স্বর্ণের দামে আগুন! এক আউন্স ৩,৪০৫ ডলার।
বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে।
সোমবার এক আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৩,৪০৫.১৯ ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। দিন শেষে তা প্রায় ৩,৪০৪.৪০ ডলারে স্থির হয়।
বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক ঝুঁকি বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝোঁকে, আর সেটাই ঘটেছে এবার।(na)
বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে।
সোমবার এক আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৩,৪০৫.১৯ ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ। দিন শেষে তা প্রায় ৩,৪০৪.৪০ ডলারে স্থির হয়।
বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক ঝুঁকি বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝোঁকে, আর সেটাই ঘটেছে এবার।(na)
হাদেরা সৈকতে হাঙরের হামলায় ইসরায়েলি নাগরিক নিহত।(na)
হামাসের দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব: ইসরায়েলের অসম্মতি
হামাস ইসরায়েলের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে যেতে আগ্রহ প্রকাশ করেছে।
এই প্রস্তাবের আওতায় সব ধরনের সামরিক কার্যক্রম, অস্ত্র উৎপাদন ও সুড়ঙ্গ খনন বন্ধ করার কথা বলা হয়েছে, যাতে গাজায় চলমান যুদ্ধের একটি সমাধান সম্ভব হয়।
হামাস মিশরের প্রস্তাব অনুযায়ী গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক সংস্থার হাতে তুলে দিতে রাজি হয়েছে এবং যুদ্ধবিরতির মেয়াদ ৫ থেকে ১৫ বছর পর্যন্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
এমনকি হামাস তাদের অস্ত্র একটি সুরক্ষিত গুদামে রাখতেও রাজি।
তবে ইসরায়েল হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবিতে অটল থাকায় এই প্রস্তাবকে এখনো "অগ্রহণযোগ্য" বলে মনে করছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
[mh]
হামাস ইসরায়েলের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে যেতে আগ্রহ প্রকাশ করেছে।
এই প্রস্তাবের আওতায় সব ধরনের সামরিক কার্যক্রম, অস্ত্র উৎপাদন ও সুড়ঙ্গ খনন বন্ধ করার কথা বলা হয়েছে, যাতে গাজায় চলমান যুদ্ধের একটি সমাধান সম্ভব হয়।
হামাস মিশরের প্রস্তাব অনুযায়ী গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক সংস্থার হাতে তুলে দিতে রাজি হয়েছে এবং যুদ্ধবিরতির মেয়াদ ৫ থেকে ১৫ বছর পর্যন্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
এমনকি হামাস তাদের অস্ত্র একটি সুরক্ষিত গুদামে রাখতেও রাজি।
তবে ইসরায়েল হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবিতে অটল থাকায় এই প্রস্তাবকে এখনো "অগ্রহণযোগ্য" বলে মনে করছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
[mh]
তুরস্ক সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের তুর্কমেন পর্বতে নতুন ঘরবাড়ি ও অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেছে।
এই কাজটি করবে তুরস্কের সরকারি আবাসন সংস্থা TOKİ, যারা আগে থেকেই বিভিন্ন এলাকায় ঘর তৈরি ও পুনর্গঠন করে থাকে।
মূলত সরকার চায় এই অঞ্চলে আবারও বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করতে। তাই এমন প্রকল্পের সিদ্ধান্ত।
- তুরস্কের সংবাদমাধ্যম Türkiye Gazetesi
[mh]
এই কাজটি করবে তুরস্কের সরকারি আবাসন সংস্থা TOKİ, যারা আগে থেকেই বিভিন্ন এলাকায় ঘর তৈরি ও পুনর্গঠন করে থাকে।
