GAZA LIVE
2.98K subscribers
14.3K photos
10.3K videos
46 files
387 links
All Time Gaza Update News
Download Telegram
পাকিস্তানের আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হতে পারে

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে একটি জরুরি ‘ক্লোজড-ডোর’ (বন্ধ দরজার) বৈঠকের আহ্বান জানিয়েছে। ইসলামাবাদ বলছে, আঞ্চলিক পরিবেশ দ্রুত অবনতি ঘটছে এবং তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানি প্রতিনিধির মাধ্যমে এ অনুরোধ জানানো হয় বলে জানা গেছে। (hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
চীনে এআই রোবটের আচমকা হামলা, কর্মীদের মধ্যে আতঙ্ক

চীনের একটি কারখানায় এআইচালিত একটি রোবট আচমকা কর্মীদের ওপর আক্রমণ চালালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রোগ্রামিং প্রক্রিয়া শেষ হওয়ার পর হঠাৎ করে রোবটটি অস্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করে এবং কর্মীদের দিকে ঝাঁপিয়ে পড়ে।

তবে সৌভাগ্যবশত, এক কর্মী দ্রুত সিস্টেমটি বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। (hn)
ইসরাইলের দক্ষিণে বন্যা, দুটি দীর্ঘতম মহাসড়ক বন্ধ

দক্ষিণ ইসরাইলে আকস্মিক বন্যার কারণে দেশের দুটি দীর্ঘতম মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এ বন্যা দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। (hn)
Media is too big
VIEW IN TELEGRAM
তুর্কি সাইপ্রাসে টেকনোফেস্টের শেষ দিনে বায়রাক্তার TB2 ও বিশেষ বাহিনীর দুর্দান্ত প্রদর্শনী

উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্রের (TRNC) এরকান বিমানবন্দরে অনুষ্ঠিত টেকনোফেস্টের শেষ দিনে আকাশে শক্তিমত্তার প্রদর্শনী করে বায়রাক্তার TB2 ড্রোন ও তুর্কি বিশেষ বাহিনীর ফ্লাইট টিম।

তুরস্কের প্রযুক্তি ও মহাকাশবিষয়ক এই শীর্ষ ইভেন্টে নজরকাড়া পরিবেশনা উপভোগ করেন হাজারো দর্শক। (hn)
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
গাজা উপত্যকায় আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযানের পরিধি বাড়ানোর সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে দখলদার ইসরায়েলি সরকার।

ইসরায়েলের চিফ অব স্টাফ আইয়াল জামির ঘোষণা করেছে, গাজা উপত্যকায় সামরিক অভিযান সম্প্রসারণের জন্য সেনাবাহিনী রিজার্ভ সেনাদের ডেকে পাঠিয়েছে।

#Gaza #PALESTINE #GazaGenocide #Israel
২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামীর সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী পরিচালিত গণহত্যায় ঠিক কতজন নেতাকর্মী নিহত হয়েছেন, তার সঠিক সংখ্যা এখনও নির্ণয় করতে পারেনি সংগঠনটি। তবে প্রাথমিক খসড়া তালিকায় ৯৩ জন নিহতের কথা বলেছে হেফাজত।

তথ্য যাচাই বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে। যদিও নিহত ৬১ জনের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন, অধিকার।

#BANGLADESH
আজ ঐতিহাসিক ৫ মে। আজকের এই দিনে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনার পালিত পুলিশ। এক রাতে মেরে ফেলে শত শত মানুষ। পুড়িয়ে ফেলা হয় পবিত্র আল কোরআন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত দিন আজ।

অতি দ্রুত এই গণহত্যার বিচার চাই। শাপলা গণহত্যার বিচার নিয়ে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এক বধির ফিলিস্তিনি মা সাংকেতিক ভাষা ব্যবহার করে তার একমাত্র সন্তানকে বিদায় জানাচ্ছেন, যাকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরাইল।
ইসরায়েলের নতুন গাজা পরিকল্পনা: পূর্ণ সামরিক দখল, ত্রাণ নিয়ন্ত্রণে থাকবে আমেরিকান প্রযুক্তি

