BoiMate.Com
75.2K subscribers
2.04K photos
37 videos
4 files
2.37K links
বই প্রকৃত বন্ধু ❤️
Islamic & Educational Bangla PDF Book Collection ⚡️

Group: @myboimate
Website: https://boimate.com
Helpline: @bdnhelpbot
Download Telegram
BoiMate.Com
শয়তা‌নের বিরু‌দ্ধে লড়াই PDF বই – মাহমুদ বিন নূর ডাউনলোড লিংক: https://boimate.com/shoytaner-biruddhe-lorai-pdf/ t.me/boimatecom
চারপাশের শত্রুরা শারীরিক ও আর্থিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখলেও, শয়তান কিন্তু আমাদের ঈমান হরণের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখে। এদিকে আমরা, সেই জালে আটকে পড়ে খুইয়ে ফেলি ঈমানের মতো উৎকৃষ্ট বস্তু। অতঃপর, গুনাহের চাদর গায়ে দিয়ে, ধাবিত হই শয়তানের বাগানে।

বনি আদমের প্রকাশ্য শত্রু — ‘শয়তান’ । এই শত্রুর দ্বারাই আমরা সবচে’ বেশি ক্ষতিগ্রস্ত। গুনাহের যতগুলো দরজা, তা শয়তানের দ্বারাই উন্মোচিত হয়। আর তাছাড়া, শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, তা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন । আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا ۚ

“শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর”। সূরা ফাতির- ৬শয়তান আমাদের পথভ্রষ্ট করার নিমিত্তে উৎপেতে বসে থাকে। সবসময় তার চক্রান্তের জাল বিছিয়ে রাখে। আমরাও তার ধোঁকায় পড়ে, ডুবে যাই পাপের সমুদ্রে। জড়িয়ে পড়ি, অশ্লীল ও অসামাজিক কর্মকাণ্ডে।

পাপকাজ থেকে বিরত থাকতে, গুনাহ থেকে ফিরে আসতে, নেককাজে সর্বদা নিয়োজিত থাকতে—শয়তানের কবল থেকে নিরাপদ থাকা জরুরী। এদিকে শয়তানের কবল থেকে তখনই নিরাপদ থাকা সম্ভব—যখন শয়তানের বিরুদ্ধে পরিপূর্ণভাবে দক্ষ হাতে লড়াই চালিয়ে যাবেন। আর উক্ত লড়াইয়ে তখনই টিকে থাকতে পারবেন, যখন শয়তান সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ হবে। যেমন: তার উদ্দেশ্য, তার কর্মকাণ্ড, তার চক্রান্ত, তার পরিকল্পনা, তার পাতা ফাঁদ, তার ধোঁকা— এ-সব কিছু সম্বন্ধের পূর্ণ জ্ঞান লাভ করা । এগুলো জানা ব্যতীত, শয়তানের বিরুদ্ধে লড়াই সম্ভব নয়।আলহামদুলিল্লাহ, ‘শয়তানের বিরুদ্ধে লড়াই’ বইটি -তে ধারাবাহিকভাবে শয়তানের ইতিবৃত্ত, শয়তানের কুটকৌশল, শয়তানের ধোঁকা, শয়তানের কর্মপদ্ধতি, শয়তানের চক্রান্ত, শয়তানের পাতা ফাঁদ ও সর্বশেষ শয়তান থেকে বেঁচে থাকার বেশ কিছু দিক নির্দেশনা সুবিন্যাস্তভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি পাঠক, তা অধ্যায়ণ করে শয়তানের ইতিবৃত্ত, তার পাতা ফাঁদ, তার কুটকৌশল, তার চক্রান্ত সম্বন্ধে জানতে পারবেন এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারবেন, ইন শা আল্লাহ।

https://boimate.com/shoytaner-biruddhe-lorai-pdf/
মুমিনের দু’আ PDF বই – ডা. আবুবকর সিদ্দিক, ড. মানজুরে ইলাহী

ডাউনলোড লিংক: https://boimate.com/muminer-dua-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
মুমিনের দু’আ PDF বই – ডা. আবুবকর সিদ্দিক, ড. মানজুরে ইলাহী ডাউনলোড লিংক: https://boimate.com/muminer-dua-pdf/ t.me/boimatecom
দুআর মাধ্যমে একজন মুমিন কীভাবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবেন এবং উভয় জগতে সফল হবেন সেই নিমিত্তেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