মূলত সরকার চায় এই অঞ্চলে আবারও বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করতে। তাই এমন প্রকল্পের সিদ্ধান্ত।
- তুরস্কের সংবাদমাধ্যম Türkiye Gazetesi
[mh]
⭕ এখন পর্যন্ত শহীদ ৬ জন।
ইসরায়েলি বিমান হামলায় খান ইউনুস শহরের কেন্দ্রের মাজা রাউন্ডআবাউট ‘আস-সিক্কা’ এলাকার একটি বাড়িতে আঘাত হানলে ৬ জন শহীদ হন এবং আরও কয়েকজন আহত হন।
ইসরায়েলি বিমান হামলায় খান ইউনুস শহরের কেন্দ্রের মাজা রাউন্ডআবাউট ‘আস-সিক্কা’ এলাকার একটি বাড়িতে আঘাত হানলে ৬ জন শহীদ হন এবং আরও কয়েকজন আহত হন।
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ চলছেই।
গত রাতে নেতানিয়াহুর পদত্যাগ এবং বন্দি বিনিময় চুক্তির দাবিতে তেল আবিবে শত শত মানুষ বিক্ষোভ করছে।
[mh]
গত রাতে নেতানিয়াহুর পদত্যাগ এবং বন্দি বিনিময় চুক্তির দাবিতে তেল আবিবে শত শত মানুষ বিক্ষোভ করছে।
[mh]
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা
হার্ভার্ড ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, প্রশাসন বেআইনিভাবে ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল ফান্ড আটকে দিয়ে একাডেমিক সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয়টি বলছে, এটি মতপ্রকাশের স্বাধীনতা (First Amendment) এবং ফেডারেল নিয়মনীতি লঙ্ঘনের শামিল।
এছাড়াও, হার্ভার্ড অভিযোগ করেছে যে, প্রশাসন Title VI আইনের অধীনে যে আইনগত প্রক্রিয়া অনুসরণ করার কথা, তা এড়িয়ে গেছে।
এই আইন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে নাগরিক অধিকার নিশ্চিত করে।
[mh]
হার্ভার্ড ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, প্রশাসন বেআইনিভাবে ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল ফান্ড আটকে দিয়ে একাডেমিক সিদ্ধান্তে প্রভাব ফেলার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয়টি বলছে, এটি মতপ্রকাশের স্বাধীনতা (First Amendment) এবং ফেডারেল নিয়মনীতি লঙ্ঘনের শামিল।
এছাড়াও, হার্ভার্ড অভিযোগ করেছে যে, প্রশাসন Title VI আইনের অধীনে যে আইনগত প্রক্রিয়া অনুসরণ করার কথা, তা এড়িয়ে গেছে।
এই আইন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে নাগরিক অধিকার নিশ্চিত করে।
[mh]
‘ওলো’ নামক নতুন এক রঙের আবিষ্কার
বিজ্ঞানীরা ‘ওলো’ (olo) নামে এক নতুন রঙ আবিষ্কার করেছেন, যা উজ্জ্বল নীল-সবুজ ধাঁচের। তবে এটি সাধারণ মানুষের চোখে দেখা যায় না।
এই রঙ দেখতে হলে বিশেষ ধরনের লেজার উদ্দীপনা প্রয়োজন, যা চোখকে সাধারণ রঙ-পরিসরের বাইরের অনুভূতি দিতে সক্ষম করে। এখন পর্যন্ত মাত্র ৫ জন মানুষ এই রঙ দেখতে সক্ষম হয়েছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘ওলো’ রঙটি দেখতে সবচেয়ে কাছের মিল পাওয়া গেছে একটি নীল-সবুজ স্কোয়ারের সঙ্গে, যা ছবিতে সংযুক্ত।
[mh]
বিজ্ঞানীরা ‘ওলো’ (olo) নামে এক নতুন রঙ আবিষ্কার করেছেন, যা উজ্জ্বল নীল-সবুজ ধাঁচের। তবে এটি সাধারণ মানুষের চোখে দেখা যায় না।
এই রঙ দেখতে হলে বিশেষ ধরনের লেজার উদ্দীপনা প্রয়োজন, যা চোখকে সাধারণ রঙ-পরিসরের বাইরের অনুভূতি দিতে সক্ষম করে। এখন পর্যন্ত মাত্র ৫ জন মানুষ এই রঙ দেখতে সক্ষম হয়েছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘ওলো’ রঙটি দেখতে সবচেয়ে কাছের মিল পাওয়া গেছে একটি নীল-সবুজ স্কোয়ারের সঙ্গে, যা ছবিতে সংযুক্ত।
[mh]
সন্ত্রাসী রাষ্ট্র কে?
