🔻🔻
যুদ্ধ বিধ্বস্ত রাফাহ এরিয়ায় বীর যোদ্ধাদের এম্বুশে অন্তত ১ ইজ্রাইলি শীর্ষ অফিসার কিছুক্ষণ আগে ম্রা খেয়েছে
যুদ্ধ বিধ্বস্ত রাফাহ এরিয়ায় বীর যোদ্ধাদের এম্বুশে অন্তত ১ ইজ্রাইলি শীর্ষ অফিসার কিছুক্ষণ আগে ম্রা খেয়েছে
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
❝আমরা আমাদের প্রতিশ্রুতি বারংবার ঘোষণা করেছি যে, সিরিয়া 'ইজ্রাইল সহ' বিশ্বের কোনও দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না❞
- জাতিসংঘে আজকের দেয়া ভাষণে সিরিয়ান নতুন পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়া কারো হুমকি হবে কি হবে না, সেটা আমাদের বিষয় না, এমনকি তারা ইজ্রাইলের জন্য হুমকি না হওয়াও বিষয় না।
কিন্তু, যে সিরিয়া এখনো পর্যন্ত ইজ্রাইলকে দেশ হিসেবেই স্বীকৃতি দেয়না, এই বক্তব্যের মধ্য দিয়ে দেশ হিসেবে ইজ্রাইলকে মেনে নিলো তারা!???
- জাতিসংঘে আজকের দেয়া ভাষণে সিরিয়ান নতুন পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়া কারো হুমকি হবে কি হবে না, সেটা আমাদের বিষয় না, এমনকি তারা ইজ্রাইলের জন্য হুমকি না হওয়াও বিষয় না।
কিন্তু, যে সিরিয়া এখনো পর্যন্ত ইজ্রাইলকে দেশ হিসেবেই স্বীকৃতি দেয়না, এই বক্তব্যের মধ্য দিয়ে দেশ হিসেবে ইজ্রাইলকে মেনে নিলো তারা!???
Media is too big
VIEW IN TELEGRAM
ভারত বনাম পাকিস্তান —
দুই দেশের মধ্যকার সামরিক শক্তির তুলনা।
দুই দেশের মধ্যকার সামরিক শক্তির তুলনা।
#EXCLUSIVE
পহেলগামে হামলার দায় অস্বীকার করল TRF
দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) পহেলগামে সাম্প্রতিক হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার দাবি প্রত্যাখ্যান করেছে।
তারা জানিয়েছে, ২২ এপ্রিল তাদের প্ল্যাটফর্ম থেকে যে বার্তায় হামলার দায় স্বীকার করা হয়েছিল, তা সাইবার হস্তক্ষেপের মাধ্যমে পাঠানো হয়।
TRF অভিযোগ করেছে, ভারতের গোয়েন্দা সংস্থা ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার মাধ্যমে তাদের বদনাম করার চেষ্টা করছে।
তারা অতীতের চাট্টিসিংহপুরা গণহত্যা, ভারতীয় পার্লামেন্টে হামলা এবং পুলওয়ামা বোমা হামলার মতো ঘটনার উদাহরণ তুলে ধরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।
[mh]
পহেলগামে হামলার দায় অস্বীকার করল TRF
দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) পহেলগামে সাম্প্রতিক হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার দাবি প্রত্যাখ্যান করেছে।
তারা জানিয়েছে, ২২ এপ্রিল তাদের প্ল্যাটফর্ম থেকে যে বার্তায় হামলার দায় স্বীকার করা হয়েছিল, তা সাইবার হস্তক্ষেপের মাধ্যমে পাঠানো হয়।
TRF অভিযোগ করেছে, ভারতের গোয়েন্দা সংস্থা ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো হামলার মাধ্যমে তাদের বদনাম করার চেষ্টা করছে।
তারা অতীতের চাট্টিসিংহপুরা গণহত্যা, ভারতীয় পার্লামেন্টে হামলা এবং পুলওয়ামা বোমা হামলার মতো ঘটনার উদাহরণ তুলে ধরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।
[mh]
BREAKING কাশ্মীরে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, বলেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
হুথিদের হামলায় আটকে গেল যুক্তরাষ্ট্রের ইয়েমেন অভিযানের দ্বিতীয় ধাপ
হুথি (আনসারুল্লাহ) বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর এক মাসের মধ্যেই, হুথিরা অন্তত সাতটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
এতে অভিযানের “দ্বিতীয় ধাপে” অগ্রসর হওয়ার পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
মূল লক্ষ্য ছিল:
👉 ৩০ দিনের মধ্যে আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হুথি নেতাদের ওপর নজরদারি ও আঘাত বাড়ানো।
কিন্তু হুথিরা দিন দিন ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে ওঠায় সেই পরিকল্পনা এখন স্থবির।
যুক্তরাষ্ট্রের কোনো সেনা সদস্য বর্তমানে ইয়েমেনের মাটিতে নেই, ফলে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যুদ্ধ পরিস্থিতি মূল্যায়নের জন্য এই ড্রোনগুলোর ওপরই মূলত নির্ভর করছে মার্কিন বাহিনী।
সূত্র: CNN
[mh]
হুথি (আনসারুল্লাহ) বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর এক মাসের মধ্যেই, হুথিরা অন্তত সাতটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
এতে অভিযানের “দ্বিতীয় ধাপে” অগ্রসর হওয়ার পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
মূল লক্ষ্য ছিল:
👉 ৩০ দিনের মধ্যে আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে হুথি নেতাদের ওপর নজরদারি ও আঘাত বাড়ানো।
কিন্তু হুথিরা দিন দিন ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে ওঠায় সেই পরিকল্পনা এখন স্থবির।
যুক্তরাষ্ট্রের কোনো সেনা সদস্য বর্তমানে ইয়েমেনের মাটিতে নেই, ফলে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যুদ্ধ পরিস্থিতি মূল্যায়নের জন্য এই ড্রোনগুলোর ওপরই মূলত নির্ভর করছে মার্কিন বাহিনী।
সূত্র: CNN
[mh]
গতরাতে ইয়েমেন ইজরায়েলের বিভিন্ন শহরে মিসাইল হামলা চালায়।
🔴 ছবিতে যাঁরা আছেন, সবাই শহীদ।
দখলদার সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি পরিবারগুলোকে নির্মূল করে চলেছে। গরাতে খান ইউনুসে ‘শরাব’ পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়ে সবাইকে শহীদ করা হয়।
শহীদদের নাম:
মাহমুদ আব্দুর রাজ্জাক শরাব
আলি আব্দুর রাজ্জাক শরাব
সামাহার আব্দুর রাজ্জাক শরাব
রিয়ান তাহা আব্দুর রাজ্জাক শরাব
সাহার রমজান শরাব
মোস্তফা আব্দুর রাজ্জাক শরাব
দখলদার সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি পরিবারগুলোকে নির্মূল করে চলেছে। গরাতে খান ইউনুসে ‘শরাব’ পরিবারের বাড়িতে বোমা হামলা চালিয়ে সবাইকে শহীদ করা হয়।
শহীদদের নাম:
মাহমুদ আব্দুর রাজ্জাক শরাব
আলি আব্দুর রাজ্জাক শরাব
সামাহার আব্দুর রাজ্জাক শরাব
রিয়ান তাহা আব্দুর রাজ্জাক শরাব
সাহার রমজান শরাব
মোস্তফা আব্দুর রাজ্জাক শরাব
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM