GAZA LIVE
2.96K subscribers
13.9K photos
10.1K videos
44 files
385 links
All Time Gaza Update News
Download Telegram
অন্তত ৬ টি টার্কিশ সি-১৩০ মিলিটারি এয়ারলিফটার পাকিস্তানের করাচী বিমানবন্দরে অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে এসব প্লেনে তুরস্ক থেকে সমরাস্ত্র আনা হয়েছে, যেহেতু পাকিস্তানে ডান্ডিয়ান সামরিক হা মলার সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানী সেনাবাহিনীর অভিযানে TTP এর ৫৪ জন নীহত।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
কানাডায় ফেস্টিভ্যালে গাড়ি চাপায় ৯ জন নিহত, বহু আহত

কানাডার ভ্যানকুভারে একটি ফেস্টিভ্যালে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। একটি SUV গাড়ি ভিড়ের মধ্যে উঠে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর, ভিড়ের মধ্যেই উপস্থিত লোকজন ৩০ বছর বয়সী চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ভ্যানকুভারেই বসবাস করেন। তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশ আশ্বস্ত করেছে যে এটি সন্ত্রাসী হামলা নয়।
[mh]
কাতারে দেশটির প্রধানমন্ত্রীর সাথে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিরিয়া ইস্যুতে তুরস্ক-কাতার সমন্বয় করতে দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকে সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের কথা জানানো হয়।

হাকান ফিদান বলেন, সিরিয়ার ওপর বর্তমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো দেশটির স্থিতিশীলতা বাধাগ্রস্ত করছে। এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারে তুরস্ক অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, সিরিয়াকে সন্ত্রাসমুক্ত করতে কাতারের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সিরীয় সরকারের অনুমতি ছাড়া কোনোভাবেই অস্ত্র পরিবহন মেনে নেওয়া হবে না। (hn)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েল দাবি করেছে, এটি একটি অস্ত্র ভাণ্ডার ছিল,
অথচ বোম্বিং এর পরে আর কোনও বিস্ফোরণ দেখা যায়নি।
[mh]
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
দক্ষিণ ইরানের শহীদ রাজাই বন্দরে এখনও আগুন জ্বলছে, দমকল বাহিনী আজ দ্বিতীয় দিনেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

➡️ সর্বশেষ পাওয়া তথ্য মতে, মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে এবং কমপক্ষে ১,২৫০ জন আহত হয়েছে।
[mh]
যুক্তরাষ্ট্র সরকার অবশেষে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ভিসা ফেরত দিচ্ছে

যুক্তরাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করায় যেসব আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্ট্যাটাস বা ভিসা বাতিল করা হয়েছিল, তাদের আইনগত মর্যাদা আবার ফিরিয়ে দেওয়া হবে।

এর আগে ট্রাম্প প্রশাসন মোট ১,২০০-এরও বেশি শিক্ষার্থীদের কোনো পরিষ্কার কারণ ছাড়াই ফিলিস্তিনের পক্ষে কথা বলায় বৈধতা বাতিল করেছিলো। তারা আদালতে মামলা করায়, সরকার এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
[mh]
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
লেবাননের বৈরুতের Dahye এরিয়ায় একটি ভবনে পূর্ব ঘোষণা দিয়ে বোম্বিং করেছে ইজ্রাইলি সন্ত্রাসীরা
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Deir al-Balah এরিয়ায় ইজ্রাইলি সন্ত্রাস
🔻👉 Al-Tuffah এরিয়ার পূর্বে,
একটি বিল্ডিংয়ে তৈরি ইজ্রাইলি সন্ত্রাসীদের সামরিক ব্যারাকে গাইডেড মিসাইল (!) স্ট্রাইক চালিয়েছে আল-কুদস ব্রিগেড যোদ্ধারা।
সতর্কতার অংশ হিসেবে SWAT ও SKARDU এয়ারবেইস অপারেশনাল করেছে পাকিস্তান এয়ার ফোর্স।

রানওয়ে গুলো উড্ডয়ন-অবতরণ উপযোগী ও তার মহড়া চালানো হয়েছে।
পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ, বললেন খালিস্তানি নেতা।

তিনি আরও বলেন, আমরা পাঞ্জাবের উপর দিয়ে পাকিস্তানে হামলা করতে দিব না।

/:
সুদানের পশ্চিম ওমদুরমানে ডজনখানেক সুদানিকে এভাবেই ঠান্ডা মাথায় হত্যা করে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত র ্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

হত্যার শিকার সুদানিদের মধ্যে পুরুষের পাশাপাশি কমবয়সী শিশু-কিশোরদেরও দেখা যায়।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইসরাইলি হামলার শিকার দুই মেয়েকে নিয়ে গাজা সিটির আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ছুটে আসেন এই ফিলিস্তিনি বাবা। কিন্তু হাসপাতালে এসে যখন জানতে পারেন তাদের দুজনেই আর নেই, তখন এভাবেই কান্নায় ভেঙে পড়েন।
Media is too big
VIEW IN TELEGRAM
গাজা সিটির তুফফাহ এলাকায় বেসামরিকদের সমাগম লক্ষ্য করে ইসরাইলের বোমা হামলা, হতাহত ডজনখানেক―তন্নধ্যে অধিকাংশই শিশু!
আমিরাত সমর্থিত শত শত কর্মকর্তা হুথি বাহিনীর পক্ষে যোগ দিয়েছেন

সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত 'ইয়েমেনি ন্যাশনাল রেজিস্ট্যান্স' বাহিনীর শত শত কর্মকর্তা আনসারুল্লাহর (হুথি) পক্ষে যোগ দিয়েছেন এবং রাজধানী সানায় একত্রিত হয়ে ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।

এই কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাত সমর্থিত 'ইয়েমেনি ন্যাশনাল রেজিস্ট্যান্স' বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়েছেন।

এই বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চল ইয়েমেনের পশ্চিম উপকূলের নীল রঙে চিহ্নিত এলাকায় অবস্থিত।

এই বাহিনী নেতৃত্ব দিচ্ছেন জেনারেল তারেক সালেহ, যিনি ইয়েমেনের প্রয়াত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ভাতিজা। আলী আবদুল্লাহ সালেহ একসময় হুথিদের মিত্র ছিলেন, তবে ২০১৭ সালে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ অবলম্বন করেন।
[mh]