বাজারে হিসনুল মুসলিম নামে অনেক বই আছে, যেখানে অনেক বাহুল্য বিদ্যমান। কলেবর বেশি হওয়ায় পাঠক অনেক সময় পড়ার আগ্রহ হারিয়ে ফেলেন। সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে এই বইতে চেষ্টা করা হয়েছে দৈনন্দিন জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ কিছু দু’আ সকল মুসলিমের জন্য সহজবােধ্য আকারে সন্নিবেশিত করার। বিশেষ করে সকাল-বিকাল, সালাম ফিরানাের পর এবং কুরআনুল কারীমের দু’আ বিষয়ক আয়াতগুলােকে সংকলিত করা হয়েছে। পাশাপাশি দু’আ কবুল হওয়ার সময় এবং সর্বোপরি পূর্ববর্তী জীবনের পাপ থেকে তাওবাহ করে কীভাবে একজন মুমিন পরিপূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দু’আ পাঠ করবে, সেই বিষয়টি এখানে আলােকপাত করা হয়েছে।

নিষ্ঠাবান মুমিন, যারা সঠিক ও নির্ভুল দু’আ পাঠ করতে চান, তারা এই বই পড়ে উপকৃত হবেন বলে আশা রাখি।

https://boimate.com/muminer-dua-pdf
অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল ﷺ PDF বই – ড. রাগিব সারজানি

ডাউনলোড লিংক: https://boimate.com/omuslimder-sathe-jemon-chilen-rasul-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল ﷺ PDF বই – ড. রাগিব সারজানি ডাউনলোড লিংক: https://boimate.com/omuslimder-sathe-jemon-chilen-rasul-pdf/ t.me/boimatecom
"অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল (সাঃ)" বইয়ের ফ্ল্যাপের লেখা: আপনারা ইসলামের বিধি-বিধান ও মুসলমিদের ইতিহাসকে তার সঠিক উৎস থেকে জানুন। আমরা অতীত ও বর্তমানে, ইতিহাসে ও বাস্তবে অনেক যুলুমের স্বীকার হয়েছি। আমাদের অনেক ইতিহাস লিখিত হয়েছে আমাদের শত্রুদের হাতে। আমাদের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ও অনেক ভেদ-রহস্যের কথা রচিত হয়েছে আমাদের প্রতি হিংসা-বিদ্বেষ পােষণকারীদের কলমে। এটি তাে ইনসাফের কথা হতে পারে না যে, মানুষ আমাদের ঘটনা শুনবে এমন কারও নিকট থেকে যে আমাদেরকে ঘৃণা করে।

এটাও ইনসাফের দাবী নয় যে, আমরা ইসলামের একনিষ্ঠ ধারক-বাহকদের রচনা বাদ দিয়ে অন্যদের মিথ্যা ও বানােয়াট কথার ওপর নির্ভর করব।। ইসলামের ইতিহাসকে উদ্দেশ্য প্রণােদিতভাবে জাল করা হয়েছে এবং স্বেচ্ছায় স্বজ্ঞানে এর বিকৃতি সাধন করা হয়েছে। পশ্চিমারা ও স্বার্থবাদী মহলের অনেকেই মুসলিম উম্মাহ’র মস্তিষ্ক বিকৃত করা ও সভ্যতার ইতিহাসকে কলঙ্কিত করার প্রয়াস চালিয়েছে। তাদের কেউ জাল ইতিহাস রচনা করেছে, আবার কেউ করেছে বিকৃতি সাধন। কেউ সঠিককে ভুলে যাওয়ার ভান করে অশুদ্ধকে গ্রহণ করে নিয়েছে। আবার কেউ মানবীয় দোষ-ত্রুটিকে প্রকাশ করে গুণ-গরিমা সম্পর্কে নীরবতা প্রদর্শন করেছে। এসব কিছু করেছে তারা গভীর ষড়যন্ত্র ও সুবিন্যস্ত পরিকল্পনার অংশ হিসেবে। ফলে ইসলামী ইতিহাসের নতুন এক বিকৃত রূপ ও কাঠামাে তৈরি হয়েছে, বাস্তবতার সাথে যার কোনাে মিলই নেই।

https://boimate.com/omuslimder-sathe-jemon-chilen-rasul-pdf/
এক নজরে কুরআন বইটি নিয়ে সমালোচনার জবাব!

