GAZA LIVE
2.95K subscribers
13.8K photos
9.99K videos
44 files
385 links
All Time Gaza Update News
Download Telegram
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
কাশ্মীরের সীমান্ত এলাকা "লাইন অফ কন্ট্রোল" (LoC)–এ ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি।

ঘটনাটি লিপা ভ্যালি ও বাংগুস ভ্যালির কাছে ঘটে।

দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।
[mh]
#UPDATE

পাকিস্তান এখন আটক ভারতীয় সৈন্যকে ভারতের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে।
[mh]
ডোনাল্ড ট্রাম্প তার অনলাইন শপে ‘Trump 2028’ লেখা লাল ক্যাপ বিক্রি শুরু করেছেন।

এতে বোঝাই যাচ্ছে, তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন।
এর আগে তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার কথা বলেছিলেন, এবার কোমড় বেঁধেই মাঠে নামা শুরু করলেন তাহলে!
[mh]
গাজায় মানুষের গড় আয়ু এখন কমে দাঁড়িয়েছে ৪০.৬ বছর, যেখানে ২০২৩ সালে যুদ্ধ শুরুর আগে গড় আয়ু ছিল ৭৫.৫ বছর।
[mh]
🚨🚨🚨

Leepa Valley LOC এরিয়ায় ক্রস বর্ডার ফায়ারিং এর রিপোর্ট এসেছে।
ভারতীয় সেনাদের লাইট অস্ত্রের ফায়ারিং এর পর পাল্টা ফায়ারিং করেছে পাক সেনারা
🔻👉 আবারো রাতে এম্বুশের শিকার হয়েছে ইজ্রাইলি সন্ত্রাসীরা

নিহত ও আহত সন্ত্রাসীদেরকে রাতে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়েছে।
কারারুদ্ধ তাতার মুসলিম - ১৮৮০

চিত্রকর্মটিতে একজন তাতার মুসলিমকে কারাগারের একটি কক্ষে দুআ করা অবস্থায় চিত্রিত করা হয়েছে। যেখানে তিনি দু'হাত তুলে দোয়া করছেন।

— সের্গেই ভাসিলিয়েভিচ ইভানভ রচিত "তাতার অ্যাট প্রেয়ার" চিত্রকর্ম থেকে
ব্রেকিং! গতকাল সকাল থেকে অন্তত ১,৫০০ কাশ্মীরি মুসলিমকে আটক করেছে দখলদার ভারতীয় নিরাপত্তা বাহিনী।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
হরিয়ানায় দুই মুসলিমের ওপর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা!

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দেশজুড়ে নিরীহ মুসলিমদের টার্গেট করে এভাবেই হামলা চালাচ্ছে হিন্দুত্ববাদী মব।
গাযা সিটিতে ইসরাইলি ক্ষেপনাস্ত্রের হামলায় ছিন্নভিন্ন হয়ে গেল এক ফিলিস্তিনি শিশুর দেহ।

এই ফিলিস্তিনি শিশু তাদের নিজেদের বাড়ি থেকে উড়ে অন্য ভবনের ছাদে এসে পড়েছে।

হে মুহাম্মাদের উম্মাহ, তোমরা কি দেখতে পাও?
মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করল জর্ডান।

জর্ডান সরকার গত বুধবার দেশটির বৃহত্তম বিরোধী দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদের অফিস বন্ধ করে দিয়েছে এবং সম্পদ বাজেয়াপ্ত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া বলেছেন, ‘‘তথাকথিত মুসলিম ব্রাদারহুডের সকল কার্যকলাপ নিষিদ্ধ করার এবং তাদের যেকোনো কর্মকাণ্ড আইনের বিধান লঙ্ঘন বলে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷''

ফারায়া আরো বলেন, এই গোষ্ঠীর সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হবে এবং যে কেউ এর মতাদর্শ প্রচার করবে তাকেও আইন দ্বারা জবাবদিহি করা হবে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
❝২৬ জনের বদলে যদি ২৬০০ জন মুসলিমকে হত্যl করতে না পারি, তাহলে আমি ভারত মায়ের সন্তান নই।❞

উত্তরপ্রদেশের আগ্রায় ধর্ম পরিচয় জানার পর একাধিক জনকে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর ক্ষত্রিয় গো-রক্ষা দলের মনোজ চৌধুরী নামের এই কট্টর হিন্দুত্ববাদী সেসব হামলার দায় স্বীকার করে এই ভিডিও বার্তা দেন।

