GAZA LIVE
2.96K subscribers
14.1K photos
10.2K videos
45 files
387 links
All Time Gaza Update News
Download Telegram
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ স্থলের নতুন স্যাটেলাইট ছবি।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
সিরিয়ার ইদলিব, দারআ, দামেশক অঞ্চলসমূহে গতরাতে ব্যাপক বিমান হামলা করেছে ইসরাইল। সংবাদ সূত্রগুলো গতরাতের হামলাকে বাশারের পতনের পরের হামলাগুলো থেকেও মারাত্মক বলে উল্লেখ করেছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
দ্রুজদের জন্য ত্রাণ সরবরাহের নামে সিরিয়ার সুয়েইদা অঞ্চলে প্রবেশ করেছে ইসরাইলি আর্মি। ইসরাইলি আর্মির কমান্ডিং অফিসাররাও সেখানে এসেছে বলে জানাচ্ছে সংবাদ সূত্রগুলো। দ্রুজ নেতাদের গতরাতে হেলিকপ্টারে করে ইসরাইলে নেয়া হয়েছে।
দক্ষিণ সিরিয়ার ড্রুজ বিদ্রোহীদের হেলিকপ্টার দিয়ে অস্ত্র সরবরাহ করছে ইসরায়েল।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
দেখেন ভারতের মিলিটারি অফিসার কিভাবে বাংলাদেশের অংশ দখলের পরিকল্পনা বর্ণনা করছে। ভারত বলতে পারে। অন্য কারো ভারতের ব্যপারে বলার অধিকার নাই। আপনারা কি এটা মানবেন?
ইউক্রেনের সাথে খণিজ চুক্তি হয়ে যাবার পরে রাশিয়াকে চেপে ধরতে চাইছে যুক্তরাষ্ট্র

রয়টার্সের বরাতে জানা গেছে, রাশিয়াকে চাপে ফেলতে ট্রাম্প প্রশাসন রাশিয়ার জ্বালানি ও ব্যাংক খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ চূড়ান্ত করেছে, যার মধ্যে গ্যাজপ্রমের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানও রয়েছে।

এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রস্তুত করলেও এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় আছে। (hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
রাতে একদল লুটেরা (ইজ্রাইলি ফান্ডেড) খাবারের ওয়্যারহাউজে লুটপাট করতে যায়।

সিকিউরিটি ফোর্স ও স্থানীয় দায়িত্বশীলরা তাদের রুখে দিতে গেলে তাৎক্ষণিকভাবে ইজ্রাইলি ড্রোন উড়ে এসে তাদেরকে টার্গেট করে স্ট্রাইক চালায়!!
গাজায় সর্বশেষ আপডেট (৩ মে ২০২৫)

১. সামরিক আক্রমণ ও শহীদদের খবর:
সাংবাদিক হাসান আসলিহ জানিয়েছেন:
"দখলদার বাহিনীর যুদ্ধবিমান রাফা শহরের উত্তরের দিকে ব্যাপক হামলা চালিয়েছে।"

গাযার পশ্চিমে রান্তিসি হাসপাতালে পুষ্টিহীনতা ও পানিশূন্যতায় এক শিশু শহীদ হয়েছে।

হাই আদদরজ-এ ইসরায়েলি ড্রোন হামলায় ২ জন শহীদ এবং বহু আহত।

শুযাইযা নাজির এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১০ জন শহীদের মরদেহ উদ্ধার।


২. রাজনৈতিক ও সামরিক উত্তেজনা:

মফজাকি রাআম:
ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে, তুরস্কের যুদ্ধবিমান ইসরায়েলি বিমান সংলগ্ন সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করলে তা ভূপাতিত করা হবে।


৩. স্বাস্থ্য খাতের বিপর্যয় – প্রেস বিজ্ঞপ্তি: ড. সোহাইব আল-হামস, কুয়েত বিশেষায়িত ফিল্ড হাসপাতালের চেয়ারম্যান বলেন:

1. চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও খাদ্যের তীব্র সংকট চলছে। টানা দুই মাস ধরে সীমান্ত বন্ধ থাকায় পরিস্থিতি সংকটাপন্ন।

2. ৭৫% এর বেশি জরুরি ওষুধের ঘাটতি, যার মধ্যে অনেক জীবনরক্ষাকারী ওষুধ রয়েছে। এটি রোগীদের জীবন হুমকির মুখে ফেলছে।

3. বর্তমান মজুদ এক সপ্তাহের জন্যও যথেষ্ট নয়।

4. সহায়তা ছাড়া শীঘ্রই প্রায় সব চিকিৎসাসেবা বন্ধ হয়ে যেতে পারে।

5. আন্তর্জাতিক সংগঠন ও মানবিক সংস্থাগুলোর প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে—বিশেষত সীমান্ত খুলে দিয়ে ওষুধ ও রোগীদের স্থানান্তরের অনুমতির জন্য।



৪. শিশুরা ও কিডনি রোগীদের অবস্থা:
প্রায় ৬০,০০০ শিশু পুষ্টিহীনতায় ভুগছে।
ইসরায়েল মেডিকেল যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে, ফলে কিডনি রোগীদের মৃত্যুর হার বেড়ে গেছে।

মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ ছাড়া গাজা-ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

৫. আন্তর্জাতিক প্রতিক্রিয়া:
আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেন:

“গাজায় সাহায্য ঢুকতে না দেওয়া অমানবিক ও বিবেকহীনতার পরিচয়।”
গত **৮ সপ্তাহে কোনও বাণিজ্যিক পণ্য বা মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি।”

৬. আন্তর্জাতিক সহায়তার সম্ভাবনা:
Axious জানিয়েছে:
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও একটি নতুন আন্তর্জাতিক তহবিল গাজায় মানবিক সহায়তা ফের চালু করতে একটি চুক্তির দ্বারপ্রান্তে, তবে এই সহায়তা হামাস দ্বারা পরিচালিত হবে না।
ভারতে সেনাদের মাঝে অভূথ্যান চলছে....!! 😳😳
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মাত্র ১৪ মাস বয়সি একটি শিশু গণহত্যার স্বীকার৷

ভয়ংকর বোমায় গাজায় প্রাণ হারানো ১৪ মাস বয়সী ছোট্ট শিশু আলমা আওয়াদের শেষ বিদায়—একটি ক্ষণস্থায়ী জীবন, যা ইসরায়েলি হামলায় ছিনিয়ে নেওয়া হয়েছে।
#BREAKING

পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত।

এরই সাথে ভারত তার বন্দরে পাকিস্তানি জাহাজের প্রবেশও নিষিদ্ধ করেছে।
ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নথী হাতিয়ে নিচ্ছে পাকিস্তানি হ্যাকাররা।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাজা শহরের পূর্ব দিকে শুজাইয়া এলাকায় ঘাতাস পরিবারে বোমা হামলায় ৯ জন সদস্য শহীদ হয়েছেন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
খান ইউনিসের মাওয়াসি এলাকায় একটি তাবুতে বোমা হামলায় শহীদ ৪ মাস বয়সী শিশু হাসান তুমানের বিদায়।