আলহামদুলিল্লাহ, ড. মিজানুর রহমান আজহারি'র ব্যতিক্রমী একটি বই 'এক-নজরে কুরআন' বাজারে আসছে। হাজারো পাঠক এ বইটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আশা করি পাঠকমহল বইটি থেকে উপকৃত হবেন।
.
আসলে কুরআনের কাজগুলো মৌলিক হয় না। পূর্ববর্তীদের থেকেই ধারণা নিতে হয়। এই বইটিও তার ব্যতিক্রম নয়। তুরাসি বইগুলো যেমন সামনে রাখা হয়েছে, পাশাপাশি ইনফোগ্রাফিক স্টাইলটার ধারণা পেতে এরকম ধাঁচের কিছু বইও সামনে রাখা হয়েছে।
.
শাইখ কাজের শুরুতেই আমাদের জানিয়েছেন, ইনফোগ্রাফিক কিছু বই থেকে অনুপ্রাণিত হয়ে তিনি কাজটা করছেন। সেরকম কয়েকটি বইয়ের নাম উল্লেখ করা হলো:
১. বিতাক্বতু সুওয়ারিল কুরআন (بطاقات سور القرآن)
২. বিতাক্বতুত তা'রীফি বি-সুওয়ারিল মুসহাফিশ শরিফ (بطاقات التعريف بسور المصحف الشريف)
৩. মাআলিমুস সুওয়ার (معالم السور)
৪. Know Your Quran by Alimah Nadia Sadiq
৫. Quranic Diagrammatic Overview by Masood Khan
.
এগুলোর প্রত্যেকটিরই কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। তারমধ্যে বিতাক্বতুত তা'রীফি বি-সুওয়ারিল মুসহাফিশ শরিফ - বইটি চমৎকার। শাইখ বইটির খুব প্রশংসা করতেন। মাআলিমুস সুওয়ার বইটিও ভালো, তবে বইটির তথ্যের চেয়ে ডিজাইনটা বেশি সুন্দর ছিল। শাইখ মনে করেছেন, এরকম একটি কাজ বাংলাভাষী পাঠকদের উপযোগী করে আনা প্রয়োজন। তখন তিনি এসব বইয়ের ফিচারগুলো থেকে অনুপ্রাণিত হয়ে নিজের বহু বছরের শত শত নোটস থেকে নির্যাস নিয়ে আরও বেশ কিছু পয়েন্ট যুক্ত করেছেন। যেমন: মেজর থিম, কজ অ্যান্ড ইফেক্ট, কেইস-স্টাডি, গতিপথ, ওভারভিউ, শানে নুযুল, কিছু শব্দ জানতেই হয় ইত্যাদি।
.
শাইখ বলেছিলেন একটা লিটারেচার রিভিউ লিখে দেবেন। কাজটি করতে গিয়ে যেসব বই সামনে রাখা হয়েছে, সেসব বইয়ের একটা বর্ণনা তাতে উল্লেখ থাকবে। কিন্তু সাধারণ বইপত্রগুলোতে যেহেতু লিটারেচার রিভিউ থাকে না, একাডেমিক থিসিসে থাকে, তাই আমরা শাইখকে বললাম বিষয়টির তেমন একটা প্রয়োজনীয়তা নেই। তখন আর শাইখ কিছু বলেননি। শাইখের কথামতো আমরা দ্বিতীয় সংস্করণে লিটারেচার রিভিউ যুক্ত করে দেবো, ইন শা আল্লাহ। তবে, বইয়ের শেষে ইনডেক্সে প্রায় ৬০টির মতো কিতাব রেফারেন্স হিসেবে যুক্ত করা হয়েছে, যে কিতাবগুলোর উল্লেখ রয়েছে পুরো বই জুড়ে।
.
তা ছাড়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শাইখ নিজেও বারবার কথাগুলো বলেছেন। বিভিন্ন বইয়ের নাম বলেছেন। এরকম ইনফোগ্রাফিক বেশ কিছু বই তাকে অনুপ্রাণিত করেছে, এটা স্পষ্ট করেই তিনি উল্লেখ করেছেন। শাইখ সব সময়ই চান, আমরা নিজেরা যাতে পাণ্ডিত্য না দেখাই। পূর্ববর্তী জ্ঞানের সিলসিলা ধরেই তিনি নিজে হাঁটেন, আমাদের হাঁটতে উৎসাহিত করেন।
-সত্যায়ন প্রকাশন

