Educationblog24.com Official Group
78.1K subscribers
78 photos
10 videos
17 files
3.46K links
অফিশিয়াল ওয়েবসাইটঃ- www.educationblog24.com
Download Telegram
ভার্সিটি C Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩ (ডিসকাউন্ট অফারে এক্ষনি ভর্তি হন)

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোর একটি হচ্ছে - বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। প্রতি বছর প্রায় ১০ লক্ষেরও বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়। কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থীই তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এর অন্যতম কারণ হচ্ছে সঠিক গাইডলাইন - কোথা থেকে পড়বে, কতটুকু পড়বে, কী পড়তে হবে, তা না জানা। কেবলমাত্র পরিকল্পিত প্রস্তুতি পর্ব সম্পন্ন করা গেলেই হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। তাই পরীক্ষার্থীদের অন্যদের থেকে এগিয়ে রাখতে আমরা নিয়ে এসেছে 'ভার্সিটি C Unit + গুচ্ছ এডমিশন কোর্স - ২০২৩'।

√৭ টি বিষয়
√৭০ টি লাইভ ক্লাস
√৭০ টি ডেইলি এক্সাম
√১২ টি সাপ্তাহিক এক্সাম
√১০ টি ফাইনাল মডেল টেস্ট
√৭০ টি লেকচার শিট

👉👉কোর্স লিংক https://cutt.ly/swxFKtGB

কোর্সটিতে শিক্ষার্থীরা পাবেন

√এই কোর্সটিতে তোমাদের ৭ টি সাবজেক্ট, বাংলা, ইংরেজি, একাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ও গণিত এর উপর মোট ৭০ টি ফেসবুক লাইভ ক্লাস হবে।
√অভিজ্ঞ ইন্সট্রাক্টরের সহায়তায় বেসিক স্ট্রং করার পরিপূর্ণ গাইডলাইন
√প্রতিটি ক্লাস হবে ২ ঘণ্টা করে এবং প্রতিটি ক্লাস এর সাথে থাকবে ডেইলি এক্সাম যা তোমরা টেন মিনিট স্কুল অ্যাপ এ দিবে। এছাড়া, সাপ্তাহিক Doubt Solve ক্লাস ও লেকচার শিট তো থাকছেই।
√বেশি ও কম গুরুত্বপূর্ণ টপিকসমূহের তালিকা, এবং পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা।
√এই কোর্সটির মাধ্যমে একজন ভর্তি পরীক্ষার্থী যেকোনো বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে (C Unit) ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিটি টপিকের সম্পূর্ণ ব্যাখ্যা পাবে।
√কোর্সের ক্লাসগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা পাবে প্রস্তুতির দিকনির্দেশনা ও সমস্যার সমাধান।
√কোর্সটিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ (C Unit + গুচ্ছ এডমিশন), কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, আর কোন টপিক কম গুরুত্বপূর্ণ; কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে আর কোন টপিক থেকে প্রশ্ন কম আসে তা সবই উল্লেখ করা হবে।

👉👉কোর্স লিংক https://cutt.ly/swxFKtGB