BoiMate.Com
78.7K subscribers
2.1K photos
37 videos
4 files
2.45K links
বই প্রকৃত বন্ধু ❤️
Islamic & Educational Bangla PDF Book Collection ⚡️

Group: @myboimate
Website: https://boimate.com
Helpline: @bdnhelpbot
Download Telegram
BoiMate.Com
হে বোন, যদি জান্নাতে যেতে চাও PDF বই – শাইখ নিদা আবু আহমাদ ডাউনলোড লিংক: https://boimate.com/he-bon-jodi-jannate-jete-chao-pdf/ t.me/boimatecom
হে বোন, অক্ষম হওয়ার আগেই নিজের জন্য পছন্দসই বাড়িটি নির্ধারণ করে রাখো। তোমার কাছে এখনো সুযোগ আছে। সুযোগ কাজে লাগানোর স্থানও আছে এবং বয়স নামক মূলধনও আছে। ইয়াজিদ আর-রাক্কাশি রহ. নিজেকে বলতেন, ‘ধ্বংস তোমার জন্য হে ইয়াজিদ! মৃত্যুর পর কে তোমার সালাত আদায় করে দেবে? কে তোমার পক্ষ থেকে তোমার সিয়ামগুলো পালন করে দেবে?

তুমি মরে গেলে তোমার জন্য কে তোমার রবকে সন্তুষ্ট করে দেবে?’ এরপর বলতেন, ‘হে মানুষ, মৃত্যু যার শেষ খেলা, মাটি যার শয়নের স্থান, পোকামাকড় যার সবচেয়ে কাছের বন্ধু, মুনকার-নাকির যার সঙ্গী, কবর যার বাসস্থান, মাটিগর্ভ যার থাকার জায়গা, কিয়ামত যার ওপর অবধারিত এবং জান্নাত বা জাহান্নাম যেকোনো একটি যার গন্তব্য, তার অবস্থা কেমন হওয়া উচিত?!’ এ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং একপর্যায়ে অচেতন হয়ে যান।

https://boimate.com/he-bon-jodi-jannate-jete-chao-pdf/
নুসূূসের আলোকে জাহিলিয়্যাহ PDF বই – মুফতি হারুন ইজহার

ডাউনলোড লিংক: https://boimate.com/nususer-aloke-jahiliyah-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
নুসূূসের আলোকে জাহিলিয়্যাহ PDF বই – মুফতি হারুন ইজহার ডাউনলোড লিংক: https://boimate.com/nususer-aloke-jahiliyah-pdf/ t.me/boimatecom
যুগ, পরিবেশ ও বাস্তবতাভেদে জাহিলিয়াতের রূপ বিচিত্র ও বিভিন্ন। জাহিলিয়াতের ব্যাপারে সঠিক ধারণার অভাব, ঈমানের জন্য ক্ষতিকর। কেননা, আজকের প্রথাগত ইসলামি সমাজেরও রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে জাহিলিয়াত। আধুনিক ইসলামি সমাজ প্রায় প্রতিটি ক্ষেত্রে মেনে নিয়েছে পশ্চিমা জাহিলি সভ্যতার আধিপত্য। এক দিকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি চরম উৎকর্যে, অপর দিকে প্রতিদিন আল্লাহর অবাধ্যতায় এই মানবসভ্যতা স্পর্শ করছে নতুন নতুন মাইলফলক।

বস্তুগত উন্নতি ও মূল্যবোধের ফাঁকাবুলি পর্যবসিত হয়েছে ভোগবাদ ও জড়বাদের ঘৃণ্য অন্তসারশূন্যতায়। সর্বত্রই আজ প্রবৃত্তি, মানবসৃষ্ট মতবাদ ও মানবীয় বুদ্ধির জয়জয়কার। এমন সর্বগ্রাসী জাহিলিয়াত থেকে মুক্ত হতে হলে, আমাদের ফিরতেই হবে কুরআন-সুন্নাহর দিকে। জাহিলিয়াতের স্বরূপ, প্রকৃতি ও বিস্তৃতি অনুধাবনে নুসুসের মৌলিক পাঠের প্রয়োজনীয়তা সীমাহীন। এই অধ্যয়ন তাজা করবে ঈমান, দৃঢ় করবে ইসলামি মূল্যবোধ এবং হৃদয়ে জাগ্রত করবে জাহিলিয়াতমুক্ত জীবনব্যবস্থা গড়ার তাড়না।

https://boimate.com/nususer-aloke-jahiliyah-pdf/
বই কিনলে বই ফ্রি!