ইসরাইল: ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে, এটা বিশ্বের জন্য বড় একটা হুমকি। এখনি ইরানে আক্রমণ করতে হবে।
ইরান: আমি পরমাণু অস্ত্র বানাচ্ছি না। তোমার নিজের কাছেই তো পরমাণু অস্ত্র আছে তুমি তো সবার জন্য হুমকি।
ইসরাইল: ইরান মুখে মুখে কথা বলে, বিশ্বের জন্য বড় একটা হুমকি। এখনি ইরানে আক্রমণ করতে হবে।
ইরান: আমার উপর আক্রমণ হলে আমি প্রতিহত করবো।
ইসরাইল: দেখছেন দেখছেন কত বড় স্পর্ধা। ইরান নাকি আমার উপর হামলা করবে। এটা বিশ্বের জন্য বড় একটা হুমকি। এখনি ইরানে আক্রমণ করতে হবে।
ইরান: আমি আমার নিজেকে রক্ষায় এবং আমার রাষ্ট্রের স্বার্থে যা যা দরকার সবই করবো।
ইসরাইল: ইরানের রাষ্ট্রের অস্তিত্বই রাখা যাবে না। এটা বিশ্বের জন্য বড় একটা হুমকি। এখনি ইরানে আক্রমণ করতে হবে।
ইতিমধ্যে ইসরাইল তার গণবিধ্বংসী অস্ত্র দিয়ে গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইরাকে ব্যাপক পরিমাণে হামলা চালাচ্ছে।
ইরান: ইসরাইল এই অঞ্চলে নিরীহ মানুষ মারছে। এটা রুখে দাঁড়ানো সব মানবের দায়িত্ব।
ইসরাইল: দেখছো দেখছো! ইরান আমাকে রুখে দেয়ার হুমকি দিচ্ছে, এটা আমার অস্তিত্বের জন্য বড় হুমকি! ইরান সন্ত্রাসী রাষ্ট্র! একে এক্ষণই নির্মূল করা দরকার।
ইরান: ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র। সব দেশে সন্ত্রাস ছড়াচ্ছে। মানুষ হত্যা করছে! মানবতাবিরোধী অপরাধ করছে। জাতিগত নিধন করছে।
ইসরাইল: ইরান আমাকে হুমকি দিয়েছে! ইরান আমার বিরুদ্ধে কথা বলছে। এই পশ্চিমা বিশ্ব! দেখ ইরান আমাকে শেষ করে দিবে! আমাকে আক্রমণ করবে! ইরান একটা সন্ত্রাসী রাষ্ট্র! এক্ষণই আক্রমণ করা দরকার।
পশ্চিমা বিশ্ব: ইসরাইল ঠিক বলেছে! ইরান মধ্যপ্রাচ্যে শান্তির জন্য হুমকি! ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরাইল যদি ইরানে আক্রমণ করে সেটা করার অধিকার তার আছে। আমরা ইসরাইলের সাথে আছি!
ইরান: আমি কি করলাম? আমি তো কিছুই করিনি! ইসরাইলই তো বরং আমাকে বারবার আক্রমণের হুমকি দিচ্ছে! সব দেশে হামলা করে নিরীহ মানুষ মারছে। তোমরা বরং ইসরাইলকে ঠেকাও।
ইসরাইল: দেখেছেন! দেখেছেন! ইরান শুধু আমাকেই হুমকি দেয়না। আপনাদের এই যে পশ্চিমা বিশ্বকেও হুমকি দেয়! দেখছেন আমি বলছিলাম না ইরান বিশ্বের জন্য বড় একটা হুমকি এখন দেখলেন তো!
পশ্চিমা বিশ্ব: ঠিক বলেছ ইসরাইল! ইরানকে এক্ষণই থামানো দরকার। এই ইরান আসো তোমার সাথে একটা চুক্তি করি।
ইরান: ওকে ঠিক আছে। আসেন দেখি কি চুক্তি করবেন! আমি আমার স্বার্থে সব কিছুতে রাজি।
ইসরাইল: দেখছেন ইরান এখানেও তার স্বার্থ দেখছে। এই চুক্তি করে কোন লাভ নেই। ইরান বিশ্বের জন্য হুমকি!
ইরান: আমি না বরং তুমি হুমকি। তুমি সব জায়গায় সন্ত্রাস ছড়াচ্ছো!
ইসরাইল: দেখছেন দেখছেন! আমাকে এবং আপনাদেরকে ইরান কত বড় হুমকি দিচ্ছে।
ইরানঃ আমি হুমকি দিলাম কই?
ইসরাইল: আবারো হুমকি দেয়!
পশ্চিমা বিশ্ব: এই ইরান তুমি থামবা? অনেক বাড় বেড়েছ কিন্তু!