বইটি কিনুন: https://cutt.ly/EkNojoreQuran

(ছবি কমেন্টে দেওয়া হল)
দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) PDF বই – মুসআদ হুসাইন মুহাম্মাদ

ডাউনলোড লিংক: https://boimate.com/the-bond-of-faith-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) PDF বই – মুসআদ হুসাইন মুহাম্মাদ ডাউনলোড লিংক: https://boimate.com/the-bond-of-faith-pdf/ t.me/boimatecom
ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব। হৃদ্যতা ও ভালোবাসা। আমাদের যাপিত জীবনের চেনা কিছু শব্দ। পরিচিত কিছু বন্ধন। যে বন্ধনগুলো মিলে গড়ে ওঠেছে জীবনের বলয়। এর মাঝেই ফিরছি অহর্নিশ। চেতনে অবচেতনে গড়ে ওঠছে আমাদের বন্ধুত্ব। গড়ে ওঠছে হৃদ্যতা। ভালোবাসা। সজ্জন কুজন-সবার সঙ্গে। ফলে যা হবার, হচ্ছে তাই। ভাগ্যচক্রে দ্বীপান্বিত হচ্ছে কারো চেতনালোক, কেউবা হারিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। ভ্রান্তির সাগরে।

জীবনে চলার পথে নানাজনের সাথে পরিচয় হয়। কারো সাথে পরিচয় ক্ষণিকের আবার কারো সাথে জন্ম থেকে মৃত্যু অবধি। মানুষের মেধা-মনন, চিন্তা-চেতনা, বোধ-উপলব্ধি বিনির্মাণে রয়েছে পরিচয় ও বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ইসলাম এ ব্যাপারে যথাযথ গুরুত্বারোপ করেছে। ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের আছে কিছু নীতিমালা আছে কিছু দিকনির্দেশনা। তাছাড়া এ প্রসঙ্গে সাহাবি ও মণীষীদের জীবনের মুগ্ধকর বহু ছবি ছড়িয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। যাদের পথনির্দেশের আলোকবর্তিকা আমাদের চলার পথকে করবে মসৃণ ও কুসুমাস্তীর্ন। এসব নিয়েই দ্যা বন্ড অফ ফেইথ। বইটি পাঠকের সামনে একজন মুসলিমের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুসজ্জিত রূপ তুলে ধরবে-এই আমাদের বিশ্বাস।

https://boimate.com/the-bond-of-faith-pdf/
প্রোডাক্টিভ মুসলিমাহ ডেইলি প্ল্যানার PDF বই – হামিদ সিরাজী

ডাউনলোড লিংক: https://boimate.com/productive-muslimah-daily-planner-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
প্রোডাক্টিভ মুসলিমাহ ডেইলি প্ল্যানার PDF বই – হামিদ সিরাজী ডাউনলোড লিংক: https://boimate.com/productive-muslimah-daily-planner-pdf/ t.me/boimatecom
ওরিয়েন্টেড, প্রিন্সিপল গাইডেড, (একমাসের) ডেইলি টু-ডু লিস্ট ফর্মূলা। আত্মিক জীবনের পরম উদ্দেশ্য, জাগতিক লক্ষ্য এবং আপনার প্যাশনের সাথে সমন্বয় করে কীভাবে প্রতিদিন প্রোডাক্টিভ জার্নিতে কন্সিসন্টেন্ট হওয়া যায়—এটি তার প্র্যাক্টিক্যাল ফ্রের্মওয়ার্ক দিবে আপনাকে।