যেখানে তাকে পেহেলগামে হামলায় নিহত ২৬ জনের বদলা হিসেবে ২৬০০ মুসলিমকে হত্যার শপথ নিতে দেখা যায়।
#UPDATE

ভারতের ইন্দাস জলচুক্তি নিয়ে সাম্প্রতিক পদক্ষেপের জবাবে, পাকিস্তান শিমলা চুক্তি ও তাসখন্দ ঘোষণা স্থগিত করেছে।

যদি,
শিমলা চুক্তি বাতিল হয়, তাহলে কী হবে?

লাইন অফ কন্ট্রোল (LoC) আর বৈধ থাকবে না।
ফলে ভারতের অধীনস্থ কাশ্মীর নিয়ে পাকিস্তান একতরফা যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।

আর তাসখন্দ ঘোষণা বাতিল হলে?

এই ঘোষণায় দুই দেশ একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল।
এটি বাতিল হলে সেই প্রতিশ্রুতি আর থাকবেনা, অর্থাৎ একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার রাস্তা খুলে যাবে।
[mh]
রাওলাপিন্ডির প্রত্যক্ষদর্শী সূত্র:

পাকিস্তান সেনাবাহিনী ভারী অস্ত্র নিয়ে সীমান্তের দিকে যাচ্ছে।

#PAKISTAN
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
গাজার যুদ্ধের দৃশ্যগুলো প্রোজেক্টরে চালু রেখে ইসরায়েলি একটি ব্যান্ডদল স্টেজে পারফর্ম করছে, এটা দেখে আবার দর্শকরা উল্লাসে ফেটে পড়ছে!
[mh]
#BREAKING

সৌদি ট্রাস্পের ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি মে মাসে।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
#PAKISTAN #BREAKING #INDIA

পাকিস্তান জুড়ে ভারত বিরোধী বিক্ষোভ মিছিলে উত্তাল
🔥

ভারত-পাকিস্তান উত্তেজনা: ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করায় পাকিস্তানজুড়ে ভারতবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। লাহোর, রাওয়ালপিন্ডি, পেশাওয়ার, গুজরাট, ফয়সালাবাদ, গুজরানওয়ালাসহ বিভিন্ন শহরে প্রতিবাদ হচ্ছে ।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
#Kashmir

ভারত সিন্ধু নদির পানি বন্ধ করার পর থেকে কাশ্মীরের LOC এরিয়াতে পাকিস্তানি সেনাদের গুলাগুলি চরম পর্যায়ে শুরু হয় 🔥
#BREAKING

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিনিদের কাশ্মীর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। 🙁
পাকিস্তান কালকে শিমলা চুক্তি বাতিল করেছে। আর শিমলা চুক্তি বাতিল করা মানে হলো বাংলাদেশ ও কাশ্মীর আবার পাকিস্তানের অংশ হিসাবে স্বীকৃতি পেয়েছে।

পাকিস্তান শিমলা চুক্তি বাতিল করার মাধ্যমে এখন থেকে বাংলাদেশ কে আবার স্বাধীন রাষ্ট্র ভাববে না বরং পাকিস্তানের অংশ ভাববে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করার সময় ভা"রতীয় সেনাবাহিনীর সামনে যে চুক্তিতে স্বাক্ষর করে চলে গিয়েছিলো সেটাই হলো শিমলা চুক্তি

যদিও পাকিস্তান বর্তমান বাংলাদেশ কে সব সময় স্বাধীন রাষ্ট্র হিসাবেই দেখবে কিন্তু ভা"রতকে ভয় দেখানোর জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়।

কারন ভারত এখন ভয়ে থাকবে। কারন বাংলাদেশ এখন ভারতের দৃষ্টিতে পাকিস্তানের অংশ হিসেবে থাকবে স্বাধীন রাষ্ট্র হিসেবে না । এখন থেকে ভারত ভাববে সে পাকিস্তান দ্বারা ঘেরাও হয়েছে এক পূর্ব পাকিস্তান ও দুই উত্তর পাকিস্তান।

বিঃদ্রঃ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি নয় এটা, তারা এতদূর থেকে আসবেও না৷ তাই বাঙ্গু সুশীলদের কান্না করার কোন কারণ নেই 🇧🇩👍