সিরিয়ার রাজধানি দামেশকের উপকন্ঠে জারামানা এলাকায় দ্রুজ ও সুন্নী মিলিশিয়াদের মধ্যে চলছে ভারী সংঘর্ষ।
সবগঠিত সিরিয়ান সরকারের নিরাপত্তা বাহিনী উত্তেজনা প্রশমন করতে গেলে তাদের উপর ও হামলা চালায় দ্রুজরা।
তিন পক্ষের মাঝেই ঘটেছে হতাহতের ঘটনা।
সরকারের সাথে সরাসরি সংযুক্ত না হলেও সুন্নিরা সেখানে বেশ ভালো অবস্থান নিচ্ছে, সিরিয়ার অন্যান্য শহর থেকেও তাদের বহর দামেশমে জরো হচ্ছে। (hn)
সবগঠিত সিরিয়ান সরকারের নিরাপত্তা বাহিনী উত্তেজনা প্রশমন করতে গেলে তাদের উপর ও হামলা চালায় দ্রুজরা।
তিন পক্ষের মাঝেই ঘটেছে হতাহতের ঘটনা।
সরকারের সাথে সরাসরি সংযুক্ত না হলেও সুন্নিরা সেখানে বেশ ভালো অবস্থান নিচ্ছে, সিরিয়ার অন্যান্য শহর থেকেও তাদের বহর দামেশমে জরো হচ্ছে। (hn)
আরব সাগরে হার্ড টার্ন নিতে গিয়ে ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান থেকে ৭৫ মিলিয়ন ডলার দামী একটি এফ/এ-১৮ সুপার হর্নেট ও তার টাও ট্র্যাক্টর সাগরে পড়ে গেছে।
এর মানে ইয়েমেনি এন্টিশিপ মিসাইলের হিট থেকে বাচার জন্য বিমানবাহী রণতরীটি শার্প এন্ড হার্ড টার্ন নিতে বাধ্য হয়েছে। কারণ সেই মিসাইল ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (একাধিক ডেস্ট্রয়ার) সকল এয়ার ডিফেন্স মিসাইল এন্ড গান সিস্টেমকে ফাঁকি দিয়ে ১৩ বিলিয়ন ডলারের সুবিশাল যুদ্ধজাহাজটিতে হিট করতে যাচ্ছিলো। তাই বাউলি কাটতে গিয়ে কাত হয়ে পড়ে।
ড্যাঞ্জেরস অ্যাংগলে কাত না হলে ক্যারিয়ার ডেক থেকে বিমান ছিটকে পড়ার কোন সম্ভাবনাই নেই। প্রতিটি এয়ারক্রাফট ফ্লাইট ডেকে একাধিক এটাচমেন্ট সিস্টেমে আটকানো থাকে।
এর মানে ইয়েমেনি এন্টিশিপ মিসাইলের হিট থেকে বাচার জন্য বিমানবাহী রণতরীটি শার্প এন্ড হার্ড টার্ন নিতে বাধ্য হয়েছে। কারণ সেই মিসাইল ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের (একাধিক ডেস্ট্রয়ার) সকল এয়ার ডিফেন্স মিসাইল এন্ড গান সিস্টেমকে ফাঁকি দিয়ে ১৩ বিলিয়ন ডলারের সুবিশাল যুদ্ধজাহাজটিতে হিট করতে যাচ্ছিলো। তাই বাউলি কাটতে গিয়ে কাত হয়ে পড়ে।
ড্যাঞ্জেরস অ্যাংগলে কাত না হলে ক্যারিয়ার ডেক থেকে বিমান ছিটকে পড়ার কোন সম্ভাবনাই নেই। প্রতিটি এয়ারক্রাফট ফ্লাইট ডেকে একাধিক এটাচমেন্ট সিস্টেমে আটকানো থাকে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মানলাম চুক্তি হইছে,
এবার দম ফালা, এবার একটু নি:শ্বাস নে,
এবার দম ফালা, এবার একটু নি:শ্বাস নে,
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔴| "আমরা জানালার গ্রিল খুলে ফেলেছি যেন সহজে যাওয়া-আসা করতে পারি।"
এক ফিলিস্তিনি বলেন, আজ ভোরে দখলদার বাহিনী জেনিনের পূর্ব পাড়ায় হানা দিয়ে ঘরবাড়ি ও এলাকা ধ্বংস করার পর তাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক ফিলিস্তিনি বলেন, আজ ভোরে দখলদার বাহিনী জেনিনের পূর্ব পাড়ায় হানা দিয়ে ঘরবাড়ি ও এলাকা ধ্বংস করার পর তাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔻 "খুব শিগগিরই আমরা এফ-১৬ যুদ্ধবিমান এবং অন্যান্য আমেরিকান বিমান ভূপাতিত করব।"
এই ঘোষণা দিয়েছেন ইয়েমেনি মুজাহিদ মোহাম্মদ আলি আল-হুথি।
এই ঘোষণা দিয়েছেন ইয়েমেনি মুজাহিদ মোহাম্মদ আলি আল-হুথি।
🔴UNRWA:
গাজায় সাহায্য পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছে, এখন শুধু সীমান্ত খুললেই হবে। প্রায় ৩,০০০ ট্রাক সাহায্য আটকে আছে। ইসরায়েলকে অবরোধ তুলে নিতে হবে। দরকারি জিনিসপত্র নষ্ট হচ্ছে, আর গাজায় ক্ষুধা আরও বাড়ছে।
#GazaForcedFamine
গাজায় সাহায্য পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছে, এখন শুধু সীমান্ত খুললেই হবে। প্রায় ৩,০০০ ট্রাক সাহায্য আটকে আছে। ইসরায়েলকে অবরোধ তুলে নিতে হবে। দরকারি জিনিসপত্র নষ্ট হচ্ছে, আর গাজায় ক্ষুধা আরও বাড়ছে।
#GazaForcedFamine
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
❝শাফেয়ী, মালেকী, হাম্বলী এবং হানাফী; এই চারও মাযহাব আমাদের মাযহাব, আমাদের দেশের মাযহাব। তাদের মর্যাদা আমাদের মাথার উপর।
আশআরী, মাতুরিদী এবং আসারী; আকীদার এই তিনও গ্রুপ আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত।❞
: বিজিত সিরিয়ার ওয়াকফ মন্ত্রী আবুল খায়ের শুকরী
আশআরী, মাতুরিদী এবং আসারী; আকীদার এই তিনও গ্রুপ আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত।❞
: বিজিত সিরিয়ার ওয়াকফ মন্ত্রী আবুল খায়ের শুকরী