আজ শুক্রবার সারাদিন....
👉 ৩৯৯+ টাকার ইসলামি বই অর্ডার করলেই থাকছে একটি ইসলামি বই একদম ফ্রি!
👉 সাথে ৯% অতিরিক্ত ছাড় তো থাকছেই! (IQRA09 কোড ব্যবহারে)
এছাড়াও
👉 ৭৯৯+ টাকার ইসলামি বই অর্ডার করলেই থাকছে নিশ্চিত উপহার!
👉 ৯৯৯+ টাকার ইসলামি বই অর্ডার করলেই থাকছে নিশ্চিত ফ্রি শিপিং (IQRA কোড ব্যবহারে)

আপনার প্রিয় বইটি অর্ডার করতে ক্লিক করুন: https://cutt.ly/rokislamic
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
লাভ অফ আল্লাহ PDF বই – মিশারী আল-খারাজ

ডাউনলোড লিংক: https://boimate.com/love-of-allah-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
লাভ অফ আল্লাহ PDF বই – মিশারী আল-খারাজ ডাউনলোড লিংক: https://boimate.com/love-of-allah-pdf/ t.me/boimatecom
নামাজ। ইবাদত করার সবচেয়ে সুন্দর তরিকা। এটা এমন এক আমল, যা সীমাহীন প্রশান্তি আনয়ন করে, আত্মার পিপাসা নিবারণ করে। আপনার দেহ থাকবে জমিনে, কিন্তু আত্মা আল্লাহ পাকের আরশের নিচে ঘুরবে। নামাজ হলো আল্লাহ পাকের পক্ষ হতে মহান তোহফা। যাতে ওই শান্তি ও আনন্দ রয়েছে, যা আমরা সকলে তালাশ করি। এ জীবন পরীক্ষা, কষ্ট ও পেরেশানির বোঝায় নিপতিত। উক্ত বোঝা থেকে আমাদের মুক্তির প্রয়োজন, এসব বস্তু হতে আমাদের মুক্তি পেতে হবে, আর কে আমাদেরকে উক্ত বিষয় হতে মুক্তি দিতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ পারে না। আর উক্ত প্রশান্তি আমাদের নামাজে মিলবে।

আপনার হয়ত জানা আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন আর নামাজের সময় হতো তখন তিনি বলতেন, হে বেলাল! আমাকে (নামাজের মাধ্যমে) শান্তি দাও।

এ সুখ ও প্রশান্তি কেবল পূর্ববর্তীদের জন্যই নয় বরং আমরাও তা লাভ করতে পারি। আর যারা উক্ত রহস্য জানেন, যা আমাদের পূর্বপুরুষগণ করতেন যে, এ আরাম ও প্রশান্তি উন্নতমানের তাওয়াজ্জুহ বা মনোনিবেশ দ্বারাই হাসেল হয় না; বরং তার জন্য রূহানি স্তরে পৌঁছতে হবে। অন্তরের মনোনিবেশ অত্যন্ত জরুরি। আপনি যদি এর দ্বারা ইতিবাচক ফলাফল হাসেল করতে চান, তাহলে আপনার অন্তর তার সাথে লাগিয়ে রাখতে হবে। আপনার শুধু ১০ মিনিট (নামাজ পড়াকালীন) আল্লাহ পাকের মহব্বতের প্রতি মনোনিবেশ করতে হবে। দুনিয়ার কাজ-কর্মের জন্য ২৩ ঘণ্টার চেয়ে বেশি সময় রয়েছে। এ ১০ মিনিট আল্লাহ ও তাঁর সাক্ষাত লাভের প্রশান্তিতে নির্দিষ্ট করে নিন।

https://boimate.com/love-of-allah-pdf/
কী পড়বেন কীভাবে পড়বেন PDF বই – মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