ড্রিম-গোল-প্যাশন টেস্টিং, রিফাইনিং, গোল সেটিং স্ট্র্যাটেজি; প্রোডাক্টিভিটি হিটম্যাপ; প্রোডাক্টিভ হ্যাবিটস ট্রি; ম্যাজিক অব ওয়ান আওয়ার স্টাডি; ওয়ার্ক স্ট্রেস মোকাবেলা এবং সময় নিয়ন্ত্রণে টাইম ম্যানেজমেন্ট মেট্রিক্স; মান্থলি, উইকলি প্রিভিউ, রিভিউসহ এতে আছে ৩০ দিনের ডেইলি প্রোডাক্টিভ টু-ডু মেকার এবং চেকলিস্ট। এই প্ল্যানারটির মধ্য দিয়ে আপনার প্রতিদিনের জার্নি শুরু হবে লক্ষ্যমুখি এবং শেষ হবে একটু একটু অর্জনের মধ্যে দিয়ে।

যারা কেবল স্বপ্ন নয়, ফ্যান্টাসি কিংবা উইশ নয়—সত্যিকার অর্থেই সময়াবদ্ধ লক্ষ্যমাত্রা, লক্ষ্য অর্জনে তাগাদা এবং প্রোডাক্টিভ হওয়ার প্রয়োজনীয়তায় বিশ্বাস করেন, তাদের জন্য প্রোডাক্টিভ মুসলিম/মুসলিমাহ প্ল্যানার হতে পারে একটি কম্প্রিহেন্সিভ প্রোডাক্টিভ লাইফ মেনুয়াল। স্টেপ বাই স্টেপ প্রতিটি দিনকে মাস্টারপিসে রূপ দেয়ার মধ্য দিয়ে আত্মিক, জাগতিক উভয় দিক দিয়ে ডেইলি প্রোডাক্টিভ লাইফ মেইন্টেইনে এটি আপনার জন্য বিশেষভাবে সহায়ক হবে, ইনশা-আল্লাহ।

”Make Everyday Your Masterpiece” with Productive Muslim/Muslilam DAILY PLANNER With best wishes—Hamid Sirajy

https://boimate.com/productive-muslimah-daily-planner-pdf/
লক্ষ্য পূরণ আর সময়কে কাজে লাগাতে ডেইলি প্ল্যানারের বিকল্প নেই।

যারা সুন্দর ও গোছানো জীবনযাপন করতে পছন্দ করেন, এই প্ল্যানারগুলো আপনাদের খুবই কাজে দেবে। লেখিকা তিনটি প্ল্যানারে উত্তম ডিজাইন ও লেখনীতে বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন।

বিস্তারিত জানতে ও অর্ডার করতে লিংকগুলোতে ক্লিক করুন।

মুসলিম ডেইলি প্ল্যানার: https://is.gd/MuslimDailyPlanner
রমাদান প্ল্যানার: https://is.gd/RamadanPlanner
স্টুডেন্ট প্ল্যানার: https://is.gd/StudentPlanner

কমেন্টে আরও ছবি দেওয়া হয়েছে
১ মিনিট এর আমল PDF বই – ড. মুহাম্মাদ বিন ইব্রাহিম আল-হামাদ

ডাউনলোড লিংক: https://boimate.com/1-minute-er-amol-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
১ মিনিট এর আমল PDF বই – ড. মুহাম্মাদ বিন ইব্রাহিম আল-হামাদ ডাউনলোড লিংক: https://boimate.com/1-minute-er-amol-pdf/ t.me/boimatecom
আমাদের অধিকাংশই অফিসে বা কর্মস্থলে ব্যস্ততার জন্য ইবাদত-বন্দেগী ও নেককাজের তেমন কোন সময় পাই না। কাজের ফাঁকে অথবা কর্মব্যস্ততার পর বাকী যে সামান্য সময় পাই এর মধ্যে আমরা কি কি আমল করতে পারি এবং এ সময়কে কিভাবে কাজে লাগাতে পারি এ উদ্দেশ্যে বিলিভার্স ভিশনের এবারের ১মিনিটের আমল বইটি।

এই বইটি ড. মুহাম্মাদ বিন ইব্রাহিম আল-হামাদ প্রণীত ‘এক মিনিটকে কাজে লাগানোর সর্বোত্তম উপায়’ শীর্ষক লিফলেট থেকে সংকলিত । সংকলনটি সংগ্রহ করা হয়েছে জনপ্রিয় ইসলামিক ওয়েবসাইট islamqa-তে একটি প্রশ্নের উত্তর থেকে।

https://boimate.com/1-minute-er-amol-pdf/
লাভিং ওয়াইফ PDF বই – জাকারিয়া মুস্তাফি

