ইসরায়েলবিরোধী বয়কট ঠেকাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নতুন বিল, সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের প্রস্তাব
আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোট হবে H.R. 867 নামে একটি বিলের ওপর, যার শিরোনাম ‘IGO Anti-Boycott Act’। এই বিলটি উত্থাপন করেছেন নিউইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার।
বিলটির লক্ষ্য হলো — জাতিসংঘ (UN) বা ইউরোপীয় ইউনিয়নের (EU) মতো আন্তর্জাতিক সরকারি সংস্থাগুলোর (IGO) দ্বারা উৎসাহিত ইসরায়েল বা ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে বয়কটে অংশগ্রহণকারী আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করা।
প্রস্তাবিত শাস্তির মধ্যে রয়েছে সর্বোচ্চ ১০ লাখ ডলার জরিমানা বা সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড।
প্রতিনিধি মাইক ললার ইতোমধ্যে ইসরায়েলপন্থী লবি গ্রুপ AIPAC-এর কাছ থেকে অর্ধ-মিলিয়নেরও বেশি অর্থ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
[mh]
আগামীকাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোট হবে H.R. 867 নামে একটি বিলের ওপর, যার শিরোনাম ‘IGO Anti-Boycott Act’। এই বিলটি উত্থাপন করেছেন নিউইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার।
বিলটির লক্ষ্য হলো — জাতিসংঘ (UN) বা ইউরোপীয় ইউনিয়নের (EU) মতো আন্তর্জাতিক সরকারি সংস্থাগুলোর (IGO) দ্বারা উৎসাহিত ইসরায়েল বা ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে বয়কটে অংশগ্রহণকারী আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে কঠোর শাস্তি আরোপ করা।
প্রস্তাবিত শাস্তির মধ্যে রয়েছে সর্বোচ্চ ১০ লাখ ডলার জরিমানা বা সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড।
প্রতিনিধি মাইক ললার ইতোমধ্যে ইসরায়েলপন্থী লবি গ্রুপ AIPAC-এর কাছ থেকে অর্ধ-মিলিয়নেরও বেশি অর্থ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
[mh]
মাদ্রাসার ছাত্র ইতিহাসের সেরা উপযুক্ত সেনা প্রধান।
পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
১৯৪৭-এ পাকিস্তানে মাইগ্রেটেড বিহারির ছেলে।
লেখাপড়া করেছেন মাদ্রাসায়।
তিনি জেনারেল জিয়াউল হক ও রাহিল শরীফের পর সেরা সেনাপ্রধান।
তার একটা স্পিচ শুনলে টের পাবেন তার নলেজ লেভেল।
আপনি কি বাংলাদেশে বিহারী ও মাদ্রাসায় লেখাপড়া নিয়ে এমন কিছু ভাবতে পারেন?
পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
১৯৪৭-এ পাকিস্তানে মাইগ্রেটেড বিহারির ছেলে।
লেখাপড়া করেছেন মাদ্রাসায়।
তিনি জেনারেল জিয়াউল হক ও রাহিল শরীফের পর সেরা সেনাপ্রধান।
তার একটা স্পিচ শুনলে টের পাবেন তার নলেজ লেভেল।
আপনি কি বাংলাদেশে বিহারী ও মাদ্রাসায় লেখাপড়া নিয়ে এমন কিছু ভাবতে পারেন?
#BREAKING #BANGLADESH
কিছু সূত্র বলছে বাংলাদেশ জার্মানি/গ্রেট বৃটেন থেকে অজানা সংখ্যাক এন্টি ড্রোন জ্যামার ডেলিভারি পেয়েছে।
হাতে বহন যোগ্য এসব জ্যামার আধুনিক যুদ্ধে খুবই প্রয়োজনীয়।এটি শত্রুপক্ষের ড্রোনের রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে রিমোটের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি GPS সিগন্যাল অকার্যকর করে দিতে পারে। এক কথায় প্রতিপক্ষের ড্রোন লক্ষ্যভ্রষ্ট করাই এর কাজ।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে DGDP-এর একটি দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনী কাউন্টার আনম্যানড এরিয়াল ভেহিকেল (C-UAV) সিস্টেম ক্রয়ের আহ্বান করছে, যার মধ্যে হ্যান্ডহেল্ড ড্রোন জ্যামার অন্তর্ভুক্ত ছিল।
সূত্র: DGDP (Directorate General Defence Purchase)
কিছু সূত্র বলছে বাংলাদেশ জার্মানি/গ্রেট বৃটেন থেকে অজানা সংখ্যাক এন্টি ড্রোন জ্যামার ডেলিভারি পেয়েছে।
হাতে বহন যোগ্য এসব জ্যামার আধুনিক যুদ্ধে খুবই প্রয়োজনীয়।এটি শত্রুপক্ষের ড্রোনের রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে রিমোটের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি GPS সিগন্যাল অকার্যকর করে দিতে পারে। এক কথায় প্রতিপক্ষের ড্রোন লক্ষ্যভ্রষ্ট করাই এর কাজ।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে DGDP-এর একটি দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনী কাউন্টার আনম্যানড এরিয়াল ভেহিকেল (C-UAV) সিস্টেম ক্রয়ের আহ্বান করছে, যার মধ্যে হ্যান্ডহেল্ড ড্রোন জ্যামার অন্তর্ভুক্ত ছিল।
সূত্র: DGDP (Directorate General Defence Purchase)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ব্রেকিং নিউজ🔥
ভারতীয় বিমান বাহিনীর একটি যু'দ্ধবিমান হাইওয়ে থেকে টেকঅফ ড্রিলের সময় বিধ্বস্ত। যুদ্ধকালীন মহড়ার সময়।
৩ দিনের মহড়ায় এটি তাদের দ্বিতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা!