ডাউনলোড লিংক: https://boimate.com/ki-porben-kivabe-porben-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
কী পড়বেন কীভাবে পড়বেন PDF বই – মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ ডাউনলোড লিংক: https://boimate.com/ki-porben-kivabe-porben-pdf/ t.me/boimatecom
আমরা যারা বই পড়ি তারা পাঠপদ্ধতি সম্পর্কে সম্যক অবগত থাকি না। ফলে আমাদের বইপাঠ যতোটা ফলপ্রসূ হতে পারতো তা হয় না। তাছাড়া একটা বই কেনার সময় অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়, বই নির্বাচনে সচেষ্ট হতে হয়, বই পাঠের সময় কিছু কাজ করতে হয়, বইয়ের যত্ন নেওয়া জানতে হয়। এসব নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইতে।

আবার যারা বই পড়তে চাইলেও পারেন না, আগ্রহ হারিয়ে ফেলেন বা বিরক্তি ভাব এসে যায় তাদের জন্যও এতে আছে সুন্দর সব পরামর্শ। এতে কারণগুলো চিহ্নিত করে তারপর প্রতিকার বাতলে দেওয়া হয়েছে। আবার অনেকে আছে যাদের পড়ার গতি খুব ধীর। তারা কীভাবে পড়ার গতি বাড়াবেন, আর কারো পড়ার গতি ধীর কাতারে পড়ে কিনা সেটা কীভাবে নির্ণয় করবেন সেসব কৌশলও তুলে ধরা হয়েছে এতে।

https://boimate.com/ki-porben-kivabe-porben-pdf
সমস্যা নিরসনের ৪০টি উপায় (সমস্যার সমাধান) PDF বই – আবদুল মালিক আল কাসিম

ডাউনলোড লিংক: https://boimate.com/shomossar-shomadhan-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
সমস্যা নিরসনের ৪০টি উপায় (সমস্যার সমাধান) PDF বই – আবদুল মালিক আল কাসিম ডাউনলোড লিংক: https://boimate.com/shomossar-shomadhan-pdf/ t.me/boimatecom
মানুষ মাত্রই বিপদে আক্রান্ত হয়। সমস্যায় জর্জরিত হয়। ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক, মানসিক কত কষ্টের মাঝ দিয়ে মানুষকে চলতে হয়! কেউ হতাশায় ভেঙ্গে পড়ে, কেউ নেশার মরণফাঁদে পড়ে আর কেউবা অতি শোকে পৃথিবী ছেড়ে চলে যায়। আসলে অজ্ঞতার কারণেই মানুষ এমন বোকামি করে থাকে। পৃথিবীতে যেমন সমস্যা আছে, ঠিক তেমনি প্রতিটি সমস্যার সমাধানও আছে।

কিন্তু মানুষ বড় ত্বরাপ্রবণ। সে দ্রুত ফল পেতে চায়। আর হোঁচট খেয়ে পথ হারিয়ে ফেলে। সমাধানের পথে সে হাঁটে না। এক্ষেত্রে সমাধানের জন্য প্রথম শর্ত হল ধৈর্য। এরপর তাকে জাগতিক কিছু সরল নীতি আর ইসলাম নির্দেশিত কিছু ঐশী নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিশ্বাসী প্রতিটি মানুষই পেয়ে যাবে তার কাঙ্ক্ষিত সমাধান।

এমন কিছু নীতি আর ঐশীবাণীর সমন্বয়ে রচিত এবারের পরিবেশনায় থাকছে হাসান মাসরুর অনূদিত “‘আরবাঊনা কায়িদাতান ফি হাল্লিল মাশাকিল’’-এর বঙ্গানুবাদ ‘‘সমস্যার সামধান: সমস্যা নিরসনের ৪০টি উপায়।”

https://boimate.com/shomossar-shomadhan-pdf/
দু’আর মহিমা PDF বই – শাইখ আহমাদ মুসা জিবরিল, খালিদ আর-রাশিদ

ডাউনলোড লিংক: https://boimate.com/duar-mohima-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
দু’আর মহিমা PDF বই – শাইখ আহমাদ মুসা জিবরিল, খালিদ আর-রাশিদ ডাউনলোড লিংক: https://boimate.com/duar-mohima-pdf/ t.me/boimatecom
মন খারাপের কথা, জীবনের সব চাওয়া-পাওয়ার কথা আপনার রবকে বলুন। মনের মাধূরী মিশিয়ে দু’আ করুন তাঁর কাছে। দুনিয়ার মানুষের কাছে বলে কি লাভ (!) দুনিয়ার মানুষ তো কোনো উপকার করতে পারবে না। তারা আপনার কোন চাওয়া পূর্ণ করতে পারবে না। চাওয়া-পাওয়া তো আছে কেবল রবের কাছে, যিনি চাইলে অকল্পনীয়ভাবে মুহুর্তের মধ্যে সব ঠিক করে দিতে পারেন।