ডাউনলোড লিংক: https://boimate.com/loving-wife-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
লাভিং ওয়াইফ PDF বই – জাকারিয়া মুস্তাফি ডাউনলোড লিংক: https://boimate.com/loving-wife-pdf/ t.me/boimatecom
দাম্পত্য জীবন অনন্য এক মাধুর্যের নাম । প্রেম ভালোবাসা সুখ আনন্দ অনুরাগ উচ্ছলতা—জীবনের সবগুলো পূর্ণতা এখানে এসে স্থিতি লাভ করে । জীবন হয়ে ওঠে পবিত্রতম আনন্দে মুখর এবং সার্থক। কিন্তু দাম্পত্য জীবনকে আমরা অনেকেই সেভাবে উপভোগ করতে পারি না । স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি, প্রেম-ভালোবাসার আদান-প্রদানে দৈন্যতা আমাদের অনেকের দাম্পত্য জীবনকে অসুখী করে রাখে ।

এই অসুখের প্রভাব পড়ে দৈনন্দিন জীবনের যাপন-প্রক্রিয়ায়ও । অথচ মানব মনের স্বভাবজাত প্রেম-ভালোবাসা, আনন্দ-অনুরাগ চর্চা ও যাপনের জন্য দাম্পত্য জীবন পবিত্রতম এক ঠিকানা । দাম্পত্য জীবন কীভাবে সুন্দর এবং সুখময় হয়ে উঠতে পারে- 'লাভিং ওয়াইফ' বইটিতে তারই কিছু সরল ও হৃদয়গ্রাহী চিত্র এঁকেছেন নবীন লেখক জাকারিয়া মুস্তাফি।

গল্পে গল্পে লেখক চিত্রায়ন করেছেন স্বামী-স্ত্রীর প্রেমপূর্ণ বোঝাপড়া, আনন্দ এবং খুনসুটির দৃশ্য। দাম্পত্য জীবনকে সুখময় ও আনন্দমুখর করতে এ গল্পগুলো প্রেরণা হিসেবে কাজ করবে।

https://boimate.com/loving-wife-pdf/
প্রেমময় দাম্পত্য জীবন PDF বই (নিয়ম, কৌশল, পরামর্শ) – উসতাজ হাসসান শামসি পাশা

ডাউনলোড লিংক: https://boimate.com/premomoy-dampotto-jibon-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
প্রেমময় দাম্পত্য জীবন PDF বই (নিয়ম, কৌশল, পরামর্শ) – উসতাজ হাসসান শামসি পাশা ডাউনলোড লিংক: https://boimate.com/premomoy-dampotto-jibon-pdf/ t.me/boimatecom
বিবাহিত প্রতিটি নারী-পুরুষই চায় একটি সুন্দর সুখময় দাম্পত্য জীবন। গড়তে চায় ভালোবাসাপূর্ণ অনাবিল প্রশান্তির আধার একটি প্রেমময় সংসার। অবশ্য এর জন্য স্বামী-স্ত্রী দুজনকেই কিছু বিষয়ের প্রতি লক্ষ রেখে চলতে হয়। ভালোবাসার ঘর বাঁধতে দুজনকেই উত্তম গুণাবলিতে গুণান্বিত হতে হয়। পরিহার করতে হয় রাগ-ক্ষোভ, জিদ, অহমিকা, স্বার্থপরতা, দোষচর্চার মতো সম্পর্ক অবনতি ঘটানোর যাবতীয় মন্দ স্বভাব। তবেই দেখা মিলে দাম্পত্য জীবনের পরম সুখ আর প্রশান্তির। প্রিয় পাঠক, দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি ও প্রেমময় বন্ধন অটুট রাখার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়েই উসতাজ হাসসান শামসি পাশা ভালোবাসার রং-তুলিতে আমাদের জন্য এঁকেছেন তার অনন্যসাধারণ উপহার همسه في اذن زوجيين( 'প্রেমময় দাম্পত্য জীবন' গ্রন্থটি। আসুন না, ভালোবাসার পাঠে ভরপুর অনুপম এ গ্রন্থটি থেকে সুন্দর সুখময় দাম্পত্য জীবন গঠনের চমৎকার কিছু নিয়ম, কৌশল ও পরামর্শ জেনে নিই...

https://boimate.com/premomoy-dampotto-jibon-pdf/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM