GAZA LIVE
2.96K subscribers
14.1K photos
10.2K videos
45 files
387 links
All Time Gaza Update News
Download Telegram
🔥😍
#BREAKING

আজারবাইজান প্রথম শিয়া সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ যারা সর্বপ্রথম ইজরায়েলে দূতাবাস খুলেছিলো। এবং আজারবাইজান ও UAE একসাথে জ্বালানি সহযোগিতা করার অঙ্গীকার দিয়েছে ইজরায়েলকে।

বক্তব্য দিয়েছেন: ইজরায়েলী জ্বালানী মন্ত্রী এলি কোহেন।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔴| "আমরা জানালার গ্রিল খুলে ফেলেছি যেন সহজে যাওয়া-আসা করতে পারি।"

এক ফিলিস্তিনি বলেন, আজ ভোরে দখলদার বাহিনী জেনিনের পূর্ব পাড়ায় হানা দিয়ে ঘরবাড়ি ও এলাকা ধ্বংস করার পর তাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔻 "খুব শিগগিরই আমরা এফ-১৬ যুদ্ধবিমান এবং অন্যান্য আমেরিকান বিমান ভূপাতিত করব।"

এই ঘোষণা দিয়েছেন ইয়েমেনি মুজাহিদ মোহাম্মদ আলি আল-হুথি।
🔴 ইসরায়েলি দখলদার বাহিনী জেনিন থেকে ড. শাইমা আবু ঘালিকে গ্রেফতার করেছে।
🔴UNRWA:

গাজায় সাহায্য পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছে, এখন শুধু সীমান্ত খুললেই হবে। প্রায় ৩,০০০ ট্রাক সাহায্য আটকে আছে। ইসরায়েলকে অবরোধ তুলে নিতে হবে। দরকারি জিনিসপত্র নষ্ট হচ্ছে, আর গাজায় ক্ষুধা আরও বাড়ছে।

#GazaForcedFamine
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
❝শাফেয়ী, মালেকী, হাম্বলী এবং হানাফী; এই চারও মাযহাব আমাদের মাযহাব, আমাদের দেশের মাযহাব। তাদের মর্যাদা আমাদের মাথার উপর।
আশআরী, মাতুরিদী এবং আসারী; আকীদার এই তিনও গ্রুপ আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত।❞

: বিজিত সিরিয়ার ওয়াকফ মন্ত্রী আবুল খায়ের শুকরী
যারা বলেছিল জুলানী ইজরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করণে সম্মত হয়েছে তাদের জন্য এই সংবাদটি দ্রষ্টব্য।

সিরিয়া সরকার আমেরিকার প্রস্তাবকে নাকোচ করে দিয়েছে যে, তারা ইজরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করণে যোগ দিবে না।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
ঈদ মোবারক।

আজ ইজরায়েলী সেনাবাহিনী জাহান্নামী ২৫৪২০ জন সেনার স্মরণে পোস্ট করেছে।
বিএসএফের পাজিত বিজিবি জোয়ানের পা ধরে মাফ চাচ্ছে
আইকনিক একটা ছবি
গাজার পথে ৩,০০০ ট্রাক দাঁড়িয়ে, কিন্তু দখলদার ইসরায়েল বন্ধ রেখেছে সাহায্যের দরজা

দখলদার ইসরায়েল এখনো গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, এমন সময় যখন পুরো অঞ্চলে দুর্ভিক্ষ ও অনাহার ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে।

UNRWA জানিয়েছে, তাদের প্রায় ৩,০০০ ট্রাক জীবনরক্ষাকারী ত্রাণ এখনো সীমান্তে আটকে রয়েছে।

World Food Program বলছে, তারা ১১৬,০০০ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রস্তুত রেখেছে, যা ১০ লক্ষ মানুষকে চার মাস পর্যন্ত খাওয়াতে পারে
ইতোমধ্যে অপুষ্টিজনিত কারণে একাধিক শিশুর মৃত্যু হয়েছে

জাতিসংঘের মতে, গাজায় এখন 'famine is being weaponized'— অর্থাৎ অনাহারকে একটি যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার ইসরায়েল। (hn)
পদত্যাগের ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান রোনেন বার। আগামী ১৫ জুন সে দায়িত্ব ছাড়বে।
সন্ত্রাসী ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে, গাজায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে তাদের পরিচালিত হামলায় অনেক বেসামরিক মানুষ শহীদ হয়েছেন।

#Gaza #PALESTINE #GazaGenocide #Israel
ইজ্রাইলের পক্ষে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান নেভাল সন্ত্রাসের মধ্যে ২য় F-18 যুদ্ধবিমান হারালো আমেরিকা।

তাদের দাবি অনুযায়ী, এয়ারক্রাফট ক্যারিয়া Truman এ টেনে নেয়ার সময় (Tow Tractor দ্বারা) এটি লোহিত সাগরে এক্সিডেন্টে পড়ে হারিয়ে গেছে। 😝 শুধু ১ জন আহত হইছে!

এদিকে, কিছুক্ষণ পূর্বে দেয়া বিবৃতিতে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ও নিকটের যুদ্ধজাহাজের বিরুদ্ধে টার্গেটিং অপারেশনের কথা জানান স্পক্স ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহয়া সা'রি।
একটি লাইভ সম্প্রচারিত চলমান গণহত্যা,
যা বিশ্বের ২ বিলিয়ন মুসলিম কিংবা বিশ্ব বিবেককে জাগাতে ব্যর্থ
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাজায় সকালে ইজ্রাইলি সন্ত্রাসীদের বোম্বিং এর ফুটেজ
ইসলামিক ইউনিভার্সিটির প্রাঙ্গণে থাকা আশ্রিতরা বইকে ব্যবহার করছেন জ্বালানি হিসেবে.....
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পানি বিতরণ শেষে অল্প পানি পাওয়ার আশায় ট্রাকের পিছে পিছে গাজার শিশুর আহাজারি....