তপ্ত মরুভূমিময় হৃদয়কে করে দিতে পারেন বৃষ্টিস্নাত সবুজ-সতেজ উদ্যান। হৃদয়ের দর্পণে লিখে রাখুন এই আয়াতকে-‘অচিরেই আপনার রব আপনাকে এরূপ দান করবেন, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। (সূরা আদ- দুহা: ৫)’ কখনো কখনো দেখবেন আপনার দু’আগুলো রব কবুল করছেন না। আপনি যা চেয়েছেন, তা আপনি পাচ্ছেন না। তখন আপনি হতাশ হবেন না। আপনি দু’আ করতেই থাকুন। দু’আতে দৃঢ় হোন। দেখবেন, একদিন হঠাৎ করে আপনার দু’আগুলো কবুল হয়ে যাবে। যে দু’আ করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিল কান্না ভিজরিত। চোখ দিয়ে ঝরেছিল জলধারা। সেই দু’আ যখন হুট করে রব কবুল করে নিবেন, সেদিনও আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রু-কণায়। সেদিন হয়ত ফিসফিস করে বলে উঠবেন ‘হে আমার রব, আমি তো আপনাকে ডেকে কখনো নিরাশ হইনি।

https://boimate.com/duar-mohima-pdf/
সবার ওপরে ঈমান PDF বই – জিয়াউর রহমান মুন্সি

ডাউনলোড লিংক: https://boimate.com/sobar-upore-iman-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
সবার ওপরে ঈমান PDF বই – জিয়াউর রহমান মুন্সি ডাউনলোড লিংক: https://boimate.com/sobar-upore-iman-pdf/ t.me/boimatecom
বইটিতে ঈমান বিষয়ক প্রায় সকল হাদীস একত্রিত করা হয়েছে। এরকম সংকলন বাংলা ভাষায় এটাই প্রথম। হাদীসগুলোকে প্রায় ৯০টি সুবিশাল হাদীসগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ একটি বই পড়লেই পড়া হয়ে যাবে প্রায় ৯০টি হাদীসের কিতাব। সেই সাথে হাজার হাজার হাদীসও জানা হয়ে যাবে। ঈমান সংক্রান্ত ৪৪৬২টি হাদীস একত্র করে মাত্র ৪৬৯টি হাদীসে পরিণত করা হয়েছে। প্রতিটি হাদীসের ক্ষেত্রেই ঈমান বিষয়ক একটি প্রামাণ্য হাদীসের টেক্সট উল্লেখ করার পর প্রাসঙ্গিক বাকি হাদীসগুলোকে টীকা আকারে একত্রিত করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হাদীসের ভিন্নপাঠও তুলে ধরা হয়েছে।

পাঠকের সুবিধার জন্য পুরো বইটিকে মোট ২৮টি অধ্যায়ে এবং ২৬টি শিরোনামের অধীনে বিন্যস্ত করা হয়েছে। প্রিয় নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথাগুলো হাইলাইট করতে রঙিন কালিতে ছাপানো হয়েছে। সাবলীল, বাহুল্যবর্জিত ও আকর্ষণীয় অনুবাদ। বিস্তারিত রেফারেন্স, তাহকীক ও টীকা যুক্ত করা হয়েছে। বিভিন্ন শব্দ ও বাক্যের অস্পষ্টতা টীকার মাধ্যমে দূর করা হয়েছে। বইটির শেষে বিস্তারিত পরিসরে একটি নির্ঘণ্ট সংযুক্ত করা হয়েছে, যা পাঠকের জন্যে বহুগুণে উপকারী হবে ইন শা আল্লাহ। ঈমান-আকীদা ঠিক রাখার জন্য নিয়মিত তালিম করার মতো একটি বই।

https://boimate.com/sobar-upore-iman-pdf/
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
সভ্যতার সংকট PDF বই – ড. বিলাল ফিলিপস