ভারতীয় বিমান বাহিনীর একটি যু'দ্ধবিমান হাইওয়ে থেকে টেকঅফ ড্রিলের সময় বিধ্বস্ত। যুদ্ধকালীন মহড়ার সময়।
৩ দিনের মহড়ায় এটি তাদের দ্বিতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ভারত পাকিস্তান যুদ্ধ হলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
#EXCLUSIVE #BREAKING
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার স্থানের দৃশ্য, যেখানে বেন গুরিয়ন বিমানবন্দরের পাশে ২৫ মিটার গভীর গর্ত সৃষ্টি হয়েছে।
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার স্থানের দৃশ্য, যেখানে বেন গুরিয়ন বিমানবন্দরের পাশে ২৫ মিটার গভীর গর্ত সৃষ্টি হয়েছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সেনা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। শনিবার (৩ মে) আবদালি ক্ষেপণাস্ত্র–ব্যবস্থার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পাকিস্তান। জানা যায়, পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
রাডার জ্যাম করে দিয়ে ভারতীয় অত্যাধুনিক যুদ্ধবিমান বহরকে ফিরে যেতে বাধ্য করল পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ২৯-৩০ এপ্রিলে সীমান্ত উত্তেজনার সময় ভারতের চারটি রাফায়েল যুদ্ধ বিমানকে পাকিস্তানি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম জ্যাম করে ফেলে। ফলে সেগুলো রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে শ্রীনগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
তিনি আরো জানান, পাকিস্তান J-10C ফাইটার এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে ভারতের অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত রাফায়েল জেটগুলোর সেন্সর অকার্যকর করে দেয়। (hn)
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ২৯-৩০ এপ্রিলে সীমান্ত উত্তেজনার সময় ভারতের চারটি রাফায়েল যুদ্ধ বিমানকে পাকিস্তানি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম জ্যাম করে ফেলে। ফলে সেগুলো রাডার ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে শ্রীনগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
তিনি আরো জানান, পাকিস্তান J-10C ফাইটার এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে ভারতের অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত রাফায়েল জেটগুলোর সেন্সর অকার্যকর করে দেয়। (hn)
#BREAKING
ইরানে আবারো অগ্নিকাণ্ড।
এবার দেশটির মাশাদ অঞ্চলে একটি মোটর সাইকেল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এখনো কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।
(hn)
ইরানে আবারো অগ্নিকাণ্ড।
এবার দেশটির মাশাদ অঞ্চলে একটি মোটর সাইকেল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এখনো কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।
(hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এক ইজ্রাইলি ফান্ডেড সন্ত্রাসীকে সাইজ করার মুহূর্ত!!!
সম্প্রতি গাজায় বেড়েছে লুটপাট। গাজায় বিদ্যমান খাবারের ওয়্যারহাউজে সংঘবদ্ধভাবে লুটপাট শুরু করেছে একটি গোষ্ঠী। তাদেরকে ঠেকাতে গিয়ে গতরাতে সিকিউরিটি ফোর্সের কয়েক সদস্য ইজ্রাইলি ড্রোন স্ট্রাইকে শাহাদাৎ বরণ করেছেন যা আমার চ্যানেলেও দেখেছেন।
এদের কারণে সংকট আরো তীব্র হয়েছে। কিন্তু, গাজাবাসী এখনো এই লুটেরাদের ইজ্রাইলি দোসর হিসেবেই বিবেচনা করে শক্তভাবে রুখে দিতে কাজ করছে সিকিউরিটি ফোর্সের সাথে
সম্প্রতি গাজায় বেড়েছে লুটপাট। গাজায় বিদ্যমান খাবারের ওয়্যারহাউজে সংঘবদ্ধভাবে লুটপাট শুরু করেছে একটি গোষ্ঠী। তাদেরকে ঠেকাতে গিয়ে গতরাতে সিকিউরিটি ফোর্সের কয়েক সদস্য ইজ্রাইলি ড্রোন স্ট্রাইকে শাহাদাৎ বরণ করেছেন যা আমার চ্যানেলেও দেখেছেন।
এদের কারণে সংকট আরো তীব্র হয়েছে। কিন্তু, গাজাবাসী এখনো এই লুটেরাদের ইজ্রাইলি দোসর হিসেবেই বিবেচনা করে শক্তভাবে রুখে দিতে কাজ করছে সিকিউরিটি ফোর্সের সাথে
সকল আমেরিকান-ইজ্রাইলি এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করে অপ্রতিরোধ্য ইয়েমেনের মিসাইল আঘাত হানলো দখলদারদের Ben Gurion এয়ারপোর্টে!!