GAZA LIVE
2.96K subscribers
14.1K photos
10.2K videos
45 files
387 links
All Time Gaza Update News
Download Telegram
আলহামদুলিল্লাহ!!

🔻👉 ফাইটিং লাইন থেকে ফেরার পর, আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা রিপোর্ট করেছেন,

পশ্চিম রাফাহ'র Tal al-Sultan এরিয়ায়, গত ২৫ এপ্রিল বিকেলে, ইজ্রাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনিপুণ এম্বুশ অপারেশন চালানো হয়!!

🔻 এসময়, ৪টি সামরিক জীপ ও ১টি সামরিক ট্রাকের ইজ্রাইলি আর্মর্ড ফোর্সের বিরুদ্ধে এম্বুশ চালানো হয়।
বেশ কয়েকটি "Shawaz" বিস্ফোরক ডিভাইস ও কমান্ডো একশান বোম্বের বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে এম্বুশ করা হয়।


🔻 এরপরে, বেশ কয়েকজন কাসসাম যোদ্ধা এগিয়ে গিয়ে বাকিদের সন্ত্রাসীদের সাথে লড়াই করে তাদেরকে হতাহত করে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইউক্রেনীয় সাঁজোয়া যানে রুশ ড্রোন হামলা

ইউক্রেনের একটি MRAP (সাঁজোয়া যান) রাশিয়ার FPV ড্রোনের হামলায় লক্ষ্যবস্তু হয় ঠিক সেই মুহূর্তে, যখন সেনারা গাড়ি থেকে নামার প্রস্তুতি নিচ্ছিল।

ধারনা করা যায়, এতে অবধারিতভাবে ভিতরে থাকা সৈন্যরা নিহত হয়েছে। (hn)
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
Media is too big
VIEW IN TELEGRAM
২০১৩ সালের ৫ই মে শাপলা চত্ত্বরে কি ঘটেছিলো সেই দিন? (ভিডিও-০১)

ইসলামবিদ্বেষী শাহবাগীদের বিচারের দাবিসহ বেশ কয়েকটি দাবি নিয়ে পূর্বঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচীর অংশ হিসেবে অনেকটা উৎসব মুখর পরিবেশেই সারা দেশ থেকে আলেম-ওলামারা ঢাকায় আসতে থাকেন। ধর্মপ্রাণ মুসলমানদের ঢল অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে শাপলা চত্বর অভিমুখে রওনা দেয়। ইতোমধ্যে সকালের দিকে একটি ছোট মিছিল গুলিস্তান হয়ে শাপলা চত্বর আসবার পথে আ.লীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়। নিরস্ত্র ও নিরীহ আলেমদের উপর সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মুহূর্তেই রঞ্জিত হয়ে ওঠে রাজপথ, লগি- বৈঠার তান্ডব ও দেশীয় আগ্নেয়াস্ত্রের হামলায় শাহাদত বরণ করেন দুই জন আলেম।

এভাবেই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। খালি হাতে ও ইট নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন হেফাজতে ইসলামের কর্মীরা, কিন্তু পুলিশ ও আওয়ামী-যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংসতায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে পল্টন, কাকরাইল, বিজয়নগর এলাকাতেও। একের পর এক গুলিবিদ্ধ লাশ পড়তে থাকে হেফাজত কর্মীদের। এইসব খবর আসতে থাকলে শাপলাচত্বরে জড়ো হওয়া লাখো মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠতে থাকেন।

#ShaplaMassacre
Media is too big
VIEW IN TELEGRAM
গণহত্যাকারী খুনি হাসিনার পতন ও তার প্রভু দেশ দিল্লি পালিয়ে যাওয়া অতঃপর গণঅভ্যুত্থানের সরকার ক্ষমতায় আসা নিয়ে কাতারভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আল-জাজিরার ডকুমেন্টারি
পশ্চিম তীরের নাবলুসের Beita এরিয়ায়, আগ্রাসনের সময় এক ফিলিস্তিনি যুবককে আচমকা গুলি করে হত্যা করেছে ইজ্রাইলি সন্ত্রাসীরা
বৈঠকে গা'জা'র ট্র্যাজেডির শহীদদের জন্য দোআ, তাদের সংগ্রাম ও দৃঢ়তার প্রশংসা এবং গা'জা'য় ই'স'রা'য়েলের গ'ণহ'ত্যার নিন্দা জানানো হয়েছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা ইজরায়েলের শহরে 🔥
গাজায় ক্ষুধায় শিশুদের দেহ কঙ্কাল হয়ে যাচ্ছে।
নারীরা দুঃখে মারা যাচ্ছে, আর শিশুরা নীরবে মারা যাচ্ছে—বোমাবর্ষণ আর ক্ষুধার মাঝে।
গাজা চিৎকার করছে না… কিন্তু সারা বিশ্বের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ। জাহান্নামে সেনা।

হিব্রু মিডিয়া জানিয়েছে, IDF-এর হারেদি ‘হাসমোনিয়ান’ ব্রিগেডের ১৯ বছর বয়সি সৈনিক কর্পোরাল শিমন তুবোল গত রাতের একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

‘হাসমোনিয়ান’ ব্রিগেড মাত্র ছয় মাস আগে গঠিত হয়।
🇵🇰🇮🇳⚡️ পাহালগাম হামলার পর থেকে কাশ্মীরের লাইনে অফ কন্ট্রোলে (LoC) ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সব যুদ্ধবিরতি লঙ্ঘনের সারাংশ।
জুমআ মোবারক 😊

আলহামদুলিল্লাহ 😍
গাজা ফ্রিডম ফ্লোটিলার স্বেচ্ছাসেবীদের উপর ইজরায়েলী ড্রোন হামলার

আল-দামির নামের যে জাহাজটিতে হামলা হয়েছে, সেটি তিউনিসিয়া থেকে আসছিল এবং এতে ৩০ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ছিলেন। এটি মাল্টার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় লক্ষ্যবস্তু করা হয়।


গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, তাদের একটি জাহাজ শুক্রবার ভোরে মাল্টার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলার পর আগুন ধরে যায় এবং এসওএস সংকেত পাঠায়।
ট্রাম্পের রেকর্ড ১ ট্রিলিয়ন ডলারের জাতীয় নিরাপত্তা বাজেট প্রস্তাব
রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০২৬ অর্থবছরের জন্য ১.০১ ট্রিলিয়ন ডলারের জাতীয় নিরাপত্তা বাজেট প্রস্তাব করবেন—যা এ বছরের তুলনায় ১৩% বেশি।

মূল অগ্রাধিকারগুলো:
গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা
পারমাণবিক আধুনিকায়ন
জাহাজ নির্মাণ
সীমান্ত নিরাপত্তা
সেনাবাহিনীর বেতন ৩.৮% বৃদ্ধি

সূত্র: ব্লুমবার্গ