নিতে পেরেছেন।
যদিও ট্রাম্প ইসরায়েলকে সিরিয়ায় অনেকটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন, তবুও ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা ও ছাড় দেওয়ার চিন্তায় নেতানিয়াহু খুশি ছিলেন না।
এছাড়া, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টিম ওয়ালজকে পদ থেকে সরিয়ে দেওয়াতেও হতাশা প্রকাশ করেছেন, কারণ ওয়ালজ ইরান নিয়ে কঠোর অবস্থানে ছিলেন, যেটা নেতানিয়াহুর পছন্দ ছিল।
[mh]