এপি সূত্রে জানা গেছে, ইসরায়েল নতুন এক যুদ্ধপরিকল্পনা অনুমোদন করেছে যার লক্ষ্য:
- পুরো গাজা দখলে নেওয়া,
- অনির্দিষ্টকাল সামরিক উপস্থিতি বজায় রাখা,
- লক্ষাধিক ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় ঠেলে পাঠানো,
- মানবিক সহায়তা নিয়ন্ত্রণ করে হামাসের ওপর চাপ তৈরি করা।

এদিকে, গাজার ওপর নিয়ন্ত্রণ জোরদারে যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানি—Safe Reach Solutions ও UG Solutions—ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করবে। গাজাবাসীদের মুখ স্ক্যান করে আইডেন্টিটি ট্যাগ দেওয়া হবে, যার ভিত্তিতে মিলবে ত্রাণ। ফলে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে প্রত্যেক ফিলিস্তিনির গতিবিধি নজরদারিতে থাকবে।
ইসরায়েল আরো একজন সেনা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই সদস্য অপারেশনাল কার্যক্রম চালানোর সময় গাড়ি এক্সিডেন্টে মারা গেছে।
[mh]
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
ইসরায়েলের নতুন গাজা পরিকল্পনা: পূর্ণ সামরিক দখল, ত্রাণ নিয়ন্ত্রণে থাকবে আমেরিকান প্রযুক্তি

এপি সূত্রে জানা গেছে, ইসরায়েল নতুন এক যুদ্ধপরিকল্পনা অনুমোদন করেছে যার লক্ষ্য:
- পুরো গাজা দখলে নেওয়া,
- অনির্দিষ্টকাল সামরিক উপস্থিতি বজায় রাখা,
- লক্ষাধিক ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় ঠেলে পাঠানো,
- মানবিক সহায়তা নিয়ন্ত্রণ করে হামাসের ওপর চাপ তৈরি করা।

এদিকে, গাজার ওপর নিয়ন্ত্রণ জোরদারে যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানি—Safe Reach Solutions ও UG Solutions—ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করবে। গাজাবাসীদের মুখ স্ক্যান করে আইডেন্টিটি ট্যাগ দেওয়া হবে, যার ভিত্তিতে মিলবে ত্রাণ। ফলে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে প্রত্যেক ফিলিস্তিনির গতিবিধি নজরদারিতে থাকবে। (hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
সাধারণ মানুষ ও নারী শিশুদের বিরুদ্ধে আমেরিকান ফান্ডেড ইজ্রাইলি গণহত্যা অব্যাহত
পূর্ব রাফাহ'র Al-Jneina এরিয়ায়,
শনিবার, ৬ সদস্যের ইজ্রাইলি সন্ত্রাসী পদাতিক সেনাদলকে এন্টি-পার্সোনেল বোম্ব বিস্ফোরণ ঘটিয়ে টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।

এতে তাদের মধ্যে নিহত ও আহত হয়।
আলহামদুলিল্লাহ!!

🔻👉 খান ইউনিসের পূর্বের Al-Farahin এরিয়ার সেপারেশন লাইনে,
সিরিজ এম্বুশ অপারেশন পরিচালনা করে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।

এসময়,
🔻 একদল ইজ্রাইলি পদাতিক ইঞ্জিনিয়ারিং সন্ত্রাসীদেরকে ১টি এন্টি-পার্সোনেল শেল দ্বারা টার্গেট করা হয়।
তারপর, জিরো ডিস্ট্যান্স থেকে মেশিন গান ফায়ারিং করে তাদেরকে টার্গেট করা হয়।

এতে তাদের মধ্যে হতাহত হয়েছে।

🔻 পরবর্তীতে,
২টি ইজ্রাইলি Merkava ট্যাংক ও
১টি সামরিক বুলডোজার'কে
"Al-Yassin 105" শেল দ্বারা টার্গেট🎯 করা হয়।