ইরান: আমি কি করলাম? ইসরাইলই তো গায়ে পরে ঝগড়া করছে! ইসরাইলকে থামান।
পশ্চিমা বিশ্ব: না না ইসরাইলের অধিকার আছে সব কিছু করার। তুমি আলোচনায় বসো।
ইরান: ওকে বসলাম।
ইসরাইল: দেখছেন! ইরান "ওকে বসলাম" বলছে। তার মানে সে আলোচনা করবে না। তার ইচ্ছা নাই। সে আমাকে হুমকি দিচ্ছে আমি আক্রমণ চালাবোই। আলোচনায় যা হয় হোক আমি ইরানে আক্রমণ চালাবোই।
*
সন্ত্রাসী কে? সন্ত্রাস ছড়াচ্ছে কে? শান্তির জন্য হুমকি কে? মানবতার বিরুদ্ধে সব ধরনের অপরাধ করছে কে? ঘাড় তেড়া কে? অসভ্য কে? গণহত্যাকারী কে? খুনি কে? নরপিশাচ কে?
*
এরপরও জ্ঞানপাপীরা বলবে, ইসরাইলে গণতন্ত্র আছে! আইনের শাসন আছে। টেকনোলজি আছে! শক্তি আছে! আত্মরক্ষার অধিকার আছে!
*
গুল্লিমারি তোমার আত্মরক্ষার অধিকারে। গুল্লিমারি তোমার গণতন্ত্রে আর আইনের শাসনে!
ইসরাইল: ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে, এটা বিশ্বের জন্য বড় একটা হুমকি। এখনি ইরানে আক্রমণ করতে হবে।
ইরান: আমি পরমাণু অস্ত্র বানাচ্ছি না। তোমার নিজের কাছেই তো পরমাণু অস্ত্র আছে তুমি তো সবার জন্য হুমকি।
ইসরাইল: ইরান মুখে মুখে কথা বলে, বিশ্বের জন্য বড় একটা হুমকি। এখনি ইরানে আক্রমণ করতে হবে।
ইরান: আমার উপর আক্রমণ হলে আমি প্রতিহত করবো।
ইসরাইল: দেখছেন দেখছেন কত বড় স্পর্ধা। ইরান নাকি আমার উপর হামলা করবে। এটা বিশ্বের জন্য বড় একটা হুমকি। এখনি ইরানে আক্রমণ করতে হবে।
ইরান: আমি আমার নিজেকে রক্ষায় এবং আমার রাষ্ট্রের স্বার্থে যা যা দরকার সবই করবো।
ইসরাইল: ইরানের রাষ্ট্রের অস্তিত্বই রাখা যাবে না। এটা বিশ্বের জন্য বড় একটা হুমকি। এখনি ইরানে আক্রমণ করতে হবে।
ইতিমধ্যে ইসরাইল তার গণবিধ্বংসী অস্ত্র দিয়ে গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইরাকে ব্যাপক পরিমাণে হামলা চালাচ্ছে।
ইরান: ইসরাইল এই অঞ্চলে নিরীহ মানুষ মারছে। এটা রুখে দাঁড়ানো সব মানবের দায়িত্ব।
ইসরাইল: দেখছো দেখছো! ইরান আমাকে রুখে দেয়ার হুমকি দিচ্ছে, এটা আমার অস্তিত্বের জন্য বড় হুমকি! ইরান সন্ত্রাসী রাষ্ট্র! একে এক্ষণই নির্মূল করা দরকার।
ইরান: ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র। সব দেশে সন্ত্রাস ছড়াচ্ছে। মানুষ হত্যা করছে! মানবতাবিরোধী অপরাধ করছে। জাতিগত নিধন করছে।
ইসরাইল: ইরান আমাকে হুমকি দিয়েছে! ইরান আমার বিরুদ্ধে কথা বলছে। এই পশ্চিমা বিশ্ব! দেখ ইরান আমাকে শেষ করে দিবে! আমাকে আক্রমণ করবে! ইরান একটা সন্ত্রাসী রাষ্ট্র! এক্ষণই আক্রমণ করা দরকার।
পশ্চিমা বিশ্ব: ইসরাইল ঠিক বলেছে! ইরান মধ্যপ্রাচ্যে শান্তির জন্য হুমকি! ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি। ইসরাইল যদি ইরানে আক্রমণ করে সেটা করার অধিকার তার আছে। আমরা ইসরাইলের সাথে আছি!