ডাউনলোড লিংক: https://boimate.com/sovvotar-songkot-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
সভ্যতার সংকট PDF বই – ড. বিলাল ফিলিপস ডাউনলোড লিংক: https://boimate.com/sovvotar-songkot-pdf/ t.me/boimatecom
বঙ্গোপসাগরের বুকে সেন্টমার্টিন দ্বীপ। দ্বীপের তীরে বার-বি-কিউ পার্টি। গান বাজছে তারস্বরে। স্বচ্ছ নীল পানিতে ভাসছে ওয়ান-টাইম প্লেট। দ্বীপটির নাম থেকে শুরু করে পুরাে দৃশ্যপটে যে আধুনিক সভ্যতার জয়জয়কার তা আমদানি হয়েছে পশ্চিমা ভােগবাদী সমাজ থেকে। সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক এই সর্বব্যাপী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানাের একমাত্র অস্ত্র ইসলাম। তাই পৃথিবীজুড়ে কর্তৃত্ব খাটানাের ক্ষেত্রে পশ্চিমাদের সবচেয়ে বড় হুমকি ইসলাম।

অধুনা মুসলিমদের মধ্যে ক্ষমতাধর কেউ না থাকলেও ইসলামের একটা নিজস্ব ক্ষমতা রয়েছে। এর মূলনীতিগুলােই এই ক্ষমতার মূল উৎস। মানব সভ্যতা ও সামাজিক সংস্কৃতি নিয়ন্ত্রণে ইসলামের বিধানগুলাে মানুষকে প্রকৃতির সাথে, অন্য মানুষের সাথে সহাবস্থানের শিক্ষা দেয়। মানুষ যখন স্রষ্টার দেওয়া এ ভারসাম্যটা নষ্ট করে ফেলে তখনই শুরু হয় সভ্যতার সংকট।

ইসলাম আর পশ্চিমা সভ্যতার মূল দ্বন্দ্বটা কোথায়? কী সেই নৈতিক ভিত্তি যাকে এত ভয় পায় পশ্চিমা সভ্যতা? কেমন করে নৈতিক মূল্যবোধ, আল্লাহর দাসত্ব এবং ইসলামের আচার-ব্যবস্থা মিলে মিশে একাকার তা-ই এ বইয়ের মূল উপপাদ্য।

https://boimate.com/sovvotar-songkot-pdf/
ইসলামের ইতিহাস (নববী যুগ থেকে বর্তমান) PDF বই – ড. মুহাম্মাদ ইবরাহিম আশ-শারিকি

ডাউনলোড লিংক: https://boimate.com/islamer-itihash-nobobi-jug-theke-bortoman-pdf/

t.me/boimatecom
BoiMate.Com
ইসলামের ইতিহাস (নববী যুগ থেকে বর্তমান) PDF বই – ড. মুহাম্মাদ ইবরাহিম আশ-শারিকি ডাউনলোড লিংক: https://boimate.com/islamer-itihash-nobobi-jug-theke-bortoman-pdf/ t.me/boimatecom
আচ্ছা কেমন হয় যদি নবীজি ﷺ এর যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত পুরো ইসলামের ইতিহাসের সারনির্যাস এক মলাটে ৩৫০-৩৬০ পৃষ্ঠার বইতে পেয়ে যান? মুসলিম উম্মাহর একজন সদস্য হয়ে আপনার কি উচিত না রাসূলের যুগ থেকে বর্তমান পর্যন্ত ইতিহাসের পুরো সিকুয়েন্সটা মাথায় রাখা? প্রত্যেকের ইতিহাসবেত্তা হওয়া জরুরি না, কিন্তু পুরো ইসলামি ইতিহাসের ঘটনা পরিক্রমাগুলোত অন্তত জানা দরকার।

নবীজির যুগ থেকে শুরু করে বর্তমান ইতিহাসের একদম মূল সারনির্যাস ধাপেধাপে এক মলাটে লিখেন আরবের বিখ্যাত শাইখ ডক্টর মুহাম্মাদ ইবরাহীম শারীকী। নাম দেয়া হয় ‘তারিখুল ইসলামিয়া’। এটিরই অনূদিত রূপ ‘ইসলামের ইতিহাস : নববী যুগ থেকে বর্তমান’।

*বইটি পাকিস্তান বেফাকের (মাদ্রাসা শিক্ষাবোর্ড) সিলেবাসভুক্ত।

https://boimate.com/islamer-itihash-nobobi-jug-theke-bortoman-pdf/