ইরান: আমি কি করলাম? আমি তো কিছুই করিনি! ইসরাইলই তো বরং আমাকে বারবার আক্রমণের হুমকি দিচ্ছে! সব দেশে হামলা করে নিরীহ মানুষ মারছে। তোমরা বরং ইসরাইলকে ঠেকাও।
ইসরাইল: দেখেছেন! দেখেছেন! ইরান শুধু আমাকেই হুমকি দেয়না। আপনাদের এই যে পশ্চিমা বিশ্বকেও হুমকি দেয়! দেখছেন আমি বলছিলাম না ইরান বিশ্বের জন্য বড় একটা হুমকি এখন দেখলেন তো!
পশ্চিমা বিশ্ব: ঠিক বলেছ ইসরাইল! ইরানকে এক্ষণই থামানো দরকার। এই ইরান আসো তোমার সাথে একটা চুক্তি করি।
ইরান: ওকে ঠিক আছে। আসেন দেখি কি চুক্তি করবেন! আমি আমার স্বার্থে সব কিছুতে রাজি।
ইসরাইল: দেখছেন ইরান এখানেও তার স্বার্থ দেখছে। এই চুক্তি করে কোন লাভ নেই। ইরান বিশ্বের জন্য হুমকি!
ইরান: আমি না বরং তুমি হুমকি। তুমি সব জায়গায় সন্ত্রাস ছড়াচ্ছো!
ইসরাইল: দেখছেন দেখছেন! আমাকে এবং আপনাদেরকে ইরান কত বড় হুমকি দিচ্ছে।
ইরানঃ আমি হুমকি দিলাম কই?
ইসরাইল: আবারো হুমকি দেয়!
পশ্চিমা বিশ্ব: এই ইরান তুমি থামবা? অনেক বাড় বেড়েছ কিন্তু!
ইরান: আমি কি করলাম? ইসরাইলই তো গায়ে পরে ঝগড়া করছে! ইসরাইলকে থামান।
পশ্চিমা বিশ্ব: না না ইসরাইলের অধিকার আছে সব কিছু করার। তুমি আলোচনায় বসো।
ইরান: ওকে বসলাম।
ইসরাইল: দেখছেন! ইরান "ওকে বসলাম" বলছে। তার মানে সে আলোচনা করবে না। তার ইচ্ছা নাই। সে আমাকে হুমকি দিচ্ছে আমি আক্রমণ চালাবোই। আলোচনায় যা হয় হোক আমি ইরানে আক্রমণ চালাবোই।
*
সন্ত্রাসী কে? সন্ত্রাস ছড়াচ্ছে কে? শান্তির জন্য হুমকি কে? মানবতার বিরুদ্ধে সব ধরনের অপরাধ করছে কে? ঘাড় তেড়া কে? অসভ্য কে? গণহত্যাকারী কে? খুনি কে? নরপিশাচ কে?
*
এরপরও জ্ঞানপাপীরা বলবে, ইসরাইলে গণতন্ত্র আছে! আইনের শাসন আছে। টেকনোলজি আছে! শক্তি আছে! আত্মরক্ষার অধিকার আছে!
*
গুল্লিমারি তোমার আত্মরক্ষার অধিকারে। গুল্লিমারি তোমার গণতন্ত্রে আর আইনের শাসনে!
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বোমা হামলায় পুরো শরীর ছিন্নভিন্ন ||
খান ইউনুস।
খান ইউনুস।
নিউজিল্যান্ডে ট্রান্সজেন্ডার স্বীকৃতি বাদ দেয়ার জন্য বিল প্রস্তাব
নিউজিল্যান্ডের জোট সরকারের অংশীদার নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি একটি বিল প্রস্তাব করেছে, যা আইনত নারী ও পুরুষের সংজ্ঞা তাদের জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারণ করবে।
এই বিল কার্যকর হলে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের আইনি স্বীকৃতি দেওয়া বন্ধ হবে।
[mh]
নিউজিল্যান্ডের জোট সরকারের অংশীদার নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি একটি বিল প্রস্তাব করেছে, যা আইনত নারী ও পুরুষের সংজ্ঞা তাদের জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারণ করবে।
এই বিল কার্যকর হলে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের আইনি স্বীকৃতি দেওয়া বন্ধ হবে।
[mh]
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আমার দেখা এ যাবতকালের সবচেয়ে সেরা টিভি সাক্ষাৎকার! 🤣🤣🤣 ২০ সেকেন্ড থেকে শুরু!